যে সকল পরীক্ষার্থীরা ANM GNM পরীক্ষায় বসতে চলেছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ সিলেবাসের ওপর তৈরি ANM GNM Online Mock Test in Bengali। এই মক টেস্টে 60 টি MCQ প্রশ্ন -উত্তর আছে । মক টেস্টটির প্রশ্ন উত্তর গুলো ANM GNM পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টায় এই প্রশ্ন তৈরি করা হয়েছে । এই টেস্টে অংশগ্রহণ করলে পরীক্ষার্থীরা প্রশ্নের ধরণ বুঝতে পারবে এবং সময়ের মধ্যে পরীক্ষা শেষ করার দক্ষতাও বাড়বে ।
ANM GNM পরীক্ষার পাশাপাশি এই মক টেস্টটি যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ । এই Mock Test টি অন্যান্য নার্সিং এন্ট্রান্স পরীক্ষা,Group-D ,PSC , Railway Group-D, Kolkata Police,ICDS,WBCS, West Bengal Police,Food, CHSL, CGL,RRB NTPC,ICDD Exam, SSC MTS, SSC CHSL,SSC CGL ইত্যাদি বিভিন্ন কম্পিটিটিভ (Competitive) পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করার জন্য অত্যন্ত কার্যকরী ।
সম্পূর্ণ বিনামূল্যে যখন খুশি বাংলায় ANM GNM (এ এন এম , জি এন এম )Exam -এর MCQ Question Answer Practice করুন একমাত্র Anushilan.Com -এ ।এই মক টেস্টটি আপনাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল । তাহলে আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজের আত্মবিশ্বাস অর্জন করুন । ধন্যবাদ ।
ANM GNM Mock Test in Bengali Set-4|ANM GNM MCQ Question Answer
1. নার্ভকোশের অ্যাকশন পোটেনশিয়াল হল –
- 20 mv
- 55mv
- 80mv
- 60mv
20 mv
2. এর মধ্যে ল্যাটেরাল লাইন সিস্টেম উপস্থিত থাকে—
- মাছের
- ব্যাঙের
- সরীসৃপের
- মানুষের
মাছের
3. কেঁচোর প্রধান নাইট্রোজেনযুক্ত রেচনবস্তু হল –
- ইউরিয়া
- অ্যামোনিয়া
- ইউরিক অ্যাসিড
- অ্যামিনো অ্যাসিড
ইউরিয়া
4. স্তন্যপায়ী প্রাণীদেহে হিস্টামিন ক্ষরিত হয় –
- ফাইব্রোব্লাস্ট থেকে
- হিস্টিওসাইট থেকে
- লিম্ফোসাইট থেকে
- মাস্ট কোশ থেকে
মাস্ট কোশ থেকে
5. অস্থি গঠনকারী প্রধান রাসায়নিক বস্তুটি হল-
- ক্যালশিয়াম
- ম্যাগনেশিয়াম ফসফেট
- ক্যালশিয়াম কার্বোনেট
- সোডিয়াম ক্লোরাইড
ক্যালশিয়াম
6. শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল –
- 10 দিনেরও কম
- 20-30 দিন
- 2-3 মাস
- প্রায় 4 মাস
10 দিনেরও কম
7. সারকোলেমা কীসের আবরণী ?
- নার্ভ তন্তুর
- পেশি তন্তুর
- অস্থিমজ্জার
- যকৃৎ, বৃক্ক এবং পাকস্থলী
পেশি তন্তুর
8. কোন্ ধরনের রক্তকণিকার মধ্যে ‘ফ্যাগোসাইটোসিস’ ধর্মটি লক্ষ্য করা যায় ?
- অণুচক্রিকা
- ইওসিনোফিল
- মনোসাইট
- বেসোফিল
মনোসাইট
9. এদের মধ্যে কোনটি রক্ততঞ্চনে সাহায্য করে ?
- ভিটামিন E
- ভিটামিন B5
- ভিটামিন C
- ভিটামিন K
ভিটামিন K
ANM GNM Mock Test in Bengali Set-4|ANM GNM MCQ Question Answer|ANM GNM MCQ Practice Set in Bengali|ANM GNM MCQ প্রশ্ন উত্তর
10. কোনটি মূত্রের স্বাভাবিক উপাদান?
- পটাশিয়াম ক্লোরেট
- ফ্যাট
- গ্লুকোজ
- প্রোটিন
পটাশিয়াম ক্লোরেট
11. পেশিতে অবস্থিত প্রোটিন হল-
- অ্যামাইনো অ্যাসিড
- রোডসিন
- অ্যালবুমিন
- অ্যাকটিন
অ্যাকটিন
12. পিত্তরসের একটি রেচন পদার্থ হল-
- বিলিরুবিন
- সোডিয়াম টোরোকোলেট
- কোলেস্টরল
- সোডিয়াম বাইকার্বনেট
বিলিরুবিন
13. কোন্ কোশ HCl ক্ষরণ করে ?
- প্যারাইটাল কোশ
- পেপটিক কোশ
- আরজেন্টাফিন কোশ
- গবলেট কোশ
প্যারাইটাল কোশ
14. ভিটামিন আবিষ্কার করেন—
- মেলানবি
- ফ্রাঙ্ক
- বাকনার
- ছেনার
ফ্রাঙ্ক
15. নিম্নের কোন হরমোন পিটুইটারি নিঃসৃত হরমোন নয় ?
- ইনসুলিন
- ADH
- পিটোসিন
- TSH
ইনসুলিন
16. এক গ্রাম অণু গ্লুকোজের সম্পূর্ণ রূপে জারণ ঘটলে কত অণু ATP উৎপন্ন হয় ?
- 30 অণু
- 8 অণু
- 38 অণু
- 36 অণু
38 অণু
17. মানুষের কোন্ কোশটি বহু নিউক্লিয়াস যুক্ত বা সিনসিটিয়াম ?
- অরেখ পেশী
- স্নায়ুকোশ
- হৃদপেশী
- সরেখ পেশী
সরেখ পেশী
18. হেপাটাইটিস রোগে মানুষের কোন্ অঙ্গ ক্ষতিগ্ৰস্ত হয় ?
- ক্ষুদ্রান্ত
- যকৃত
- পাকস্থলী
- অগ্নাশয়
যকৃত
19. বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগে—
- রক্তে শর্করার পরিমাণ হ্রাস পায়
- মূত্রের পরিমাণ বৃদ্ধি পায়
- রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়
- মূত্রে শর্করার পরিমাণ হ্রাস পায়
মূত্রের পরিমাণ বৃদ্ধি পায়
20. সফটওয়্যারের কোনো হারিয়ে যাওয়া তথ্যকে কোথায় পাওয়া যায় ?
- অ্যাসাইনমেন্ট-এ
- ইনসুলাইজার-এ
- ইনক্রিমেন্ট-এ
- ডাটাবেস -এ
ডাটাবেস -এ
21. কোনো ফাইল কে সেড করার সর্ট কি (Short Key) হল –
- Ctrl + F
- Ctrl + E
- Ctrl + D
- Ctrl+S
Ctrl+S
22. ALU-এর পূর্ণ কথা হল-
- অ্যারিথম্যাটিক অ্যান্ড লজিক ইউনিট
- অ্যারিথম্যাটিক্যাল অ্যান্ড লজিক্যল ইউনিট
- অ্যালগোরিদম্ অ্যান্ড লগারিদম্ ইউনিট
- অ্যানালগ অ্যান্ড লজিক ইউনিট
অ্যারিথম্যাটিক অ্যান্ড লজিক ইউনিট
23. কোন সালে ভারত প্রথম T-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল?
- 2009
- 2003
- 2007
- 2005
2007
24. 2023 পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ (ICC Mens Cricket World Cup, 2023) কোন দেশে অনুষ্ঠিত হবে?
- দক্ষিণ আফ্রিকা
- ভারতবর্ষ
- অস্ট্রেলিয়া
- ইংল্যান্ড
ভারতবর্ষ
25. কোন বছর পশ্চিমবঙ্গে ‘কন্যাশ্রী’ প্রকল্প চালু হয়েছিল?
- 2013
- 2014
- 2012
- 2011
2013
26. পশ্চিমবঙ্গ সরকারের ‘গতিধারা’ প্রকল্পের একজন উপভোক্তা সর্বোচ্চ কত টাকা সরকারি ভর্তুকি পেতে পারেন ?
- 1,00,000 টাকা
- 50,000 টাকা
- 2,00,000 টাকা
- 5,00,000 টাকা
1,00,000 টাকা
27. পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত ?
- ক্রিকেট
- টেবিল টেনিস
- ব্যাডমিন্টন
- লন টেনিস
টেবিল টেনিস
28. কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে দুটি পদক জয় করেছেন ?
- সাইথোম মীরাবাই চালু
- পি.ভি. সিন্ধু
- লাভলীনা বড়গোঁহাই
- পি.টি. উসা
পি.ভি. সিন্ধু
29. কার জীবনীর নাম ‘Romancing with life?
- রাজ কাপুর
- দিলীপ কুমার
- দেব আনন্দ
- অমিতাভ বচ্চন
দেব আনন্দ
30. In a certain code, FLOWERS is written as EKNVDQR. How is SUPREME written in that code?
- RTODQLD
- TQDROLD
- TQDDROL
- RTOQDLD
RTOQDLD
31. How many meaningful words can be formed with the letters ‘NWTI’ using each letter only once in each word?
- Two
- Three
- One
- None
One
32. ত্রিভুজাকার ক্ষেত্রের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 3 : 4 : 5 এবং পরিসীমা 96 সেমি হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল হবে—
- 640 বর্গসেমি
- 840 বর্গসেমি
- 384 বর্গসেমি
- 720 বর্গসেমি
384 বর্গসেমি
33. If ‘P+Q’ means P is the mother of Q
P÷Q’ means P is the father of Q
‘P-Q’ means P is the sister of Q.
Then, which of the following relationsip shows that M is the daughter of R?
- R+N÷M
- R÷M+N
- R-M÷N
- None
R÷M+N
34. Find the missing number.
72 | 26 | 6 |
96 | 16 | 12 |
108 | 7 | 18 |
- 18
- 20
- 12
- 16
12
35. Select the one in which the problem figure is embedded.
Problem Figure:
a
36.What should come in the place of (?) in the following alpha numeric series?
Q1F, S2E, U6D, W24C,?
- Y44B
- Y66B
- Y120B
- Z84B
Y120B
37. Select a figure which would replace the (? )
Problem Figure:
a
38. GREAT : 25 :: NUMBER : ?
- 38
- 27
- 24
- 36
36
39. In a certain code, MOUSE is written as ‘PRUQC. How is ‘SHIFT’ written in that code?
- VKIRD
- VKIDR
- VIKRD
- None
VKIDR
40. নীচের ছবিতে একটি লুডোর ছক্কার দুটি অবস্থান দেখানো হল । যখন ছক্কার উপরিতলে 1 থাকবে তখন ঠিক তার বিপরীতে নীচের দিকে কোন সংখ্যা থাকবে ?
- 2
- 3
- 5
- কোনোটাই নয় ।
5
41. Choose right option to replace the words in italics:
He is a person who collects coins.
- nomad
- somnambulist
- philatelist
- numismatist
numismatist
42. Find which part of the sentence has a error: The child has been (A)/ suffering from (B)/ this disease since (C)/ one month (D)
- A
- B
- C
- D
C
43. Choose the correct sentence from the following:
- Gravitation had been discovered Newton.
- Gravitation was discovered by Newton.
- Gravitation has been discovered by Newton.
- Gravitation was being discovered by Newton.
Gravitation was discovered by Newton.
44. Choose the word that can replace both the words in italics in the two given sentences:
I. A true friend will never leave you in danger.
II. The Thar is a barren region, situated in the state of Rajasthan.
- dessert
- desert
- dissert
- disc
desert
45. Choose from the alternatives the correct passive voice form of the given sentence: Do not laugh at the poor.
- You are not laughed at by the poor.
- The poor are to be laughed at by you.
- Let you be laughed at by the poor.
- Let not the poor be laughed at.
Let not the poor be laughed at.
46. Choose from the alternatives the correct indirect speech for the given sentence: The Swallow said to the Happy Prince, “Why are you weeping?”
- The Swallow said the Happy Prince to weep.
- The Swallow asked the Happy Prince that he was weeping.
- The Swallow asked the Happy Prince why you were weeping.
- The Swallow asked the Happy Prince why he was weeping.
The Swallow asked the Happy Prince why he was weeping.
47. Choose the word, which has nearly the same meaning ‘IMPEDIMENT.
- Medication
- Meditation
- Impurity
- Obstruction
Obstruction
48. Choose the word, which is opposite in meaning to ‘REPEAL’.
- Revoke
- Reverse
- Endorse
- Nullify
Endorse
49. Choose appropriate group of words to replace the word in italics :
We entered train in time.
- got down
- got in
- got at
- got into
got into
50. Choose the word, which has nearly the same meaning as ‘BENIGN’.
- Begin
- Genuine
- Clever
- Gentle
Gentle
51. Choose the word, which is opposite in meaning to ‘BREACH’.
- Obey
- Violate
- Break
- Defile
Obey
52. বর্গাকার একটি পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে, রাস্তাটির ক্ষেত্রফল হবে—
- 1614 বর্গমিটার
- 1416 বর্গমিটার
- 717 বর্গমিটার
- 735 বর্গমিটার
1416 বর্গমিটার
53. 178 টাকায় একটি ছাতা বিক্রি করায় 11% ক্ষতি হয়েছে। কত টাকায় বিক্রি করলে 11% লাভ হতো ?
- 190 টাকা
- 185 টাকা
- 200 টাকা
- 222 টাকা
222 টাকা
54. (1 + √2) সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যা-এর দূরত্বের বর্গ 2√2 বর্গসেমি হলে জ্যা-টির দৈর্ঘ্য হবে—
- √3 সেমি
- √2 সেমি
- 2√3 সেমি
- 2√2 সেমি
2√3 সেমি
55. ( 7x-5y) : (3x + 4y) = 7: 11 হলে, (3x – 2y) : (3x + 4y)-এর মান হবে—
- 3 : 4
- 137: 473
- 127 : 143
- 15: 77
137: 473
56. কোনো মূলধন 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 টাকা এবং 869.40 টাকা হলে নিম্নলিখিত কোন্ বক্তব্যগুলি সঠিক—
- (a) আসলের পরিমাণ 6000 টাকা
- (b) সুদের হার 7%
- (c) 3 বছরের সরল সুদ 1200 টাকা
- (d) সরল সুদে 10 বছরে মূলধন দ্বিগুণ হবে
a এবং b
57. একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল S বর্গএকক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে S ও d-এর মধ্যে সম্পর্ক হবে –
- S = 6d2
- 3S = 7d
- S3 = d2
- d2 = S/2
d2 = S/2
58. দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা আলাদা আলাদাভাবে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ হয় । দুটি নল এক সঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি অর্ধেক ভরতে সময় লাগবে-
- 6 2/3 মিনিট
- ৪ মিনিট
- 3 1/3 মিনিট
- 10 মিনিট
3 1/3 মিনিট
59. সোনার দাম প্রতি বছর 10% বৃদ্ধি পায়। এখন প্রতি 10 গ্রাম সোনার দাম 50 হাজার টাকা হলে 3 বছর পর 10 গ্রাম সোনার দাম হবে—
- 50,000 × 11/10 × 11/10 × 11/10 টাকা
- 50,000 × 9/10 × 9/10 × 9/10 টাকা
- 50,000 × 10/9 × 10/9 × 10/9 টাকা
- 50,000 × 10/11 × 10/11 × 10/11 টাকা
50,000 × 11/10 × 11/10 × 11/10 টাকা
60. দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1: 8 হলে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে—
- 1:2
- 1:4
- 1: 16
- 1: 8
1:4
Thank you so much for sharing ✨