ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন কষে দেখি 11.2|গণিত প্রকাশ দশম শ্রেণি কষে দেখি ১১.২ সম্পাদ্য সমাধান|Ganit Prakash Class 10 Chapter 11 Koshe Dekhi 11.2 Solution|WBBSE Class 10 Exercise 11.2 Solution.
ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন কষে দেখি 11.2|গণিত প্রকাশ দশম শ্রেণি কষে দেখি ১১.২ সম্পাদ্য সমাধান|Ganit Prakash Class 10 Chapter 11 Koshe Dekhi 11.2 Solution|WBBSE Class 10 Exercise 11.2 Solution.
সম্পাদ্য অঙ্কনের জন্য অবশ্যই পেনসিলের ব্যবহার করা উচিত। এখানে video -এর মাধ্যমে সম্পাদ্য গুলোকে পরিস্কার করে বোঝানোর জন্য পেন -এর ব্যবহার করা হয়েছে ।যতটা সম্ভব বার বার না মুছে পরিস্কার সম্পাদ্য অঙ্কন করলে নাম্বার ভালো পাওয়া যায় । খেয়াল রাখতে হবে যেন পরীক্ষার খাতা কম্পাস ব্যবহারের জন্য কোনোভাবে ক্ষতিগ্রস্থ না হয় ,সেক্ষেত্রে নাম্বার কাটার সম্ভবনা থাকে । আশাকরি আমাদের (Anushilan.Com)-এর এই প্রচেষ্টা তোমাদেরকে , সম্পাদ্যগুলো বুঝতে সাহায্য করবে । যদি কোনো সম্পাদ্য তোমরা না বুঝতে পারো কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ধন্যবাদ । |
কষে দেখি-11.2
1.নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি এবং প্রতিটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ্যের দৈর্ঘ্য মেপে লিখিঃ
(i) তিনটি বাহুর দৈর্ঘ্য 7 সেমি. ,6 সেমি. ও 5.5 সেমি. ।
সমাধানঃ
(ii) দুটি বাহুর দৈর্ঘ্য 7.6 সেমি. ,6 সেমি. ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ 75°
সমাধানঃ
(iii) একটি বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি. এবং ওই বাহুর সংলগ্ন কোণ দুটির পরিমাপ 50° ও 75°
সমাধানঃ
(iv) একটি সমকোণী ত্রিভুজ , যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 7 সেমি. ও 9 সেমি.
সমাধানঃ
(v) একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি. এবং অপর বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি.
সমাধানঃ
(vi) একটি সমদ্বিবাহু ত্রিভুজ ,যার ভূমির দৈর্ঘ্য 7.8 সেমি. এবং সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 6.5 সেমি.
সমাধানঃ
(vii) একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার ভূমির দৈর্ঘ্য 10 সেমি. এবং সমান কোণের একটির পরিমাপ 45°
সমাধানঃ
(vii) 7 সেমি. বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করি । ওই ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন করে স্কেলের সাহায্যে পরিব্যাসার্ধ্যের ও অন্তর্ব্যাসার্ধ্যের দৈর্ঘ্য নির্ণয় করি এবং তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা লিখি ।
সমাধানঃ
Very very good effort