পর্যায় ও শ্রেণি বরাবর মৌলের ধাতব ও অধাতব ধর্ম কীভাবে পরিবর্তিত হয় ?

পর্যায় সারণির কোনো পর্যায়ের বাঁদিক থেকে ডানদিকে গেলে ধাতব ও অধাতব ধর্মের কীরূপ পরিবর্তন লক্ষ্য করা যায় আবার শ্রেণি বরাবর উপর থেকে নীচে নামলে ধাতব ও অধাতব ধর্মের কীরূপ পরিবর্তন লক্ষ্য করা যায় তা নিম্নে আলোচনা করা হল ।

পর্যায় ও শ্রেণি বরাবর মৌলের ধাতব ও অধাতব ধর্ম কীভাবে পরিবর্তিত হয় ?

উত্তরঃ পর্যায় বরাবর ধাতব ও অধাতব ধর্মের পরিবর্তন- পর্যায়সারণির কোনো পর্যায়ের বাঁদিক থেকে ডানদিকে গেলে ধাতব ধর্ম ক্রমশ হ্রাস পায় এবং অধাতব ধর্ম ক্রমশ বৃদ্ধি পায় । কারণ-কোনো পর্যায়ের বাঁদিক থেকে ডানদিকে গেলে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকে এবং যোজন কক্ষের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ বাড়তে থাকে । ফলে মৌলগুলির ইলেকট্রন মুক্ত করার থেকে গ্রহণ করার প্রবণতা বৃদ্ধি পায় ।

শ্রেণি বরাবর ধাতব ও অধাতব ধর্মের পরিবর্তন- পর্যায়সারণির কোনো শ্রেণি বরাবর উপর থেকে নীচে নামলে ধাতব ধর্ম ক্রমশ বাড়ে ও অধাতব ধর্ম ক্রমশ কমে । কারণ – পর্যায় সারণিতে কোনো শ্রেণি বরাবর উপর থেকে যত নীচে নামা যায় তত মোউলের পারমাণবিক ব্যসার্ধ অর্থাৎ , নিউক্লিয়াস থেকে যোজন কক্ষের দূরত্ব বাড়তে থাকে । ফলে মৌলগুলির ইলেকট্রন গ্রহন করা অপেক্ষা মুক্ত করার প্রবণতা বৃদ্ধি পায় ।  

Leave a Comment

error: Content is protected !!