[জীবজগতের শ্রেণিবিন্যাস]WB HS Class 11 Biology MCQ for 1st Semester

[জীবজগতের শ্রেণিবিন্যাস]WB HS Class 11 Biology MCQ for 1st Semester || উচ্চমাধ্যমিক ক্লাস 11 জীববিদ্যা বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর- WBCHSE উচ্চমাধ্যমিক Class 11 -এর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com-এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে জীববিদ্যা ‘জীবজগতের শ্রেণিবিন্যাস’ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর । এই প্রশ্ন উত্তরগুলো উচ্চমাধ্যমিক ক্লাস XI এর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টার- এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ Suggestion । তাই আর দেরী না করে চটপট Question Answer গুলো তৈরি করে নাও ।

[জীবজগতের শ্রেণিবিন্যাস]WB HS Class 11 Biology MCQ for 1st Semester||উচ্চমাধ্যমিক ক্লাস 11 জীববিদ্যা বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর || প্রথম সেমিস্টারের জন্য জীবজগতের শ্রেণিবিন্যাস -এর সাজেশন || WB HS Class 11 Biology Semester 1 Suggestion

. পাঁচরাজ্য শ্রেণিবিন্যাসে রাজ্যগুলির সঠিক ক্রম

(A) প্ল্যান্টি → প্রোটিস্টা → অ্যানিম্যালিয়া → মনেরা → ফাংগি

(B) অ্যানিম্যালিয়া → প্ল্যান্টি → মনেরা → ফাংগি → প্রোটিস্টা

(C ) ফাংগি → প্রোটিস্টা → মনেরা → প্ল্যান্টি → অ্যানিম্যালিয়া

(D) মনেরা → প্রোটিস্টা → ফাংগি → প্ল্যান্টি → অ্যানিম্যালিয়া

উত্তরঃ (D) মনেরা প্রোটিস্টা ফাংগি প্ল্যান্টি অ্যানিম্যালিয়া

. ক্যাম্প কানেকশন দেখা যায় কোন ছত্রাকে ?

(A)অ্যাসকোমাইসিটিস

(B )ডিউটোমাইসিটিস

(C )ফাইকো মাইসিটিস

(D)ব্যাসিডিওমাইসিটিস

উত্তরঃ (D)ব্যাসিডিওমাইসিটিস

. ‘Toad Stool’ বলে পরিচিত

(A) Rhizopus

(B) Aspergillus

(C) Penicillium

(D) Amanita

উত্তরঃ (D) Amanita

. ছত্রাকের যৌনজননে দেখা যায়

(A) প্লাজমোগ্যামী

(B) ক্যারিওগ্যামী

(C ) সোমাটোগ্যামী

(D) সবকটি

উত্তরঃ (D) সবকটি

. ফাইকোমাইসিটিসে কি ধরনের যৌনরেণু দেখা যায় ?

(A) ব্যাসিডিওরেণু

(B) অ্যাস্কোরেণু

(C ) ঊরেণু

(D) জাইগোরেণু

উত্তরঃ (D) জাইগোরেণু

. লাইকেন সাহায্য করে

(A) ঔষধ তৈরিতে

(B) বায়ুদূষণ নির্দেশ হিসেবে

(C ) সুগন্ধি উৎপাদনে

(D) সবকটি

উত্তরঃ (D) সবকটি

. Aflatoxin ক্ষরণ করে

(A) Penicillium

(B) Aspergillus

(C ) Puccinia

(D) Ustilago

উত্তরঃ (B) Aspergillus

. ‘Energy Parasite’ হল

(A) অ্যাকটেনো ব্যাকটেরিয়া

(B) ক্ল্যামাইডি

(C) স্পাইরোকিটস

(D) রিকেটসিয়া

উত্তরঃ (B) ক্ল্যামাইডি

. সিউডোমাইসেলিয়াম দেখা যায়

(A) Yeast –এ

(B) Agaricus

(C ) Rhizopus

(D) Aspergillus

উত্তরঃ (D) Aspergillus

১০. একটি দন্ডাকার ব্যাকটেরিয়া হল

(A) Diplococcus

(B) Lactobacillus

(C) Vibrio

(D) Spirillum

উত্তরঃ (B) Lactobacillus

[জীবজগতের শ্রেণিবিন্যাস]WB HS Class 11 Biology MCQ for 1st Semester||উচ্চমাধ্যমিক ক্লাস 11 জীববিদ্যা বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর

১১. নীচের কোনটি একটি সিলিয়েটেড প্রোটাজোয়া ?

(A) Entamoeba

(B) Trypanosoma

(C ) Paramoecium

(D) Plasmodium

উত্তরঃ (C ) Paramoecium

১২. ‘রিলিং উইপসনামে পরিচিত

(A) ডিনোফ্লাজেলেটস

(B) ইউগ্লিনয়েডস

(C ) প্রোটোজোয়া

(D) প্যারামেসিয়াম

উত্তরঃ (A) ডিনোফ্লাজেলেটস

১৩. ‘Sac-fungi’ বলা হয়

(A) ফাইকোমাইসিটিস

(B) ডিউটেরোমাইসিটিস

(C ) অ্যাসকোমাইসিটস

(D) ব্যাসিডিওমাইসিটিস

উত্তরঃ (C ) অ্যাসকোমাইসিটস

১৪. মোরেল ট্রাফেল যার সঙ্গে সম্পর্কিত

(A) ফাইকোমাইসিটিস

(B) অ্যাসকোমাইসিটিস

(C)ব্যাসিডিওমাইসিটিস

(D)ডিউটেরোমাইসিটিস

উত্তরঃ (B) অ্যাসকোমাইসিটিস

১৫. ট্রান্সডাকশন পদ্ধতিতে যে জনন হয়

(A) ব্যাকটেরিয়ার অযৌন জনন

(B) ব্যাকটেরিয়ার যৌন জনন

(C) Amoeba –এর জনন

(D) কোনোটিই নয়

উত্তরঃ (B) ব্যাকটেরিয়ার যৌন জনন

১৬. গম গাছের মরিচা রোগ সৃষ্টি করে

(A) Ustilago

(B) Puccinia

(C ) Albugo

(D) Rhizopus

উত্তরঃ (B) Puccinia

১৭. ‘Neurospora’ ছত্রাক কোন শাখার গবেষণার জন্য প্রয়োজনীয় ?

(A) ভ্রূণবিদ্যা

(B ) জেনেটিক বিদ্যা বা সুপ্রজননবিদ্যা

(C ) হর্টিকালচার

(D) A ও B

উত্তরঃ (B ) জেনেটিক বিদ্যা বা সুপ্রজননবিদ্যা

১৮. বিয়োজকরা কোন পুষ্টি পদ্ধতি অনুসরণ করে ?

(A) স্যাপ্রোফাইটিক

(B) ইনজেশন

(C ) প্যারাসাইটিক

(D) A ও B  উভয়েই

উত্তরঃ (A) স্যাপ্রোফাইটিক

১৯. প্রচন্ড ঠান্ডায় জীবিত ভাইরাসকে বলে _________

(A) থার্মোফিলিক

(B) মেসোফিলিক

(C ) ক্রায়োফিলিক

(D) A ও B উভয়েই

উত্তরঃ (C ) ক্রায়োফিলিক

২০. বায়োলুমিনেন্স দেখা যায়

(A) Noctiluca

(B) Gonyaulax

(C ) Ceratium

(D) Gymnoduim

উত্তরঃ (A) Noctiluca

২১. নিম্নলিখিত কোন কোন ব্যাকটেরিয়া সালোকসংশ্লেষ করতে পারে ?

(A) স্ট্রেপটোকক্কাস , স্ট্যাফাইলোকক্কাস

(B) ক্লস্টিডিয়াম , ক্লোরোবিয়াম

(C) রোডোস্পাইরিলাম , ক্লোরোবিয়াম

(D) নাইট্রোব্যাকটর , নাইট্রোসোমোনাস

উত্তরঃ (C) রোডোস্পাইরিলাম , ক্লোরোবিয়াম

২২. গ্রামপজিটিভ ব্যাকটেরিয়া ও গ্রামনেগেটিভ ব্যাকটেরিয়াদের মধ্যে প্রধান অমিল কোন ক্ষেত্রে লক্ষ্য করা যায় ?

(A) ফ্লাজেলা

(B) সিলিয়া

(C ) টিকোইক অ্যাসিড

(D) কোশপর্দা

উত্তরঃ (C ) টিকোইক অ্যাসিড

২৩. প্রজাতির বিবর্তনের ইতিহাসকে বলে _________

(A) অন্টোজেনি

(B) ফাইলোজেনি

(C ) (A) ও (B) উভয়েই

(D) কোনোটিই নয়

উত্তরঃ (B) ফাইলোজেনি

২৪. গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ নয় কোনটি ?

(A) staphylococcus

(B) Streptococcus

(C ) Bacillus

(D) E.coli

উত্তরঃ (D) E.coli

২৫. কোন কোশ অঙ্গাণু ব্যাকটেরিয়ার মধ্যে থাকে না ?

(A) 80S রাইজোবিয়াম

(B) মাইটোকন্ড্রিয়া

(C) সাইটপ্লাজম

(D) A ও B উভয়েই

উত্তরঃ (D) A B উভয়েই

২৬. ব্যাকটেরিয়া শব্দটি প্রচলন করেন

(A) এরেনবার্গ

(B) পাস্তুর

(C) জে. কন

(D) লেডারবার্গ

উত্তরঃ (A) এরেনবার্গ

২৭. সায়নোব্যাকটেরিয়ার ক্ষেত্রে সালোকসংশ্লেষকারী রঞ্জক কোনটি ?

(A) ক্লোরোফিল-a

(B) জ্যান্থোফিল

(C ) ক্যারোটিনয়েড

(D) ক্লোরোফিল-b

উত্তরঃ (A) ক্লোরোফিল-a

[জীবজগতের শ্রেণিবিন্যাস]WB HS Class 11 Biology MCQ for 1st Semester||উচ্চমাধ্যমিক ক্লাস 11 জীববিদ্যা বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর

২৮. E. coli –তে কোন রকমের ফ্লাজেলা দেখা যায় ?

(A) পেরিট্রিকাস

(B) পেরিপ্লাসমিক

(C ) অ্যামফ্রিটিকাস

(D) A ও B উভয়েই

উত্তরঃ (A) পেরিট্রিকাস

২৯. ব্যাকটেরিওফাজ থেকে নিঃসৃত উৎসেচকটি হল

(A) লাইসোজাইম

(B) ইউরিয়েজ

(C) হেক্সোকাইনেজ

(D) এনালেজ

উত্তরঃ (A) লাইসোজাইম

৩০. ‘ফানজি ইমপারফেকটি’ –ছত্রাকের কোন্শ্রেণিকে বলা হয় ?

(A)  অ্যাসকোমাইসিটিস

(B) ফাই কো মাইসিটিস

(C ) বেসিডিওমাইসিটিস

(D) ডিউটেরোমাইসিটিস

উত্তরঃ (D) ডিউটেরোমাইসিটিস

৩১. মূলের পরিবর্তে ব্রায়ফাইটার যে গঠন থাকে তাকে কী বলে ?

(A) কালিপট্রা

(B) আর্কিগোনিয়াম

(C) রাইজয়েড

(D) প্রোটেনিমা

উত্তরঃ (C) রাইজয়েড

৩২. স্তম্ভ মেলাওঃ

স্তম্ভ-1 স্তম্ভ-2
A. Planaria (i) দ্বিবিভাজন
B. ছত্রাক(ii) অযৌ্ন রেণু
C. ইস্ট(iii) কোরকদগম
D. অ্যামিবা(iv) প্রকৃত পুনরুৎপাদন
 (v) খন্ডীভবন

(A) A-I , B-ii ,C-iii , D-iv

(B) A-iv, B-=ii , C-iii , D-i

(C ) A-ii,B-v,C-I, D-iii

(D) A-v,B-ii , C –iii , D-iv

উত্তরঃ (B) A-iv, B-=ii , C-iii , D-i

৩৩. ‘Wonder drug’ –কাকে বলা হয় ?

(A) ফ্ল্যাভিসিন

(B) আর্গেটিন

(C ) পেনিসিলিন

(D) কোনোটিই নয়

উত্তরঃ (C ) পেনিসিলিন

৩৪. ‘রেইনডিয়ার মসকোন লাইকেনকে বলা হয় ?

(A) Parmelia

(B) Cladonia

(C ) Usnea

(D) Arthonia

উত্তরঃ (B) Cladonia

৩৫. ‘বিয়ার্ড মসকোন লাইকেনকে বলা হয় ?

(A) Arthonia

(B) paramelia

(C ) Usnea

(D) Racodium

উত্তরঃ (C ) Usnea

৩৬. লাইকেনে শৈবাল ও ছত্রাকের সম্পর্ককে বলে

(A) হেলেটিজম

(B) হেলোট্রপিজম

(C ) হেলিওফাইট

(D) সিমবায়োসিস

উত্তরঃ (A) হেলেটিজম

৩৭. কেমোসিন্থেটিক ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য হল

(A) সৌরশক্তি দ্বারা শক্তি উৎপন্ন করতে পারে

(B) অটোট্রপিক প্রকৃতির

(C) অজৈব যৌগ জারিত করে শক্তি উৎপাদন

(D) B ও C উভয়েই

উত্তরঃ (D) B C উভয়েই

৩৮. ভুক বাক্যটি শণাক্ত করোঃ

(A) প্রায়ন উদ্ভিদরাজ্যের অন্তর্গত

(B) মাইক্লোপ্লাজমার কোশপ্রাচীর নেই

(C ) প্রায়ন ত্রুটিপূর্ণ ভাবে সংঘটিত প্রোটিন

(D) ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের অন্তর্গত

উত্তরঃ (A) প্রায়ন উদ্ভিদরাজ্যের অন্তর্গত

৩৯. ছত্রাক ও উদ্ভিদ মূলের সহাবস্থানকে বলা হয়

(A) লাইকেন

(B) মাইকোরাইজা

(C ) কোলইওরাইজা

(D) হেলেটিজম

উত্তরঃ (B) মাইকোরাইজা

৪০. মেসোজোমে বর্তমান শ্বাস উৎসেচকের নাম কী ?

(A) রিডাকটেজ

(B) পারক্সিডেজ

(C ) সাইটোক্রোম অক্সিডেজ

(D) অক্সিজিনেজ

উত্তরঃ (C ) সাইটোক্রোম অক্সিডেজ

৪১. টোবাকো মোজাইক ভাইরাস (TMV) এটি কী ধরনের ভাইরাস ?

(A) একতন্ত্রী DNA

(B) একতন্ত্রী RNA

(C) দ্বিতন্ত্রী DNA

(D) দ্বিতন্ত্রী RNA

উত্তরঃ (B) একতন্ত্রী RNA

৪২. একতন্ত্রী DNA ভাইরাস হল

(A) রিওভাইরাস

(B) হারপিস

(C ) পক্স ভাইরাস

(D) কোলিফাজ fd

উত্তরঃ (D) কোলিফাজ fd

৪৩. সিনোসাইটিক হাইফি নিম্নলিখিত কোনটিতে দেখা যায় ?

(A) রাইজোপাস

(B) মিউকর

(C ) A ও B উভয়েই

(D) কোনোটিই নয়

উত্তরঃ (C ) A B উভয়েই

৪৪. ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কি ধরনের ভাইরাস ?

(A) একতন্ত্রী DNA

(B) একতন্ত্রী RNA

(C) দ্বিতন্ত্রী DNA

(D) দ্বিতন্ত্রী RNA

উত্তরঃ (B) একতন্ত্রী RNA

৪৫. যে ভাইরাস কণা সংক্রমণ সৃষ্টি করে তাকে বলে

(A) ক্যাপসিড

(B) ভাইরয়েড

(C ) লিপোভাইরাস

(D) ভিরিয়ন

উত্তরঃ (D) ভিরিয়ন  

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWB HS Class 11 Mock Test (All Subjects)
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!