একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে মৌলের জারণ বিজারণ ধর্মের কীভাবে পরিবর্তন হয় ?

একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে মৌলের জারণ বিজারণ ধর্মের কীভাবে পরিবর্তন হয় ?

উত্তরঃ একই পর্যায়ের বাঁদিক থেকে ডানদিকে যত যাওয়া যায় মৌলগুলির জারণ ক্ষমতা ক্রমশ বাড়তে থাকে এবং বিজারণ ক্ষমতা ক্রমশ কমতে থাকে । কারণ –পর্যায় বরাবর বাঁদিক থেকে ডানদিকে গেলে পরমাণু ক্রমাঙ্ক তথা নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পায় এবং পরমাণুর আকার ক্রমশ হ্রাস পেতে থাকে । ফলে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন গুলির ওপর নিউক্লিয় আকর্ষণ বল বৃদ্ধি পেতে থাকে ।সেই সঙ্গে পরমাণুর ইলেকট্রন বর্জন ক্ষমতা ক্রমশ কমতে থাকে । অর্থাৎ বিজারণের ক্ষমতা হ্রাস পায় , পরিবর্তে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি পায় ও জারণ ক্ষমতা বৃদ্ধি পায় । উদাহরণ- দ্বিতীয় পর্যায়ের মৌলগুলির জারণ ক্ষমতার ক্রম – Li < Be < B < C < N < O < F এবং বিজারণ ক্ষমতার ক্রম – Li > Be > B > C > N > O > F ।  

জারণ ও বিজারণ ক্ষমতা – কোনো মৌলের জারণ ক্ষমতা বলতে ওই মৌলের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাকে বোঝায় । অর্থাৎ , যে মৌল বা আয়নের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি , তাঁর জারণ ক্ষমতাও বেশি । আবার কোনো মৌল বা আয়নের ইলেকট্রন ত্যাগের ক্ষমতা হল বিজারণ ক্ষমতা । ইলেকট্রন বর্জনের প্রবণতা যত বেশি , সেই মৌল বা আয়নের বিজারণ ক্ষমতাও তত বেশি ।  

Leave a Comment

error: Content is protected !!