WB HS Class 12 Semester 3 Bengali Question Paper with Answer|| উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার 2025 বাংলা প্রশ্নপত্র উত্তর সহ

WB HS Class 12 Semester 3 Bengali Question Paper with Answer || উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার 2025 বাংলা প্রশ্নপত্র উত্তর সহ – Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল 2025 এর উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বাংলা প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ । তোমরা প্রত্যেকে যারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছো তারা এখন মিলিয়ে নিতে পারো তোমাদের কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে এবং কতগুলো ভুল হয়েছে । তোমাদের এই পোস্ট কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও ।

WB HS Class 12 Semester 3 Bengali Question Paper with Answer || উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার 2025 বাংলা প্রশ্নপত্র উত্তর সহ

১. জড়িমানা মুকুবের জন্য মোক্তার মহাশয় কতটাকা ব্যয় করেছিলেন ?

(ক) ২০০০ টাকা

(খ) ৩০০০ টাকা

(গ) ৪০০০ টাকা

(ঘ) ১৭০০ টাকা

(ঘ) ১৭০০ টাকা

২. আদরিণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন ?

(ক) একমাস

(খ) ছয় মাস

(গ) পাঁচ মাস

(ঘ) দুই মাস

(ঘ) দুই মাস

৩. আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের কত টাকা জড়িমানা হয়েছিল ?

(ক) পাঁচ টাকা

(খ) সাত টাকা

(গ) নয় টাকা

(ঘ) দশ টাকা

(ক) পাঁচ টাকা

৪. জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন ?

(ক) দুই হাজার

(খ) তিন হাজার

(গ) এক হাজার পাঁচশো

(ঘ) দুই হাজার পাঁচশো

(ক) দুই হাজার

৫. ধর্ম কবিতার মূল গ্রন্থ –

(ক) অন্ধকার বারান্দা

(খ) অন্ধকার লেখাগুচ্ছ

(গ) ধর্মে আছো জিরাফেও আছো

(ঘ) কর্কটক্রান্তির দেশ

(খ) অন্ধকার লেখাগুচ্ছ

WB HS Class 12 Semester 3 Bengali Question Paper with Answer || উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার 2025 বাংলা প্রশ্নপত্র উত্তর সহ

উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)

৬. ‘দিগ্বিজয়ে যেতে হবে’- দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন ?

(ক) দুয়োরানী

(খ) সুয়োরানী

(গ) রাজকন্যা

(ঘ) রাজমাতা

(ক) দুয়োরানী

৭. ‘খর্জুরের দ্বীপ’ আসলে কী ?

(ক) যে দ্বীপ কবি আবিস্কার করতে চান

(খ) যেখানে কবি বসবাস করতে চান

(গ) যেখানে কবি হারিয়ে যেতে চান

(ঘ) যেখানে কবি পৌঁছাতে চান

(ঘ) যেখানে কবি পৌঁছাতে চান

৮. ‘চলিতভাষায় কি আর শিল্প নৈপুন্য হয় না ?’ – ‘চলিতভাষা’ বলতে বোঝায় –

(ক) চলতে চলতে যে ভাষা বলা হয়

(খ) সংস্কৃত ছাড়া অন্য ভাষা

(গ) মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা

(ঘ) যে ভাষায় কম সংখ্যক মানুষ কথা বলে

(গ) মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা

৯.  সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন

(ক) কথা ভাষা

(খ) জ্যান্ত ভাষা

(গ) মরা ভাষা

(ঘ) আঞ্চলিক ভাষা

(গ) মরা ভাষা

১০. দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না –

(ক) দু হাজার ছাঁদি বিশেষণে

(খ) সাধুপন্ডিতি ভাষায়

(গ) আলংকারিক ভাষায়

(ঘ) কোনো লিখিত ভাষায়

(ক) দু হাজার ছাঁদি বিশেষণে

উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)

১১. পোটরাজ গল্পের অনুবাদক –

(ক) সুনন্দন চক্রবর্তী

(খ) সুচন্দন চক্রবর্তী

(গ) সুনীল চক্রবর্তী

(ঘ) সুনন্দন মুখার্জী

(ক) সুনন্দন চক্রবর্তী

১২. আমাদের দুজনের হাতগুলোই লাগবে –

(ক) ধুয়ে মুছে আগুন বানানোর জন্য 

(খ) কারনেশন ফুলের জন্য

(গ) মধু তালাশের জন্য

(ঘ) পাথরের ফাটলে বাসা বানানোর জন্য

(ক) ধুয়ে মুছে আগুন বানানোর জন্য 

১৩. ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয় –

(ক) অল্পপ্রাণ ধ্বনি

(খ) স্পর্শধ্বনি

(গ) অঘোষধ্বনি

(ঘ) ঘোষধ্বনি

(খ) স্পর্শধ্বনি

১৪. ‘মিঠু কাল স্কুলে যাবে’ এবং ‘মিঠু কাল স্কুলে যাবে ?’ – এই দুটি বাক্যের উচ্চারণ বৈশিষ্ট্য দুরকমের । এই বৈশিষ্ট্যকে বলে –

(ক) যতি

(খ) শ্বাসাঘাত

(গ) সুরতরঙ্গ

(ঘ) দৈর্ঘ্য

(গ) সুরতরঙ্গ

১৫. ‘দারুণ’ শব্দের আদি অর্থ দারু  বা কাষ্ঠনির্মিত । পরিবর্তিত অর্থ ‘অত্যন্ত’ । এটি শব্দার্থ পরিবর্তনের কোন নিয়মে হয়েছে ?

(ক) প্রসার

(খ) উৎকর্ষ

(গ) রূপান্তর

(ঘ) সংকোচ

(গ) রূপান্তর

১৬. প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলে –

(ক) কম্পিত ধ্বনি

(খ) তাড়িত ধ্বনি

(গ) পার্শ্বিক ধ্বনি

(ঘ) নাসিক্য ধ্বনি

(ঘ) নাসিক্য ধ্বনি

১৭. স্টাইল হল ব্যাকরণের সম্ভবনার বিশেষ –

(ক) নির্যাস

(খ) নিস্কাশন

(গ) বাচন ক্রিয়া

(ঘ) প্রতিক্রিয়া

(খ) নিস্কাশন

১৮. সংস্কৃত শব্দটি কটি ব্যাঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে ?

(ক) চারটি

(খ) তিনটি

(গ) পাঁচটি

(ঘ) ছটি

(ক) চারটি

১৯. খন্ডধ্বনির নাম –

(ক) বিভাজ্য ধ্বনি

(খ) অঘোষ ধ্বনি

(গ) মহাপ্রাণ ধ্বনি

(ঘ) কম্পিত ধ্বনি

(ক) বিভাজ্য ধ্বনি

২০. বাংলায় দুটি ব্যাঞ্জন দ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা –

(ক) ১০০ টির বেশি

(খ) ২০০ টির বেশি

(গ) ৩০০ টির বেশি

(ঘ) ৪০০ টির বেশি

(খ) ২০০ টির বেশি

উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)

২১. বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী ‘ তোমাকে চাই’ অ্যালবামটির গীতিকার , সুরকার  গায়ক কে ?

(ক) গৌতম চট্টোপাধ্যায়

(খ) কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায় )

(গ) নচিকেতা চক্রবর্তী

(ঘ) অঞ্জন  দত্ত

(খ) কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায় )

২২. ইন্সটিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স গরে তোলেন –

(ক) মেঘনাদ সাহা

(খ) জগদীশ চন্দ্র বসু

(গ) প্রফুল্ল চন্দ্র রায়

(ঘ) সত্যেন্দ্রনাথ বসু

(ক) মেঘনাদ সাহা

২৩.  ‘বেটন কাপ’ ভারতে কোণ খেলার সঙ্গে যুক্ত  একটি  টুর্নামেন্ট ?

(ক) ফুটবল

(খ) হকি

(গ)লনটেনিস

(ঘ) ব্যাডমিন্টন

(খ) হকি

২৪.শূন্যস্থান পূরণ করোঃ

‘আদর, যাও মা ___________ মেলা দেখে এসো।‘

(ক) বামুনহাটের

(খ) বামূনগাছির

(গ) পীরগঞ্জের

(ঘ) বীরপুরের

(ক) বামুনহাটের

২৫. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাওঃ

অত্যাচারিত ___________ গরীব লোকের মোকর্দমা তিনি কত সময় বিনা ফিসে , এমনকি নিজে অর্থব্যায় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন ?

(ক) নিপীড়িত

(খ) উৎপীড়িত

(গ) হতভাগ্য

(ঘ) আক্রান্ত

(খ) উৎপীড়িত

উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)

২৬. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাওঃ

কবীরের ধর্ম ছিল ______________ ।

(ক) গান

(খ) না থামা কখনও

(গ) সত্যের বয়ান

(ঘ) দিগন্ত পেরনো

(গ) সত্যের বয়ান

২৭. শূনস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাওঃ

শাণিত ইস্পাতখন্ড । অভঙ্গুর নাম ______________ ।

(ক) ভালোবাসা

(খ) বিশ্বাস

(গ) শিরস্ত্রাণ

(ঘ) কবচকুণ্ডল

(ক) ভালোবাসা

২৮. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাওঃ

নিশ্চিত পৌঁছুবো সেই ___________ খর্জুরের দ্বীপে ।

(ক) ছায়াময়

(খ) দূরতম

(গ) তৃষ্ণাহর

(ঘ) অনির্বচনীয়

(গ) তৃষ্ণাহর

২৯. শূন্যস্থান পুরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাওঃ

যাঁরা _____________ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা  দিয়েছেন ।

(ক) দেশে

(খ) গ্রামে

(গ) শহরে

(ঘ) লোকহিতায়

(ঘ) লোকহিতায়

৩০. শূন্যস্থান পুরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাওঃ

 দূরপত মারী –আই কে ভোগের সঙ্গে দিত ________ ।

(ক) পাকা কলা

(খ) খেজুর

(গ) নারকেল

(ঘ) জামরুল

(গ) নারকেল

৩১. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাওঃ

আমরা আমাদের চার হাত চার __________ একে বুঝবোই ।

(ক) পায়ে

(খ) জনে

(গ) চোখে

(ঘ) মাথায়

(গ) চোখে

৩২. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাওঃ

বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনির সংখ্যা ___________ ।

(ক) পাঁচটি

(খ) আটটি

(গ) চারটি

(ঘ) ছয়টি

(গ) চারটি

৩৩. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাওঃ

রবীন্দ্রনাথ হিন্দী গানের সুর নিয়ে মোট ____________ রচনা করেছেন ।

(ক) ৭৭ টি ধ্রুপদ

(খ) ৭০ টি খেয়াল

(গ) ৬০ টি ধামার

(ঘ) ৫০ টি টপ্পা

(ক) ৭৭ টি ধ্রুপদ

৩৪. ক্রম অনুসারে বাক্যের পুনর্বিন্যাস করোঃ

(i) আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল ।

(ii) আদরিণীর সেই নজলধরবর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত রহিয়াছে – তাই আজ নিশ্চল নিস্পন্দ ।

(iii) ডালপালা প্রভৃতি মামুলী খাদ্য শেষ হইলে , মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন ।

(iv) আজ তার বৃদ্ধা তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না ।

বিকল্প সমূহঃ

(ক) (iii) , (iv) ,(i) , (ii)

(খ) (i) , (iii) , (iv) , (ii)

(গ ) (iii) , (i) , (iv) ,(ii)

(ঘ) (iv) , (iii) ,(ii) , (i)

(গ ) (iii) , (i) , (iv) ,(ii)

৩৫. সত্য মিথ্যা নির্ণয় করোঃ

(i) আমাদের ভাষা – সংস্কৃতের গদাই লস্করি চাল – ঐ এক চাল নকল করে অস্বভাবিক হয়ে যাচ্ছে ।

(ii) কোন জেলার ভাষা সংস্কৃতর বিশি নিকট , সে কথাই হচ্ছে

(iii) সমস্ত দেশের যাতে কল্যাণ , সেথা তোমার গ্রাম্য জেলা বা গ্রামের প্রধান্যটি মনে রাখতে হবে ।

(iv) এগুলো শোধরাবার লক্ষণ এখ হচ্ছে , এখন ক্রমে বুঝবে যে , যেটা ভাবহীন, প্রাণহীন – সে ভাষা , সে শিল্প, সে সংগীত কোনও কাজের নয় ।

বিকল্প সমূহঃ

(ক) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য

(খ) (i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv ) সত্য

(গ) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য

(ঘ) (i) সত্য  (ii) সত্য (iii) সত্য (iv)

(খ) (i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv ) সত্য

WB HS Class 12 Semester 3 Bengali Question Paper with Answer || উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার 2025 বাংলা প্রশ্নপত্র উত্তর সহ

উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)

৩৬. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করোঃ

 ক -স্তম্ভখ-স্তম্ভ
(i) জয়রাম মুখোপাধ্যায় (a) জমিদার
(ii) কুঞ্জবিহারী বাবু (b) ডাক্তার
(iii) নগেন (c ) জুনিয়র উকিল
(iv) উমাচরণ লাহিড়ী (d) মোক্তার

(ক) (i) – (b) , (ii) –(a) , (iii) – (d) , (iv)-(c )

(খ) (i) –(d) , (ii) – (b) , (iii) – (c ) , (iv) –(d)

(গ)  (i) –(d) , (ii) – (c )  , (iii) – (b) , (iv) – (a)

(ঘ) (i) – (a) , (ii) – (d) , (iii) –(b) , (iv) – (c )

(গ)  (i) –(d) , (ii) – (c )  , (iii) – (b) , (iv) – (a)

৩৭. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করোঃ

 ক –স্তম্ভ খ-স্তম্ভ
 (i) আবদুল করিম খাঁ (a) কবি ও নাট্যকার
(ii) আইনস্টাইন (b) চিত্রশিল্পী
(iii) ভ্যান গঘ(c ) সংগীত শিল্পী
(iv) গার্সিয়া লোরকা(d) বিজ্ঞানী

(ক) (i) –(c ) , (ii) –(d) , (iii) –(b) , (iv) – (a)

(খ) (i) –(c ) ,(ii) –(d) , (iii) – (a) , (iv) –(d)

(গ) (i) –(d) ,(ii) –(c ) , (iii) –(a) , (iv) – (d)

(ঘ) (i) –(c ) , (ii) – (b) , (iii) – (a) , (iv) – (d)

(ক) (i) –(c ) , (ii) –(d) , (iii) –(b) , (iv) – (a)

৩৮. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করোঃ

 ক –স্তম্ভখ- স্তম্ভ
(i) ঝুলন গোস্বামী (a) ফুটবল
 (ii) দিব্যেন্দু বড়ুয়া (b) সাঁতার
 (iii) গোষ্ঠ পাল (c ) ক্রিকেট
(iv) আরতি সাহা(d) দাবা

(ক) (i) –(d) , (ii) – (c ) , (iii) – (b) , (iv) – (a)

(খ) (i) –(b) , (ii) –(a) , (iii) – (d) , (iv) –(c )

(গ) (i) –(c ) , (ii) –(b) , (iii) – (a) , (iv) –(d)

(ঘ) (i) –(c ) , (ii) –(d) , (iii) –(a) , (iv) –(b)

(ঘ) (i) –(c ) , (ii) –(d) , (iii) –(a) , (iv) –(b)

৩৯. বিবৃতি (Assertion) ও কারণ (Reason) –এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করোঃ

নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে । প্রথম অংশটি বিবৃতি এবং দ্বিতীয় অংশটি কারণ (R ) । নির্দেশ অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করোঃ

বিবৃতি (A): গ্রামের লোকেরা ভেবেছিল পোটরাজ মারী –আই –এর কুনজরে পড়েছে ।

কারণ (R): গ্রামের মানুষেরা মারী- আইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল ।

(ক) A ভুল R ঠিক

(খ) A ঠিক R ভুল

(গ ) A এবং R উভয়েই ঠিক

(ঘ) A এবং R উভয়েই ভুল

(গ ) A এবং R উভয়েই ঠিক

৪০. সমার্থক উদাহরণ হিসাবে কোনগুলি ঠিক ?

(i) পাখি , পক্ষী , খেচর , বিহঙ্গ

(ii) জননী , মাতা , তনয়া , আত্মজা

(iii) পর্বত , দিবাকর , তটিনী , গিরি

(iv) আনন্দ , হর্ষ , পুলক , প্রফুল্লতা

(ক) (ii) ও (iii)

(খ) (i) ও (iv)

(গ) (ii) ও (iv)

(ঘ) (iii) ও (iv) 

(খ) (i) ও (iv)

Important Links

উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!