21 সেমি বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত ? What is the area of ​​the incircle of an equilateral triangle of side 21 cm?

21 সেমি বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত ?

What is the area of ​​the incircle of an equilateral triangle of side 21 cm?

সমাধানঃ সমবাহু ত্রিভুজের উচ্চতা

= $\frac{\sqrt{3}}{2}$ × বাহুর  দৈর্ঘ্য

= $\frac{\sqrt{3}}{2}$ × 21 সেমি.

= 21×$\frac{\sqrt{3}}{2}$  সেমি.  

∴ সমবাহু ত্রিভুজের মধ্যমা 21×$\frac{\sqrt{3}}{2}$  সেমি.  ।

আমরা জানি , ভরকেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে 2:1  অনুপাতে বিভক্ত করে । আবার , সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র ও  অন্তর্বৃত্তের কেন্দ্র  একই বিন্দু ।  অর্থাৎ উপরের চিত্রে GD হল অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এবং AG হল পরিবৃত্তের ব্যাসার্ধ ।

∴ অন্তর্বৃত্তের ব্যাসার্ধ  (GD) = $\frac{1}{3} \times \frac{21\sqrt{3}}{2}$ সেমি. = $\frac{7\sqrt{3}}{2}$ সেমি.

∴ অন্তর্বৃত্তের ক্ষেত্রফল

= $\pi \left(\frac{7\sqrt{3}}{2}\right)^2$ বর্গ সেমি.

= $\frac{22}{7} \times \frac{49 \times 3}{4}$ বর্গ সেমি.

= $\frac{21 \times 11}{2}$ বর্গ সেমি.

= $\frac{231}{2}$ বর্গ সেমি.

= 115.5 বর্গ সেমি.

∴ অন্তর্বৃত্তের ক্ষেত্রফল  115.5 বর্গ সেমি. ।

21 সেমি বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত ? What is the area of ​​the incircle of an equilateral triangle of side 21 cm?

উত্তরঃ অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 115.5 বর্গ সেমি. ।

Leave a Comment

error: Content is protected !!