তড়িৎলেপন কাকে বলে ? তড়িৎলেপনের শর্ত এবং উদ্দেশ্য 

তড়িৎলেপন কাকে বলে || তড়িৎলেপনের শর্ত এবং উদ্দেশ্য || What is electro Plating || একটি ধাতব বস্তুর ওপর অন্য একটি ধাতুর প্রলেপ দিতে হলে কাকে অ্যানোড,কাকে ক্যাথোড এবং তড়িৎ বিশ্লেষ্যরূপে কি নিতে হবে

তড়িৎলেপন কাকে বলে ? 

উত্তরঃ অপেক্ষাকৃত বেশি সক্রিয় কোনো ধাতু বা ধাতু সংকর দ্বারা তৈরি দ্রব্যের ওপর তড়িদ্বিশ্লেষণ পদ্ধতিতে কম সক্রিয় অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎলেপন বলে। 

তড়িৎলেপনের শর্ত

তড়িৎ লেপনের কয়েকটি শর্ত নীচে দেওয়া হল-

(i) যে ধাতুর প্রলেপ দিতে হবে সেই ধাতুর কোনো উপযুক্ত দ্রাব্য লবণের দ্রবণ তড়িদ্‌বিশ্লেষ্য রূপে ব্যবহার করতে হবে ।

  (ii) অধিক সময় ধরে কম মাত্রার সমপ্রবাহ তড়িৎ (dc) চালনা করতে হবে । পরবর্তী প্রবাহ (ac) ব্যবহার করা উচিত নয় ।

 (iii) তড়িদ্‌বিশ্লেষণ যন্ত্রে অর্থাৎ ভোল্টামিটারে যে বস্তুর ওপর প্রলেপ দেওয়া হবে তাকে ক্যাথোড্রূপে এবং যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তাকে অ্যানোডরূপে ব্যবহার করা হয় । 

(iv) যে বস্তুর ওপর তড়িৎলেপন করা হবে তাকে ক্রমান্বয়ে লঘু  ক্ষার , অ্যাসিড ও সবশেষে পাতিত জল দিয়ে ধুয়ে নিতে হবে ।

তড়িৎ লেপনের উদ্দেশ্য

তড়িৎলেপনের উদ্দেশ্যগুলো নিম্নে আলোচনা করা হল – 

(i) ধাতুগুলোর ক্ষয়রোধ ও স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য তড়িৎলেপন করা হয় । 

(ii) ধাতব বস্তুর সৌন্দর্য বৃদ্ধি করা এবং উজ্জ্বলতা বাড়ানোর জন্য তড়িৎলেপন করা হয় ।

(iii) লোহার দ্রব্যের ওপর মরচে পড়া রোধ করার জন্য তড়িৎলেপন করা হয় । 

(iv) অপেক্ষাকৃত অধিক সক্রিয় ধাতুগুলোকে বাতাসের জলীয়বাস্প এবং অক্সিজেনের হাত থেকে রক্ষা করার জন্য   তড়িতলেপনের সাহায্য নেওয়া হয় ।  

একটি ধাতব বস্তুর ওপর অন্য একটি ধাতুর প্রলেপ দিতে হলে কাকে অ্যানোড,কাকে ক্যাথোড এবং তড়িৎ বিশ্লেষ্যরূপে কি নিতে হবে তা নীচে দেওয়া হল

লোহার ওপর তামার প্রলেপ দিতে হলে- 

আনোড – বিশুদ্ধ তামার পাত

 ক্যাথোড – লোহার দ্রব্য 

তড়িৎ বিশ্লেষ্য – কপার সালফেটের জলীয় দ্রবণ (CuSO4)

পিতল বা লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে হলে-

অ্যানোড – বিশুদ্ধ নিকেলের দন্ড 

ক্যাথোড – পিতল বা লোহার দ্রব্য 

তড়িৎ বিশ্লেষ্য – সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেটের (NiSO4) দ্রবণ

পিতল বা রুপোর ওপর সোনার প্রলেপ দিতে হলে –

অ্যানোড – বিশুদ্ধ সোনার পাত 

ক্যাথোড – পিতল বা রুপোর দ্রব্য 

তড়িৎ বিশ্লেষ্য – পটাশিয়াম অরোসায়ানাইড K[Au(CN)2] -এর জলীয় দ্রবণ 

কোনো ধাতুর ওপর রুপোর প্রলেপ দিতে হলে –

অ্যানোড- বিশুদ্ধ রুপোর পাত

ক্যাথোড- যে ধাতুর ওপর প্রলেপ দিতে হবে সেই ধাতু

তড়িৎ বিশ্লেষ্য – পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড K[Ag(CN)2] -এর জলীয় দ্রবণ । 

কোনো ধাতুর ওপর জিঙ্কের (দস্তা) প্রলেপ দিতে হলে –

অ্যানোড- বিশুদ্ধ জিঙ্কের ধাতব দন্ড

ক্যাথোড- যে ধাতুর ওপর প্রলেপ দিতে হবে সেই ধাতুর দন্ড

 তড়িৎ বিশ্লেষ্য- জিংক ক্লোরাইড (ZnCl2) বা জিংক সালফেট (ZnSO4) -এর জলীয় দ্রবণ

কোনো ধাতুর ওপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে-

অ্যানোড – বিশুদ্ধ ক্রোমিয়াম

ক্যাথোড – যে ধাতব বস্তুর ওপর প্রলেপ দিতে হবে সেই বস্তু 

তড়িৎ বিশ্লেষ্য – ক্রোমিক অ্যাসিড (H2CrO4) মিশ্রিত ক্রোমিক সালফেট [Cr2(SO4)3]-এর জলীয় দ্রবণ

কোনো ধাতুর ওপর টিনের প্রলেপ দিতে হলে – 

অ্যানোড – বিশুদ্ধ টিন

ক্যাথোড – যে ধাতব বস্তুর ওপর প্রলেপ দিতে হবে সেই বস্তু

তড়িৎ বিশ্লেষ্য – অ্যাসিড মিশ্রিত স্ট্যানাস সালফেট (SnSO4) বা স্ট্যানাস ক্লোরাইড (SnCl2)-এর জলীয় দ্রবণ । 

Leave a Comment

error: Content is protected !!