দ্রাব্যতা কাকে বলে ? পদার্থের দ্রাব্যতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে ?

দ্রাব্যতা কাকে বলে ? পদার্থের দ্রাব্যতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে ?

দ্রাব্যতাঃ কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বাধিক যত গ্রাম দ্রাব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে , দ্রাবের সেই গ্রাম সংখ্যাকে ওই উষ্ণতায় ওই দ্রাবের দ্রাব্যতা বলে ।

পদার্থের দ্রাব্যতা নিম্নলিখিত বিষয়গুলির ওপর নির্ভর করে-

(i) দ্রাব ও দ্রাবের প্রকৃতি- স্থির উষ্ণতায় নির্দিষ্ট দ্রাবকে বিভিন্ন দ্রাবের দ্রাব্যতা বিভিন্ন হয় । যেমন- নির্দিষ্ট উষ্ণতায় জলে KNO3 এর দ্রাব্যতা NaCl এর দ্রাব্যতার চেয়ে বেশি । আবার স্থির উষ্ণতায় বিভিন্ন দ্রাবকে নির্দিষ্ট কোনো দ্রাবের দ্রাব্যতা বিভিন্ন হয় । যেমন- জলে I2 এর দ্রাব্যতা , কার্বন ডাই সালফাইডে I2 এর দ্রাব্যতার চেয়ে কম ।

(ii) উষ্ণতাঃ কঠিনের দ্রাব্যতার ওপর উষ্ণতার প্রভাব- কঠিন পদার্থের দ্রাব্যতা উষ্ণতার ওপর নির্ভরশীল । বেশীরভাগ ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কঠিন দ্রাবের দ্রাব্যতা বৃদ্ধি পায় বা উষ্ণতা হ্রাসে দ্রাব্যতা হ্রাস পায় । যে সমস্ত পদার্থ জলে দ্রবীভূত হওয়ার সময় তাপের শোষণ ঘটে , উষ্ণতা বৃদ্ধিতে ওই পদার্থের দ্রাব্যতা বাড়ে , যেমন KNO3 ,NH4Cl । আবার যে সমস্ত পদার্থ জলে দ্রবীভূত হওয়ার সময় তাপ উৎপন্ন হয় , উষ্ণতা বৃদ্ধিতে ওই পদার্থের দ্রাব্যতা কমে , যেমন-Ca(OH)2

গ্যাসীয় পদার্থের দ্রাব্যতার ওপর উষ্ণতার প্রভাব- গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায় । কারণ –তাপ দিলে তরলে দ্রবীভূত গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে যায় । ফলে গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায় । আবার গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা উষ্ণতা হ্রাসে বৃদ্ধি পায় ।

(iii) চাপঃ তরলে গ্যাসের দ্রাব্যতার ওপর চাপের প্রভাবঃ তরলে গ্যাসের দ্রাব্যতার ক্ষেত্রে চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়ে এবং চাপ কমালে দ্রাব্যতা কমে ।

তরলে কঠিনের দ্রাব্যতার ওপর চাপের প্রভাবঃ নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলে কোনো কঠিন দ্রাবের দ্রাব্যতা প্রকৃতপক্ষে চাপের সঙ্গে অপরিবর্তিত থাকে ।

(iv) দ্রাবকের পরিমাপঃ দ্রাবকের পরিমাপ বৃদ্ধি করলে দ্রাবের দ্রাব্যতা বৃদ্ধি পায় ।

Leave a Comment

error: Content is protected !!