[ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর] WB HS Class 11 Bengali MCQ Mock Test For Semester-1|উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি বাংলা MCQ প্রশ্ন উত্তর

[ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর] WB HS Class 11 Bengali MCQ Mock Test For Semester-1|| উচ্চমাধ্যমিক বাংলা কবিতার MCQ প্রশ্ন উত্তর -West Bengal Board এর ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর । প্রথম সেমিস্টারের জন্য এই MCQ প্রশ্ন উত্তরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

[ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর] WB HS Class 11 Bengali MCQ Mock Test For Semester-1|উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি বাংলা MCQ প্রশ্ন উত্তর

১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত-

ক) নানা কবিতা

খ) চতুর্দশপদী কবিতাবলী

গ) ব্রজাঙ্গনা কাব্য

ঘ) তিলোত্তমাসম্ভব কাব্য

খ) চতুর্দশপদী কবিতাবলী

২। ‘চতুর্দশপদী কবিতাবলী’ প্রকাশিত হয়-

ক) ১৮৬১ খ্রিস্টাব্দে

খ) ১৮৬২ খ্রিস্টাব্দে

গ) ১৮৬৬ খ্রিস্টাব্দে

ঘ) ১৮৬৭ খ্রিস্টাব্দে

গ) ১৮৬৬ খ্রিস্টাব্দে

৩। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি ‘চতুর্দশপদী কবিতাবলী’-র যত সংখ্যক কবিতা-

ক) ৩২ সংখ্যক

খ) ৪০ সংখ্যক

গ) ৫২ সংখ্যক।

ঘ) ৮৬ সংখ্যক

ঘ) ৮৬ সংখ্যক

৪। কবির মতে, ঈশ্বরচন্দ্র ‘বিখ্যাত ভারতে’ যে হিসেবে পরিচিত-

ক) বিদ্যার সাগর হিসেবে

খ) দয়ার সাগর হিসেবে।

গ) দীনের বন্ধু হিসেবে

ঘ) করুণার সিন্ধু হিসেবে

ক) বিদ্যার সাগর হিসেবে

৫। উজ্জ্বল জগতে যা-

ক) মানুষের খ্যাতি

খ) হেমাদ্রির হেমকান্তি

গ) মানুষের অন্তর্দীপ্তি

ঘ) রাজার সম্পদ

খ) হেমাদ্রির হেমকান্তি

৬। হেমাদ্রির হেম-কান্তি’ অম্লান হয়-

ক) শিশিরে

খ) সূর্যকিরণে

গ) জ্যোৎস্নায়

ঘ) তুষারাচ্ছাদনে

খ) সূর্যকিরণে

৭। মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পাওয়া যায়-

ক) লক্ষে স্থির থাকলে

খ) ধর্মপথে থাকলে

গ) ভাগ্যবলে

ঘ) শরীর সবল থাকলে

গ) ভাগ্যবলে

৮। পর্বতের প্রকৃত গুণ সে-ই বুঝতে পারে-

ক) যে পর্বতপ্রেমী

খ) যে পর্বতের সুবর্ণচরণে আশ্রয় নেয়

গ) যে ধর্মপথগামী

ঘ) পর্বত অভিযাত্রীরা

খ) যে পর্বতের সুবর্ণচরণে আশ্রয় নেয়

৯। “কি সেবা তার সে সুখ-সদনে!”-যার কথা বলা হয়েছে-

ক) সমুদ্র

খ) পর্বত

গ) ঈশ্বর

ঘ) তরুদল

খ) পর্বত

১০। ‘সদন’-এর সমার্থক শব্দ-

ক) সুখ

খ) গৃহ

গ) সান্নিধ্য

ঘ) সহচর

খ) গৃহ

১১। “দানে বারি নদীরূপ…”-নদীকে কবি যা বলেছেন-

ক) পতিতপাবনী

খ) স্রোতস্বিনী

গ) স্বচ্ছতোয়া

ঘ) বিমলা কিঙ্করী

ঘ) বিমলা কিঙ্করী

১২। ‘কিঙ্করী’ শব্দের অর্থ-

ক) ঈশ্বরী

খ) দাসী

গ) রানি

ঘ) সহচরী

খ) দাসী

১৩। তরু-দল যা জোগান দেয়-

ক) সুশীতল ছায়া

খ) ফুলের সুবাস

গ) অমৃত ফল

ঘ) বিহঙ্গকে আশ্রয়

গ) অমৃত ফল

১৪। ‘দশ দিশ ভরে’ ফুলেরা যা করে-

ক) সৌরভ ছড়ায়

খ) হেসে ওঠে

গ) শিশিরস্নাত হত

ঘ) পাপড়ি মেলে দিত

ক) সৌরভ ছড়ায়

১৫। তরু-দল দিনে যা করে-

ক) বিহঙ্গের আশ্রয় হয়

খ) ফল-ফুল দেয়

গ) শীতল ছায়া বিস্তার করে

ঘ) বাতাসে আন্দোলিত হয়

গ) শীতল ছায়া বিস্তার করে

১৬। যে তরু শীতল ছায়া বিস্তার করে, কবি তাকে বলেছেন-

ক) তরুশ্রেষ্ঠ

খ) তরুরাজ

গ) বনেশ্বরী

ঘ) ছায়াময়ী

গ) বনেশ্বরী

১৭। ‘বনেশ্বরী’ যে নিদ্রা দান করে, তা-

ক) সুশীতল

খ) সুশান্ত

গ) পরিমল

ঘ) প্রাণহরা

খ) সুশান্ত

১৮। ‘সুশান্ত নিদ্রা’ যা করে-

ক) স্নিগ্ধ করে

খ) ক্লান্তি দূর করে

গ) চিন্তামুক্তি ঘটায়

ঘ) জ্যোতির্ময় কল্পনা সৃষ্টি করে

খ) ক্লান্তি দূর করে

১৯। ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি যে জাতীয় কবিতা-

ক) লিরিক

খ) সনেট

গ) ব্যালাড

ঘ) এলিজি

খ) সনেট

২০। ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি যে ছন্দে লেখা-

ক) ত্রিপদী

খ) দলবৃত্ত

গ) পয়ার

ঘ) মুক্তক

গ) পয়ার

২১। হেমাদ্রির __________ অম্লান কিরণে ।

ক) স্বর্ণবিভা

খ) হেমকণা

গ) অঙ্গকান্ডি

ঘ) হেমকান্ডি

ঘ) হেমকান্ডি

২২। যে জন আশ্রয় লয় সুবর্ণ _______________।

ক) ভুবনে

খ) চরণে

গ) সদনে

ঘ) ভবনে

খ) চরণে

২৩। সেই জানে কত _________ ধরে কত মতে…

ক) রূপ

খ) গুণ

গ) মায়া

ঘ) কায়া

খ) গুণ

২৪। সেই জানে কত গুণ ধরে কত মতে ______________।

ক) মাতঃ

খ) দেবী

গ) ক্ষিতিশ

ঘ) গিরীশ

ঘ) গিরীশ

[ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর] WB HS Class 11 Bengali MCQ Mock Test For Semester-1|উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি বাংলা MCQ প্রশ্ন উত্তর

২৫। কি সেবা তার সে সুখ _________________।

ক) সদনে

খ) ভবনে

গ) নিকেতনে

ঘ) নির্জনে

ক) সদনে

২৬। দানে বারি নদীরূপ বিমলা ________________।

ক) সুন্দরী

খ) বনিতা

গ) কিংকরী

ঘ) শর্বরী

গ) কিংকরী

২৭। দীর্ঘ-শিরঃ __________________।

ক) তরুদল

খ) বৃক্ষদল

গ) কপিদল

ঘ) সৈন্যদল

ক) তরুদল

২৮। দীর্ঘ-শিরঃ তরুদল ______________ ধরি ।

ক) দেবরূপ

খ) নররূপ

গ) নবরূপ

ঘ) দাসরূপ

ঘ) দাসরূপ

২৯। পরিমলে ফুল-কুল দশ __________ভরে ।

ক) দিগন্ত

খ) রপ

গ) ঘর

ঘ) দিশ

ঘ) দিশ

৩০। দিবসে _________শ্বাসী…

ক) ঘন

খ) অগ্নি

গ) শীতল

ঘ) সুরভি

গ) শীতল

৩১। দিবসে শীতল শ্বাসী ছায়া ________________।

ক) মহেশ্বরী

খ) কুলেশ্বরী

গ) বৃক্ষেশ্বরী

ঘ) বনেশ্বরী

ঘ) বনেশ্বরী

৩২। নিশায় ____________নিদ্রা ক্লান্তি দূর করে ।

ক) নিবিড়

খ) শীতল

গ) অতল

ঘ) সুশান্ত

ঘ) সুশান্ত

৩৩. নিচের সঠিক জোড়টি নির্বাচন করো

স্তম্ভস্তম্ভ
a. নদীi. পরিমল
b. ফুলii. দীর্ঘ-শিরঃ
c. তরুদলiii. ক্লান্তিনাশা
d. নিদ্রাiv. বিমলা কিংকরী

ক) a-iv, b-i, c-ii, d-iii

খ) a-i, b-ii, c-iii, d-iv

গ) a-ii, b-iv, c-i, d-iii

ঘ) a-iii, b-iv, c-ii, d-i

ক) a-iv, b-i, c-ii, d-iii

৩৪. স্তম্ভ মেলাওঃ

স্তম্ভস্তম্ভ
a. মায়াকাননi. ১৮৬০ খ্রিস্টাব্দ
b. মেঘনাদবধ কাব্যii. ১৮৭৩ খ্রিস্টাব্দ
c. তিলোত্তমাসম্ভব কাব্যiii. ১৮৬১ খ্রিস্টাব্দ
d. ব্রজাঙ্গনা কাব্যiv. ১৮৬১ খ্রিস্টাব্দ

ক) a-iv, b-i, c-ii, d-iii

খ) a-i, b-ii, c-iii, d-iv

গ) a-ii, b-iv, c-i, d-iii

ঘ) a-iii, b-iv, c-ii, d-i

গ) a-ii, b-iv, c-i, d-iii

৩৫. সঠিক সম্পর্ক চিহ্নিত করো 

বিবৃতি A: বিদ্যাসাগর দীনের বন্ধু।

বিবৃতি B: ভারতে তিনি বিদ্যার সাগর হিসেবে বিখ্যাত।

সঠিক বিকল্প: ক) Aমিথ্যা, কিন্তু B সঠিক।

খ) A হল B-এর কারণ।

গ) B হল A-র কারণ।

ঘ) A এবং B দুটিই সত্য, কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই ।

ঘ) A এবং B দুটিই সত্য, কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই ।

[ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর] WB HS Class 11 Bengali MCQ Mock Test For Semester-1|উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি বাংলা MCQ প্রশ্ন উত্তর

৩৬. সঠিক সম্পর্কটি চিহ্নিত করোঃ

বিবৃতি A: নদী জল দান করে।

বিবৃতি B: দীর্ঘশীরঃ তরুণ ফল দান করে।

সঠিক বিকল্প: ক) B-এর কারণ A ।

খ) A-এর কারণ B।

গ) A এবং B পরস্পরবিরোধী ।

ঘ) A এবং B দুটিই স্বাধীন অর্থপূর্ণ বাক্য ।

ঘ) A এবং B দুটিই স্বাধীন অর্থপূর্ণ বাক্য ।

৩৭. সবচেয়ে উপযুক্ত বিকল্পটি  চিহ্নিত করো

১। বিবৃতিঃ (A) গিরিশরূপী বিদ্যাসাগরের চরণে আশ্রয় পাওয়া ভাগ্যের বিষয় ।

কারণ: (R) তিনি প্রবল জ্ঞানের অধিকারী।

সঠিক বিকল্প: ক) A ঠিক, R ভুল ।

খ) A ভুল, R ঠিক ।

গ) A এবং R উভয়েই ঠিক এবং R, A-র সঠিক কারণ ।

ঘ) A এবং R উভয়েই ভুল ।

ক) A ঠিক, R ভুল ।

৩৮. সবচেয়ে উপযুক্ত বিকল্পটি  চিহ্নিত করো

বিবৃতি: (A) বিদ্যাসাগরকে ‘দীর্ঘ-শিরঃ তবুদল’-এর সঙ্গে তুলনা করা হয়েছে।

কারণ: (R) বিদ্যাসাগর ছিলেন দৃঢ় এবং অনমনীয় চরিত্রের অধিকারী ।

সঠিক বিকল্প: ক) A ঠিক, R ভুল।

খ) A ভুল, R ঠিক।

গ) A এবং R উভয়েই ঠিক এবং R, A-র সঠিক কারণ ।

ঘ) A এবং R উভয়েই ঠিক, কিন্তু R, A-র সঠিক কারণ নয় ।

গ) A এবং R উভয়েই ঠিক এবং R, A-র সঠিক কারণ

৩৯. সবচেয়ে উপযুক্ত বিকল্পটি  চিহ্নিত করো

বিবৃতি: (A) কবির মতে ‘দীর্ঘ শির তরুদল’-এর মতোই বিদ্যাসাগর অমৃত ফল যোগান দিয়েছেন ।

কারণ: (R) বিদ্যাসাগর মধুসুদনকে অর্থ সাহায্য করেছিলেন ।

সঠিক বিকল্প: ক) Aভুল, R ঠিক ।

খ) A ঠিক, R ভুল ।

গ) A এবং R উভয়েই ঠিক, এবং R, A-র সঠিক কারণ ।

ঘ) A এবং R উভয়েই ঠিক, কিন্তু R, A-র সঠিক কারণ নয় ।

খ) A ঠিক, R ভুল ।

৪০. সত্য -মিথ্যা

i) মহাপর্বতের সান্নিধ্য পাওয়া যায় ভাগ্যবলে ।

ii) ভাগ্যবান মানুষ আশ্রয় নেয় মহাপর্বতের চূড়ায়।

iii) এই কবিতায় ‘মহাপর্বত’ বলতে হিমালয়কেই বোঝানো হয়েছে।

iv) মহাপর্বতের কাছাকাছি গেলে তবেই তার গুণের সন্ধান পাওয়া যায়।

ক) i, iv সত্য ii, iii মিথ্যা

খ) i, ii, সত্য iii, iv মিথ্যা

গ) ii, iii, সত্য ।, iv মিথ্যা

ঘ) ii, iv সত্য , i, iii মিথ্যা

ক) i, iv সত্য ii, iii মিথ্যা

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWB HS Class 11 Mock Test
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!