ভৌতরাশির পরিমাপ ও মাত্রা-WB HS Class 11 Physics MCQ Mock Test for 1st Semester || WBCHSE Class 11 Physics MCQ Model Quetion Paper for 1st Semester – উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি পদার্থ বিদ্যার প্রথম অধ্যায়ের বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর- WBCHSE উচ্চমাধ্যমিক Class 11 -এর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com-এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে পদার্থ বিদ্যার ‘ভৌতরাশির পরিমাপ ও মাত্রা’ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর । এই প্রশ্ন উত্তরগুলো উচ্চমাধ্যমিক ক্লাস XI এর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টার- এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ Suggestion । তাই আর দেরী না করে চটপট Question Answer গুলো তৈরি করে নাও ।
ভৌতরাশির পরিমাপ ও মাত্রা-WB HS Class 11 Physics MCQ Mock Test for 1st Semester.
১. পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসের মান প্রকাশ করার জন্য নীচের কোন এককটি ব্যবহার করা হয় ?
(A) অ্যাংস্ট্রম
(B) মাইক্রন
(C ) পারসেক
(D) ফার্মি
(D) ফার্মি
২. একটি স্ক্রু গেজের লঘিষ্ট ধ্রুবক 0.01mm । চক্রাকার স্কেলে 50টি ভাগ থাকলে ওই স্ক্রু গেজের স্ক্রু পিচ হবে –
(A) 0.1 mm
(B) 0.01 mm
(C ) 0.25 mm
(D) 0.5 mm
(D) 0.5 mm উত্তরঃ স্ক্রু পিচ = লঘিষ্ট ধ্রুবক × চক্রাকার স্কেলের ঘর সংখ্যা = 0.1 × 50 mm = 0.5 mm
৩. স্তম্ভই মেলাওঃ
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. [কৌণিক সরণ] = [কোণ ] | a. ML-1T-2 |
2. [টর্ক ] = [বল] ×[দুরত্ব] | b. ML2T-1 |
3. [ প্ল্যাঙ্কের ধ্রুবক ] = [শক্তি / কম্পাঙ্ক] | c. মাত্রাবিহীন |
4. [ইয়ং গুনাঙ্ক ] =[বল ] / [ক্ষেত্রফল ] | d. M L2T-2 |
(A) 1-a, 2-d , 3-c , 4-b
(B) 1-c, 2-d, 3-b, 4-a
(C) 1-c, 2-d, 3-b, 4-c
(D) 1-d, 2-c , 3-a , 4-b
(B) 1-c, 2-d, 3-b, 4-a
৪. (i) : ধ্রুবক রাশিগুলির একক থাকে কিন্তু এরা মাত্রাবিহীন হয় ।
(ii) : সার্বজনীন গ্যাস ধ্রুবক R একটি ধ্রুবক রাশি ।
(A) (i) সঠিক , (ii) সঠিক
(B) (i) সঠিক (ii) সঠিক নয়
(C ) (i) সঠিক নয় , সঠিক
(D) (i) সঠিক নয় , (ii) সঠিক নয়
(C )(i) সঠিক নয়,সঠিক
৫. (i) একটি ভৌত সমীকরণের ক্ষেত্রে বামপক্ষ এবং ডানপক্ষের মাত্রা অবশ্যই সমান হবে ।
(ii) দুটি রাশির মাত্রা সমান না হলে তাদের মধ্যে যোগ বিয়োগ করা যায় না ।
(iii) দুটি রাশির মাত্রা সমান না হলেও রাশিগুলির গুণ বা ভাগ করা যেতে পারে ।
(A) (i) সঠিক ,(ii) সঠিক , (iii) সঠিক
(B) (i) সঠিক , (ii) সঠিক নয় , (iii) সঠিক
(C) (i) সঠিক , (ii) সঠিক ,(iii) সঠিক নয়
(D) (i) সঠিক নয় , (ii) সঠিক ,(iii) সঠিক নয়
ভৌতরাশির পরিমাপ ও মাত্রা-WB HS Class 11 Physics MCQ Mock Test for 1st Semester.
(A) (i) সঠিক ,(ii) সঠিক , (iii) সঠিক
৬. X দুরত্ব হলে $\frac{d^{2024}x}{dx^{2024}}$ -এর মাত্রা হবে –
(A) L2024T-2024
(B) L2024T2024
(C ) LT-2024
(D) L2024T-1
(C ) LT-2024
৭. E ও G যথাক্রমে শক্তি এবং মহাকর্ষ ধ্রুবক হলে E/G –এর মাত্রা হবে
(A) M2L-1T0
(B) ML-1T-3
(C ) ML0T0
(D) M2L-2T-1
(A) M2L-1T0
৮. চাপের মাত্রাসূত্র __________ ।
(A) MLT-2
(B) ML2T-2
(C ) ML-1T-2
(D) MT-2
(C ) ML-1T-2
৯. দৈর্ঘ্য পরিমাপের তিনটি ব্যবহারিক একক – ন্যানোমিটার (nm) , মাইক্রন (μm) এবং অ্যাংস্ট্রম (Å ) –এর মধ্যে নীচের কোনটি ?
(A) 1 μm > 1Å > 1nm
(B) 1 Å > 1nm > 1 μm
(C ) 1 Å < 1nm < 1 μm
(D) 1nm < 1 μm < 1Å
(C ) 1 Å < 1nm < 1 μm
১০. স্তম্ভ মেলাওঃ
বামস্তম্ভ (সংখ্যা) | ডান স্তম্ভ ( তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ) |
1. 0.23145 | a. 5 |
2. 0.21200m | b. 3 |
3. 54.732 ÷ 2.6 | c. 1 |
4. 3×108 | d. 2 |
(A) 1-a , 2-a, 3-d, 4-c
(B) 1-a , 2-b , 3-a , 4-c
(C) 1-c, 2-c, 3-a , 4-c
(D) 1-c , 2-b,3-a, 4-c
(A) 1-a , 2-a, 3-d, 4-c
১১. t সময়ে কোনো বস্তুর সরণ , x =$\frac{A}{K}\left(1 – e^{- kt}\right)$ । A এবং k এর মাত্রা হবে , যথাক্রমে
(A) LT-1, T-1
(B) L2T , T-1
(C ) LT-2, T-1
(D) LT-1, T-2
(A) LT-1, T-1
১২. স্ক্রু গেজের সাহায্যে একটি তারের ব্যাস তিনবার পরিমাপ করে পাওয়া গেল 0.263 mm , 0.266 mm এবং 0.259 mm । এই তিনটি পরিমাপের চরম ট্রুটি যথাক্রমে E1 , E2 এবং E3 হলে ,
(A) E1 > E2 > E3
(B) E3 > E2 > E1
(C ) E2 > E1 > E3
(D) E3 > E1 > E2
(B) E3 > E2 >E1 সমাধানঃ ব্যাসের গড় মান বা প্রকৃত মান = ∴ E1 =|0.263-0.263|=0 , E2=|0.263-0.266|=0.003, E3=|0.263-0.259|=0.004, ∴ E3 > E2 >E1
ভৌতরাশির পরিমাপ ও মাত্রা-WB HS Class 11 Physics MCQ Mock Test for 1st Semester.
১৩. এক মোল বাস্তব গ্যাসের T উষ্ণতায় অবস্থা সমীকরণ , $\left(p + \frac{a}{v^2}\right)(V – b)$ = RT ; যেখানে p চাপ ও V গ্যাসের মোলার আয়তন । a,b এবং R ধ্রুবক । a এবং b –এর মাত্রাসূত্র যথাক্রমে
(A) ML5T-2N-2 , L3N-1
(B) ML3T-2N-2 , L3N-1
(C ) ML5T-2N-2,L3N-1
(D) ML3T-2N-2, L3N
(A) ML5T-2N-2 , L3N-1 সমাধানঃ [a/V2]=[p] [∵ a/V2 রাশিটি চাপ p এর সঙ্গে যোগ আকারে রয়েছে তাই এরা সমজাতীয় রাশি ] বা, [a] =[p][V2] =[চাপ][আয়তন/মোল]2= ML–T-2 × (L3N–)2=ML5T-2N-2 একইভাবে , [b]=[V]=[আয়তন /মোল] =L3/N=L3N-1
১৪. t সময়ে কোনো একটি বস্তুর অতিক্রান্ত দুরত্ব , x = at+bt2 যেখানে a এবং b ধ্রুবক । a এবং b –এর মাত্রা সূত্র হবে
(A) LT2 , LT-2
(B) LT, LT-2
(C ) LT-1, LT-2
(D) LT-1, LT2
(C ) LT-1, LT-2 সমাধানঃ x = at+bt2 মাত্রার সমসত্ত্বতা নীতি অনুযায়ী , [x] = [at]+[bt2] = [সরণ] ∴ [a][t]=L ∴ [a] = L/T =LT-1 , যেহেতু [t] =T আবার , [bt2]=L বা, [b] = L/T2 =LT-2
ভৌতরাশির পরিমাপ ও মাত্রা-WB HS Class 11 Physics MCQ Mock Test for 1st Semester.
১৫. ‘A’ স্তম্ভের সঙ্গে ‘B’ স্তম্ভ মেলাওঃ
A | B |
(i) তাড়িতিক রোধ | (p) [MLT-3θ-1] |
(ii) তাপীয় রোধ | (q) [ML2T-3I-1] |
(iii) তড়িৎ বিভব | (r ) [ML2T-3I-2] |
(iv) তাপ পরিবাহিতাঙ্ক | (s) [M-1L-2T3 θ] |
(A) i-a , ii-p , iii-q , iv-r
(B) i-r, ii-s , iii-q , iv-p
(C ) i-p, ii-q , iii-r , iv-s
(D) i-q , ii- r , iii-p , iv-s
(B) i-r, ii-s , iii-q , iv-p
ভৌতরাশির পরিমাপ ও মাত্রা-WB HS Class 11 Physics MCQ Mock Test for 1st Semester.
১৬. কোনো একটি ভৌত রাশির মাত্রা হল MaLbT-c । M, L ও T পরিমাপ করার সময়ে ত্রুটির পরিমাণ যথাক্রমে α%, β% এবং γ% হলে , রাশিটির মান নির্ণয়ে মোট ট্রুটির পরিমাণ হল –
(A) (αa-βb+ γc)%
(B) (αa+βb+ γc)%
(C ) (αa-βb- γc)%
(D) (αa+βb- γc)%
(B) (αa+βb+ γc)%
১৭. 11.18×10-6 –এর সার্থক অঙ্কের সংখ্যা __________ ।
(A) 3
(B) 4
(C ) 5
(D) 6
(B) 4
১৮. কোনো স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ারের (m+1) সংখ্যক ঘর মূল স্কেলের ‘m’ সংখ্যক ক্ষুদ্রতম ঘরের সমান । যদি মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ‘d’ একক হয় । তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্কের মান হবে –
(A) d/m+1
(B) d/n
(C ) md/m+1
(D) (m+1)d/m
(A) d/m+1
১৯. কোন রাশি সমূহের মাত্রা এক নয় ?
(A) চাপ , ইয়ং মডিউলাস ,পীড়ন
(B) ইএমএফ , বিভব পার্থক্য , তড়িৎ বিভব
(C) তাপ , ফার্ম , শক্তি
(D) দ্বিমেরু ভ্রামক , তড়িৎফ্লাক্স , তড়িৎক্ষেত্র
(D) দ্বিমেরু ভ্রামক , তড়িৎফ্লাক্স , তড়িৎক্ষেত্র
ভৌতরাশির পরিমাপ ও মাত্রা-WB HS Class 11 Physics MCQ Mock Test for 1st Semester.
২০. নীচের কোন বিকল্পটি বিবৃতি –I এবং বিবৃতি –II এর মধ্যে সঠিক ?
বিবৃতি-I: A+B =C একটি ভৌত সমীকরণ , যেখানে A, B ও C তিনটি ভৌত রাশি ।
বিবৃতি-II: A , B এবং C এর মাত্রা আলাদা ।
(A) বিবৃতি -I এবং বিবৃতি-II পরস্পর বিরোধী
(B) বিবৃতি -II হল বিবৃতি –I এর কারণ
(C ) বিবৃতি -I সঠিক কিন্তু বিবৃতি-II সঠিক নয়
(D) বিবৃতি-I এবং বিবৃতি-II পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত নয় ।
(A) বিবৃতি -I এবং বিবৃতি-II পরস্পর বিরোধী