ভৌতরাশির পরিমাপ ও মাত্রা-WB HS Class 11 Physics MCQ Mock Test for 1st Semester.

ভৌতরাশির পরিমাপ ও মাত্রা-WB HS Class 11 Physics MCQ Mock Test for 1st Semester || WBCHSE Class 11 Physics MCQ Model Quetion Paper for 1st Semester – উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি পদার্থ বিদ্যার প্রথম অধ্যায়ের বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর- WBCHSE উচ্চমাধ্যমিক Class 11 -এর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com-এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে পদার্থ বিদ্যার ‘ভৌতরাশির পরিমাপ ও মাত্রা’ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর । এই প্রশ্ন উত্তরগুলো উচ্চমাধ্যমিক ক্লাস XI এর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টার- এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ Suggestion । তাই আর দেরী না করে চটপট Question Answer গুলো তৈরি করে নাও ।

ভৌতরাশির পরিমাপ ও মাত্রা-WB HS Class 11 Physics MCQ Mock Test for 1st Semester.

১. পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসের মান প্রকাশ করার জন্য নীচের কোন এককটি ব্যবহার করা হয় ?

(A) অ্যাংস্ট্রম

(B) মাইক্রন

(C ) পারসেক

(D) ফার্মি

(D) ফার্মি

২. একটি স্ক্রু গেজের লঘিষ্ট ধ্রুবক 0.01mm । চক্রাকার স্কেলে 50টি ভাগ থাকলে ওই স্ক্রু গেজের স্ক্রু পিচ হবে –

(A) 0.1 mm

(B) 0.01 mm

(C ) 0.25 mm

(D) 0.5 mm

(D) 0.5 mm উত্তরঃ স্ক্রু পিচ = লঘিষ্ট ধ্রুবক × চক্রাকার স্কেলের ঘর সংখ্যা = 0.1 × 50 mm = 0.5 mm

. স্তম্ভই মেলাওঃ

  বামস্তম্ভ  ডানস্তম্ভ
 1. [কৌণিক সরণ] = [কোণ ] a. ML-1T-2
 2. [টর্ক ] = [বল] ×[দুরত্ব]b. ML2T-1
3. [ প্ল্যাঙ্কের ধ্রুবক ] = [শক্তি / কম্পাঙ্ক]c. মাত্রাবিহীন
4. [ইয়ং গুনাঙ্ক ] =[বল ] / [ক্ষেত্রফল ]d. M L2T-2

(A) 1-a, 2-d , 3-c , 4-b

(B) 1-c, 2-d, 3-b, 4-a

(C) 1-c, 2-d, 3-b, 4-c

(D) 1-d, 2-c , 3-a , 4-b

(B) 1-c, 2-d, 3-b, 4-a

৪. (i) : ধ্রুবক রাশিগুলির একক থাকে কিন্তু এরা মাত্রাবিহীন হয় ।

(ii) : সার্বজনীন গ্যাস ধ্রুবক R একটি ধ্রুবক রাশি ।

(A) (i) সঠিক , (ii) সঠিক

(B) (i) সঠিক (ii) সঠিক নয়

(C ) (i) সঠিক নয় , সঠিক

(D) (i) সঠিক নয় , (ii) সঠিক নয়

(C )(i) সঠিক নয়,সঠিক

৫. (i) একটি ভৌত সমীকরণের ক্ষেত্রে বামপক্ষ এবং ডানপক্ষের মাত্রা অবশ্যই সমান হবে ।

(ii) দুটি রাশির মাত্রা সমান না হলে তাদের মধ্যে যোগ বিয়োগ করা যায় না ।

(iii) দুটি রাশির মাত্রা সমান না হলেও রাশিগুলির গুণ বা ভাগ করা যেতে পারে ।

(A) (i) সঠিক ,(ii) সঠিক ,  (iii) সঠিক

(B) (i) সঠিক , (ii) সঠিক নয় , (iii) সঠিক

(C) (i) সঠিক , (ii) সঠিক ,(iii) সঠিক নয়

(D) (i) সঠিক নয় , (ii) সঠিক ,(iii) সঠিক নয়  

ভৌতরাশির পরিমাপ ও মাত্রা-WB HS Class 11 Physics MCQ Mock Test for 1st Semester.

(A) (i) সঠিক ,(ii) সঠিক , (iii) সঠিক

৬. X দুরত্ব হলে  $\frac{d^{2024}x}{dx^{2024}}$ -এর মাত্রা হবে –

(A) L2024T-2024

(B) L2024T2024

(C ) LT-2024

(D) L2024T-1

(C ) LT-2024

৭. E ও G যথাক্রমে শক্তি এবং মহাকর্ষ ধ্রুবক হলে E/G –এর মাত্রা হবে

(A) M2L-1T0

(B) ML-1T-3

(C ) ML0T0

(D) M2L-2T-1

(A) M2L-1T0

৮. চাপের মাত্রাসূত্র __________ ।

(A) MLT-2

(B) ML2T-2

(C ) ML-1T-2

(D) MT-2

(C ) ML-1T-2

৯. দৈর্ঘ্য পরিমাপের তিনটি ব্যবহারিক একক – ন্যানোমিটার (nm) , মাইক্রন (μm) এবং অ্যাংস্ট্রম (Å ) –এর মধ্যে নীচের কোনটি ?

(A) 1 μm > 1Å > 1nm

(B) 1 Å > 1nm > 1 μm

(C ) 1 Å < 1nm < 1 μm

(D) 1nm < 1 μm < 1Å

(C ) 1 Å < 1nm < 1 μm

১০. স্তম্ভ মেলাওঃ

 বামস্তম্ভ (সংখ্যা) ডান স্তম্ভ ( তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা )
 1. 0.23145a. 5
2. 0.21200mb. 3
3. 54.732 ÷ 2.6c. 1
4. 3×108d. 2

(A) 1-a , 2-a, 3-d, 4-c

(B) 1-a , 2-b , 3-a , 4-c

(C) 1-c, 2-c, 3-a , 4-c

(D) 1-c , 2-b,3-a, 4-c

(A) 1-a , 2-a, 3-d, 4-c

১১. t সময়ে কোনো বস্তুর সরণ , x =$\frac{A}{K}\left(1 – e^{- kt}\right)$  । A এবং k এর মাত্রা হবে , যথাক্রমে

(A) LT-1, T-1

(B) L2T , T-1

(C ) LT-2, T-1

(D) LT-1, T-2

(A) LT-1, T-1

১২. স্ক্রু গেজের সাহায্যে একটি তারের ব্যাস তিনবার পরিমাপ করে পাওয়া গেল 0.263 mm , 0.266 mm এবং 0.259 mm । এই তিনটি পরিমাপের চরম ট্রুটি যথাক্রমে E1 , E2 এবং E3 হলে ,

(A) E1 > E2 > E3

(B) E3 > E2 > E1

(C ) E2 > E1 > E3

(D) E3 > E1 > E2

(B) E3 > E2 >E1 সমাধানঃ ব্যাসের গড় মান বা প্রকৃত মান = D¯=0.263+0.266+0.2593=0.263mm ∴ E1 =|0.263-0.263|=0 , E2=|0.263-0.266|=0.003, E3=|0.263-0.259|=0.004, ∴ E3 > E2 >E1

ভৌতরাশির পরিমাপ ও মাত্রা-WB HS Class 11 Physics MCQ Mock Test for 1st Semester.

১৩. এক মোল বাস্তব গ্যাসের T উষ্ণতায় অবস্থা সমীকরণ , $\left(p + \frac{a}{v^2}\right)(V – b)$ = RT ; যেখানে p চাপ ও V গ্যাসের মোলার আয়তন । a,b এবং R  ধ্রুবক । a এবং b –এর মাত্রাসূত্র যথাক্রমে

(A) ML5T-2N-2 , L3N-1

(B) ML3T-2N-2 , L3N-1

(C ) ML5T-2N-2,L3N-1

(D) ML3T-2N-2, L3N

(A) ML5T-2N-2 , L3N-1 সমাধানঃ [a/V2]=[p] [∵ a/V2 রাশিটি চাপ p এর সঙ্গে যোগ আকারে রয়েছে তাই এরা সমজাতীয় রাশি ] বা, [a] =[p][V2] =[চাপ][আয়তন/মোল]2= MLT-2 × (L3N)2=ML5T-2N-2 একইভাবে , [b]=[V]=[আয়তন /মোল] =L3/N=L3N-1

১৪. t সময়ে কোনো একটি বস্তুর অতিক্রান্ত দুরত্ব , x = at+bt2 যেখানে a এবং b ধ্রুবক । a এবং b –এর মাত্রা সূত্র হবে

(A) LT2 , LT-2

(B) LT, LT-2

(C ) LT-1, LT-2

(D) LT-1, LT2

(C ) LT-1, LT-2 সমাধানঃ x = at+bt2 মাত্রার সমসত্ত্বতা নীতি অনুযায়ী , [x] = [at]+[bt2] = [সরণ] ∴ [a][t]=L ∴ [a] = L/T =LT-1 , যেহেতু [t] =T আবার , [bt2]=L বা, [b] = L/T2 =LT-2

ভৌতরাশির পরিমাপ ও মাত্রা-WB HS Class 11 Physics MCQ Mock Test for 1st Semester.

১৫. ‘A’ স্তম্ভের সঙ্গে ‘B’ স্তম্ভ মেলাওঃ

 AB
(i) তাড়িতিক রোধ (p) [MLT-3θ-1]
(ii) তাপীয় রোধ(q) [ML2T-3I-1]
(iii) তড়িৎ বিভব(r ) [ML2T-3I-2]
(iv) তাপ পরিবাহিতাঙ্ক(s) [M-1L-2T3 θ]

(A) i-a , ii-p , iii-q , iv-r

(B) i-r, ii-s , iii-q , iv-p

(C ) i-p, ii-q , iii-r , iv-s

(D) i-q , ii- r , iii-p , iv-s

(B) i-r, ii-s , iii-q , iv-p

ভৌতরাশির পরিমাপ ও মাত্রা-WB HS Class 11 Physics MCQ Mock Test for 1st Semester.

১৬. কোনো একটি ভৌত রাশির মাত্রা হল MaLbT-c । M, L ও T পরিমাপ করার সময়ে ত্রুটির পরিমাণ যথাক্রমে α%, β% এবং γ% হলে , রাশিটির মান নির্ণয়ে মোট ট্রুটির পরিমাণ হল –

(A) (αa-βb+ γc)%

(B) (αa+βb+ γc)%

(C ) (αa-βb- γc)%

(D) (αa+βb- γc)%

(B) (αa+βb+ γc)%

১৭. 11.18×10-6 –এর সার্থক অঙ্কের সংখ্যা __________ ।

(A) 3

(B) 4

(C ) 5

(D) 6

(B) 4

১৮. কোনো স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ারের (m+1) সংখ্যক ঘর মূল স্কেলের ‘m’ সংখ্যক ক্ষুদ্রতম ঘরের সমান । যদি মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান  ‘d’ একক হয় । তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্কের মান হবে –

(A) d/m+1

(B) d/n

(C ) md/m+1

(D) (m+1)d/m

(A) d/m+1

১৯. কোন রাশি সমূহের মাত্রা এক নয় ?

(A) চাপ , ইয়ং মডিউলাস ,পীড়ন

(B) ইএমএফ , বিভব পার্থক্য , তড়িৎ বিভব

(C) তাপ , ফার্ম , শক্তি

(D) দ্বিমেরু ভ্রামক , তড়িৎফ্লাক্স , তড়িৎক্ষেত্র

(D) দ্বিমেরু ভ্রামক , তড়িৎফ্লাক্স , তড়িৎক্ষেত্র

ভৌতরাশির পরিমাপ ও মাত্রা-WB HS Class 11 Physics MCQ Mock Test for 1st Semester.

২০. নীচের কোন বিকল্পটি বিবৃতি –I এবং বিবৃতি –II এর মধ্যে সঠিক ?

বিবৃতি-I: A+B =C একটি ভৌত সমীকরণ , যেখানে A, B ও C তিনটি ভৌত রাশি ।

বিবৃতি-II: A , B এবং C এর মাত্রা আলাদা ।

(A) বিবৃতি -I এবং বিবৃতি-II পরস্পর বিরোধী

(B) বিবৃতি -II হল বিবৃতি –I এর কারণ

(C ) বিবৃতি -I সঠিক কিন্তু বিবৃতি-II সঠিক নয়

(D) বিবৃতি-I এবং বিবৃতি-II পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত নয় ।

(A) বিবৃতি -I এবং বিবৃতি-II পরস্পর বিরোধী

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWB HS Class 11 Mock Test
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!