A ও B দুটি মৌলের ইলেকট্রন বিন্যাস যথাক্রমে 12 এবং 17 পরমাণু দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো ।
উত্তরঃ A মৌলের ইলেকট্রন বিন্যাসঃ K(2) L(8) M(2) ।
এবং B মৌলের ইলেকট্রন বিন্যাস K(2) L(8) M(7)
A মৌলটি তৃতীয় পর্যায়ের 2 নং শ্রেণির অন্তর্গত । অতএব A মৌলের যোজ্যতা 2 । আবার , B মৌলটি তৃতীয় পর্যায়ের 17 নং শ্রেণিতে অবস্থিত , সুতরাং B মৌলের যোজ্যতা (8-7)=1 ।
অতএব A ও B মৌলের দ্বারা গঠিত যৌগের সংকেত হবে AB2