[ভাষা]দ্বাদশ শ্রেণি বাংলা MCQ মক টেস্ট|HS Class 12 Bengali Mock Test Vasha

[ভাষা]দ্বাদশ শ্রেণি বাংলা MCQ মক টেস্ট |HS Class 12 Bengali Mock Test Vasha | উচ্চমাধ্যমিক বাংলা ‘ভাষা’ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর | ভাষাবিজ্ঞান ও তার শাখা-প্রশাখা সংক্রান্ত MCQ প্রশ্ন উত্তর | ধ্বনিতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর|রূপতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর|বাক্যতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর|শব্দার্থতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর- WBCHSE Board –এর উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে HS Class 12 Bengali Mock Test Vasha – ভাষা মক টেস্ট । এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, ক্লাস ১২ [WBCHSE Class 12]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস XII-এর ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।  ‘ভাষা’ অধ্যায়ের কুইজের MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।

[ ভাষা ]দ্বাদশ শ্রেণি বাংলা MCQ মক টেস্ট|HS Class 12 Bengali Mock Test Vasha

ভাষাবিজ্ঞান ও তার শাখা-প্রশাখা MCQ প্রশ্ন উত্তর

1. তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন –

  • স্যার উইলিয়াম জোন্‌স
  • উইলিয়াম কেরী
  • সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • সুকুমার রায়

স্যার উইলিয়াম জোন্‌স

2. বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে –

  • ভাষার অতীত নিয়ে
  • সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে
  • বিভিন্ন ভাষার ঐক্য-অনৈক্য নিয়ে
  • ভাষার ভবিষ্যৎ নিয়ে

সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে

3.অভিধান বিজ্ঞানের পথিকৃৎ –

  • স্যামুয়েল জনসন
  • হরিচরণ বন্দ্যোপাধ্যায়
  • যাস্ক
  • চমস্কি

যাস্ক

4. ভাষাবিজ্ঞানের চর্চার বিষয় হল –

  • মানুষের মুখের ভাষা
  • প্রাচীন গ্রন্থের ভাষা
  • লিখিত ভাষা
  • শিলালিপির ভাষা

মানুষের মুখের ভাষা

5. মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বলেছেন: –

  • ওয়েসলি
  • চমস্কি
  • সোস্যুর
  • মিলিচ

চমস্কি

6. ভাষাকে ‘চিন্তার পোশাক’ বা ‘the dress of thought’ বলেছেন –

  • ম্যাক্সমুলার
  • উইলিয়াম জোনস
  • স্যামুয়েল ওয়েসলি
  • হেনরি এগ্নিমন

স্যামুয়েল ওয়েসলি

7. ‘Syntax’ শব্দের অর্থ হল –

  • বাক্যতত্ত্ব
  • শব্দার্থ বিজ্ঞান
  • শৈলীবিজ্ঞান
  • ভাষাবিজ্ঞান

বাক্যতত্ত্ব

8. বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল –

  • বিংশ শতাব্দীর গোড়ার দিকে
  • উনিশ শতকের শেষের দিকে
  • সপ্তদশ শতাব্দীর প্রথমে
  • আঠারো শতকের শেষে

বিংশ শতাব্দীর গোড়ার দিকে

ধ্বনিতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর

9. বাগ্‌ধ্বনি প্রধানত কয়প্রকার ? –

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

দুই

10. খণ্ডধ্বনিকে বলা হয়-

  • পদ
  • দল
  • বিভাজ্য ধ্বনি
  • অবিভাজ্য ধ্বনি

বিভাজ্য ধ্বনি

11. বাংলার স্বরধ্বনির সংখ্যা –

  • ৬টি
  • ৭টি
  • ৮টি
  • ৯টি

৭টি

12. বাংলার ব্যঞ্জনধ্বনির সংখ্যা –

  • ৩০টি
  • ৩২টি
  • ৩৪টি
  • ৩৬টি

৩০টি

13. পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে –

  • দ্বিত্বধ্বনি
  • যুক্তধ্বনি
  • গুচ্ছধ্বনি
  • জোটধ্বনি

গুচ্ছধ্বনি

14. ‘ল’ ধ্বনিটি—

  • পার্শ্বিক ধ্বনি
  • নাসিক্য ধ্বনি
  • কম্পিত ধ্বনি
  • উষ্মধ্বনি

পার্শ্বিক ধ্বনি

15. প্রদত্ত কোনটি বাগ্যন্ত্রের অন্তর্ভুক্ত নয় ? –

  • দত্ত
  • নাসিকা
  • কর্ণ
  • কণ্ঠ

কর্ণ

16. উষ্মধ্বনিটি হল –

  • ত্ 
  • শ্‌  
  • ম্

শ্

16. একটি তাড়িত ধ্বনি হল –

  • ক্
  •  ম্
  • ড়্‌

ড়্‌

17. ‘Phonology’ বলতে বুঝি –

  • ভাষাদর্শন
  • ভাষা বিনিময়
  • ভাষাবিজ্ঞান
  • ধ্বনিতত্ত্ব

ধ্বনিতত্ত্ব

রূপতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর

18. দুটি রূপের সমবায়কে বলে –

  • সমন্বয়ী রূপমূল
  • জটিল রূপমূল
  • মিশ্র রূপমূল
  • শূন্য রূপমূল

মিশ্র রূপমূল

19. দুইয়ের বেশি রূপমূলের সমরায়কে বলে –

  • সমন্বয়ী রূপমূল
  • জটিল রূপমূল
  • নিষ্পাদিত রূপমূল
  • মিশ্র রূপমূল

জটিল রূপমূল

20. রূপমূল হল-

  • ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক
  • পদের গঠনবৈচিত্র্য
  • শব্দার্থের উপাদান
  • ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক

ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক

21. চুপ চাপ শব্দটি নিম্নলিখিত কোন শ্রেণির মধ্যে পড়ে ?

  • ব্যাখ্যামূলক সমাস
  • অনুকার পদগঠন
  • বর্ণনামূলক সমাস
  • পদদ্বৈত

অনুকার পদগঠন

22. ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা’ – এটি হল

  • মিশ্র রূপমূল
  • জটিল রূপমূল
  • জোড়কলম রূপমূল
  • সমন্বয়ী রূপমূল

জোড়কলম রূপমূল

23. একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে –

  • সমাস
  • সন্ধি
  • পদদ্বৈত
  • প্রত্যয়

পদদ্বৈত

24. রূপমূল পরিবারে ‘রূপ’-এর ‘বিকল্প’-কে বলা হয় –

  • স্বাধীন রূপমূল
  • পরাধীন রূপমূল
  • সহরূপ
  • বদ্ধ রূপমূল

সহরূপ

বাক্যতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর

25. বাক্যের প্রধান অংশ –

  • একটি
  • দুটি
  • তিনটি
  • চারটি

দুটি

26. গঠনগত দিক থেকে বাক্য কয়প্রকার ? –

  • এক
  • দুই
  • তিন
  • চার

তিন

27. একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে –

  • সরল বাক্যে
  • জটিল বাক্যে
  • যৌগিক বাক্যে
  • মিশ্র বাক্যে

সরল বাক্যে

28. বিশ শতকের সূচনায় ব্যাকরণ চর্চায় বিপ্লব এনেছিলেন –

  • সোস্যুর
  • চমস্কি
  • সুকুমার সেন
  • সুনীতিকুমার চট্টোপাধ্যায়

সোস্যুর

29. বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন-

  • চমস্কি
  • সোস্যুর
  • জর্জ গ্রিয়ার্সন
  • ব্লুমফিল্ড

ব্লুমফিল্ড

30. বাংলা বাক্যের পদ-সংস্থানের স্বাভাবিক ক্রমের নিয়ম –

  • কর্তা-কর্ম-ক্রিয়া
  • কর্তা-ক্রিয়া-কর্ম
  • কর্ম-কর্তা-ক্রিয়া
  • কর্ম-ক্রিয়া-কর্তা

কর্ম-ক্রিয়া-কর্তা

শব্দার্থতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর

31. ‘দারুণ’ শব্দের আদি অর্থ –

  • অত্যন্ত
  • নির্মম
  • কাষ্ঠনির্মিত
  • সুন্দর

কাষ্ঠনির্মিত

32. শব্দার্থের সত্যসাপেক্ষ তত্ত্বটির প্রবক্তা হলেন –

  • মার্ক টোয়েন
  • জেগ্রি লিচ
  • ডেভিড ক্রিস্টাল
  • ডোনাল্ড ডেভিডসন

ডোনাল্ড ডেভিডসন

33. ভাষাকে একটি কার্যপ্রক্রিয়া হিসেবে দেখে-

  • ত্যসাপেক্ষ তত্ত্ব
  • উপাদানমূলক তত্ত্ব
  • ঐতিহাসিক শব্দার্থতত্ত্ব
  • বিষয়মূলক তত্ত্ব

বিষয়মূলক তত্ত্ব

34. ‘অন্ন’ শব্দের আদি অর্থ ‘খাদ্য’, পরিবর্তিত অর্থ ‘ভাত’—এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা ?-

  • অর্থের রূপান্তর
  • অর্থের প্রসার
  • অর্থের সংকোচ
  • এদের কোনোটিই নয়

অর্থের সংকোচ

35. ‘গোষ্ঠী’ শব্দের আদি অর্থ গবাদি পশুর থাকার জায়গা এবং বর্তমান অর্থ সমূহ’- এটি শব্দার্থের পরিবর্তনের কোন্ ধারা? –

  • শব্দার্থের প্রসার
  • শব্দার্থের রূপান্তর
  • শব্দার্থের সংকোচ
  • শব্দার্থের অবনতি

শব্দার্থের রূপান্তর

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।এই মক টেস্টের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!