বিশুদ্ধ জলে তড়িৎ বিশ্লেষণ করা যায় না কেন

বিশুদ্ধ জলে তড়িৎ বিশ্লেষণ করা যায় না কেন || বিশুদ্ধ জল তড়িৎ পরিবহণ করতে পারে না কিন্তু একটু অ্যাসিড মিশ্রিত জলে সহজেই তড়িৎ পরিবহণ করতে পারে

উত্তরঃ বিশুদ্ধ জল হল মৃদু তড়িৎবিশ্লেষ্য পদার্থ , তাই জলের খুব কম সংখ্যক অণু H+ এবং OH আয়নে বিয়োজিত হয় । খুব অল্প সংখ্যক আয়নের উপস্থিতির কারণে বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী । ফলে , জলের তড়িদ্‌বিশ্লেষণ ঘটে না । কিন্তু জলের মধ্যে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে জলের বিয়োজন মাত্রা বৃদ্ধি পায় । ফলে , জলের বেশিরভাগ অণুই আয়নিত হয়ে বেশি সংখ্যক H+ এবং OH আয়ন উৎপন্ন করে । ফলে উপস্থিত আয়নের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জলের তড়িৎ পরিবাহিতাও বহুগুণ বৃদ্ধি পায় । তখন জল তড়িতের সুপরিবাহী হয়ে ওঠায় তড়িদ্‌বিশ্লেষ, করা সম্ভবপর হয় ।

Leave a Comment

error: Content is protected !!