
বাঙালির ক্রীড়াসংস্কৃতি MCQ ক্লাস 12 || Bangalir Krira Songskriti MCQ for Semester 3 -দ্বাদশ শ্রেণীর (WBCHSE Class 12) ছাত্রছাত্রীদের জন্য আমাদের তরফ থেকে নিয়ে আসা হল বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস- বাঙালির ক্রীড়াসংস্কৃতি অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর। নতুন পাঠ্যক্রম অনুসারে এই প্রবন্ধটি তৃতীয় সেমিস্টার (3rd Semester)-এর অন্তর্গত । ছাত্রছাত্রীরা যদি এই প্রসঙ্গটি বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নেয় তার পরে এই প্রশ্ন উত্তর গুলো প্র্যাকটিস করে , তাহলে তাদের প্রস্তুতি অনেক ভালো হবে ।
আমাদের এই প্রশ্ন উত্তর গুলো তোমাদের ভালো লাগলে শেয়ার করতে ভুলোনা । একটি প্রশ্নের মান 1 ধরে সবাই দেখে নাও মক টেস্টে (Mock Test) কে কত পেলে এবং কমেন্টের মাধ্যমে জানাও ।
বাঙালির ক্রীড়াসংস্কৃতি MCQ ক্লাস 12||Bangalir Krira Songskriti MCQ for Semester 3|| WB HS Class 12 Bengali MCQ Mock Test
১. কলকাতায় প্রথম হিন্দুমেলা অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?
ক) ১৮৬৩
খ) ১৮৬৫
গ) ১৮৬৭
ঘ) ১৮৬৯
গ) ১৮৬৭
২. কুস্তি কোন্ দেশের জাতীয় খেলা ?
ক) চিন
খ) জাপান
গ) পাকিস্তান
ঘ) শ্রীলঙ্কা
খ) জাপান
৩. কুস্তি ফেডারেশন’ অর্থাৎ ‘রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়া’ গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে ?
ক) ১৯৩৭
খ) ১৯৪১
গ) ১৯৪৮
ঘ) ১৯৫৩
গ) ১৯৪৮
৪. ভারতে প্রথম বিশ্ব-কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় –
ক) ১৮৯২-১৮৯৪ খ্রিস্টাব্দে
খ) ১৮৯৬-১৮৯৮ খ্রিস্টাব্দে
গ) ১৯০০-১৯০২ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৫৩-১৯৫৪ খ্রিস্টাব্দে
ক) ১৮৯২-১৮৯৪ খ্রিস্টাব্দে
৫. বাংলায় আখড়া সংস্কৃতি প্রচলনের পথিকৃৎ ছিলেন –
ক) যতীন্দ্রচরণ গুহ
খ) যতীন্দ্রনাথ গুহ
গ) অম্বিকাচরণ গুহ
ঘ) রামচরণ গুহ
গ) অম্বিকাচরণ গুহ
৬. বিখ্যাত কুস্তিগির গোবর গুহ-র প্রকৃত নাম –
ক) যতীন্দ্রচরণ গুহ
খ) যতীন্দ্রনাথ গুহ
গ) অম্বিকাচরণ গুহ
ঘ) যতীন্দ্রমোহন গুহ
ক) যতীন্দ্রচরণ গুহ
৭. মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কুস্তির ‘বিশ্ব লাইট হেভিওয়েট চাম্পিয়নশিপ’ জেতেন প্রথম কোন্ এশীয় ?
ক) ফণীন্দ্রকৃষ্ণ গুহ
খ) যতীন্দ্রচরণ গুহ
গ) গোঁসাইদাস গুপ্ত
ঘ) ক্ষেত্রমোহন গুহ
খ) যতীন্দ্রচরণ গুহ
৮. গোবর গুহ ‘লাইট হেভিওয়েট চাম্পিয়নশিপ’ জেতেন কত খ্রিস্টাব্দে ?
ক) ১৯১১
খ) ১৯১৩
গ) ১৯১৮
ঘ) ১৯২১
ঘ) ১৯২১
৯. কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত ফণীন্দ্রকৃয় গুপ্তের কে ছিলেন ?
ক) ঠাকুরদা
খ) দাদু
গ) বাবা
ঘ) দাদা
খ) দাদু
১০. কুস্তির আন্তর্জাতিক রেফারি ছিলেন –
ক) গোবর গুহ
খ) মিহির সেন
গ) মানিক গুহ
ঘ) শ্যামসুন্দর মিত্র
গ) মানিক গুহ
১১. ‘প্যাচ লুকানো ধোঁকা’ কোন্ খেলায় আছে ?
ক) লন টেনিস
খ) বক্সিং
গ) মোরগ লড়াই
ঘ) কুস্তি
ঘ) কুস্তি
১২. আইএফএ শিল্ড প্রতিযোগিতা শুরু হয় কত খ্রিস্টাব্দে ?
ক) ১৮৮৩
খ) ১৮৯১
গ) ১৮৯৩
ঘ) ১৮৯৭
গ) ১৮৯৩
১৩. প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম –
ক) কুমোরটুলি ক্লাব
খ) শোভাবাজার ক্লাব
গ) টাউন ক্লাব
ঘ) ক্যালকাটা ক্লাব
খ) শোভাবাজার ক্লাব
১৪. মহামেডান ক্লাব স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে ?
ক) ১৮৯২
খ) ১৮৮৫
গ) ১৮৯০
ঘ) ১৮৯৭
ক) ১৮৯২
১৫. ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন’ গঠিত হয় কত খ্রিস্টাব্দে ?
ক) ১৮৯১
খ) ১৮৯০
গ) ১৮৯৩
ঘ) ১৮৯৭
গ) ১৮৯৩
১৬. কলকাতা ফুটবল লিগ চালু হয় কত খ্রিস্টাব্দে ?
ক) ১৮৯০
খ) ১৮৯১
গ) ১৮৯৩
ঘ) ১৮৯৮
ঘ) ১৮৯৮
১৭. ইস্টবেঙ্গল ক্লাব স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে ?
ক) ১৮৮৯
খ) ১৮৯৩
গ) ১৯১৫
ঘ) ১৯২০
ঘ) ১৯২০
১৮. নীচের চারজনের মধ্যে একজন আলাদা । তিনি ফুটবলার। কোন জন ?
ক) প্রণব রায়
খ) শৈলেন মান্না
গ) শুটে ব্যানার্জি
ঘ) গোপাল বসু
খ) শৈলেন মান্না
১৯. ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?
ক) ১৭৭২
খ) ১৭৮১
গ) ১৭৮৭
ঘ) ১৭৯২
ঘ) ১৭৯২
২০. ১৯৩৯ খ্রিস্টাব্দে বাংলা প্রথম কোন্ ট্রফি জেতে ?
ক) রঞ্জি ট্রফি
খ) ন্যাশনাল ট্রফি
গ) সন্তোষ ট্রফি
ঘ) সুব্রত কাপ
ক) রঞ্জি ট্রফি
২১. কোন্ বাঙালি ক্রিকেটার প্রথম ইংল্যান্ডের কাউন্টিতে খেলেন ?
ক) মনসুর আলি খান পতৌদি
খ) রনজিৎ সিংহ
গ) রাজকুমার হিতেন্দ্র নারায়ণ
ঘ) অম্বর রায়
গ) রাজকুমার হিতেন্দ্র নারায়ণ
২২. কোন্ বাঙালি ক্রিকেটার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন ?
ক) সারদারঞ্জন রায়চৌধুরী
খ) সৌরভ গাঙ্গুলি
গ) নির্মল চট্টোপাধ্যায়
ঘ) পঙ্কজ রায়
খ) সৌরভ গাঙ্গুলি
২৩. সৌরভ গঙ্গোপাধ্যায় ৪৯টি টেস্টে অধিনায়কত্ব করে মোট ক-টি টেস্টে জয়লাভ করেন ?
ক) ১৯টি
খ) ২১টি
গ) ২২টি
ঘ) ২৩টি
খ) ২১টি
২৪. একদিনের ক্রিকেটে সৌরভ রান করেন –
ক) ১০ হাজারের বেশি
খ) ১১ হাজারের বেশি
গ) ১২ হাজারের বেশি
ঘ) ১৩ হাজারের বেশি
খ) ১১ হাজারের বেশি
২৫. ২০০৭ খ্রিস্টাব্দে কে আইসিসি-র সেরা মহিলা খেলোয়াড় নির্বাচিত হন ?
ক) কুন্তলা ঘোষদস্তিদার
খ) দুর্গরাণী বর্মন
গ) ঝুলন গোস্বামী
ঘ) মৌমা দাস
গ) ঝুলন গোস্বামী
২৬. প্রথম কোন্ বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল পার হন ?
ক) বুলা চৌধুরী
খ) মুনসুন দে চৌধুরী
গ) আরতি সাহা
ঘ) ঝুম্পা সাহা
গ) আরতি সাহা
২৭. প্রথম বাঙালি হিসেবে মিহির সেন কবে ইংলিশ চ্যানেল পার করেন ?
ক) ১৯৫৮ খ্রিস্টাব্দে
খ) ১৯৬২ খ্রিস্টাব্দে
গ) ১৯৬৫ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৬৮ খ্রিস্টাব্দে
ক) ১৯৫৮ খ্রিস্টাব্দে
২৮. ‘ব্রেস্ট স্ট্রোক’ কোন্ খেলার একটি পদ্ধতি ?
ক) ভলিবল
খ) কারাটে
গ) লাঠি খেলা
ঘ) সাঁতার
ঘ) সাঁতার
২৯. ভারতীয় হকি ফেডারেশন’ গঠিত হয় কত খ্রিস্টাব্দে ?
ক) ১৯২৪
খ) ১৯২৮
গ) ১৯৩২
ঘ) ১৯৩৪
ক) ১৯২৪
৩০. বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয় কত খ্রিস্টাব্দে ?
ক) ১৯২৬
খ) ১৯২৮
গ) ১৯৩২
ঘ) ১৯৩৭
ক) ১৯২৬
৩১. উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর’ কোনটি ?
ক) বালুর ঘাট
খ) শিলিগুড়ি
গ) কোচবিহার
ঘ) জলপাইগুড়ি
খ) শিলিগুড়ি
৩২. মার্কিন যুক্তরাষ্ট্রে ‘পিংপং অ্যাসোসিয়েশন’ গঠিত হয় কত খ্রিস্টাব্দে ?
ক) ১৯২৭
খ) ১৯৩০
গ) ১৯৩১
ঘ) ১৯৩৭
খ) ১৯৩০
৩৩. শিলিগুড়ির ‘টেবিল টেনিসের দ্রোণাচার্য’ বলা হয় কাকে ?
ক) কস্তুরী চক্রবর্তী
খ) শুভজিৎ সাহা
গ) মৌমা দাস
ঘ) ভারতী ঘোষ
ঘ) ভারতী ঘোষ
৩৪. দেশের হয়ে মহিলা টেবিল টেনিস প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেন –
ক) অনিন্দিতা চক্রবর্তী
খ) পৌলমী ঘটক
গ) অঙ্কিতা দাস
ঘ) মৌমা দাস
গ) অঙ্কিতা দাস
৩৫. “বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন’ গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে?
ক) ১৯২৩
খ) ১৯৩৩
গ) ১৯৩৭
ঘ) ১৯৩৯
খ) ১৯৩৩
৩৬. ডেভিস কাপ শুরু হয় কত খ্রিস্টাব্দে ?
ক) ১৮৯০
খ) ১৮৯৫
গ) ১৯০০
ঘ) ১৯১০
গ) ১৯০০
৩৭. লিয়েন্ডার পেজ ক-টি গ্র্যান্ডস্লাম দখল করেন ?
ক) ১৪টি
খ) ১৬টি
গ) ১৮টি
ঘ) ২০টি
ক) ১৪টি
৩৮. পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম গ্র্যান্ডমাস্টার হন ?
ক) সন্দীপন চন্দ
খ) বিশ্বনাথন আনন্দ
গ) সূর্যশেখর গাঙ্গুলি
ঘ) দিব্যেন্দু বড়ুয়া
ঘ) দিব্যেন্দু বড়ুয়া
৩৯. নীচে খেলোয়ারদের মধ্যে কে গ্র্যান্ড মাস্টার হয়েছেন ?
ক) সূর্যশেখর গাঙ্গুলি
খ) দীপ দাশগুপ্ত
গ) অনির্বাণ লাহিড়ি
গ) সুভাষ ভৌমিক
ক) সূর্যশেখর গাঙ্গুলি
৪০. ভারতে সরকারি উদ্যোগে প্রথম খো খো খেলা হয় কত খ্রিস্টাব্দে ?
ক) ১৯১২
খ) ১৯১৩
গ) ১৯১৫
ঘ) ১৯১৪
ঘ) ১৯১৪
৪২. পশ্চিমবঙ্গে ভলিবল খেলা শুরু হয় কত খ্রিস্টাব্দে ?
ক) ১৯১৯
খ) ১৯২৭
গ) ১৯২১
ঘ) ১৯২৪
খ) ১৯২৭
৪৩. ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাব’ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?
ক) ১৯০০
খ) ১৯০২
গ) ১৯০৪
ঘ) ১৯০৯
গ) ১৯০৪
৪৪. নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন্ খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন ?
ক) তিরন্দাজি
খ) কবাডি
গ) ব্যাডমিন্টন
ঘ) ব্রতচারী
খ) কবাডি
৪৫. অ্যাথলিটি-এ ‘রাজীব গান্ধি খেলরত্ন’ পুরস্কার পান কে ?
ক) জ্যোতির্ময়ী সিকদার
খ) মৌমা দাস
গ) শিবদাস ভাদুড়ি
ঘ) বিজয়দাস ভাদুড়ি
ক) জ্যোতির্ময়ী সিকদার
৪৬. কোন্ খেলাটি ইনডোর গেমস্’ নয় ?
ক) সুকার
খ) গলফ্
গ) বিলিয়ার্ড
ঘ) অক্শন ব্রিজ
খ) গলফ্
৪৮. আত্মরক্ষামূলক খেলা কোন্টি ?
ক) জুডো
খ) ক্রিকেট
গ) টেবিল টেনিস
ঘ) ব্যাডমিন্টন
ক) জুডো
৪৯. ব্যালেন্স বিম কোন্ খেলায় আছে ?
ক) ফুটবল
খ) বাস্কেটবল
গ) জিমন্যাস্টিক
ঘ) হ্যান্ডবল
গ) জিমন্যাস্টিক
৫০. লৌহমানব নীলমণি দাস কার ছাত্র ছিলেন ?
ক) যতীন্দ্রচরণ গুহ
খ) অম্বিকাচরণ গুহ
গ) ফণীন্দ্রকৃষ্ণ গুপ্ত
ঘ) গোঁসাইদাস গুপ্ত
গ) ফণীন্দ্রকৃষ্ণ গুপ্ত
৫১. সোমা দত্ত, জয়দীপ কর্মকারের নাম কোন্ খেলার সঙ্গে যুক্ত ?
ক) তিরন্দাজি
খ) কবাডি
গ) ব্যাডমিন্টন
ঘ) শ্যুটিং
ঘ) শ্যুটিং
৫২. এডমন্ড হিলারি, তেনজিং নোরগে সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করেন কত খ্রিস্টাব্দে ?
ক) ১৯৪৯
খ) ১৯৫১
গ) ১৯৫৩
ঘ) ১৯৫৭
গ) ১৯৫৩
৫৩. গুরুসদয় দত্ত কোন্ খেলার সঙ্গে যুক্ত ?
ক) কবাডি
খ) সার্কাস
গ) ভলিবল
ঘ) ব্রতচারী
ঘ) ব্রতচারী
৫৪. বাঙালির প্রথম সার্কাসের নাম –
ক) ইম্পিরিয়াল সার্কাস
খ) ন্যাশনাল সার্কাস
গ) গ্রেট ইন্ডিয়ান সার্কাস
ঘ) ক্যালকাটা সার্কাস
খ) ন্যাশনাল সার্কাস
৫৫. প্রিয়নাথ বসু তাঁর সার্কাসের নাম রেখেছিলেন –
ক) ন্যাশনাল সার্কাস
খ) অজন্তা সার্কাস
গ) ক্যালকাটা সার্কাস
ঘ) গ্রেট বেঙ্গল সার্কাস
ঘ) গ্রেট বেঙ্গল সার্কাস
৫৬. দি ফিনিক্স অ্যাওয়ার্ড’ পান –
ক) পি কে ব্যানার্জি
খ) দিব্যেন্দু বড়ুয়া
গ) পি সি সরকার
ঘ) আরতি সেন
গ) পি সি সরকার
৫৭. বিশ্ববিখ্যাত জাদুকর পি সি সরকার (সিনিয়র)-এর প্রকৃত নাম কী ?
ক) প্রভাসচন্দ্র সরকার
খ) প্রতুলচন্দ্র সরকার
গ) প্রভাতচন্দ্র সরকার
ঘ) প্রদীপচন্দ্র সরকার
খ) প্রতুলচন্দ্র সরকার
৫৮. পি সি সরকার (সিনিয়র) কত খ্রিস্টাব্দে মারা যান?
ক) ১৮৯৯
খ) ১৯৬৮
গ) ১৯৭০
ঘ) ১৯৭১
ঘ) ১৯৭১
৫৯. পি সি সরকারের সুযোগ্য পুত্রের নাম কী ?
ক) জুনিয়ার পি সি সরকার
খ) ফার্স্ট পি সি সরকার
গ) নিউ পি সি সরকার
ঘ) সেকেন্ড পি সি সরকার
ক) জুনিয়ার পি সি সরকার
৬০. ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব –
ক) নগেন্দ্ৰপ্ৰসাদ সর্বাধিকারী
খ) পঙ্কজ রায়
খ) মিহির সেন
গ) দিব্যেন্দু বড়ুয়া
ক) নগেন্দ্ৰপ্ৰসাদ সর্বাধিকারী
৬১. বাংলাদেশে কুস্তির প্রচলনে সাহায্য করেন –
ক) মহারাজা নৃপেন্দ্রনারায়ণ
খ) মহারাজা তেজচন্দ্ৰ
গ) মহারাজা নগেন্দ্রনারায়ণ
ঘ) মহারাজা কীর্তিচন্দ্ৰ
ক) মহারাজা নৃপেন্দ্রনারায়ণ
৬২. যার আখড়ায় অবিরাম কুস্তির কসরত চলত –
ক) রাজা বসন্ত রায়
খ) রাজা বৈদ্যনাথ রায়
গ) মহারাজা তেজেন্দ্রনারায়ণ
ঘ) রাধাকান্ত দেব
খ) রাজা বৈদ্যনাথ রায়
৬৩. ফণীন্দ্রকৃয় গুপ্তের ছাত্র ছিলেন –
ক) মনোহর আইচ
খ) নীলমণি দাশ
গ) নীরদচন্দ্র সরকার
ঘ) মনোতোষ রায়
খ) নীলমণি দাশ
৬৪. ভারতে ফুটবল খেলার প্রথম খবর পাওয়া যায় –
ক) ১৮৪৫ খ্রিস্টাব্দে
খ) ১৮৪৮ খ্রিস্টাব্দে
গ) ১৮৫০ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৫৪ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৫৪ খ্রিস্টাব্দে
৬৫. শোভাবাজার ক্লাব ইউরোপীয় ক্লাবদের পরাজিত করে যে ফুটবল ট্রফি জিতে নেয় –
ক) আই এফ এ শিল্ড
খ) ট্রেডস কাপ
গ) বেটন কাপ
ঘ) সুব্রত কাপ
খ) ট্রেডস কাপ
৬৬. ‘চিনের প্রাচীর’ বলা হত যাকে
ক) গোষ্ঠ পাল
খ) শৈলেন মান্না
গ) উমাপতি কুমার
ঘ) সুব্রত ভট্টাচার্য
ক) গোষ্ঠ পাল
৬৭. ক্রিকেট নিয়ে প্রথম বাংলা বই ‘ক্রিকেট খেলা’ লিখেছিলেন –
ক) সারদারঞ্জন রায়চৌধুরী
খ) সত্যজিৎ রায়
গ) শ্যামসুন্দর মিত্র
ঘ) পঙ্কজ রায়
ক) সারদারঞ্জন রায়চৌধুরী
৬৮. প্রথম ইংলিশ চ্যানেল জয়ী মিহির সেনকে ভারত সরকার যে সম্মানে ভূষিত করে –
ক) পদ্মভূষণ
খ) পদ্মবিভূষণ
গ) খেলরত্ন
ঘ) পদ্মশ্ৰী
ঘ) পদ্মশ্ৰী
৬৯. ‘বুলা চৌধুরী’ নামটি যে খেলার সঙ্গে যুক্ত –
ক) ক্রিকেট
খ) সাঁতার
গ) লন টেনিস
ঘ) তিরন্দাজি
খ) সাঁতার
৭০. ভেস পেজ’ নামটি যে খেলার সঙ্গে যুক্ত –
ক) হকি
খ) ক্রিকেট
গ) লন টেনিস
ঘ) ভলিবল
ক) হকি
৭১. জয়দীপ মুখার্জি’ নামটি যে খেলার সঙ্গে যুক্ত –
ক) ক্রিকেট
খ) লন টেনিস
গ) টেবিল টেনিস
ঘ) শ্যুটিং
খ) লন টেনিস
৭২.কলকাতা চেস ক্লাব গড়ে ওঠে যাঁর উদ্যোগে –
ক) আলেখাইন
খ) প্রাণকৃয় কুণ্ডু
গ) জন ককরেন
ঘ) দিব্যেন্দু বড়ুয়া
গ) জন ককরেন
৭৩.প্রথম রাজ্য দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন –
ক) প্রাণকৃষ্ণ কুণ্ডু
খ) দিব্যেন্দু বড়ুয়া
গ) মহেশ ব্যানার্জি
ঘ) অতনু লাহিড়ী
ক) প্রাণকৃষ্ণ কুণ্ডু
৭৪. টানা ছবার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছেন যে বাঙালি দাবাড়ু –
ক) সন্দীপন চন্দ
খ) দিব্যেন্দু বড়ুয়া
গ) সূর্যশেখর গাঙ্গুলি
ঘ) সায়ন্তন দাস
গ) সূর্যশেখর গাঙ্গুলি
৭৫.পশ্চিমবঙ্গে খো খো খেলার সূচনা করতে বিশেষ উদ্যোগী ছিলেন –
ক) হরিপদ ঘোষ
খ) ভূপতি মজুমদার
গ) অশোক ঘোষ
ঘ) প্রভাত মৌলিক
খ) ভূপতি মজুমদার
৭৬. হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট-এর প্রতিষ্ঠা হয়েছিল যাঁর উদ্যোগে –
ক) জ্যোতি বসু
খ) ইন্দিরা গান্ধি
গ) বিধানচন্দ্র রায়
ঘ) প্রফুল্লচন্দ্র সেন
গ) বিধানচন্দ্র রায়
৭৭. রেওয়ার মহারাজা তাঁর সার্কাসের জন্য প্রিয়নাথ বসুকে যে বাঘদুটি উপহার দেন তাদের নাম ছিল-
ক) হর-গৌরী
খ) লক্ষ্মী-নারায়ণ
গ) রাধা-কৃষ্ণ
ঘ) শিব-পার্বতী
খ) লক্ষ্মী-নারায়ণ
৭৮. নীচের খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন –
ক) জ্যোতির্ময়ী শিকদার
খ) ঝুলন গোস্বামী
গ) আরতি সাহা
ঘ) বুলা চৌধুরী
খ) ঝুলন গোস্বামী
৭৯. রামায়ণে বর্ণিত কাহিনি অনুযায়ী, দাবার স্রষ্টা হলেন –
ক) রাবণের স্ত্রী মন্দোদরী
খ) সূর্পণখা
গ) বিভীষণ
ঘ) রামচন্দ্র
ক) রাবণের স্ত্রী মন্দোদরী
৮০. বিশ্ব দাবা প্রতিযোগিতায় ১৮৬৮-তে প্রথম শিরোপা পান –
ক) উইলিয়াম উইলিয়ামসন
খ) উইলিয়াম স্টেইনার
গ) উইলিয়াম স্টেইনজ
ঘ) উইলিয়াম রোডস
গ) উইলিয়াম স্টেইনজ
৮১. বাংলায় দাবার সুচনা হয় –
ক) ১৮৬৫ খ্রিস্টাব্দে
খ) ১৮৬৯ খ্রিস্টাব্দে
গ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৬৮ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৬৮ খ্রিস্টাব্দে
৮২. ওয়েস্ট বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন’ স্থাপিত হয় –
ক) ১৮৬৫ খ্রিস্টাব্দে
খ) ১৮৬৯ খ্রিস্টাব্দে
গ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৫৯ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৫৯ খ্রিস্টাব্দে
৮৩. ব্রতচারী’-তে উল্লেখযোগ্য নাম –
ক) আরতি সাহা
খ) বুলা চৌধুরী
গ) জ্যোতির্ময়ী শিকদার
ঘ) গুরুসদয় দত্ত
ঘ) গুরুসদয় দত্ত
৮৪. ব্রতচারী লোকনৃত্য সমিতি স্থাপিত হয় –
ক) ১৮৩২ খ্রিস্টাব্দে
খ) ১৯৩২ খ্রিস্টাব্দে
গ) ২০২২ খ্রিস্টাব্দে
ঘ) ২০২৫ খ্রিস্টাব্দে
খ) ১৯৩২ খ্রিস্টাব্দে
৮৫. ক্রীড়া সংস্কৃতির ইতিহাসে ‘প্রিয়নাথ বসু’ নামটি সার্কাসের যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত –
ক) গ্রেট বেঙ্গল সার্কাস
খ) ন্যাশনাল সার্কাস
গ) বাঙালির সার্কাস
ঘ) গ্রেট ইন্ডিয়ান সার্কাস
ক) গ্রেট বেঙ্গল সার্কাস
৮৬.ক্রীড়া সংস্কৃতির ইতিহাসে ‘অবনীন্দ্রকৃষ্ণবসু’ নামটি সার্কাসের যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত –
ক) গ্রেট বেঙ্গল সার্কাস
খ) বাঙালির সার্কাস
গ) ন্যাশনাল সার্কাস
ঘ) গ্রেট ইন্ডিয়ান সার্কাস
ক) গ্রেট বেঙ্গল সার্কাস
৮৭. বসন্ত সিংহ রায়’ নামটি যার সঙ্গে যুক্ত –
ক) পর্বতারোহণ
খ) ব্রতচারী
গ) খো-খো
ঘ) শ্যুটিং
ক) পর্বতারোহণ
Fill in the Blanks Type
৮৮. বাংলাদেশে কুস্তিতে আখড়া সংস্কৃতির প্রচলন করেছিলেন __________ গুহ
ক) যতীন্দ্রচরণ
খ) ফণীন্দ্রকৃষ্ণ
গ) অম্বিকাচরণ
ঘ) ক্ষেত্রচরণ
গ) অম্বিকাচরণ
৮৯. প্রথম এশীয় হিসেবে গোবর গুহ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন _______ সালে ।
ক) ১৯১২
খ) ১১১৪
গ) ১৯১৫
ঘ) ১৯২৫
ক) ১৯১২
৯০. ভারতীয় ফুটবলের জনক বলা হয় _________ সর্বাধিকারীকে ।
ক) নগেন্দ্রপ্রসাদ
খ) নগেন্দ্রমোহন
গ) নগেন্দ্রকুমার
ঘ) নবকুমার
ক) নগেন্দ্রপ্রসাদ
৯১. প্রথম বাঙালি ক্লাব হিসেবে শোভাবাজার ক্লাব ________ কাপ জয় করে ।
ক) ট্রেডস
খ) বেটন
গ) ডুরান্ড
ঘ) রোভার্স
ক) ট্রেডস
৯২. মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠা হয় ____ খ্রিস্টাব্দে ।
ক) ১৮৮৯
খ) ১৮৯১
গ) ১৮৯২
ঘ) ১৮৯৮
গ) ১৮৯২
৯৩. ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় _______ খ্রিস্টাব্দে ।
ক) ১৮৯৩
খ) ১৮৯৪
গ) ১৮৯৫
ঘ) ১৮৯৮
ক) ১৮৯৩
৯৪. প্রথম ভারতীয় ক্লাব হিসেবে মোহনবাগান আইএফএ শিল্ড জয় করে _________ খ্রিস্টাব্দে ।
ক) ১৯০১
খ) ১৯১০
গ) ১৯০৫
ঘ) ১৯১১
ঘ) ১৯১১
৯৫. ইস্টবেঙ্গল ক্লাবের জন্ম হয়েছিল _________ খ্রিস্টাব্দে ।
ক) ১৯১৩
খ) ১৯১০
গ) ১৯১৫
ঘ) ১৯২০
ঘ) ১৯২০
৯৬. বাংলার ক্রিকেটের জনক ছিলেন __________ রায়চৌধুরী ।
ক) প্রিয়দারঞ্জন
খ) সারদাপ্রসাদ
গ) সারদারঞ্জন
ঘ) অমিয়ভূষণ
গ) সারদারঞ্জন
৯৭. সৌরভ গাঙ্গুলির আগে শ্রেষ্ঠ বাঙালি টেস্ট ক্রিকেটার ছিলেন _________ রায় ।
ক) অম্বর
খ) প্রণব
গ) পঙ্কজ
ঘ) ইন্দুভূষণ
গ) পঙ্কজ
৯৮. টেস্ট ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির মোট রান __________ ।
ক) ৮২১২
খ) ৭২১২
গ) ৯২১০
ঘ) ৮২১০
খ) ৭২১২
৯৯. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির মোট রান ____________ ।
ক) ১২৩৬৩
খ) ১২৬৩৩
গ) ১১৬৩৩
ঘ) ১১৩৬৩
ঘ) ১১৩৬৩
১০০. বাংলার উল্লেখযোগ্য হকি প্রতিযোগিতা _________ কাপ ।
ক) ডেভিস
খ) বেটন
গ) স্ট্যাফোর্ড
ঘ) কলিঙ্গ
খ) বেটন
১০১. _________ ঘটক ভারতের টেবিল টেনিসের ক্ষেত্রে একটি বিখ্যাত নাম ।
ক) গীতা
খ) সুরমা
গ) সুপ্রিয়া
ঘ) পৌলোমি
ঘ) পৌলোমি
১০২. প্রথম রাজ্য দাবায় চ্যাম্পিয়ন হন _______ কুণ্ডু ।
ক) প্রাণপ্রিয়
খ) প্রাণকৃষ্ণ
গ) প্রাণগোপাল
ঘ) প্রাণবন্ধু
খ) প্রাণকৃষ্ণ
১০৩. বাংলা থেকে প্রথম গ্র্যান্ডমাস্টার ________ বড়ুয়া ।
ক) দিব্যেন্দু
খ) শুভঙ্কর
গ) আদৃত
ঘ) দীপেন্দু
ক) দিব্যেন্দু
১০৪. স্বাধীনতা পরবর্তীকালে বাংলায় খো খো খেলাকে জনপ্রিয় করেছিলেন ________ মজুমদার ।
ক) কমল
খ) অনাদি
গ) ভূপতি
ঘ) পূর্ণচন্দ্ৰ
গ) ভূপতি
১০৫. দীপু ঘোষ নামটি ____________ খেলার সঙ্গে যুক্ত ।
ক) হকি
খ) কবাডি
গ) তিরন্দাজি
ঘ) ব্যাডমিন্টন
ঘ) ব্যাডমিন্টন
১০৬. ব্রতচারীর উদ্ভাবক __________ দত্ত ।
ক) গুরুপ্রসাদ
খ) গুরুচরণ
গ) গুরুসদয়
ঘ) গুরুদাস
গ) গুরুসদয়
১০৭. ন্যাশনাল সার্কাসের প্রতিষ্ঠা করেন ________ মিত্র ।
ক) নবগোপাল
খ) গজেন্দ্রকুমার
গ) দীনবন্ধু
ঘ) নবকুমার
ক) নবগোপাল
১০৮. বাঙালির সার্কাসকে জনপ্রিয় করেন __________ বসু ।
ক) প্রিয়ব্রত
খ) প্রবালকান্তি
গ) প্রিয়নাথ
ঘ) সুপ্রিয়
গ) প্রিয়নাথ
১০৯. প্রিয়নাথ বসুর সার্কাসে বাঘের খেলা দেখিয়ে মুগ্ধ করতেন ____________ ।
ক) তারাসুন্দরী
খ) সুশীলাসুন্দরী
গ) রাইসুন্দরী
ঘ) কমলাসুন্দরী
খ) সুশীলাসুন্দরী
১১০. বাঙালির সার্কাস বইটি লিখেছিলেন ____ বসু ।
ক) প্রিয়নাথ
খ) অবনীন্দ্রনাথ
গ) অবনীন্দ্রকুমার
ঘ) অবনীন্দ্রকৃষ্ণ
ঘ) অবনীন্দ্রকৃষ্ণ
১১১. বাংলাদেশে আধুনিক ম্যাজিকের সূত্রপাত করেন ____________ চক্রবর্তী ।
ক) গণপতি
খ) প্রতুল
গ) পবিত্র
ঘ) তারানাথ
ক) গণপতি
Column Matching Type
১১২. নীচের সঠিক জোড়টি নির্বাচন করো
স্তম্ভ – ১ | স্তম্ভ – ২ |
a. গোষ্ঠ পাল | i. হকি |
b. শুঁটে ব্যানার্জি | ii. দাবা |
c. লেসলি ক্লডিয়াস | iii. ক্রিকেট |
d. সূর্যশেখর গাঙ্গুলি | iv. ফুটবল |
ক) a-ii, b-iv, c-iii, d-i
(খ) a-iv, b-iii, c-i, d-ii
গ) a-i, b-ii, c-iv, d-iii
(ঘ) a-iii, biv, c-ii, d-i
(খ) a-iv, b-iii, c-i, d-ii
১১৩. নীচের সঠিক জোড়টি নির্বাচন করো
স্তম্ভ – ১ | স্তম্ভ – ২ |
a. শৈলেন মান্না | i. সাঁতার |
b. বুলা চৌধুরী | ii. লন টেনিস |
c. লিয়েন্ডার পেজ | iii. ব্যাডমিন্টন |
d. দীপু ঘোষ | iv. ফুটবল |
ক) a-iv, b-i, c-ii, d-iii
(খ) a-ii, b-iii, c-i, d-iv
গ) a-i, b-iii, c-iv, d-li
(ঘ) a-i, b-ii, c-iv, d-iii
ক) a-iv, b-i, c-ii, d-iii
১১৪. নীচের সঠিক জোড়টি নির্বাচন করো:
স্তম্ভ – ১ | স্তম্ভ – ২ |
a. নবগোপাল মিত্র | i. ছোট বোল |
b. রাজেন্দ্রলাল সিংহ | ii. বাঙালির সার্কাস |
C. প্রিয়নাথ বস | iii. ন্যাশনাল সার্কা |
d. অবনীন্দ্রকৃয় বসু | iv. গ্রেট ইন্ডিয়ান সার্কাস |
ক) a-ii, b-iv, c-iii, d-i
(খ) a-iii, b-iv, c-i, d-ii
গ) a-i, b-ii, c-iv, d-iii
(ঘ) a-i b-iii, c-iv, d-ii
(খ) a-iii, b-iv, c-i, d-ii
Rearrange of Sentences/Events Type
১১৫. সঠিক ক্রম নির্বাচন করো:
ঘটনার ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল –
i. গোবর গুহ-এর প্রথম বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জয় ৷
ii. মোহনবাগানের আই এফ এ শিল্ড জয় ৷
iii. সারদারঞ্জন রায়চৌধুরির দ্বারা কলকাতার প্রথম ক্রিকেট ক্লাব টাউন ক্লাবের প্রতিষ্ঠা ।
iv. ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা ।
বিকল্পসমূহ: ক) i, ii, iv, iii
খ) iv, ii, i, iii
গ) iii,ii, iv, i
ঘ) i, iv, iii, ii
গ) iii,ii, iv, i
১১৬. সঠিক ক্রম নির্বাচন করো:
ঘটনার ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল-
i. মিহির সেনের ইংলিশ চ্যানেল জয়
ii. কলকাতায় বেটন কাপ হকি প্রতিযোগিতার সূচনা
iii. পঙ্কজ রায়ের টেস্ট অভিষেক
iv. মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠা
বিকল্পসমূহ : ক) ii, i, iii, iv
খ) iv, ii, iii, i
গ) i, ii, iv, iii
ঘ) iii, i, ii, iv
খ) iv, ii, iii, i
১১৭. ঘটনার ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল –
1. গ্রেট ইন্ডিয়ান সার্কাসের প্রতিষ্ঠা
ii. গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠা
iii. ন্যাশনাল সার্কাসের প্রতিষ্ঠা
iv. ‘প্রোফেসর বোসের অপূর্ব ভ্রমণ বৃত্তান্ত’ বইটির প্রকাশ
বিকল্পসমূহ : ক) ii, iv, iii, i
খ) i, ii, iii, iv
গ) iii, i, iv, ii
ঘ) iii, i, ii, iv
ঘ) iii, i, ii, iv
Relationship between Statements Type
১১৮. সঠিক সম্পর্কটি চিহ্নিত করোঃ
বিবৃতি A : খেলার মাঠের সাফল্য জাতীয় আন্দোলনে জোয়ার এনেছিল
বিবৃতি B : ১৯১১ তে ইস্ট ইয়র্ক রেজিমেন্টকে হারিয়ে মোহনবাগান আই এফ এ শিল্ড জয় করেছিল
সঠিক বিকল্প: ক) A – এর কারণ B
খ) A এবং B দুটিই ভুল
গ) A হল B-এর কারণ
ঘ) A, B দুটিই সঠিক, কিন্তু তারা সম্পর্কহীন
ক) A – এর কারণ B
১১৯. সঠিক সম্পর্কটি চিহ্নিত করোঃ
বিবৃতি A : বাংলার ক্রিকেটের জনক ছিলেন পঙ্কজ রায়
বিবৃতি B : ইংরেজদের একাধিপত্যের অবসান ঘটানোর জন্যই তাঁর ক্রিকেটে আসা
সঠিক বিকল্প: ক) A, B দুটিই সঠিক, কিন্তু তারা সম্পর্কহীন
খ) A-এর কারণ B
গ) A হল B-এর কারণ
ঘ) A এবং B দুটিই ভুল
ঘ) A এবং B দুটিই ভুল
১২০. সত্য -মিথ্যা নির্ণয় করোঃ
i. ভূপতি মজুমদার খো খো খেলার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন
ii. দোলা ব্যানার্জি নামটি তিরন্দাজির সঙ্গে যুক্ত
iii. জ্যোতির্ময়ী শিকদার নামটি শ্যুটিং-এর সঙ্গে যুক্ত
iv. সোমা দত্ত বাংলার সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিট
ক) i-মিথ্যা ii-সত্য iii-মিথ্যা iv-সত্য
খ) i-সত্য ii-সত্য iii-মিথ্যা iv-মিথ্যা
গ) i-সত্য ii-মিথ্যা iii-সত্য iv-মিথ্যা
ঘ) i-মিথ্যা ii-মিথ্যা iii-সত্য iv-সত্য
খ) i-সত্য ii-সত্য iii-মিথ্যা iv-মিথ্যা
Important Links
WB HS CLASS 12 ONLINE MOCK TEST FOR SEMESTER 3
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,Whatsapp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।