মাধ্যমিক 2025 ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর//Madhyamik 2025 Physical Science Question Paper Solved [PDF]

মাধ্যমিক 2025 ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর

Madhyamik 2025 Physical Science Question Paper Solved

মাধ্যমিক 2025 ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর//Madhyamik 2025 Physical Science Question Paper Solved

2025

PHYSICAL SCIENCE

Time- Three Hours Fifteen Minutes

(First Fifteen Minutes for Reading the Question Paper Only)

Full Marks- 90 {For Regular Candicates}

-100 {For External Candidate}

Special Credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting

কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের ‘ঙ’ বিভাগের প্রশ্নগুলির উত্তর দিতে হবে । প্রান্তিক সংখ্যাগুলি প্রশ্নের পূর্ণমাণ নির্দেশ করছে

বিভাগ-ক

১. বহুবিকল্পভিত্তিক প্রশ্ন । প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প দেওয়া আছে । যেটি ঠিক সেটি লেখো ।  (1 × 15 = 15)

১.১ প্রদত্ত কোন রশ্নিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক ?

(ক) α  রশ্মি (উত্তর)

(খ) γ রশ্মি

(গ) β রশ্মি

(ঘ) আলোক রশ্মি

১.২. ফিউজ তারের বৈশিষ্ট্য হলো –

(ক) উচ্চরোধ , নিম্ন গলনাঙ্ক (উত্তর)

(খ) নিম্ন রোধ , উচ্চগলনাঙ্ক

(গ) নিম্ন রোধ , নিম্ন গলনাঙ্ক

(ঘ) উচ্চ রোধ , উচ্চ গলনাঙ্ক

১.৩. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি শ্রেণী আছে ?

(ক) 7

(খ) 17

(গ) 15

(ঘ) 18 ( উত্তর)

১.৪. প্রদত্ত কোন  যৌগটির সম্পূর্ণ অনু হিসাবে পৃথক অস্তিত্ব নেই ?

(ক) H2S

(খ) CHCl3

(গ) NO2

(ঘ) NaCl (উত্তর)

১.৫. প্রদত্ত কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য ?

(ক) CH3COOH (উত্তর)

(খ) H2SO4

(গ) HNO3

(ঘ) HCl

১.৬. লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কী রঙ উৎপন্ন হয় ?

(ক) কমলা

(খ) বেগুনী

(গ) সবুজ (উত্তর)

(ঘ) গাঢ় নীল

১.৭. প্রদত্ত কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক ?

(ক) হিমাটাইট

(খ) বক্সাইট (উত্তর)

(গ) ম্যালাকাইট

(ঘ) চ্যালকোসাইট

১.৮. ত্রি –বন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো ।

(ক) CH4

(খ) C2H6

(গ) C2H4

(ঘ) C2H2  (উত্তর)

১.৯. গ্রিনহাউস গ্যাসটি শণাক্ত করো –

(ক) অক্সিজেন

(খ) হাইড্রোজেন

(গ) জলীয় বাস্প (উত্তর)

(ঘ) নাইট্রোজেন

১.১০. STP তে 22 গ্রাম CO2 এর আয়তন হল [C-12 , O-16] –

(ক) 22.4 L

(খ) 11.2 L (উত্তর)

(গ) 2.24 L

(ঘ) 1.12 L

সমাধানঃ CO2 এর আণবিক ভর= {12+(16×2)}=44

∴ 44 গ্রাম CO2 এর আয়তন 22.4 লিটার

     1 গ্রাম  CO2 এর আয়তন $\frac{22.4}{44}$ লিটার

এবং 22 গ্রাম CO2 এর আয়তন $\frac{22.4 \times 22}{44}$   লিটার

                                             = 11.2 লিটার

১.১১. 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কে তীব্রভাবে  উত্তপ্ত করলে , কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে ? ধরে নাও সকল ক্যালশিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে । [Ca-40 , C -12 , O -16 ] – 

(ক) 4.4g

(খ) 5.6 g (উত্তর)

(গ) 10g

(ঘ) 100g

সমাধানঃ CaCO3 = CaO + CO2

                 [40+12+(16×3)]=100       [40+16]=56

100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56 গ্রাম

1     গ্রাম ক্যালসিয়াম  কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় $\frac{56}{100}$ গ্রাম

10 গ্রাম ক্যালসিয়াম  কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় $\frac{56 \times 10}{100}$ গ্রাম =5.6 গ্রাম ।

১.১২. তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে –

(ক) পরিবাহীর দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্যের ওপর

(খ) পরিবাহীর উপাদানের প্রকৃতির ওপর (উত্তর)

(গ) পরিবাহীর দৈর্ঘ্যের ওপর

(ঘ) পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর

১.১৩. আলোর প্রতিসরণের সময় প্রদত্ত কোন রাশিটি অপরিবর্তিত থাকে ?

(ক) গতিবেগ

(খ) বিস্তার

(গ) কম্পাঙ্ক (উত্তর)

(ঘ) তরঙ্গদৈর্ঘ্য

১.১৪. কোন প্রকার দর্পণে অসদ্‌ , ছোটো এবং সমশীর্ষ প্রতিবম্ব গঠিত হয় ?

(ক) সমতল দর্পণ

(খ) অবতল দর্পণ

(গ) উত্তল দর্পণ (উত্তর)

(ঘ) অধিবৃত্তাকার দর্পণ

১.১৫. প্রদত্ত কোন এককটি তড়িৎশক্তির একক ?

(ক) ওয়াট

(খ) ওহম

(গ) কিলোওয়াট ঘণ্টা (উত্তর)

(ঘ) ভোল্ট

মাধ্যমিক 2025 ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর//Madhyamik 2025 Physical Science Question Paper Solved

বিভাগ-খ

২. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :  1 × 21 = 21

২.১. তেজস্ক্রিয়তার SI এককটি লেখো ।

উত্তরঃ তেজস্ক্রিয়তার SI একক হল বেকারেল (Bq)

অথবা

235U92 থেকে একটি β কণা নির্গত হলে , পারমাণবিক সংখ্যার কী পরিবর্তন ঘটবে ?

উত্তরঃ কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি β কণা নির্গত হলে যে নতুন পরমাণুর সৃষ্টি হয় তাঁর ভর সংখ্যা অপরিবর্তিত থাকে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক  1 একক বেশি হয় ।

উত্তরঃ  235U92 – β কণা = 235U93  

২.২. বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্যবিধান করোঃ

স্তম্ভ -১স্তম্ভ-২
(i) জার্মান সিলভার উপস্থিত ধাতু (a) Li
(ii) ইউরেনামোত্তর মৌল(b) Zn
(iii) ক্যালামাইন থেকে নিস্কাশিত ধাতু (c ) Pu
(iv) পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায় অবস্থিত ক্ষারীয় ধাতু(d) Ni

উত্তরঃ (i) – (d) , (ii) – ( c ) , (iii) – (b) , (iv) – (a)

২.৩. প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখোঃ

তড়িদ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে –সত্য

২.৪. অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় ?

উত্তরঃ হাইড্রোজেন (H2)

অথবা

প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য লেখোঃ

চিনির জলীয় দ্রবণ , ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড

উত্তরঃ অ্যাসিটিক অ্যাসিড

২.৫. কী ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের দ্রবণে ডোবানো হয় ?

উত্তরঃ লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের দ্রবণে ডোবানো হলে , কপার সালফেটের জলীয় দ্রবণ বিয়োজিত হয়ে কিউপ্রিক আয়ন (Cu2+) এবং সালফেট আয়তন (SO42-) উৎপন্ন করে । ধনাত্মক তড়িৎগ্রস্থ Cu2+ আয়ন লোহার চামচের প্রতি আকৃষ্ট হয় এবং চামচের গায়ে এসে ইলেকট্রন গ্রহণ করে নিস্তরিত কপার পরমাণু উৎপন্ন করে এবং লোহার চামচের গায়ে জমা হয় । 

২.৬. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসাবে ব্যবহৃত হয় ?

উত্তরঃ সূক্ষ্ম লৌহচূর্ণ ।

অথবা

শূন্যস্থান পূরণ করোঃ

CaC2 +N2 _____ + C

উত্তরঃ CaNCN

২.৭. থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিস্কাশিত হয় ?

উত্তরঃ থার্মিট পদ্ধতিতে Fe , Cr , Co , Ni , Mn প্রভৃতি ধাতুর অক্সাইদ থেকে ধাতুগুলি নিস্কাশন করা হয় ।

২.৮. প্রদত্ত জৈব যৌগটির IUPAC নাম লেখো ।

CH3 – CH –CH3

            |

           Br

উত্তরঃ 2-Bromopropane

অথবা

অবস্থানগত আইসোমারিসম বা সমবয়বতার উদাহরণ দাও ।

উত্তরঃ একই আণবিক গঠন বিশিষ্ট জৈব যৌগসমূহে একই কার্যকরী গ্রুপের বা প্রতিস্থাপক গ্রুপের কার্বন শৃঙ্খলে অবস্থানের বিভিন্নতার জন্য যে সমবয়বতার সৃষ্টি হয় , তাকে অবস্থানঘটিত সমবয়বতা বলে ।

উদাহরণ- C3H7OH সংকেত দ্বারা একই সঙ্গে নর্মাল প্রোপাইল অ্যালকোহল ও আইসোপ্রোপাইল অ্যালকোহলকে প্রকাশ করা যায় । -OH কার্যকরী গ্রুপের অবস্থানের বিভিন্নতার জন্য সমবয়ব দুটি সৃষ্টি হয়েছে ।

CH3 –CH2 – CH2

                    |

                  OH

n-প্রোপাইল অ্যালকোহল

CH-CH –CH3

           |

         OH

আইসোপ্রোপাইল অ্যালকোহল

২.৯. রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম লেখো ।

উত্তরঃ টেট্রাফ্লুওরো ইথিলিন (F2C = CF2)

২.১০. বায়ুমন্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব ?

উত্তরঃ ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমন্ডল ।

অথবা

ওজন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয় ?

উত্তরঃ ডবসন

২.১১. রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো ।

উত্তরঃ ক্লোরোফ্লুরো কার্বন (CFC)

২.১২. প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো ।

চার্লসের সূত্রানুসারে -273C তাপমাত্রায় যে-কোনো গ্যাসের আয়তন অসীম হবে ।

উত্তরঃ মিথ্যা ।

২.১৩. STP তে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত ?

উত্তরঃ STP তে অক্সিজেন আণবিক ওজন 32

∴ STP তে 32 গ্রাম অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা 6.023 × 1023

 STP তে16 গ্রাম অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা 6.022 × 1023 ÷ 2 = 3.011× 1023

২.১৪. নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখোঃ

উত্তরঃ লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 × 10-5 / C হলে, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক = (3 × 1.2 × 10-5 )/ C = 3.6× 10-5 / C হবে ।

দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক , ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে α ,β এবং γ

হলে , α = β/2 = γ/3 হয় ।

∴ γ =3α

বিবৃতিটি সত্য ।

২.১৫. বিবর্ধক কাঁচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় ?

উত্তরঃ উত্তল লেন্স ।

২.১৬. আলোকরশ্মি প্রতিসরণের সময় আপাতন কোণের কোন্‌ মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয় ?

উত্তরঃ 0

২.১৭.বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহার করা হয় ?

উত্তরঃ MCB

২.১৮. 220V-100W বালব এর রোধ কত ?

উত্তরঃ  $R = \frac{V^2}{P} = \frac{\left(220\right)^2}{100} = \frac{220 \times 220}{100}$ = 484 ওহম

মাধ্যমিক 2025 ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর//Madhyamik 2025 Physical Science Question Paper Solved

বিভাগ-গ

৩. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) 2 × 9 = 18

৩.১. এমন দুটি ধাতুর নাম লেখো , যেখানে কপার উপস্থিত । প্রত্যেক সংকর ধাতুর একটি করে ব্যবহার লেখো ।  1+1

উত্তরঃ তামা উপস্থিত এমন দুটি সংকর ধাতু হল –

(i) পিতল (ii) জার্মান সিলভার

পিতলের ব্যবহার– বাসনপত্র , মূর্তি , জলের কল ইত্যাদি তৈরিতে পিতল ব্যবহার করা হয় ।

জার্মান সিলভারের ব্যবহার– অলংকার তৈরিতে জার্মান সিলভার ব্যবহার করা হয় ।

অথবা

 খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য বুঝিয়ে লেখো ।

উত্তরঃ প্রকৃতির মধ্যে বিভিন্ন  ধাতু যৌগের আকারে পাথর বা শিলারূপে ভূপৃষ্ঠে বা ভূগর্ভে মাটি , বালির সঙ্গে মিশ্রিত অবস্থায়  থাকে । প্রকৃতিতে এইসব অজৈব পদার্থকে খনিজ বলে ।

 অপরপক্ষে সব খনিজ থেকে ধাতু নিস্কাশন করা সম্ভব নয় । এমন দেখা গেছে যে অনেক খনিজ থেকে ধাতু নিস্কাশন করা গেলেও তা অনেক  করা অনেক জটিল এবং ব্যায় সাপেক্ষ । আকরিক হল সেই সমস্ত  খনিজ যা থকে এখুব কম খরচে সহজেই ধাতু নিস্কাশন করা সম্ভব ।

যেমন – আয়তন পাইরাইটিস (FeS2) এবং রেড হিমাটাইট(Fe2O3) উভয়েই আয়রনের খনিজ । রেদ হিমাটাইট থেকে সুলভে ও কম খ্রচে আয়রন নিস্কাশন করা যায় । তাই এটি আয়রনের আকরিক । আবার আয়রন পাইরাইটিস –এ লোহার পরিমাণ বেশি থাকা সত্ত্বেও এর থেকে সুলভে উচ্চমানের আয়রন নিস্কাশন করা যায় না । তাই এটি আয়রনের খনিজ হলেও আকরিক নয় ।

৩.২. কীভাবে প্রদত্ত পরিবর্তনটি করা যায় ?

উত্তরঃ সাধারণ উষ্ণতায় প্ল্যাটিনাম (Pt) , প্যালাডিয়াম (Pd) বা র্যানি নিকেল (Ni) অনুঘটকের উপস্থিতিতে অথবা 250◦C -300◦C উষ্ণতায় নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন ও ইথিলিনের বিক্রিয়ায় ইথেন উৎপন্ন হয় । বিক্রিয়াটি ‘স্যাবেটিয়ার সেন্ডারেন্স বিক্রিয়া’ নামে পরিচিত ।

অথবা

 দুটি জৈব ভঙ্গুর বা বায়ো ডিগ্রেডেবল পলিমারের নাম লেখো ।

উত্তরঃ প্রোটিন এবং সেলুলোজ হল  দুটি জৈব ভঙ্গুর পলিমার ।

মাধ্যমিক 2025 ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর//Madhyamik 2025 Physical Science Question Paper Solved

৩.৩. ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন ?

উত্তরঃ ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কারণ- সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনী রশ্মি যা মানুষের ত্বকে ক্যানসারের সৃষ্টি করে । এছাড়াও অতিবেগুনী রশ্মির প্রভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায় ও বন্ধাত্ব বৃদ্ধি পায় । মানুষের রোধ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেতে পারে । ধোঁয়াশা সৃষ্টির কারণে মানুষের শ্বাসকষ্ট বৃদ্ধি পায় । মানুষ লিউকোমিয়া মতন রোগে আক্রান্ত হতে পারে । অতিবেগুনী রশ্মির প্রভাবে উদ্ভিদের পাতার ক্লোরোফিলের পরিমাণ হ্রাস পায় , উদ্ভিদের বৃদ্ধি , বিকাশ ব্যহত হয় । সমুদ্রের উদ্ভিদ প্ল্যাঙ্কটনের মৃত্যু হয় । গাছের ফুল , ফল , পাতা শুকিয়ে গিয়ে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যহত হয়। ফসলের উৎপাদনশীলতা হ্রাস পায়। এছাড়াও সামুদ্রিক বাস্তুতন্ত্রের ওপর , কৃষিক্ষেত্রের ওপর , জলবায়ুর ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলা এই ক্ষতিকারক অতিবেগুনী রশ্মিকে আটকিয়ে সমগ্র পরিবেশের উপকার করে ওজন স্তর সেই কারণে ওজন স্তরকে সৌরপর্দা বলা হয় ।

অথবা

বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিন হাউস এফেক্ট কিভাবে সম্পর্কযুক্ত ?

উত্তরঃ বর্তমানে বায়ুমন্ডলের কার্বনডাইঅক্সাইড , মিথেন , নাইট্রোজেনের অক্সাইডসমূহ (N2O , NO , NO2) , ক্লোরোফ্লুরোকার্বন , জলীয় বাস্প ইত্যাদি গ্রিনহাউস গ্যাসের মাত্রাতিরিক্ত ঘনত্ব বৃদ্ধির জন্য এই গ্যাসগুলি মিলিতভাবে নিম্ন বায়ুমন্ডলে চাঁদোয়ার মতো একটি গ্যাসীয় স্তর সৃষ্টি করে । যা সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট রশ্মিকে আপাতিত হতে দেয় কিন্তু , কিন্তু ভূপৃষ্ঠ থকে বিকিরিত অপেক্ষাকৃত দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মিকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয় । এই সমস্ত গ্রিনহাউস গ্যাসগুলি এই বিকিরিত আলোকরশ্মির কিছু অংশ শুষে নিয়ে নিজেরা উত্তপ্ত হয়ে ওঠে এবং বাকি অংশ পুনরায় পৃথিবীপৃষ্ঠে প্রেরণ করে । এর ফলে তাপীয় ভারসাম্য বিঘ্নিত হয় এবং পৃথিবীর তাপমাত্রা স্বাভবাইকের তুলনায় অনেক বেশি হতে থাকে । একে বিশ্ব উষ্ণায়ন বলে । অর্থাৎ বিশ্বউষ্ণায়নের জন্য গ্রিণহাউস গ্যাসগুলি দায়ী ।

৩.৪. 76 সেমি. পারদস্তম্ভের চাপে 27 C তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 200cc । যদি  গ্যাসটির চাপ 38cm Hg এবং তাপমাত্রা 127C –এ পরিবর্তিত হয় , তবে গ্যাসটির আয়তন নির্ধারণ করো ।

উত্তরঃ এক্ষেত্রে প্রাথমিক চাপ (P1) = 76 cm Hg

প্রাথমিক উষ্ণতা (T1) = (273+27)K = 300K

প্রাথমিক আয়তন = 200 cc

অন্তিম চাপ (P2) = 38 cm Hg

অন্তিম উষ্ণতা (T2) = (127+273)K = 400 K

অন্তিম আয়তন (V2) = ?

এখন বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রানুসারে ,

$\frac{P_1V_1}{T_1} = \frac{P_2V_2}{T_2}$

$\Rightarrow\frac{76 \times 200}{300} = \frac{38 \times V_2}{400}$

$\Rightarrow \frac{76 \times 200 \times 400}{300 \times 38} = V_2$

$\Rightarrow {\mathrm{V}}_2 = \frac{1600}{3}$

$\Rightarrow {\mathrm{V}}_2 = 533.33$

∴ অন্তীম আয়তন (V2 ) = 533.33 cc.

অথবা

227 ডিগ্রী তাপমাত্রায় এবং 83.14 cm Hg চাপে 14g নাইট্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করো । [R= 8.314 J.Mol-1.K-1 ]

উত্তরঃ 28 গ্রাম নাইট্রোজেন = 1 মোল নাইট্রোজেন

∴ 14 গ্রাম নাইট্রোজেন = 0.5 মোল নাইট্রোজেন

গ্যাসের উষ্ণতা (T) = (227 + 273)K =500K

গ্যাসের চাপ (P) = 83.14 cm Hg = 83.14/76 atm

R= 8.314 J.Mol-1.K-1 = 0.082 L atm mol-1 K-1

PV=nRT সূত্র থেকে পাই,

$\Rightarrow V = \frac{nRT}{P}$

$\Rightarrow V = \frac{w}{M} \times \frac{RT}{P}$

$\Rightarrow V = \frac{14}{28} \times \frac{0.082 \times 500}{\frac{83.14}{76}}$

$\Rightarrow V = \frac{14 \times 0.082 \times 500 \times 76}{28 \times 83.14}$

$\Rightarrow V = \frac{43624}{2327.92}$

$\Rightarrow V = 18.74$ [প্রায়]

৩.৫. অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন প্রক্রিয়াটি উপযুক্ত রেখাচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো ।

উত্তরঃ বস্তু আলোক কেন্দ্র ও অসীমের মধ্যে অবস্থিত হলে একইভাবে বস্তুর শীর্ষবিন্দু (P) থেকে নির্গত দুটি রশ্মি (একটি আলোক কেন্দ্রগামী ও অন্যটি প্রধান অক্ষের সমান্তরাল ) লেন্সের প্রতিসরণের পর P’ বিন্দুতে মিলিত হয় । P’ থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত লম্ব P’Q’ হল PQ এর প্রতিবিম্ব ।

প্রতিবিম্বটি অসদ , সমশীর্ষ এবং বস্তু সাপেক্ষে আকারে অনেক ছোটো হয় । 

অথবা

আকাশকে নীল দেখায় কেনো একটি চিত্রসহ ব্যাখ্যা করো ।

উত্তরঃ সূর্যের আলো ভূপৃষ্ঠে আসার পূর্বে অনেক্তা পথ বায়ুমন্ডলের মধ্যে দিয়ে যায় । বায়ুমন্ডলের মধ্যে থাকা ক্ষুদ্র ধূলিকণা  , গ্যাসের অণু সূর্যালোকের বিক্ষেপণ ঘটায় । দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে লাল আলোর বিক্ষেপন কম হয় কিন্তু নীল বা বেগুনী বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ায় এই আলোর বেশি বিক্ষেপন হয় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে । আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল আলোর জন্য বেশি সংবেদনশীল বলে আমরা আকাশকে নীল দেখি ।

৩.৬. 4 ওহম রোধ বিশিষ্ট একটি পাতলা তারকে বৃত্তে পরিবর্তিত করা হলে , বৃত্তের যেকোনো ব্যাস বরাবর রোধ নির্ণয় করো ।

উত্তরঃ সমগ্র বৃত্তাকার তারের রোধ 4 ওহম্‌।অর্থাৎ ACB অর্ধবৃত্তাকার অংশের রোধ = ADB অর্ধবৃত্তাকার অংশের রোধ = 2 ওহম । যখন ব্যাস বরাবর রোধ বার করা হয় তখন দুটি অর্ধবৃত্ত বরাবর রোধ সমান্তরালে থাকে ।

সুতরাং , বৃত্তের ব্যাস বরাবর তুল্য রোধ R হলে ,

1/R= ½ + ½  

বা, 1/R = 1

বা, R = 1

উত্তরঃ ব্যাস বরাবর রোধ 1 ওহম ।

৩.৭. ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন-ডট্‌ গঠনটি এঁকে দেখাও ।

[Ca এবং O –এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 20 এবং 8 ]

উত্তরঃ

অথবা

সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্কের থেকে অনেকটা বেশি কেন ?

উত্তরঃ গ্লুকোজ একটি সমযোজী যৌগ , সমযোজী যৌগের অণুগুলির মধ্যে ক্রিয়ারত আকর্ষণ বা বিকর্ষণ বল দুর্বল হওয়ায় অণুগুলিকে বিচ্ছিন্ন করতে অনেক কম তাপশক্তির প্রয়োজন হয় । সেইজন্য সমযোজী যৌগগুলি সাধারণত নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয় তড়িৎযোজী যৌগের তুলনায় ।যেহেতু সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎযোজী যৌগ সেই কারণে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্কের থেকে অনেকটা বেশি ।

৩.৮. প্রদত্ত যৌগগুলির মধ্যে তড়িৎযোজী ও সমযোজী শনাক্ত করো ।

LiH , NH3,KCl , C2H6

উত্তরঃ

তড়িৎযোজী যৌগ সমযোজী যৌগ
 LiH , KClNH3  , C2H6

৩.৯. উত্তপ্ত সোডিয়ামের ওপর দিয়ে শুস্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কী ঘটবে ,সমীত রাসায়নিক সমীকরণসহ লেখো ।

উত্তরঃ প্রায় 300°C উষ্ণতায় উত্তপ্ত ও শুস্ক সোডিয়াম ধাতুর ওপর দিয়ে NH3 গ্যাস চালনা করলে ধূসর সাদা বর্ণের সোডিয়াম অ্যামাইড বা সোডামাইড লবণ ও একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হয় যার মধ্যে জ্বলন্ত পাঠকাঠি ধরলে গ্যাসটি নীলাভ শিখায় জ্বলে এবং প্যালাডিয়াম ধাতু দ্বারা শোষিত হয় । তাই বলা যায় যে, উৎপন্ন গ্যাসটি হল হাইড্রোজেন । এই পরীক্ষাটিই প্রমাণ করে অ্যামোনিয়ায় হাইড্রোজেন আছে ।

2Na + 2NH3 = 2NaNH2+ H2

বিভাগ ঘ

৪. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ [বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ]  3 × 12 = 36

৪.১. আধুনিক পর্যায় সূত্রটি লেখো । শ্রেণী -1 থেকে 2 এবং শ্রেণী -13 থেকে 17 পর্যায় বরাবর মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের প্রবণতা আলোচনা করো । 1+2

অথবা

 আধুনিক পর্যায়সারণিতে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করো । পর্যায়সারণির কোন শ্রেণিতে কঠিন , তরল এবং গ্যাসীয় মৌল একসাথে অবস্থান করে ?

৪.২. পেতলের চামচে নিকেলের তড়িৎ লেপনের জন্য ক্যাথোড , আন্যোড এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী কী পদার্থ ব্যবহার করা হবে ?

৪.৩. লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড পাঠালে , কী ঘটবে সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো ।

৪.৪. 1, 2 –ডাইব্রোমোইথেন এবং 1, 1 , 2 , 2- টেট্রাব্রোমোইথেনের গঠন সংকেত লেখো । ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করলে , যে জৈব যৌগটি উৎপন্ন হয় , তার নাম লেখো ।

অথবা

CNG –এর একটি ব্যবহার লেখো । মিথানল এবং ইথানলের একটি করে ক্ষতিকারক প্রভাব আলোচনা করো ।

৪.৫. অ্যাভোগ্যাড্রো সূত্রটি লেখো । শুস্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয় – সাধারণ গাণিতিক হিসাব করে দেখাও ।

৪.৬. একটি আবদ্ধ পাত্রে 1g ম্যাগনেসিয়াম , 0.5g অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলে , কোন বিক্রিয়কটি উদ্বৃত্ত্ব থাকবে ? উদৃত্ত্ব বিক্রিয়কটির পরিমাণ নির্ণয় করো । [Mg-24,O-16]

অথবা

কত গ্রাম CaCO3 এর সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66g CO2 উৎপন্ন করবে ? [Ca=40 , C=12, O=16]

৪.৭. একটি রেল লাইনের পরপর দুই পাতের মধ্যে নির্দিষ্ট ব্যবধানে ফাঁক রাখা হয় কেন ? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক (α ) , ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক (β ) এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক (γ) এদের মধ্যে সম্পর্কটি লেখো ।

অথবা

10C উষ্ণতায় একটি লোহার রডের দৈর্ঘ্য 20cm হলে , 110C তাপমাত্রায় রডটির দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো । [লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক – 36×10-6 /C]

৪.৮. প্রমাণ করো , আয়তকার কাঁচের ফলকে আপাতিত আলোকরশ্মি এবং ফলক থেকে নির্গত আলোকরশ্মি পরস্পরের সমান্তরাল হবে ।

অথবা

একটি প্রিজমের প্রতিসরাঙ্ক µ  এবং প্রতিসারক কোণ A । প্রিজমের একটি প্রতিসারক তলে আলোকরশ্মি লম্ব ভাবে আপাতিত হল । আলোকরশ্মির চ্যুতিকোণ D হলে , µ , A এবং D এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো ।

৪.৯. দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কী ? এর প্রতিকারে কোন ধরনের লেন্স ব্যবহার করবে ? 2+1

৪.১০. তিনটি 20 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে , সমবায়টিকে 30 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হল । অন্তিম সমবায়ের তুল্য রোধ নির্ণয় করো ।

অথবা

একই মানের তিনটি রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করে ওদের দুপ্রান্তে একটি তড়িৎচ্চালক বলের উৎস যোগ করা হলে 10W ক্ষমতা ব্যায়িত হয় । রোধ তিনটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে একই তড়িৎচালক বল প্রয়োগ করলে কত watt ক্ষমতা ব্যায়িত হবে ?

৪.১১. লেঞ্জের সূত্রটি লেখো । লেঞ্জের সূত্রটি শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে যুক্তি দাও ।

৪.১২. ভর বিচ্যুতি বলতে কী বোঝায় ? হিলিয়াম নিউক্লিয়াসের (4He2) ভর বিচ্যুতি কত হবে যদি তার প্রোটন , নিউট্রন এবং হিলিয়াম নিউক্লিয়াসের ভর যথাক্রমে 1.00728 amu , 1.00867 amu এবং 4.0015 amu হয় ?

ঘ বিভাগের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের উত্তরের জন্য সম্পূর্ণ PDF টি ডাউনলোড করুন

File Name- মাধ্যমিক 2025 ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর//Madhyamik 2025 Physical Science Question Paper Solved

File Type-PDF

File Size- 808 Kb

Number of Pages- 44

মাধ্যমিকের বিগত বছরের প্রশ্নের উত্তর

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধান Madhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TEST WBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test Series ANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDF SN Dey Solution Class 11
WBBSE Official Siteমাধ্যমিকের বিগত বছরের প্রশ্নের উত্তর

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,Whatsapp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

error: Content is protected !!