[পৃথিবীর উৎপত্তি] WB HS Class 11 Geography MCQ for 1st Semester|উচ্চমাধ্যমিক ক্লাস 11 ভূগোল বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর

[পৃথিবীর উৎপত্তি] WB HS Class 11 Geography MCQ for 1st Semester|উচ্চমাধ্যমিক ক্লাস 11 ভূগোল বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর- WBCHSE উচ্চমাধ্যমিক Class 11 -এর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com-এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে ভূগোলের ‘পৃথিবীর উৎপত্তি’ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর । এই প্রশ্ন উত্তরগুলো উচ্চমাধ্যমিক ক্লাস XI এর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টার- এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ Suggestion । তাই আর দেরী না করে চটপট Question Answer গুলো তৈরি করে নাও ।

[পৃথিবীর উৎপত্তি] WB HS Class 11 Geography MCQ for 1st Semester|উচ্চমাধ্যমিক ক্লাস 11 ভূগোল বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর

১. ‘প্যানথালাসা’ কথাটির অর্থ হল-

(A) সম্মিলিত মহাদেশ

(B) সম্মিলিত মহাসাগর (উত্তর)

(C) সম্মিলিত ভূত্বক

(D) সম্মিলিত গুরুমন্ডল

২. পৃথিবীর উৎপত্তি সম্পর্কে কে প্রথম তাঁর মতবাদ প্রকাশ করেন ?

(A) কান্ট (উত্তর)

(B) জিনস

(C ) ওয়েগনার

(D) চেম্বারলিন

৩. Big Bang কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন-

(A) আইনস্টাইন

(B) ফ্রেড হয়েল (উত্তর)

(C ) ল্যাপলাস

(D ) জর্জ গ্যামো

৪. ব্রম্ভান্ডের সৃষ্টি বা মহাবিস্ফোরণ সংক্রান্ত ‘দি ফার্স্ট থ্রি মিনিটস’ গ্রন্থের লেখক হলেন –

(A) স্টিফেন উইনবার্গ (উত্তর)

(B) স্টিফেন হকিং

(C ) এডুইন হাবলস

(D) রবার্ট উইলসন

৫. জিনস ও জেফ্রিসের জোয়ারি মতবাদে সূর্য থেকে নির্গত গ্যাসীয় পদার্থের মুখ্য উপাদান হল-

(A) অক্সিজেন ও হাইড্রোজেন

(B) অক্সিজেন ও নাইট্রোজেন

(C ) হাইড্রোজেন হিলিয়াম (উত্তর)

(D) হাইড্রোজেন ও আর্গন

৬. সৌরজগতের বৃহত্তম গ্রহাণু হল-

(A) ভেস্টা

(B)পালাস

(C )হাইজিয়া

(D ) সেরেস (উত্তর)

৭. আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সি হল-

(A)সোমব্রেরো

(B )পিনহুইল

(C )আন্দ্রোমেদা (উত্তর)

(D) ট্রায়ানগুলাম

৮. হেরল্ড জেফ্রি জোয়ারি মতবাদ প্রকাশ করেন –

(A) 1918 সালে (উত্তর)

(B) 1755 সালে

(C ) 1904 সালে

(D) 1943 সালে

৯. পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জোয়ারি মতবাদটি ছিল –

(A) চেম্বারলিন মুল্টনের (উত্তর)

(B) জিনস ও জেফ্রিসের

(C )কান্ট ও ল্যাপলাসের

(D) এডুইন হাবল ও জজেস লেমাইতার

১০. কান্টের গ্যাসীয় মতবাদে নীহারিকা থেকে পদার্থসমূহ বিক্ষিপ্ত হয়

(A) সরলরেখায়

(B)বক্ররেখায়

(C )বলয়াকারে (উত্তর)

(D) বৃত্তচাপের আকারে

১১. মহাবিশ্বের আকস্মিক দ্রুত প্রসারণকে বিজ্ঞানের ভাষায় কি বলে ?

(A)এক্সপেনসান

(B)বিগ ব্যাং (উত্তর)

(C )ইলাসট্রেশান

(D )এক্সফোলিয়েশন

১২. বিস্ফোরণের আগে মহাবিশ্বের অবস্থা বোঝাতে যে শব্দটি ব্যবহার করা হয় , তা হল-

(A) বিগ ব্যাং

(B) সিঙ্গুল্যারিটি

(C )গ্যালাকটিক ক্লাস্টার (উত্তর)

(D) নেবুলা

১৩. জিগ-স্‌-ফিট (Zig –Saw-fit) –এর প্রমাণ উল্লিখিত রয়েছে কোন মতবাদে ?

(A) সমস্থিতি মতবাদে

(B) পরাচুম্বকীয় মতবাদে

(C ) পাত সঞ্চালন মতবাদে

(D) মহীসঞ্চরণ মতবাদে (উত্তর)

১৪. পরাচুম্বকীয় তত্ত্বের প্রবক্তা কে ?

(A) হ্যারি হেস

(B)ভাইন ও ম্যাথিউস (উত্তর)

(C )কান্ট

(D) আলফ্রেড ওয়েগনার

১৫.কান্টের মতবাদটি প্রকাশিত হয় কত  সালে ?

(A)1911 সালে

(B)1650 সালে

(C )1901 সালে

(D)1755 সালে (উত্তর)

১৬. ব্রম্ভান্ডের সৃষ্টি বা মহাবিস্ফোরণ সংক্রান্ত ‘দি ফার্স্ট থ্রি মিনিটস’ গ্রন্থের লেখক হলেন –

(A) স্টিফেন উইনবার্গ (উত্তর)

(B) স্টিফেন হকিং

(C )এডুইন হাবলস

(D) রবার্ট উইলসন

১৭. গ্যালাক্সিগুলি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে । এই গবেষণা কোন দুই বিজ্ঞানীর গবেষণা তথা পর্যবেক্ষণ থেকে জানা যায় ?

(A) হাবলস ও লেমাইতার (উত্তর)

(B)হাবলস ও গ্যামো

(C ) পেনজিয়াস ও উইলসন

(D )হাবলস ও গুথ

১৮. জিনস ও জেফ্রিসের জোয়ারি মতবাদে সূর্য থেকে নির্গত গ্যাসীয় পদার্থের মুখ্য উপাদান হল –

(A) অক্সিজেন ও হাইড্রোজেন

(B) হাইড্রোজেন ও নাইট্রোজেন

(C) হাইড্রোজেন ও হিলিয়াম (উত্তর)

(D) হাইড্রোজেন ও আর্গন

১৯. জিনস ও জেফ্রিসের জোয়ারি মতবাদটির এরূপ নামকরণের কারণ হল-

(A)সূর্যের আকর্ষণে ঘটা জোয়ার

(B) সৌরদেহের গ্যাসীয় অবয়বে জোয়ার সৃষ্টি (উত্তর)

(C )চাঁদ ও সূর্যের আকর্ষণে ঘটা জোয়ার

(D) কোনোটিই নয়  

২০. জোয়ারি মতবাদটি যে দুটি মতবাদের সমন্বয়ে তৈরি হয়েছে তা হল-

(A) গ্রহাণু ও নীহারিকা মতবাদ (উত্তর)

(B) দ্বিনক্ষত্রীয় ও গ্রহাণু মতবাদ

(C) গ্রহাণু ও ধূলি মেঘ মতবাদ

(D ) ধূলিমেঘ ও নীহারিকা মতবাদ

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWB HS Class 11 Mock Test (All Subjects)
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!