Table of Contents
[ভাষা]দ্বাদশ শ্রেণি বাংলা MCQ মক টেস্ট |HS Class 12 Bengali Mock Test Vasha | উচ্চমাধ্যমিক বাংলা ‘ভাষা’ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর | ভাষাবিজ্ঞান ও তার শাখা-প্রশাখা সংক্রান্ত MCQ প্রশ্ন উত্তর | ধ্বনিতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর|রূপতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর|বাক্যতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর|শব্দার্থতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর- WBCHSE Board –এর উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে HS Class 12 Bengali Mock Test Vasha – ভাষা মক টেস্ট । এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, ক্লাস ১২ [WBCHSE Class 12]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস XII-এর ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন । ‘ভাষা’ অধ্যায়ের কুইজের MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।
[ ভাষা ]দ্বাদশ শ্রেণি বাংলা MCQ মক টেস্ট|HS Class 12 Bengali Mock Test Vasha
ভাষাবিজ্ঞান ও তার শাখা-প্রশাখা MCQ প্রশ্ন উত্তর
1. তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন –
- স্যার উইলিয়াম জোন্স
- উইলিয়াম কেরী
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- সুকুমার রায়
স্যার উইলিয়াম জোন্স
2. বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে –
- ভাষার অতীত নিয়ে
- সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে
- বিভিন্ন ভাষার ঐক্য-অনৈক্য নিয়ে
- ভাষার ভবিষ্যৎ নিয়ে
সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে
3.অভিধান বিজ্ঞানের পথিকৃৎ –
- স্যামুয়েল জনসন
- হরিচরণ বন্দ্যোপাধ্যায়
- যাস্ক
- চমস্কি
যাস্ক
4. ভাষাবিজ্ঞানের চর্চার বিষয় হল –
- মানুষের মুখের ভাষা
- প্রাচীন গ্রন্থের ভাষা
- লিখিত ভাষা
- শিলালিপির ভাষা
মানুষের মুখের ভাষা
5. মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বলেছেন: –
- ওয়েসলি
- চমস্কি
- সোস্যুর
- মিলিচ
চমস্কি
6. ভাষাকে ‘চিন্তার পোশাক’ বা ‘the dress of thought’ বলেছেন –
- ম্যাক্সমুলার
- উইলিয়াম জোনস
- স্যামুয়েল ওয়েসলি
- হেনরি এগ্নিমন
স্যামুয়েল ওয়েসলি
7. ‘Syntax’ শব্দের অর্থ হল –
- বাক্যতত্ত্ব
- শব্দার্থ বিজ্ঞান
- শৈলীবিজ্ঞান
- ভাষাবিজ্ঞান
বাক্যতত্ত্ব
8. বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল –
- বিংশ শতাব্দীর গোড়ার দিকে
- উনিশ শতকের শেষের দিকে
- সপ্তদশ শতাব্দীর প্রথমে
- আঠারো শতকের শেষে
বিংশ শতাব্দীর গোড়ার দিকে
ধ্বনিতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর
9. বাগ্ধ্বনি প্রধানত কয়প্রকার ? –
- দুই
- তিন
- চার
- পাঁচ
দুই
10. খণ্ডধ্বনিকে বলা হয়-
- পদ
- দল
- বিভাজ্য ধ্বনি
- অবিভাজ্য ধ্বনি
বিভাজ্য ধ্বনি
11. বাংলার স্বরধ্বনির সংখ্যা –
- ৬টি
- ৭টি
- ৮টি
- ৯টি
৭টি
12. বাংলার ব্যঞ্জনধ্বনির সংখ্যা –
- ৩০টি
- ৩২টি
- ৩৪টি
- ৩৬টি
৩০টি
13. পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে –
- দ্বিত্বধ্বনি
- যুক্তধ্বনি
- গুচ্ছধ্বনি
- জোটধ্বনি
গুচ্ছধ্বনি
14. ‘ল’ ধ্বনিটি—
- পার্শ্বিক ধ্বনি
- নাসিক্য ধ্বনি
- কম্পিত ধ্বনি
- উষ্মধ্বনি
পার্শ্বিক ধ্বনি
15. প্রদত্ত কোনটি বাগ্যন্ত্রের অন্তর্ভুক্ত নয় ? –
- দত্ত
- নাসিকা
- কর্ণ
- কণ্ঠ
কর্ণ
16. উষ্মধ্বনিটি হল –
- ত্
- শ্
- ম্
- ল
শ্
16. একটি তাড়িত ধ্বনি হল –
- ক্
- ম্
- ঞ
- ড়্
ড়্
17. ‘Phonology’ বলতে বুঝি –
- ভাষাদর্শন
- ভাষা বিনিময়
- ভাষাবিজ্ঞান
- ধ্বনিতত্ত্ব
ধ্বনিতত্ত্ব
রূপতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর
18. দুটি রূপের সমবায়কে বলে –
- সমন্বয়ী রূপমূল
- জটিল রূপমূল
- মিশ্র রূপমূল
- শূন্য রূপমূল
মিশ্র রূপমূল
19. দুইয়ের বেশি রূপমূলের সমরায়কে বলে –
- সমন্বয়ী রূপমূল
- জটিল রূপমূল
- নিষ্পাদিত রূপমূল
- মিশ্র রূপমূল
জটিল রূপমূল
20. রূপমূল হল-
- ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক
- পদের গঠনবৈচিত্র্য
- শব্দার্থের উপাদান
- ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক
ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক
21. চুপ চাপ শব্দটি নিম্নলিখিত কোন শ্রেণির মধ্যে পড়ে ?
- ব্যাখ্যামূলক সমাস
- অনুকার পদগঠন
- বর্ণনামূলক সমাস
- পদদ্বৈত
অনুকার পদগঠন
22. ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা’ – এটি হল
- মিশ্র রূপমূল
- জটিল রূপমূল
- জোড়কলম রূপমূল
- সমন্বয়ী রূপমূল
জোড়কলম রূপমূল
23. একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে –
- সমাস
- সন্ধি
- পদদ্বৈত
- প্রত্যয়
পদদ্বৈত
24. রূপমূল পরিবারে ‘রূপ’-এর ‘বিকল্প’-কে বলা হয় –
- স্বাধীন রূপমূল
- পরাধীন রূপমূল
- সহরূপ
- বদ্ধ রূপমূল
সহরূপ
বাক্যতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর
25. বাক্যের প্রধান অংশ –
- একটি
- দুটি
- তিনটি
- চারটি
দুটি
26. গঠনগত দিক থেকে বাক্য কয়প্রকার ? –
- এক
- দুই
- তিন
- চার
তিন
27. একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে –
- সরল বাক্যে
- জটিল বাক্যে
- যৌগিক বাক্যে
- মিশ্র বাক্যে
সরল বাক্যে
28. বিশ শতকের সূচনায় ব্যাকরণ চর্চায় বিপ্লব এনেছিলেন –
- সোস্যুর
- চমস্কি
- সুকুমার সেন
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়
সোস্যুর
29. বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন-
- চমস্কি
- সোস্যুর
- জর্জ গ্রিয়ার্সন
- ব্লুমফিল্ড
ব্লুমফিল্ড
30. বাংলা বাক্যের পদ-সংস্থানের স্বাভাবিক ক্রমের নিয়ম –
- কর্তা-কর্ম-ক্রিয়া
- কর্তা-ক্রিয়া-কর্ম
- কর্ম-কর্তা-ক্রিয়া
- কর্ম-ক্রিয়া-কর্তা
কর্ম-ক্রিয়া-কর্তা
শব্দার্থতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর
31. ‘দারুণ’ শব্দের আদি অর্থ –
- অত্যন্ত
- নির্মম
- কাষ্ঠনির্মিত
- সুন্দর
কাষ্ঠনির্মিত
32. শব্দার্থের সত্যসাপেক্ষ তত্ত্বটির প্রবক্তা হলেন –
- মার্ক টোয়েন
- জেগ্রি লিচ
- ডেভিড ক্রিস্টাল
- ডোনাল্ড ডেভিডসন
ডোনাল্ড ডেভিডসন
33. ভাষাকে একটি কার্যপ্রক্রিয়া হিসেবে দেখে-
- ত্যসাপেক্ষ তত্ত্ব
- উপাদানমূলক তত্ত্ব
- ঐতিহাসিক শব্দার্থতত্ত্ব
- বিষয়মূলক তত্ত্ব
বিষয়মূলক তত্ত্ব
34. ‘অন্ন’ শব্দের আদি অর্থ ‘খাদ্য’, পরিবর্তিত অর্থ ‘ভাত’—এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা ?-
- অর্থের রূপান্তর
- অর্থের প্রসার
- অর্থের সংকোচ
- এদের কোনোটিই নয়
অর্থের সংকোচ
35. ‘গোষ্ঠী’ শব্দের আদি অর্থ গবাদি পশুর থাকার জায়গা এবং বর্তমান অর্থ সমূহ’- এটি শব্দার্থের পরিবর্তনের কোন্ ধারা? –
- শব্দার্থের প্রসার
- শব্দার্থের রূপান্তর
- শব্দার্থের সংকোচ
- শব্দার্থের অবনতি
শব্দার্থের রূপান্তর