লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য, ক্যাথোড ও অ্যানোড রূপে কী কী ব্যবহৃত হয়

লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য, ক্যাথোড ও অ্যানোড রূপে কী কী ব্যবহৃত হয়

উত্তরঃ লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে হলে , 

অ্যানোড রূপে ব্যবহার করা হয় বিশুদ্ধ নিকেলের পাত । 

ক্যাথোড রূপে ব্যবহার করা হয় লোহার চামচ । 

তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয় সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত অ্যামোনিয়াম সালফেট [(NH4)2SO4] এবং নিকেল সালফেটের (NiSO4) জলীয় দ্রবণ । 

Leave a Comment

error: Content is protected !!