বহুরূপী গল্পের MCQ এবং SAQ প্রশ্ন উত্তর || Bohurupi Golper MCQ and SAQ Question Answer || বহুরূপী মক টেস্ট – West Bengal Board এর দশম শ্রেণি (ক্লাস -10) মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com-এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে ‘বহুরূপী’ গল্পের MCQ এবং SAQ প্রশ্ন উত্তর । Class X -এর ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই MCQ গুলো । এই বহুরূপী গল্পের মক টেস্ট থেকে মাধ্যমিকে কমন পাওয়ার চান্স অনেকটাই । তাই আর দেরী না করে নিমলিখিত প্রশ্ন উত্তর গুলো ঝটপট তৈরি করে নাও ।
বহুরূপী গল্পের MCQ এবং SAQ প্রশ্ন উত্তর || বহুরূপী মক টেস্ট
১. “বড়ো-মানুষের কান্ডের খবর” ‘বড়ো মানুষ’ বলতে বোঝানো হয়েছে-
(ক) জগদীশবাবুকে (উত্তর)
(খ) নিমাইবাবুকে
(গ) শ্রীপান্থকে
(ঘ) এদের কাউকেই নয়
২. ‘সে ভয়ানক দুর্লভ জিনিস।’- ভয়ানক দুর্লভ জিনিসটি হল –
(ক) সন্ন্যাসীর দেখা পাওয়া
(খ) সন্ন্যাসীর কমণ্ডলু পাওয়া
(গ) সন্ন্যাসীর মতো জীবনযাপন করা
(ঘ) সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া (উত্তর)
৩. সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন-
(ক) বিরাগীবাবু
(খ) নিমাইবাবু
(গ) জগদীশবাবু (উত্তর)
(ঘ) রামবাবু
৪. জগদীশবাবু কাঠের খড়মে লাগিয়েছিলেন-
(ক) হীরের ফুল
(খ) সোনার বোল (উত্তর)
(গ) রূপোর বল
(ঘ) সোনার চুমকি
৫. সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু দিয়েছিলেন-
(ক) পঞ্চাশ টাকার নোট
(খ) একশো টাকার নোট (উত্তর)
(গ) পাঁচশো টাকার নোট
(ঘ) হাজার টাকার নোট
৬. হরির জীবনে নাটকীয় বৈচিত্র্যের সংযোজন ঘটিয়েছে তার –
(ক) শখ
(খ) উদার স্বভাব
(গ) উগ্রতা
(ঘ) বাউন্ডুলে ভাব (উত্তর)
৭. ‘একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল।’ কখন হল্লা বেজে উঠেছিল ?
(ক) সকালবেলা
(খ) বিকেলবেলা
(গ) দুপুরবেলা (উত্তর)
(ঘ) সন্ধ্যাবেলা
৮. ‘খুব হয়েছে হরি, এই বার সরে পড়ো। অন্যদিকে যাও। ‘- একথা বলেছে-
(ক) ভবতোষ
(খ) অনাদি
(গ) কাশীনাথ (উত্তর)
(ঘ) জনৈক বাসযাত্রী
৯. ‘ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি।’- কীসের ছদ্মবেশে ?
(ক) বাইজি (উত্তর)
(খ) পুলিশ
(গ) পাগল
(ঘ) ভিখারি
১০. বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়-
(ক) আট টাকা দশ আনা (উত্তর)
(খ) আট টাকা আট আনা
(গ) দশ টাকা চার আনা
(ঘ) দশ টাকা দশ আনা
১১. হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচুবাগানের ভিতর স্কুলের ক’টি ছেলেকে ধরেছিলেন ?-
(ক) তিন জনকে
(খ) চার জনকে (উত্তর)
(গ) পাঁচ জনকে
(ঘ) ছয় জনকে
১২. সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান –
(ক) একদিন (উত্তর)
(খ) দুদিন
(গ) চারদিন
(ঘ) পাঁচদিন
১৩. ‘সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ’ কে ?
(ক) ছদ্মবেশী হরিদা
(খ) সন্ন্যাসী
(গ) জগদীশবাবু (উত্তর)
(ঘ) হিমালয়ের সাধুবাবা
১৪. “সেটা পূর্বজন্মের কথা”- ‘পূর্বজন্মের কথা’ হল-
(ক) বিরাগী সংসারবিমুখ
(খ) বিরাগী নির্মোহ নন
(গ) বিরাগী রাগের অধীন (উত্তর)
(ঘ) বিরাগী কাউকে পদধূলি দেন না
১৫. ‘অসম্ভব। হরিদার গলার স্বর এরকমেরই নয়’ বক্তা কে ?
(ক) গল্পকথক
(খ) ভবতোষ (উত্তর)
(গ) কাশীনাথ
(ঘ) শিবতোষ
১৬. বিরাগীর মতে, ‘পরম সুখ’ হল-
(ক) পরমাত্মার দর্শন লাভ করা যায়
(খ) ঈশ্বর সাধনা করা
(গ) সব সুখের বন্ধন থেকে মুক্ত হতে পারা (উত্তর)
(ঘ) সংসার ত্যাগ না করা
১৭. বিরাগী ধন জন যৌবনকে বলেছিলেন সুন্দর সুন্দর এক-একটি –
(ক) সম্পদ
(খ) বঞ্চনা (উত্তর)
(গ) মায়া
(ঘ) রত্ন
১৮. হরিদার ঘরে আড্ডা দিতেন-
(ক) অনাদি ও প্রাণতোষ
(খ) ভবতোষ ও প্রাণতোষ
(গ) অনাদি ও ভবতোষ (উত্তর)
(ঘ) অমল ও ভবতোষ
১৯. স্কুলের মাস্টারমশাইয়ের থেকে হরিদা পেয়েছিল –
(ক) চার আনা
(খ) পাঁচ আনা
(গ) সাত আনা
(ঘ) আট আনা (উত্তর)
২০. পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন –
(ক) জগদীশবাবুর বাড়িতে
(খ) চকের বাসস্ট্যান্ডে
(গ) দয়ালবাবুর লিচু বাগানে (উত্তর)
(ঘ) চায়ের দোকানে
২১. ‘বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত।’ বাসযাত্রীদের এমন প্রতিক্রিয়ার কারণ-
(ক) বাসের ড্রাইভার কাশীনাথ বহুরূপী হরিদাকে ধমক দিয়েছে
(খ) বহুরূপী হরিদার পাগলের সাজটা হয়েছে চমৎকার (উত্তর)
(গ) হরিদা আজ একজন বাউল সেজে এসেছেন
(ঘ) কাপালিক সেজে এলেও হরিদা আজ কোনো পয়সা নিলেন না
২২. সন্ন্যাসী কোথায় থাকতেন ?
ক) হিমালয়ের গুহাতে (উত্তর)
খ) মানস সরোবরের কাছে
গ) জঙ্গলে
ঘ) কোনোটিই নয়
২৩. জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী সারা বছর কী খেতেন ?
ক) একটি আমলকী
খ) চারটি রুটি
গ) একটি হরীতকী (উত্তর)
ঘ) দুধ ও সাবু
২৪. “তোমরা সেখানে থেকো।”-‘সেখানে’ বলতে বোঝানো হয়েছে-
ক) জগদীশবাবুর বাড়িতে (উত্তর)
খ) খেলার মাঠে
গ) স্টেশনে
ঘ) বাসস্ট্যান্ডে
২৫. পাড়ার ছেয়ো কীসের চাঁদা নেওয়ার জন্য জগদীশবাবুর বাড়ি গিয়েছিল ?
ক) স্পোর্টের (উত্তর)
খ) কালীপুজোর
গ) দুর্গাপুজোর
ঘ) কোনোটাই নয়
২৬. জগদীশবাবু সন্ন্যাসীর কাঠের খড়মে লাগিয়েছিলেন-
ক) রুপোর বোল
খ) মূল্যবান রত্নের বোল
গ) মুক্তোর বোল
ঘ) সোনার বোল (উত্তর)
২৭. কথকদের আড্ডা বসত-
ক) হরিদার ঘরে (উত্তর)
খ) রাস্তার ধারে
গ) জগদীশবাবুর বাড়িতে
ঘ) ভবতোষের দালান বাড়িতে
২৮. কোন্ বিষয়ে হরিদার ভয়ানক আপত্তি ছিল ?
ক) বহুরূপী সাজতে
খ) অভাব সহ্য করতে
গ) একঘেঁয়ে কাজ করতে (উত্তর)
ঘ) কোনোটাই নয়
২৯. যারা বহরূগী বেশে হরিদাকে চিনতে পারে তারা কী করে ?
ক) খেলা দেখাতে বলে
খ) গান শোনাতে বলে
গ) তাদের বহুরূপী সাজ শিখিয়ে দিতে বলে
ঘ) এক আনা বা –দু আনা বকশিশ দেন (উত্তর)
৩০. “খুব হয়েছে হরি, এই বার সরে পড়ো। অন্যদিকে যাও।”-এ কথা বলেছে-
ক) ভবতোষ
খ) কাশীনাথ (উত্তর)
গ) অনাদি
ঘ) জনৈক বাসযাত্রী
৩১. বাইজি সেজে হরিদার রোজগার হয়েছিল-
অথবা, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল-
ক) বারো টাকা আট আনা
খ) আট টাকা দশ আনা (উত্তর)
গ) দশ টাকা সাত আনা
ঘ) মাত্র পাঁচ টাকা
৩২. “ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল-পুলিশ হরিদা”-ঘুষের পরিমাণ কত?
ক) চার আনা
খ) আট টাকা
গ) আট আনা (উত্তর)
ঘ) পঁচিশ পয়সা
৩৩. “বরং একটু তারিফই করলেন”-তারিফ করার কারণ-
ক) হরিদা ভালো পাগল সেজেছিল
খ) হরিদা ভালো বাইজি সেজেছিলেন
গ) হরিদা ভালো সন্ন্যাসী সেজেছিলেন
ঘ) হরিদা ভালো পুলিশ সেজেছিলেন (উত্তর)
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর (SAQ)
১. লেখক ও তাঁর বন্ধুরা হরিদার কাছে কোন্ ঘটনা শোনাতে এসেছিলেন ?
উত্তর: জগদীশবাবুর বাড়িতে খুব উঁচুদরের এক সন্ন্যাসী এসেছিলেন এবং তিনি সাত দিন ধরে তাঁর বাড়িতে ছিলেন। এই খবরটাই লেখক ও তাঁর বন্ধুরা হরিদাকে শোনাতে এসেছিলেন ।
২. হরিদা সন্নাসীর পায়ের ধুলো নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাকে কী বলা হয়েছিল ?
উত্তর: হরিদা সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাকে বলা হয়েছিল, সন্ন্যাসীর পায়ের ধুলো দুর্লভ জিনিস। একমাত্র জগদীশবাবু ছাড়া কেউই তাই সন্ন্যাসীর পায়ের ধুলো পাননি ।
৩। সন্ন্যাসী চলে যাওয়ার আগে জগদীশবাবু কী করেছিলেন ?
উত্তর: সন্ন্যাসী চলে যাওয়ার আগে জগদীশবাবু কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তাঁকে দিয়েছিলেন আর সন্ন্যাসীর ঝোলায় জোর করে একশো টাকার একটা নোট ফেলে দিয়েছিলেন ।
৪। হরিদার ঘরটা কীরকম ছিল এবং সেখানে কী হত ?
উত্তর: সরু এক গলির মধ্যে হরিদার ছোটো একটা ঘর ছিল। সেখানে সকাল- সন্ধ্যা লেখকদের আড্ডা বসত। চা, চিনি, দুধ তাঁরাই আনতেন। হরিদা শুধু আগুনের আঁচে জল ফুটিয়ে দিত।
৫। হরিদা কীভাবে প্রতিদিনের অন্নসংস্থান করে ?
উত্তর: হরিদা বহুরূপী সেজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। বহুরূপীর সাজ দেখে কেউ কেউ এক-আনা, দু-আনা বকশিশ দেয়। সেই রোজগারেই হরিদার দিন চলে ।
৬। “এই বার সরে পড়ো”- কে, কাকে সরে পড়তে বলে ?
উত্তর: বাস ড্রাইভার জানত হরি বহুরূপী সাজে। আর তাই সেদিন হরি পাগল সাজলে বাস ড্রাইভার হরিদাকে চিনতে পেরে তাকে সেখান থেকে সরে যেতে বলেছিল ।
৭। “কিন্তু দোকানদার হেসে ফেলে-হরির কান্ড”-হরির কান্ডটি কী ?
উত্তর: আলোচ্য অংশে হরিদার যে কান্ডের কথা বলা হয়েছে তা হল। শহরের পথে বাইজি সেজে ঘুঙুরের আওয়াজ তুলে নাচতে নাচতে যাওয়া।
৮। পুলিশ সেজে হরিদা কী করেছিল ?
উত্তর: হরিদা একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে দাঁড়িয়েছিল আর সেখান থেকে চারটে স্কুলের ছেলেকে ধরেছিল।
৯। স্কুলের ছেলেদের পুলিশের হাত থেকে বাঁচাতে স্কুলের মাস্টার কী করেছিলেন ?
উত্তর: স্কুলের মাস্টার ছেলেদের পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য বহুরূপী বেশে নকল পুলিশ হরিদাকে আট আনা ঘুষ দিয়ে তাদেরকে ছাড়িয়ে এনেছিলেন ।
১০। মাস্টারমশাই যখন জানতে পারলেন হরিদা পুলিশ সেজেছিল তখন কী করেছিলেন ?
উত্তর: মাস্টারমশাই যখন জানতে পারলেন যে হরিদা নকল পুলিশ সেজে ঘুষ নিয়ে ছেলেদের ছেড়েছে তখন তিনি একটুও রাগ করলেন না বরং তারিফ করলেন হরিদার বহুরূপী সাজের ।
১১। “তোমরা সেখনে থেকো”-কোথায় থাকতে বলা হয়েছে ?
উত্তর: হরিদা বহুরূপী সেজে জগদীশবাবুর বাড়িতে যাবে-সেখানেই কথক ও তাঁর বন্ধুদের থাকতে বলা হয়েছে ।