
RRB Group-D MCQ Mock Test in Bengali(Set-1) || রেলওয়ে গ্রুপ ডি MCQ মক টেস্ট || RRB Group-D MCQ Practice Set– RRB Group-D 2025 এর পরীক্ষায় যারা বসতে চলেছ তাদের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের তরফ থেকে নিয়ে আসা হয়েছে RRB Group-D MCQ Mock Test in Bengali সিরিজ । এখানে তোমরা 50 টি প্রশ্ন পাবে যার মধ্যে থাকবে জেনারেল সাইন্স, জিকে , কারেন্ট অ্যাফেয়ারস , অঙ্ক , রিজনিং সংক্রান্ত MCQ প্রশ্ন উত্তর। তোমরা যদি ঘড়ি ধরে 45 মিনিটের মধ্যে এই মক টেস্টটি কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের প্রস্তুতি অনেক ভালো হবে । এই মক টেস্ট তোমাদের ভালো লাগলে সবার সাথে শেয়ার করবে ।
RRB Group-D MCQ Mock Test in Bengali(Set-1) || রেলওয়ে গ্রুপ ডি MCQ মক টেস্ট || RRB Group-D MCQ Practice Set
১. বিদ্যুৎ শক্তির কমারশিয়াল ইউনিট কী ?
(ক) ওয়াট
(খ) ক্যালোরি
(গ) কিলোওয়াট আওয়ার
(ঘ) জুল
(গ) কিলোওয়াট আওয়ার
২. নিম্নলিখিত কোন রাশির ইউনিট ভোল্ট / অ্যাম্পিয়ার ?
(ক) ওয়ার্ক
(খ) কারেন্ট
(গ) চার্জ
(ঘ) রেসিস্টেন্স
(ঘ) রেসিস্টেন্স
৩. ম্যাগনেটিক ফ্লাক্স –এর SI ইউনিট কী ?
(ক) ফ্যারাড
(খ) হেনরি
(গ) পাস্কাল
(ঘ) ওয়েবার
(ঘ) ওয়েবার
৪. হেনরি / মিটার কীসের একক ?
(ক) ওয়াট / স্টেরেডিয়ান
(খ) ইলেক্ট্রোনেগেটিভিটি
(গ) ম্যাগনেটিক পারমিয়াবিলিটি
(ঘ) ইলেক্ট্রিকাল কন্ডাক্টিভিটি
(গ) ম্যাগনেটিক পারমিয়াবিলিটি
৫. পিতল কিসের কিসের মিশ্রণ ?
(ক) ৮০% জিঙ্ক এবং ২০% কপার
(খ) ২০% জিঙ্ক এবং ৮০% কপার
(গ) ৭০% জিঙ্ক এবং ৩০% কপার
(ঘ) ৩০% জিঙ্ক এবং ৭০% কপার
(ঘ) ৩০% জিঙ্ক এবং ৭০% কপার
৬. সিসা ও টিনের সংকর ধাতু কোনটি ?
(ক) স্টেনলেস স্টিল
(খ) পিতল
(গ) ব্রোঞ্জ
(ঘ) সোল্ডার
(ঘ) সোল্ডার
RRB Group-D MCQ Mock Test in Bengali(Set-1) || রেলওয়ে গ্রুপ ডি MCQ মক টেস্ট || RRB Group-D MCQ Practice Set
৭. কোন রাসায়নিক পদার্থ স্টিলকে শক্ত করতে ব্যবহার করা হয় ?
(ক) ভ্যানাডিয়াম
(খ) ম্যাঙ্গানিজ (উত্তর)
(গ) নিকেল
(ঘ) ক্রোমিয়াম
(খ) ম্যাঙ্গানিজ
৮. লোহাকে ________ ও __________ এর সাথে মিশ্রিত করে স্টেনলেস স্টীল তৈরি করা হয় ?
(ক) Ni, Cr
(খ) Ni,Co
(গ) Ni, Ca
(ঘ) Ni, Cu
(ক) Ni, Cr
৯. মানুষ নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি পরিপাক করতে পারে না ?
(ক) সেলুলোজ
(খ) স্টার্চ
(গ) অ্যামাইনো অ্যাসিড
(ঘ) গ্লাইকোজেন
(ক) সেলুলোজ
১০. প্রোটিন পরিপাকের পরে কিসে রূপান্তরিত হয় ?
(ক) স্মল গ্লোবিউলস
(খ) স্টার্চ
(গ) কার্বহাইড্রেট
(ঘ) অ্যামাইনো অ্যাসিড
(ঘ) অ্যামাইনো অ্যাসিড
১১. স্তম্ভ মেলাওঃ
স্তম্ভ-১ | স্তম্ভ-২ |
I. মুখ | A. খাবার চিবানো |
II. দাঁত | B. খাবার রোলিং |
III. জিভ | C. খাদ্য গ্রহণ |
IV. স্যালাইভা | D. সোয়ালোইং অফ ফুড |
(a) I-A,II-D,III-A, IV-A
(b) I-B, II-C, III-D, IV-C
(C ) I-A, II-B, III-C, IV-D
(D) I-C,II-A, III-B, IV-D
(D) I-C,II-A, III-B, IV-D
১২. নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কার ক্ষুদ্রান্ত সবথেকে বড়ো ?
(ক) বাঘ
(খ) সিংহ
(গ) গোরু
(ঘ) মানুষ
(গ) গোরু
১৩. A একটি কাজ 15 দিনে করতে পারে এবং B সেই কাজ টাই করতে পারে 20 দিনে । তারা দুজনেমিলে কাজ করলে কতদিনে কাজটি শেষ করবে ?
(ক) 9 $\frac{4}{7}$ দিনে
(খ) 8 $\frac{4}{7}$ দিনে
(গ) 7 $\frac{4}{7}$ দিনে
(ঘ) 10 $\frac{4}{7}$ দিনে
(খ) 8 $\frac{4}{7}$ দিনে
১৪. সুজল A বিন্দু থেকে উত্তর দিকে 8 কিমি. হাঁটে । সে এবার পিছনে ঘোরে এবং পিছন দিকে হাঁটতে থাকে 6 কিমি. / ঘন্টা বেগে । সুজল 10 মিনিট পর A বিন্দু থেকে কত দূরে থাকবে ?
(ক) 2 কিমি.
(খ) 6 কিমি.
(গ) 7 কিমি.
(ঘ) 9 কিমি.
(গ) 7 কিমি.
১৫. পরপর দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 313 । ছোটো সংখ্যাটি কত ?
(ক) 12
(খ) 13
(গ) 14
(ঘ) 15
(ক) 12
১৬. 144 , 360 ও 504 এর গ.সা.গু কত ?
(ক) 24
(খ) 18
(গ) 36
(ঘ) 72 (উত্তর)
(ঘ) 72
১৭. যদি 1.5x=0.02y হয় , তাহলে $\frac{1}{\frac{y + x}{y – x}}$ –এর মান কত ?
(ক) $\frac{38}{37}$
(খ) $\frac{370}{38}$
(গ) $\frac{37}{38}$
(ঘ) $\frac{37}{380}$
$\frac{37}{38}$
১৮. 777 $\frac{1}{5}$ + 777 $\frac{2}{5}$ + 777 $\frac{3}{5}$+ 777$\frac{4}{5}$
(ক) 3110
(খ) 3018
(গ) 3000
(ঘ) 3108
(ক) 3110
১৯. n এর মান নির্ণয় করো ।
2-7 × 2 3n+4 = 2 11 ÷ 2 5
(ক) 2
(খ) 5
(গ) 3
(ঘ) 4
(ঘ) 4
২০. যদি x= b+c , y=c-a এবং z=a-b হয় তবে x2+y2+z2-2xy-2xz+2yz –এর মান কত ?
(ক) 4b2
(খ) 4a2
(গ) 4c2
(ঘ) 2b
(ক) $4b^2$
২১. সরল করোঃ
Sin6θ + cos6θ = ?
(ক) 1-sin2θ cos2θ
(খ) 1+sin2θ cos2θ
(গ) 1+3sin2θ cos2θ
(ঘ) 1-3sin2θ cos2θ
(ঘ) $1-3sin^2θ cos^2θ$
২২. 1.75 মিটার লম্বা একজন মানুষের ছায়ার দৈর্ঘ্য 2 মিটার এবং ওই একই সময়ে একটি ল্যমাপ পোস্টের ছায়ের দৈর্ঘ্য 6.4 মিটার । ল্যাম্পপোস্টের দৈর্ঘ্য কত ?
(ক) 5.6m
(খ) 5.9m
(গ) 5.7m
(ঘ) 5.8m
(ক) 5.6m
২৩. ABC ত্রিভুজে P , Q ,R যথাক্রমে AB , CA এবং BC বাহুগুলির মধ্যবিন্দু । যদি PQR ত্রিভুজের ক্ষেত্রফল 6 বর্গসেমি. হয় তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল কত ?
(ক) 36 বর্গ সেমি.
(খ) 12 বর্গ সেমি.
(গ) 24 বর্গ সেমি.
(ঘ) 18 বর্গ সেমি.
(গ) 24 বর্গ সেমি.
২৪. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 cm. , 7 cm. এবং 10 cm. । ত্রিভুজটির ক্ষেত্রফল কত ?
(ক) 350 বর্গ সেমি.
(খ) 2√ 66 বর্গ সেমি.
(গ) 25 বর্গ সেমি.
(ঘ) 7√10 বর্গ সেমি.
(খ) 2√ 66 বর্গ সেমি.
RRB Group-D MCQ Mock Test in Bengali(Set-1) || রেলওয়ে গ্রুপ ডি MCQ মক টেস্ট || RRB Group-D MCQ Practice Set
২৫. কাকে ন্যাশানাল অ্যান্টি-ডোপিং এজেন্সির (NADA) দ্বারা 4 বছরের জন্য ব্যান করা হয়েছে অ্যান্টি-ডোপিং কোড ভায়োলেশনের জন্য ?
(ক) ভিনেশ ফোগাট
(খ) রাভি কুমার দাহিয়া
(গ) বাজরাং পুনিয়া
(ঘ) সুশিল কুমার
(গ) বাজরাং পুনিয়া
২৬. এনাদের মধ্যে কোন প্রফেশনাল টেনিস প্লেয়ার রিসেন্টলি ডেভিস কাপ ফাইনাল NOV-2024 খেলার পরে তাঁর অবসর ঘোষণা করেছেন ?
(ক) অ্যান্ডি মুরে
(খ) রোহান বোপান্না
(গ) ডোমিনিক থিম
(ঘ) রাফায়েল নাদাল
(ঘ) রাফায়েল নাদাল
২৭. AUG-2024 এ কোন রাজ্য প্রথম ইউনিফায়েড পেনশন স্কিম (UPS) চালু করেছে তাদের সরকারি কর্মচারিদের জন্য ?
(ক) গুজরাট
(খ) মহারাষ্ট্র
(গ) উত্তর প্রদেশ
(ঘ) তামিল নাডু
(খ) মহারাষ্ট্র
২৮. 2024 –এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় SEMICON এর উদবোধন করেছেন ?
(ক) বেঙ্গালুরু
(খ) হায়দ্রাবাদ
(গ) গ্রেটার নয়ডা
(ঘ) গান্ধী নগর
(গ) গ্রেটার নয়ডা
২৯. কোন প্রোজেক্টের জন্য কোল ইন্ডিয়া লিমিটেড গ্রিন ওয়ার্ল্ড এনভাইরনমেন্ট অ্যাওয়ার্ড -2024 পেয়েছে ?
(ক) থ্যালাসেমিয়া বাল সেভা যোজনা
(খ) প্রোজেক্ট টাইগার কন্সারভেশন
(গ) ক্লিন এনার্জি ইনিসিয়েটিভ
(ঘ) স্বচ্ছ ভারত মিশন
(ক) থ্যালাসেমিয়া বাল সেভা যোজনা
৩০. নিম্নের কোন শব্দটি কলিন্স ডিকসিনারি ওয়ার্ড অফ দ্যা ইয়ার 2024 খেতাব জিতেছে ?
(ক) Brat
(খ) Metaverse
(গ) Climate Crisis
(ঘ) Resilience
(ক) Brat
৩১. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সাহাজাহানের আমলে বানানো হয়নি ?
(ক) শালিমার গার্ডেন
(খ) রেড ফোর্ট
(গ) বুলান্দ দরওয়াজা
(ঘ) জামা মসজিদ
(গ) বুলান্দ দরওয়াজা
৩২. নিম্নের কোন রাজ্য ভারতে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করে এবং কত সালে ?
(ক) উড়িষ্যা 1956
(খ) রাজস্থান 1959
(গ) কর্নাটক 1957
(ঘ) বিহার 1958
(খ) রাজস্থান 1959
৩৩. নিম্নের কোনটি থাইল্যান্ডের কারেন্সি ?
(ক) রুবেল
(খ) রিঙ্গিট
(গ) ভাট
(ঘ) ইয়ান
(গ) ভাট
RRB Group-D MCQ Mock Test in Bengali(Set-1) || রেলওয়ে গ্রুপ ডি MCQ মক টেস্ট || RRB Group-D MCQ Practice Set
৩৪. নিম্নের কোনটি খারিফ শষ্য নয় ?
(ক) বাজরা
(খ) ধান
(গ) জোয়ার
(ঘ) গম
(ঘ) গম
৩৫. ARDC কোন ব্যাঙ্কের একটি ব্রাঞ্চ ?
(ক) NABARD
(খ) RBI
(গ) SEBI
(ঘ) SBI
(ক) NABARD
৩৬. নিম্নের কোন উৎসবটি গোয়ায় অনুষ্ঠিত হয় ?
(ক) সারোক
(খ) পংতু
(গ) সিগমোতসব
(ঘ) ছিনদাং
(গ) সিগমোতসব
৩৭. বিকল্পগুলি থেকে প্রদত্ত সেটগুলির অনুরূপ সেট নির্ণয় করো ।
(4 , 17 , 33)
(5 , 34 , 59)
(ক) (6 , 82 , 118)
(খ) (3 , 45 , 51)
(গ) (9 , 19 , 37)
(ঘ) (27 , 13 , 28)
(ক) (6 , 82 , 118); সমাধানঃ 4^2+17 =33 , 5^2+34=59 একইভাবে 6^2+82=118
৩৮. DPA: GUH : : MEV : ?
(ক) PJD
(খ) QRC
(গ) PJC
(ঘ) QRB
(গ) PJC
৩৯. এদের মধ্যে থেকে কোনটি আলাদা নির্ণয় করোঃ
3-6 , 4-8, 6-18, 8-32, 10-50
(ক) 8-32
(খ) 6 -18
(গ) 4-8
(ঘ) 3-6
(ঘ) 3-6
RRB Group-D MCQ Mock Test in Bengali(Set-1) || রেলওয়ে গ্রুপ ডি MCQ মক টেস্ট || RRB Group-D MCQ Practice Set
৪০. একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে TOUGH কে লেখা হয় 20152178 এবং PLEAD কে লেখা হয় 1612514 । তাহলে একই কোড ল্যাঙ্গুয়েজে CLOVE কে কিভাবে লেখা যাবে ?
(ক) 31115215
(খ) 31215225
(গ) 31215324
(ঘ) 31315235
(খ) 31215225
৪১. 1.6 , 2.3 , 3 , 3.7,4.4,5.1,5.8,6.5, ? , 7.9 , 8.6 – প্রশ্নচিহ্ন স্থানে কী হবে ?
(a) 7.4
(b) 7.2
(c) 7.3
(d) 7.1
(b) 7.2
৪২. শূন্যস্থানে সঠিক অক্ষর বসাওঃ
NLA____XN___BF___NL___F___NL____ ____X
(ক) FLCCXAF
(খ) FLXNXDC
(গ) FLXCXDF
(ঘ) FNXCXCF
(গ) FLXCXDF
৪৩. প্রশ্নচিহ্ন স্থানে সঠিক সংখ্যা বসাওঃ
6 | 5 | 1 |
14 | 9 | 7 |
? | 8 | 12 |
(ক) 20
(খ) 4
(গ) 12
(ঘ) 16
(ঘ) 16
৪৪. বিবৃতিঃ
সব আঙুল হল বুড়ো আঙুল
কিছু বুড়ো আঙ্গুল হল গাছ
কিছু কোণ হল গাছ
ব্যাখ্যাঃ
(I) কিছু কোণ হয় গাছ
(II) কিছু গাছ হয় আঙ্গুল
(ক) শুধুমাত্র ব্যাখ্যা I ঠিক
(খ) ব্যাখ্যা I এবং ব্যাখ্যা II কোনোটাই ঠিক নয়
(গ) শুধুমাত্র ব্যাখ্যা II ঠিক
(ঘ) হয় I নতুবা II ঠিক
(খ) ব্যাখ্যা I এবং ব্যাখ্যা II কোনোটাই ঠিক নয়
৪৫. একজন মহিলা কে উদ্দেশ্য করে দেখিয়ে রমন বলল ,”তাঁর একমাত্র ভাইয়ের পুত্র হয় আমার স্ত্রীর একমাত্র ভাই” তাহলে ওই মহিলা রমনের কী হন ?
(ক) শাশুড়ি
(খ) বৌয়ের বাবার বোন
(গ) বৌয়ের ভাইয়ের বৌ
(ঘ) বাবার বোন
(খ) বৌয়ের বাবার বোন
৪৬. বরুন , কশ্যপ , অনিল, জনসন , সামসন এবং প্রসাদ একটি সারিতে বসে আছে উত্তরে মুখ করে ,কিন্তু পরপর নয় । বরুন এবং কশ্যপ একদম সারির দুই প্রান্তে বসে আছে । অনিল , বরুনের একদম বাদিকে বসে আছে । আনিল এবং সামসনের মধ্যে শুধুমাত্র একজন বসে আছে । জনসন , কশ্যপের একদম পাশে নেই। কশ্যপের জাস্ট একদম ডানদিকে কে বসে আছে ?
(ক) বরুন
(খ) প্রসাদ
(গ) সামসন
(ঘ) জনসন
(খ) প্রসাদ
৪৭. সুমিত উত্তরদিকে 10m হাঁটে , তারপরে সে বাদিকে ঘুরে 11m হাঁটে এবং সেখান থেকে সে ডানদিকে ঘোরে এবং 13m হাঁটে , আবার সে ডানদিকে ঘুরে 25m হাঁটে । এখন কোন দিকে সুমিত মুখ করে আছে ?
(ক) পূর্ব
(খ) পশ্চিম
(গ) উত্তর
(ঘ) দক্ষিন
(ক) পূর্ব
৪৮. যদি ‘+’ এবং ‘–’ পরস্পর অদল বদল হয় আবার ‘×’ এবং ‘÷’ পরস্পর অদল বদল হয় তাহলে ‘?’ স্থানে কত বসবে ?
60 – 72 ×6+15÷3 = ?
(ক) 27
(খ) 32
(গ) 64
(ঘ) 25
(ক) 27
৪৯. ওয়ার্ল্ড ওজন ডে কোন দিন পালন করা হয় ?
(ক) ১৫ জানুয়ারি
(খ) ১৬ ডিসেম্বর
(গ) ১৬ সেপ্টেম্বর
(ঘ) ২৫ এপ্রিল
(গ) ১৬ সেপ্টেম্বর
৫০. কোথায় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সতিশ ধাওয়ান স্পেস সেন্টার অবস্থিত ?
(ক) অন্ধ্র প্রদেশ
(খ) রাজস্থান
(গ) কর্ণাটক
(ঘ) মহারাষ্ট্র
(ক) অন্ধ্র প্রদেশ
Important Links
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।