ভাষাঃ বিশ্বের ভাষা ও ভাষা পরিবার -WB HS Class 11 Bengali MCQ Mock Test for 1st Semester

ভাষাঃ বিশ্বের ভাষা ও ভাষা পরিবার -WB HS Class 11 Bengali MCQ Mock Test for 1st Semester- উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি বাংলার ভাষা অধ্যায়ের বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর- WBCHSE উচ্চমাধ্যমিক Class 11 -এর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com-এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে বাংলার ‘ভাষাঃ বিশ্বের ভাষা ও ভাষা পরিবার ‘ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর । এই প্রশ্ন উত্তরগুলো উচ্চমাধ্যমিক ক্লাস XI এর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টার- এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ Suggestion । তাই আর দেরী না করে চটপট Question Answer গুলো তৈরি করে নাও ।

ভাষাঃ বিশ্বের ভাষা ও ভাষা পরিবার -WB HS Class 11 Bengali MCQ Mock Test for 1st Semester

. আরবি ভাষা যে ভাষা পরিবারের অন্তর্গত তা হল

(A) সেমিটিক

(B) হ্যামিটিক

(C)মাঞ্চু

(D) ককেশীয়

(A) সেমিটিক

. কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে উইলিয়ম জোনস বক্তৃতা দেন

(A) ১৮৬৭ খ্রিষ্টাব্দে

(B) ১৭৮৬ খ্রিষ্টাব্দে

(C ) ১৬৭৮ খ্রিষ্টাব্দে

(D) ১৮৭৬ খ্রিষ্টাব্দে

(B) ১৭৮৬ খ্রিষ্টাব্দে

. ইজ্রায়েল দেশের সরকারি ভাষা

(A) আধুনিক ফরাসি

(B) আধুনিক আরবি

(C) আধুনিক হিব্রু

(D) আধুনিক ইংরেজি

(C) আধুনিক হিব্রু

. তুর্কি ভাষা যে বর্গের অন্তর্গত

(A) অনন্বয়ী

(B) মুক্তান্বয়ী

(C ) অত্যান্বয়ী

(D) সমন্বয়ী

(B) মুক্তান্বয়ী

. জর্জীয় ভাষা যে ভাষা বংশের অন্তর্গত তা হল

(A) সেমীয় ও হামীয়

(B) আলতাইক

(C ) উরালীয়

(D) ককেশীয়

(D) ককেশীয়

. বিবৃতিঃ (A) তুর্কি ভাষা মুক্তান্বয়ী বর্গের অন্তর্গত

কারণঃ (R) তুর্কি ভাষায় বিভক্তি , প্রত্যয় ইত্যাদির ব্যবহার থাকলেও এবং এই উপাদানগুলিকে আলাদা করলেও শব্দকে পদ গঠনে ব্যবহার করা যায়

সঠিক বিকল্পঃ

(A) A ঠিক , R ভুল

(B) A এবং R উভয়ই ঠিক , এবং R, A –এর সঠিক কারণ

(C ) A ভুল R ঠিক

(D) A এবং R উভয়েই ঠিক , কিন্তু R, A –এর সঠিক কারন

(B) A এবং R উভয়ই ঠিক , এবং R, A –এর সঠিক কারণ

৭. বিবৃতি-A: কৃত্রিম ভাষাগুলির মধ্যে সর্বাধিক প্রচারিত ভাষা হল এসপেরান্তো ।

বিবৃতি-B: এসপেরান্তো ভাষার ভিত্তি ছিল ইন্দো-ইউরোপীয় ভাষাসমূহ ।

সঠিক বিকল্পঃ

(A) A সঠিক , কিন্তু B যথার্থ নয়

(B) A ভুল , কিন্তু B সঠিক

(C ) A হল B –র কারণ

(D) A , B দুটিই সঠিক , কিন্তু তারা সম্পর্কহীন ।

(C ) A হল B –র কারণ

৮.  (i) এল এল জামেনহফ –এর ‘ এসপেরান্তো’ ভাষা নির্মাণ ।

(ii) ফরাসি শিক্ষাবিদ Abbe ‘Charles Michel deI’Epe’e এর দ্বারা Sign language –এর প্রবর্তন ।

(iii) ‘নোভিয়াল’ –এই কৃত্রিম ভাষাটির নির্মাণ ।

(A) (i) ,(iii) , (ii) ,(iv)

(B) (ii) , (iv), (iii) , (i)

(C ) (iii) , (ii),(i) , (iv)

(D) (ii) , (iv) , (i) ,(iii)

(D) (ii) , (iv) , (i) ,(iii)

 ৯. বিবৃতি-A: পৃথিবীর বৃহত্তম ভাষাবংশ ইন্দো-ইউরোপীয় ।

বিবৃতি-B: ইউরোপের পশ্চিম প্রান্ত থেকে পূর্ব ভারত পর্যন্ত গ্রিক , ইতালীয় , জার্মানিক , আলবেনীয় , আর্মেনীয় সমস্ত ভাষাশাখাগুলোই কেন্তুম্‌ এবং সতম্‌ এই এই দুটি ভাষাবর্গের অন্তর্গত ।

সঠিক বিকল্পঃ

(A) A ও B দুটিই সঠিক এবং তারা আন্তঃসম্পর্কযুক্ত

(B) A হল B এর কারণ

(C ) B-এর কারণ A

(D) A ও B দুটিই ভুল

(A) A ও B দুটিই সঠিক এবং তারা আন্তঃসম্পর্কযুক্ত

 ভাষাঃ বিশ্বের ভাষা ও ভাষা পরিবার -WB HS Class 11 Bengali MCQ Mock Test for 1st Semester

১০. স্তম্ভ মেলাওঃ

 স্তম্ভ  স্তম্ভ
a. ইংরাজি(i) ওল্ড টেস্টামেন্ট
b. হিব্রু(ii) বান্টু
c. জুলু(iii) মিশরীয়
d. কপ্‌টিক(iv) জার্মানিক

(A) a-iv, b-i, c-ii, d-iii

(B) a-iii , b-ii, c-I, d-iv

(C) a-ii, b –iii , c –iv , d – i

(D) a-I, b-iii, c-iv, d-ii

(A) a-iv, b-i, c-ii, d-iii

১১. চিনের মাঞ্চুরিয়া এবং সাইবেরিয়া _________ ভাষাবংশ প্রচলিত ।

(A) মাঞ্চু

(B) ভোট – চিনীয়

(C ) অস্ট্রিক

(D) মোঙ্গল

(A) মাঞ্চু

১২. ব্যাবিলনীয় ভাষা ________ ভাষাপরিবারের অন্তর্গত ।

(A) তুর্ক

(B) মিশরীয়

(C ) সেমীয়

(D) অস্ট্রিক

(C ) সেমীয়

১৩. এশিয়ার আরব অঞ্চল _____ ভাষার প্রচলনস্থান ।

(A) সেমীয়

(B) হামীয়

(C ) ফিনিসীয়

(D) সুদানি

(A) সেমীয়

১৪. জার্মান ভাষা ______________ ভাষাবর্গের অন্তর্গত ।

(A) কেন্তুম্

(B) সতম্‌

(C ) ফিন্নীয়

(D) উগ্রীয়

(A) কেন্তুম্

১৫. শবর , সাঁওতালি ইত্যাদি ভাষা _________ ভাষাবর্গের অন্তর্গত ।

(A) দ্রাবিড়

(B) অস্ট্রিক

(C)মঙ্গোলীয়

(D)ককেশীয়

(B) অস্ট্রিক

১৬. মিশ্র ভাষা কিছুদিনের মধ্যেই বিলুপ্ত হয়ে গেলে সেই মিশ্র ভাষাকে বলে _______ ।

(A) পিজিন

(B) ক্রেওল

(C ) কৃত্রিম ভাষা

(D) অপভাষা

(A) পিজিন

ভাষাঃ বিশ্বের ভাষা ও ভাষা পরিবার -WB HS Class 11 Bengali MCQ Mock Test for 1st Semester

১৭. ইন্দো- ইউরোপীয় ভাষাবংশের জন্ম _______ পর্বতের পাদদেশে ।

(A) হিমালয়

(B) ককেশীয়

(C) উরাল

(D) বিন্ধা

(C) উরাল

১৮. জামেনহফ্‌ যে কৃত্রিম ভাষা তৈরি করেন তার নাম _________ ।

(A) অ্যান্টিডো

(B) নোভিয়াল

(C ) ভোলাপ্যুক

(D) এসপেরান্তো

(D) এসপেরান্তো

১৯. হামীয় শাখার সর্বপ্রধান ভাষা প্রাচীন ________ ভাষা ।

(A) সুদানি

(B) গ্রিক

(C ) মিশরীয়

(D) ইতালিক

(C ) মিশরীয়

 ভাষাঃ বিশ্বের ভাষা ও ভাষা পরিবার -WB HS Class 11 Bengali MCQ Mock Test for 1st Semester

২০. এসপেরান্তো ভাষা বিষয়ে প্রথম মতামত প্রকাশ করেন –

(A) দার্শনিক দেকার্ত

(B)দার্শনিক শ্লেয়েব

(C) এল এল জামেনহফ

(D) কার্ল মার্কস

(A) দার্শনিক দেকার্ত

২১. আঙ্গুল দিয়ে বানান করে শব্দ বোঝানোর পদ্ধতিকে বলে –

(A) Demonology

(B) Dactylology

(C ) Dendrology

(D) Deontology

(C ) Dendrology

২২. ‘ভোলাপুক’ নামক কৃত্রিম ভাষার সঙ্গে যাঁর নাম জড়িত –

(A) মার্টিন শ্লেইয়ার

(B) জামেনহফ

(C ) লরেন্ট ক্লার্ক

(D) রিচার্ড নেমডোট

(D) রিচার্ড নেমডোট

২৩. ‘চিনুকভাষাটি জাড় উদাহরণ

(A) বর্গীভূত ভাষা

(B) অবর্গীভূত ভাষা

(C ) কৃত্রিম ভাষা

(D) মিশ্র ভাষা

(C ) কৃত্রিম ভাষা

ভাষাঃ বিশ্বের ভাষা ও ভাষা পরিবার -WB HS Class 11 Bengali MCQ Mock Test for 1st Semester

২৪. সংস্কৃত , গ্রিক , লাতিন ইত্যাদি ভাষাগুলির গভীর মিলের কথা বলেছিলেন

(A) হরপ্রসাদ শাস্ত্রী

(B) বিদ্যাসাগর

(C ) উইলিয়ম জোন্স

(D) লিওনার্দো ব্লুম ফিল্ড

(D) লিওনার্দো ব্লুম ফিল্ড

২৫. মূক বধিরদের জন্য তৈরি হওয়া ভাষাকে বলে

(A) Sign Language

(B) Zero Language

(C)Language Plus

(D) Lung

(B) Zero Language

২৬. সমন্বয়ী বর্গের ভাহার উদাহরণ হল

(A) সোয়াহিলি

(B) আরবি

(C ) চিনা

(D) এস্কিমো

(A) সোয়াহিলি

২৭. ‘পুশতু’ কোন দেশের ভাষা ?

(A) আফগানিস্তানের

(B) ব্রাজিলের

(C ) বেলুচিস্তানের

(D) ইজরায়েলের

(C ) বেলুচিস্তানের

২৮. নীচের ভাষাগুলির মধ্যে কোন্‌ ভাষাটি অধুনালুপ্ত ?

(A) আইরিশ

(B) হিব্রু

(C ) সোয়াহিলি

(D) তোখারীয়

(C ) সোয়াহিলি

২৯. অত্যন্বয়ী বর্গের ভাষার উদাহরণ হল-

(A) এস্কিমো ভাষা

(B) তুর্কি ভাষা

(C ) সোয়াহিলি ভাষা

(D) চিনা ভাষা

(A) এস্কিমো ভাষা

৩০. মিশ্রভাষা কিছুদিনের মধ্যেই লুপ্ত হয়ে গেলে সেই মিশ্রভাষাকে কী বলে ?

(A) পিজিন

(B) ক্রেয়ল

(C)  কৃত্রিম ভাষা

(D) অপভাষা

(B) ক্রেয়ল

ভাষাঃ বিশ্বের ভাষা ও ভাষা পরিবার -WB HS Class 11 Bengali MCQ Mock Test for 1st Semester

৩১. কোরীয় ও জাপানি ভাষাদ্বয়ের সঙ্গে কোন ভাষাবংশের ভাষার সামান্য সাদৃশ্য লক্ষ্য করা যায় ?

(A) ইন্দো-ইউরোপীয়

(B) দ্রাবিড়

(C) আলতাইক

(D) ককেশীয়

(A) ইন্দো-ইউরোপীয়

৩২. নীচের কোনটি কৃত্রিম ভাষার উদাহরণ ?

(A) হায়ারোগ্লিফিক

(B) এসপেরান্তো

(C ) ফরাসি ফিজিন

(D) পুশতু

(C ) ফরাসি ফিজিন

৩৩. এসপেরান্তো ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা-

(A) 23 টি

(B) 5 টি

(C ) 2 টি

(D) 6 টি

(D) 6 টি

৩৪. ‘আমের ইন্দ’ নামক ভাষা প্রচলিত ছিল কোন্‌ মহাদেশে ?

(A) আফ্রিকা

(B) অস্ট্রেলিয়া

(C) উত্তর আমেরিকা

(D) দক্ষিন আমেরিকা

(B) অস্ট্রেলিয়া

৩৫. এসপেরান্তো ভাষায় ব্যাঞ্জন ধ্বনি আছে

(A) ৩০ টি

(B) ২১ টি

(C ) ২৩ টি

(D) ২৮ টি

(C ) ২৩ টি

৩৬. হামীয় শাখার সর্বপ্রধান ভাষা হল

(A) সুদানি

(B) গ্রিক

(C ) মিশরীয়

(D) ইতালিক

(D) ইতালিক

৩৭. দিনকা , মাসাই, , নুবা ইত্যাদি ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্গত ?

(A) এশীয়

(B) দ্রাবিড়

(C )  উরালীয়

(D) চারিনিল

(A) এশীয়

৩৮. ইন্দো ইউরোপীয় ভাষাবংশের জন্ম কোন পর্বতের পাদদেশে ?

(A) হিমালয়

(B) ককেশীয়

(C ) উরাল

(D) বিন্ধ্য

(A) হিমালয়

৩৯. আমেরিকার ওরেগন অঞ্চলে উদ্ভূত হয়

(A) বিচ-লা-মার

(B) চিনুক

(C) পিজিন- ইংরেজি

(D) মরিশাস ক্রেয়ল

(A) বিচ-লা-মার

৪০. এসপেরান্তো ভাষা সৃষ্টি হয় –

(A) ১৮৮৭ সালে

(B) ১৮৭৮ সালে

(C) ১৭৮৮ সালে

(D) ১৭৭৮ সালে

(B) ১৮৭৮ সালে

৪১. এসপেরান্তো ভাষার ব্যকরণে ক-টি সূত্র রয়েছে ?

(A) ২৩ টি

(B) ৩২ টি

(C ) ১৮ টি

(D) ১৬ টি

(B) ৩২ টি

৪২. গ্রিক , টিউটানিক , কেলটিক ইত্যাদি ভাষা শাখাগুলি হল

(A) সেমীয় ভাষা পরিভবারের অন্তর্গত

(B) তুর্ক ভাষাবর্গের অন্তর্গত

(C ) কেন্তুম ভাষাবর্গের অন্তর্গত

(D) অস্ট্রো –এশিয়াটিক ভাষাবর্গের অন্তর্গত

(A) সেমীয় ভাষা পরিভবারের অন্তর্গত

৪৩. হিব্রু ভাষা

(A) বান্টু ভাষাশ্রেণির অন্তর্গত ভাষা

(B) সতম্‌ বর্গের অন্যতম ভাষা

(C ) তুর্ক মোঙ্গল ভাষাবংশের অন্তর্গত ভাষা

(D) বাইবেলের ওল্ড টেস্টামেন্টের মূল ভাষা

(C ) তুর্ক মোঙ্গল ভাষাবংশের অন্তর্গত ভাষা

৪৪গ্রিনল্যান্ডে কোন ভাষাবংশের ভাষা প্রচলিত ছিল ?

(A) ককেশীয়

(B) এস্‌কিমো

(C ) উত্তর পূর্ব সীমান্তীয়

(D) দ্রাবিড়

(D) দ্রাবিড়

৪৫. কোন ভাষা বান্টু উপভাষাবংশের অন্তর্গত ?

(A) জুলু

(B) কপ্‌টিক

(C ) হিব্রু

(D) পারসীয়  

(B) কপ্‌টিক

৪৬. Sign Language-এর প্রধান পদ্ধতি হল

(A) Paget Gorman

(B) Finger Spelling

(C ) Dactylology

(D) Rochester

(C ) Dactylology

ভাষাঃ বিশ্বের ভাষা ও ভাষা পরিবার -WB HS Class 11 Bengali MCQ Mock Test for 1st Semester

৪৭. বাস্ক ভাষার সঙ্গে কোন্ভাষাবংশের ভাষার সামান্য সাদৃশ্য লক্ষ করা যায় ?

(A) ফিন্নো –উগ্রীয়

(B) দ্রাবিড়

(C ) আলতাইক

(D) ককেশীয়

(D) ককেশীয়

৪৮. সঠিক ক্রমটি নির্বাচন করোঃ

(i) উইলিয়ম জোন্স –এর দ্বারা তুলনামূলক ভাষাতত্ত্বের সূচনা

(ii) Sign Language –এর উদ্ভব

(iii) মার্টিন শ্লেইয়ার –এর ‘ভোলাপুক’ কৃত্রিম ভাষার নির্মান

(iv) ‘জেন্দাবেস্তা’ রচনা  

(A) iv , ii , i , iii

(B) I,iv,iii,ii

(C) ii,iii,iv,i

(D) ii,I,iii,iv

(A) iv , ii , i , iii

ভাষাঃ বিশ্বের ভাষা ও ভাষা পরিবার -WB HS Class 11 Bengali MCQ Mock Test for 1st Semester

৪৯. মিশ্র ভাষার ক্ষেত্রে সঠিক ধারণা হল

i. মিশ্র ভাষায় ব্যকরণের কোনো সুনির্দিষ্ট নিয়ম থাকে না ।

ii. মিশ্র ভাষায় শব্দভান্ডার সীমিত হয়

iii. মিশ্র ভাষা কথ্য ও লিখিত দুই ক্ষেত্রেই গ্রহণযোগ্য

iv. মিশ্র ভাষার উন্নত ভাষাটির প্রাধান্য দেখা যেতে পারে ।

(A) ii , iv সত্য , i, iii মিথ্যা

(B) iii , iv সত্য , ii, I মিথ্যা

(C ) ii,iii সত্য  I ,iv মিথ্যা

(D) iii , iv সত্য I, ii মিথ্যা

(A) ii , iv সত্য , i, iii মিথ্যা

৫০. জার্মান ভাষা কার অন্তর্গত ?

(A) কেন্তুম

(B) সত্‌ম

(C ) ফিন্নীয়

(D) উগ্রীয়  

(D) উগ্রীয়  

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWB HS Class 11 Mock Test
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!