চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। যদি একটি পরিবার চিনির খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে, পরিবার টিকে চিনির ব্যবহার কতটা কমাতে হবে ?

The price of sugar is increased by 25%. If a family wants to keep its expenses on sugar unaltered, then the family will have to reduce the consumption of sugar by

চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। যদি একটি পরিবার চিনির খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে, পরিবার টিকে চিনির ব্যবহার কতটা কমাতে হবে ?

সমাধানঃ

ধরি পূর্বে 100 টাকায় 100 কেজি. চিনি পাওয়া যেত ।

যেহেতু চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে , অর্থাৎ এখন 125 টাকায় 100 কেজি. চিনি পাওয়া যায় ।

∴ এখন 100 টাকায় চিনি পাওয়া যায়

= $\frac{100}{125} \times 100$ কেজি. চিনি

= $\frac{10000}{125}$ কেজি. চিনি

= 80 কেজি চিনি.

সুতরাং পরিবারটি আগে ব্যবহার করত 100 কেজি. চিনি এবং এখন ব্যবহার করে 80 কেজি. চিনি। অর্থাৎ পরিবারটিকে চিনির ব্যবহার কমাতে হবে (100-80)%=20% .

Leave a Comment

error: Content is protected !!