WB HS Class 12 Biology Mock Test Set-2|দ্বাদশ শ্রেণী জীববিদ্যা MCQ প্রশ্ন-উত্তর

WB HS Class 12 Biology Mock Test Set-2

দ্বাদশ শ্রেণী জীববিদ্যা MCQ প্রশ্ন-উত্তর

WB HS Class 12 Biology Mock Test Set-2|দ্বাদশ শ্রেণী জীববিদ্যা MCQ প্রশ্ন-উত্তর |WB HS Class 12 Biology MCQ Question Answer- জীববিদ্যার এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক (Class 12)-এর ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা, উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণী [WBCHSE Class 12] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত উচ্চমাধ্যমিক জীববিদ্যার সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি  অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি ক্লাস ১২ এর ফাইনাল জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 50 টি প্রশ্ন আছে। এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।

WB HS Class 12 Biology Mock Test Set-2|দ্বাদশ শ্রেণী জীববিদ্যা MCQ প্রশ্ন-উত্তর

Q1. নিম্নলিখিত কোন প্রাণির ক্ষেত্রে পুনরুৎপাদন লক্ষ করা যায় ?

  • ওবেলিয়া
  • ইস্ট
  • প্ল্যানেরিয়া
  • ফিউকাস

প্ল্যানেরিয়া

Q2. পক্ষীপরাগী ফুল কোনটি ?

  • কচু
  • পলাশ
  • কলা
  • কদম

পলাশ

Q3. একটি প্রজেস্টেরনযুক্ত গর্ভনিরোধক যেভাবে কাজ করে থাকে সেটি হল-

  • ওভুলেশন বা ডিম্ব নিঃসরণে বাধাদান
  • নিষেক প্রতিরোধ
  • জরায়ুতে জাইগোটের রোপণে বাধাদান
  • জাইগোটের বিভাজন প্রতিরোধ

ওভুলেশন বা ডিম্ব নিঃসরণে বাধাদান

Q4. মানুষের ক্ষেত্রে লিংকেজ গ্রুপের সংখ্যা –

  • 23 টি
  • 46 টি
  • 2 টি
  • 44 টি

23 টি

Q5. DNA-এর কোন অংশটি প্রোটিন সংশ্লেষে সক্ষম ?

  • ইনট্রন
  • এক্সন
  • নিয়ন্ত্রণ অঞ্চল
  • মধ্যবর্তী অঞ্চল

এক্সন

Q6. কোন হিস্টোন প্রোটিনটি নিউক্লিওজোমের অন্তর্ভুক্ত নয় ?

  • H1
  • H2A
  • H2B
  • H4

H1

Q7. মানুষের ভার্মিফর্ম আপেনডিক্স হল অভিব্যক্তির –

  • ভ্রূণতত্তঘটিত প্রমাণ
  • পুরাতত্ত্বঘটিত প্রমাণ
  • নিস্ক্রিয় অঙ্গজনিত প্রমাণ
  • এগুলির কোনোটিই নয়

নিস্ক্রিয় অঙ্গজনিত প্রমাণ

Q8. কলাকর্ষণে উপযুক্ত বৃদ্ধির জন্য কোন হরমোন ব্যবহার করা হয় ?

  • অক্সিন
  • সাইটোকাইনিন
  • জিব্বেরেলিন
  • অক্সিন ও সাইটোকাইনিন উভয়ই

অক্সিন ও সাইটোকাইনিন উভয়ই

Q9. যে অ্যান্টিবডি প্রাথমিক ভাবে অ্যালার্জি প্রতিক্রিয়ায় অংশ নেয় তা  হল-

  • IgA
  • IgE
  • IgG
  • IgM

IgE

Q10. Bt টক্সিন উৎপাদনকারী জিনটি হল-

  • cry জিন
  • bt জিন
  • nif জিন
  • t জিন

cry জিন

WB HS Class 12 Biology Mock Test Set-2|দ্বাদশ শ্রেণী জীববিদ্যা MCQ প্রশ্ন-উত্তর

Q11. উদ্ভিদের ক্রাউন গল ডিজিজ হওয়ার প্রধান কারণ হল-

  • ভাইরাস
  • R-প্লাসমিড
  • Ti-প্লাসমিড
  • Bt টক্সিন

Ti-প্লাসমিড

Q12. বেনথসের উদাহরণ হল-

  • বাঘ
  • ঝিনুক ও শামুক
  • হাঙর
  • মাছ

ঝিনুক ও শামুক

Q13. একটি বহিরাগত প্রজাতি হল-

  • Ficus benghalensis
  • Lantana camara
  • Mangifera indica
  • Anthocephalus indicus

Lantana camara

Q14. London Smog –এর জন্য দায়ী গ্যাস কোনটি ?

  • CO2
  • SO2
  • NH3
  • CO

SO2

Q15.WWF সংস্থার লোগোর সঙ্গে যুক্ত জীব হল-

  • পাইথন
  • একশৃঙ্গ গন্ডার
  • জায়েন্ট পান্ডা
  • চিতা  

জায়েন্ট পান্ডা

Q16. Echeneis নামক চোষক মাছ হাঙরের দেহের তলদেশে যুক্ত হয়ে চলাচল্করে , এদের সম্পর্ককে বলে-

  • অ্যামেনসালিজম
  • কমেনসালিজম
  • প্রোটো-কোঅপারেশন 
  • মিউচুয়ালিজম

মিউচুয়ালিজম

Q17. ভারতের প্রথম ট্রান্সজেনিক উদ্ভিদ হল-

  • তামাক
  • Bt-কটন
  • Flavr-Savr টম্যাটো
  • গোল্ডেন রাইস

Bt-কটন

Q18. কোন ধরনের RE উৎসেচক rDNA প্রযুক্তিবিদ্যায় ব্যবহার করা হয় ?

  • Type-III
  • Type-II
  • Type-I
  • সবগুলি

Type-II

Q19. মুরগির একটি এশিয়ান ব্রিড হল-

  • অরপিংটন
  • প্লাইমাউথ রক
  • আসিল
  • আনকোনা

আসিল

Q20. প্রজাপতির ডানা , পাখির ডানা এবং বাদুরের ডানা হল-

  • সমবৃত্তীয় অঙ্গ
  • সমসঙ্গস্থ অঙ্গ
  • নিস্ক্রিয় অঙ্গ
  • কোনোটিই নয়

সমবৃত্তীয় অঙ্গ

Q21. অনুপ্রস্থ দ্বিবিভাজন দেখা যায় যে প্রাণীতে সেটি হল-

  • ফিতাকৃমি
  • ইউগ্লিনা
  • প্যারামেসিয়াম
  • অ্যামিবা

প্যারামেসিয়াম

Q22. জিনপ্রবাহ জেনেটিক ড্রিফটের –

  • একই দিকে কাজ করে
  • বিপরীত দিকে কাজ করে
  • উভয়দিকে কাজ করে
  • কোনোটিই নয়

বিপরীত দিকে কাজ করে

Q23. হায়ালুরোনিডেজ উৎসেচক সংশ্লেষিত হয় –

  • শুক্রাণুর মস্তকে
  • অ্যাক্রোজোমের গলগি বডিতে
  • অ্যাক্রোজোমের লাইসোজোমে
  • শুক্রাণুর লেজে

অ্যাক্রোজোমের গলগি বডিতে

Q24. প্রদত্তগুলির কোনটিতে আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি হয় ?

  • SO2 +H2O
  • CO2 +CO
  • NO2+ হাইড্রোকার্বনস
  • CO2+H2O

NO2+ হাইড্রোকার্বনস

Q25. কোর অঞ্চল ও বাফার অঞ্চল থাকে –

  • বায়োস্ফিয়ার রিসার্ভে
  • স্যাংচুয়ারিতে
  • টাইগার রিসার্ভে
  • ন্যাশনাল পার্কে

বায়োস্ফিয়ার রিসার্ভে

Q26. প্রদত্ত কোন দুটি প্রাণী একি ট্রফিক লেভেল যুক্ত ?

  • হরিণ ও মৌমাছি
  • বাঘ ও শূকর
  • কাক ও গোরু
  • সাপ ও কেঁচো

হরিণ ও মৌমাছি

Q27. স্ট্রোবাইলেশন দেখতে পাওয়া যায় –

  • ইস্ট-এ
  • হাইড্রায়
  • ফিতাকৃমিতে
  • পাইরোগাইরায়

ফিতাকৃমিতে

Q28. মানুষের তলপেটের সঙ্গে স্ক্রোটাম থলির যোগসূত্র কীসের মাধ্যমে ঘটে ?

  • স্পার্মাটিক কর্ড
  • ইঙ্গুইনাল ক্যানাল
  • ইউস্টেশিয়ান নালি
  • ভাস ডিফারেন্স

ইঙ্গুইনাল ক্যানাল

Q29. যে পপুলেশনে জন্মহার ও মৃত্যুহার সমান সেখানে বয়স ভিত্তিক পিরামিডের প্রকৃতি হল-

  • চওড়া ভূমিযুক্ত
  • ঘন্টাকৃতি
  • কলশাকৃতি
  • ত্রিভুজাকৃতি

ঘন্টাকৃতি

Q30. স্পাইরুলিনা হল-

  • খাদ্যযোগ্য ছত্রাক
  • জৈবসার
  • SCP
  • কীটনাশক

SCP

Q31. করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?

  • মধ্যপ্রদেশ
  • উত্তরাখন্ড
  • গুজরাট
  • মহারাষ্ট্র

উত্তরাখন্ড

Q32. কোন উভলিঙ্গ ফুলে গর্ভকেশর , পুংকেশরের পূর্বে পরিণতি লাভ করলে তাকে বলে-

  • প্রোট্যানড্রি
  • হার্কোগ্যামি
  • মনোকার্পি
  • প্রোটোগাইনি

প্রোটোগাইনি

Q33. প্রাইমারি স্পামাটোসাইডে ক্রোমোজোম সংখ্যা –

  • 44A+XY
  • 44A+XX
  • 22A+X
  • 22A+Y

44A+XY

Q34. টেস্টটিউব বেবি উৎপাদন পদ্ধতিতে কোন্‌ প্রযুক্তিটি প্রয়োগ করা হয় ?

  • ICSI
  • ZIFT
  • IUI
  • GIFT

ZIFT

Q35. অ্যান্টিকোডন সাইট দেখা যায় –

  • rRNA-তে
  • tRNA-তে
  • mRNA-তে
  • DNA-তে

tRNA-তে

Q36. জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা হলেন-

  • ডি ভ্রিস
  • ভাইসম্যান
  • ডারউইন
  • ল্যামার্ক

ভাইসম্যান

Q37. নালিজোমি অবস্থার নির্দেশক হল-

  • 2n-2
  • 2n+2
  • 2n-1
  • 2n-1-1

2n-2

Q38. হেল্পার T কোশের কাজ হল-

  • B –কোশকে সক্রিয় করা
  • অ্যান্টিজেন ধ্বংস করা
  • অ্যান্টিবডি ধ্বংস করা
  • B-কোশের কাজকে সীমাবদ্ধ করা

B –কোশকে সক্রিয় করা

Q39. প্লাসমিড হল-

  • একতন্ত্রী DNA
  • দ্বিতন্ত্রী DNA
  • একতন্ত্রী RNA
  • দ্বিতন্ত্রী RNA

দ্বিতন্ত্রী DNA

Q40. Bt কথার অর্থ হল-

  • Bacterial toxin
  • Botulinum toxin
  • Bacillus thuringiensis
  • Bacillus toxin

Bacillus thuringiensis

Q41. উদ্ভিদ পর্যায়ক্রম পদ্ধতিটির অন্তিম পর্যায়টি হল-

  • সেরাল পর্যায়
  • প্রতিস্থাপন
  • ক্লাইম্যাক্স কমিউনিটি
  • প্রতিযোগিতা

ক্লাইম্যাক্স কমিউনিটি

WB HS Class 12 Biology Mock Test Set-2|দ্বাদশ শ্রেণী জীববিদ্যা MCQ প্রশ্ন-উত্তর

Q42. সাইলেন্ট ভ্যালি আন্দোলন যে রাজ্যে সংঘটিত হয়েছিল , সেটি হল-

  • উত্তর প্রদেশ
  • কেরল
  • উত্তরাখণ্ড
  • রাজস্থান

কেরল

Q43. ‘J’ আকৃতির বৃদ্ধি লেখচিত্র দেখা যায় –

  • বাঘের পপুলেশনে
  • বট গাছের পপুলেশনে
  • ব্যাকটেরিয়ায় পপুলেশনে
  • কোনোটিই নয়

ব্যাকটেরিয়ায় পপুলেশনে

Q44. বানিজ্যিক উপাইয়ে মানব ইনসুলিন প্রস্তুতিতে কোন্‌ ট্রান্সজেনিক জীব ব্যবহার করা হয় ?

  • Rhaizobium
  • E.Coli
  • Bacillus
  • Saccharomyces

E.Coli

Q45. বায়োফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত স্বাধীনজীবী সায়ানো ব্যাকটেরিয়া হল-

  • Anabaena
  • Nostoc
  • Aulosira
  • সবকটি

সবকটি

Q46. শিবালিক পাহাড়ে কোন মানুষেত জীবাশ্ম পাওয়া গেছে ?

  • হোমো ইরেকটাস
  • রামাপিথেকাস
  • নিয়ানডারথাল
  • হোমো হ্যাবিলিস

রামাপিথেকাস

Q47. প্রদত্ত কোনটি মানুষের ক্ষয়প্রাপ্ত অঙ্গ নয় ?

  • এপিগ্লটিস
  • দেহলোম
  • ভার্মিফর্ম অ্যাপেনডিক্স
  • আক্কেল দাঁত

এপিগ্লটিস

Q48. NODOC-স্থান যে RNA-তে থাকে তা হল-

  • rRNA
  • tRNA
  • mRNA
  • সবকটিতেই

tRNA

Q49. মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি হল-

  • XX-XY টাইপ
  • জেনেটিক ব্যালেন্স টাইপ
  • ZZ-ZW টাইপ
  • হ্যাপ্লডিপ্লয়েডি টাইপ

হ্যাপ্লডিপ্লয়েডি টাইপ

Q50. গোমিউল গঠনের মাধ্যমে জনন সম্পন্ন করে –

  • অরেলিয়া
  • ওপালিনা
  • স্পঞ্জ
  • প্যারামেসিয়াম

স্পঞ্জ

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।এই মক টেস্টের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!