মরচে পড়া একটি জারণ-বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো
উত্তরঃ খোলা হাওয়ায় এবং জলের সংস্পর্শে পড়ে থাকতে থাকতেই লোহায় ধীরে ধীরে মরচে পড়ে । মরচে ধরার সময় লোহার জারণ ঘটে প্রথমে ফেরাস আয়ন (Fe2+) ও পরে আরও জারণ ঘটে ফেরিক আয়ন (Fe3+ ) উৎপন্ন হয় ।
এক্ষেত্রে দুটি বিজারণ বিক্রিয়া ঘটে – (i) জলের হাইড্রোজেন আয়নের (H+) বিজারণে H2 গ্যাস উৎপন্ন হয় এবং (ii) উৎপন্ন হাইড্রোজেন দ্রবীভূত অক্সিজেন বা বায়ুর অক্সিজেন কে বিজারিত করে জল উৎপন্ন করে ।
তড়িৎ- রাসায়নিক বিক্রিয়াঃ 2H2O ⇌ 2H+ +2OH–
জারণঃ Fe – 2e → Fe2+
Fe2+ +2OH– = Fe(OH)2
Fe(OH)2 +O2 = [2Fe2O3 . 3H2O ] +H2O
বিজারণঃ H+ + e– → [H]
[H] +[H] = H2
2[H] + ½ O2 → H2O