কোনো দ্রব্যের ওপর রুপোর প্রলেপ দিতে হলে অ্যানোড ক্যাথোড এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে কি কি ব্যবহার করা হয়
উত্তরঃ কোনো দ্রব্যের ওপর রুপোর প্রলেপ দিতে হলে,
অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় বিশুদ্ধ রুপোর পাত।
ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় যে ধাতুর ওপর প্রলেপ দিতে হবে সেই ধাতু ।
তড়িৎ বিশ্লেষ্যরূপে ব্যবহার করা হয় পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইডের জলীয় দ্রবণ ।