HS Class 12 Bengali MCQ Mock Test – বাঙালির শিল্প ,সাহিত্য ও সংস্কৃতি মক টেস্ট    

HS Class 12 Bengali MCQ Mock Test –বাঙালির শিল্প ,সাহিত্য ও সংস্কৃতি  MCQ প্রশ্ন উত্তর , বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর , বাঙালির চিত্রকলা MCQ প্রশ্ন উত্তর , বাংলা চলচ্চিত্রের কথা MCQ প্রশ্ন উত্তর , বাঙালির  বিজ্ঞানচর্চা MCQ প্রশ্ন উত্তর , বাঙালির ক্রীড়াসংস্কৃতি MCQ প্রশ্ন উত্তর – WBCHSE Board –এর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে HS Class 12 Bengali MCQ Mock Test – বাঙালির শিল্প ,সাহিত্য ও সংস্কৃতি মক টেস্ট । এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, ক্লাস ১২ [WBCHSE Class 12]-এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে । এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস XII-এর ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।  বাঙালির শিল্প ,সাহিত্য ও সংস্কৃতির MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।

HS Class 12 Bengali MCQ Mock Test – বাঙালির শিল্প ,সাহিত্য ও সংস্কৃতি মক টেস্ট

বাংলা গানের ধারা

1. একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম –

  • লালন ফকির
  • হরু ঠাকুর
  • রামপ্রসাদ সেন
  • গোবিন্দদাস কবিরাজ

হরু ঠাকুর

2. পাঁচালি রচয়িতাদের মধ্যে সর্বাগ্রগণ্য –

  • লক্ষ্মীকান্ত বিশ্বাস
  • গঙ্গানারায়ণ নস্কর
  • দাশরথি রায়
  • আনন্দ শিরোমণি

দাশরথি রায়

3. ‘মিলে সব ভারত সন্তান’ গানটির রচয়িতা –

  • গোবিন্দচন্দ্র রায়
  • সত্যেন্দ্রনাথ ঠাকুর
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

সত্যেন্দ্রনাথ ঠাকুর

4. রবীন্দ্রনাথের ‘গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ’ গানটি কোন্ সুরে প্রভাবিত?

  • ভাটিয়ালি
  • বাউল
  • ঝুমুর
  • সারি

ভাটিয়ালি

5. ‘চারণ কবি’ নামে প্রসিদ্ধ –  

  • গোবিন্দ দাস
  • কাজী নজরুল ইসলাম
  • মুকুন্দ দাস
  • চণ্ডীদাস

মুকুন্দ দাস

6. মুকুন্দ দাসের পিতৃদত্ত নাম —

  • যজ্ঞেশ্বর দে
  • যজ্ঞেশ্বর সেন
  • যজ্ঞেশ্বর ঘোষ
  • যজ্ঞেশ্বর রায়

যজ্ঞেশ্বর দে

7. টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন –

  • রামনিধি গুপ্ত
  • বেগম আখতার
  • নির্মলেন্দু চৌধুরী
  • ভূপেন হাজারিকা

রামনিধি গুপ্ত

8. বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন –

  • রামশঙ্কর ভট্টাচার্য
  • বিষ্ণুপদ চক্রবর্তী
  • যদুভট্ট
  • জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী

রামশঙ্কর ভট্টাচার্য

9. জারি গানে ‘জারি’ শব্দের অর্থ –

  • আনন্দ
  • সমবেত
  • বীরত্ব
  • ক্রন্দন

ক্রন্দন

10. ‘বলো বলো বলো সবে’ গানটি লিখেছেন –

  • কাজী নজরুল ইসলাম
  • রজনীকান্ত সেন
  • দ্বিজেন্দ্রলাল রায়
  • অতুলপ্রসাদ

অতুলপ্রসাদ

বাঙালির চিত্রকলা

11. বিশ্বভারতীর হিন্দিভবনের দেওয়ালে আঁকা ‘মধ্যযুগের সম্ভগণ’ ছবিটির স্রষ্টা কে ? –

  • নন্দলাল বসু
  • বিনোদবিহারী মুখোপাধ্যায়
  • অবনীন্দ্রনাথ ঠাকুর
  • দেবীপ্রসাদ রায়চৌধুরী

বিনোদবিহারী মুখোপাধ্যায়

12. পশ্চিমবঙ্গ ও ওড়িশা ছাড়া ভারতের আর কোথায় পটচিত্র পাওয়া যায় ? –

  • রাজস্থান
  • গুজরাত
  • কেরালা
  • কর্ণাটক

রাজস্থান

 13. কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন ?

  • পিকাসো
  • রাফায়েল
  • লিওনার্দো-দ্য-ভিঞি
  • মাইকেল অ্যাঞ্জেলো

পিকাসো

14. অস্বচ্ছ জলরঙের আঁকা ছবিকে বলে –

  • ওয়াশ
  • গুয়াশ
  • স্কেচ
  • পট

গুয়াশ

15. রবীন্দ্রনাথ কাকে কলাভবনের আচার্যের পানে বসিয়েছিলেন –

  • নন্দলাল বসু
  • বিনোদবিহারী মুখোপাধ্যায়
  • রামকিঙ্কর বেইজ
  • সুরেন্দ্রনাথ কর

নন্দলাল বসু

16. সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র –

  • মা যশোদা
  • মধ্যযুগের সন্তগণ
  • হলকর্ষণ
  • ভারতমাতা

মা যশোদা

17. অভিধানে ‘পট’ শব্দটির অর্থ –

  • পতাকা
  • পুস্তক
  • চিত্র
  • সংগীত

চিত্র

বাংলা চলচ্চিত্রের কথা

18. রাজা হরিশচন্দ্র’ চলচ্চিত্রটি নির্মাণ ও পরিবেশন করেছিলেন-

  • রুস্তমজী ধোতিওয়ালা
  • জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়
  • দাদাসাহেব ফালকে
  • প্রিয়নাথ গঙ্গোপাধ্যায়

দাদাসাহেব ফালকে

19. প্রথম ভারতীয় সবাক ছবি –

  • জামাইষষ্ঠী
  • আলম আরা
  • চণ্ডীদাস
  • নাগরিক

আলম আরা

20. সত্যজিৎ রায় পরিচালিত প্রথম চলচ্চিত্র –

  • পথের পাঁচালী
  • অপরাজিত
  • অপুর সংসার
  • দেবী

পথের পাঁচালী

21. সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ ছবির সংগীত পরিচালনা করেছিলেন—

  • সত্যজিৎ রায়
  • পণ্ডিত রবিশঙ্কর
  • ওস্তাদ বিলায়েত খাঁ
  • ওস্তাদ বিসমিল্লা খাঁ

পণ্ডিত রবিশঙ্কর

22. ‘মেঘে ঢাকা তারা’ ছায়াছবিটি তৈরি করেছেন –

  • সত্যজিৎ রায়
  • মৃণাল সেন
  • উত্তমকুমার
  • ঋত্বিক ঘটক

ঋত্বিক ঘটক

23. ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার কে ? –

  • মৃণাল সেন
  • ঋত্বিক ঘটক
  • হীরালাল সেন
  • প্রমথেশ বড়ুয়া

হীরালাল সেন

24. বাংলা চলচ্চিত্রে প্রথম রঙিন বাংলা ছবির নামটি হল –

  • সপ্তপদী
  • স্বরলিপি
  • কানজঙ্ঘা
  • পথে হল দেরি

পথে হল দেরি

বাঙালির বিজ্ঞান চর্চা

25. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স’ প্রতিষ্ঠা কার শ্রেষ্ঠ কীর্তি ?

  • নীলরতন সরকার
  • প্রফুল্লচন্দ্র রায়
  • রাধাগোবিন্দ কর
  • মহেন্দ্রলাল সরকার

মহেন্দ্রলাল সরকার

26. “মারকিউরাস নাইট্রাইট’-এর আবিষ্কারক –

  • মেঘনাদ সাহা
  • প্রফুল্লচন্দ্র রায়
  • জগদীশচন্দ্র বসু
  • প্রিয়দারঞ্জন রায়

প্রফুল্লচন্দ্র রায়

27. ‘বেঙ্গল কেমিক্যালস’- এর প্রতিষ্ঠাতা –

  • প্রফুল্লচন্দ্র রায়
  • মেঘনাদ সাহা
  • সত্যেন্দ্রনাথ বসু
  • গোপালচন্দ্র ভট্টাচার্য

প্রফুল্লচন্দ্র রায়

28. আন্তর্জাতিক ক্ষেত্রে কোন্ শিল্পে অবদানের জন্য উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন ? –

  • চিত্রশিল্প
  • পটশিল্প
  • স্থাপত্য শিল্প
  • মুদ্রণশিল্প

মুদ্রণশিল্প

29. ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সটিটিউট’ প্রতিষ্ঠা করেন –

  • জগদীশচন্দ্র বসু
  • প্রশান্তচন্দ্র মহলানবিশ
  • মেঘনাদ সাহা
  • সত্যেন্দ্রনাথ বসু

প্রশান্তচন্দ্র মহলানবিশ

30. হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় –

  • ১৮৪৭ খ্রিস্টাব্দে
  • ১৮২৭ খ্রিস্টাব্দে
  • ১৮১৭ খ্রিস্টাব্দে
  • ১৮৩৭ খ্রিস্টাব্দে

১৮১৭ খ্রিস্টাব্দে

31. মধ্যবিত্ত বাঙালি হিন্দুসমাজে কুস্তিকে জনপ্রিয় করার প্রধান দাবিদার –

  • যতীন্দ্রচরণ গুহ
  • যতীন্দ্রনাথ গুহ
  • যতীন্দ্রমোহন গুহ
  • যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়

যতীন্দ্রনাথ গুহ

বাঙালির ক্রীড়াসংস্কৃতি

32. বাংলার ক্রিকেট খেলার প্রচলন করেন—

  • সারদারঞ্জন রায়চৌধুরী
  • কার্ত্তিক বসু
  • গোপাল বসু
  • শ্যামসুন্দর মিত্র

সারদারঞ্জন রায়চৌধুরী

33. ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন –

  • শ্যামসুন্দর মিত্র
  • কুমারেশ সেন
  • নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
  • যতীন্দ্রচরণ গুহ

নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী

 34. বাঙালির প্রথম সার্কাসের নাম –

  • ইন্টারন্যাশনাল সার্কাস
  • ন্যাশনাল সার্কাস
  • অজন্তা সার্কাস
  • অলিম্পিক সার্কাস

ন্যাশনাল সার্কাস

35. মোহনবাগান ক্লাব গঠিত হয়—

  • ১৮৮৯ সালে
  • ১৮৯০ সালে
  • ১৮৯২ সালে
  • ১৮৯৩ সালে

১৮৮৯ সালে

36. নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন্ খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন ? –

  • তিরন্দাজি
  • কবাডি
  • ব্যাডমিন্টন
  • রতচারী

কবাডি

37. প্রথম বাঙালি সাঁতারু, যিনি বিখ্যাত হয়েছিলেন –

  • মিহির সেন
  • আরতি সাহা
  • বুলা চৌধুরী
  • রেশমি শর্মা

মিহির সেন

Q38. বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকারের পুরো নাম –

  • প্রতুলচন্দ্র সরকার
  • প্রভাতচন্দ্র সরকার
  • প্রতাপচন্দ্র সরকার
  • প্রদীপচন্দ্র সরকার

প্রতুলচন্দ্র সরকার

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।এই মক টেস্টের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!