জলের তড়িৎ বিশ্লেষণে H2SO4 -এর পরিবর্তে HCl বা HNO3 ব্যবহার করা হয় না কেন |জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে HCl মেশানো হয় না কেন | বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ করা যায় না কেন

জলের তড়িৎ বিশ্লেষণে H2SO4 -এর পরিবর্তে HCl বা HNO3 ব্যবহার করা হয় না কেন || জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে hcl মেশানো হয় না কেন || বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ করা যায় না কেন

উত্তরঃ বিশুদ্ধ জলের আয়নীভবনের মাত্রা খুবই কম । তাই বিশুদ্ধ জলে H+ এবং OH আয়নের গাঢ়ত্ব খুবই কম হয় , অর্থাৎ বিশুদ্ধ জল তড়িৎ -এর কুপরিবাহী । জলে সামান্য লঘু H2SO4 যোগ করলে জলের বিয়োজন মাত্রা বৃদ্ধি পায় , ফলে সম্পূর্ণ রূপে আয়নিত হয়ে বহুসংখ্যক H3O+ এবং OH আয়ন উৎপন্ন করে । তাই অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ খুব ভালো হয় । জলে H2SO4 –এর পরিবর্তে HCl বা HNO3 ব্যবহার করা হয় না কারণ –এরা খুব উদবায়ী এবিং বিয়োজনের ফলে উৎপন্ন Clএবং NO3 আয়ন জলের তড়িৎ বিশ্লেষণে বিঘ্ন ঘটায় ।তাই জলের তড়িৎ বিশ্লেষণে H2SO4 -এর পরিবর্তে HCl বা HNO3 ব্যবহার করা হয় না ।

Leave a Comment

error: Content is protected !!