কার্বন বিজারণ পদ্ধতিতে কীভাবে জিংক(Zn) ধাতু নিষ্কাশন করা হয় ?|জিংক অক্সাইড (ZnO)থেকে কীভাবে জিংক (Zn) নিষ্কাশন করা হয় রাসায়নিক বিক্রিয়া সহ লেখ ।

কার্বন বিজারণ পদ্ধতিতে কীভাবে জিংক(Zn) ধাতু নিষ্কাশন করা হয় ?|জিংক অক্সাইড (ZnO)থেকে কীভাবে জিংক (Zn) নিষ্কাশন করা হয় রাসায়নিক বিক্রিয়া সহ লেখ ।

উত্তরঃ কার্বন বিজারণ পদ্ধতিতে জিংক(Zn) ধাতু নিষ্কাশনের সমগ্র প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয় সেগুলি নিম্নে আলোচনা করা হল –

প্রথম ধাপঃ জিংকের আকরিক জিংক ব্লেন্ড (ZnS) অথবা ক্যালামাইন (ZnCO3)এ উপস্থিত অশুদ্ধিগুলো প্রথমে দূরীভূত করা হয় ।

দ্বিতীয় ধাপঃ আকরিক জিংক ব্লেন্ড (ZnS) অথবা ক্যালামাইন(ZnCO3) –কে জিংকের গলনাঙ্কের নীচে নিয়ন্ত্রিত বায়ুপ্রবাহ দ্বারা উচ্চ উষ্ণতায় (800°C-900°C) তাপজারিত করা হয় , যাতে আকরিক সম্পূর্ণরূপে জিংক অক্সাইডে (ZnO) পরিণত হয় ।   

$2ZnS + 3O_2\mathop{=}\limits^{\bigtriangleup}2ZnO + 2SO_2$

$ZnCO_3\mathop{=}\limits^{\bigtriangleup}ZnO + CO_2$

তৃতীয় ধাপঃ উৎপন্ন জিংক অক্সাইডের সঙ্গে অতিরিক্ত কোকচূর্ণ ভালোভাবে মিশিয়ে অগ্নিসহ মাটির তৈরি রিটর্ট বা বকযন্ত্রে নিয়ে 1300°C থেকে 1400°C উষ্ণতায় উত্তপ্ত করলে ZnO কোক দ্বারা বিজারিত হয়ে ধাতব জিংকে পরিণত করে এবং কোক (কার্বন) জারিত হয়ে কার্বন মনো অক্সাইড উৎপন্ন করে ।

$ZnO + C\mathop{\rightarrow}\limits^{\bigtriangleup}Zn + CO\uparrow$

উৎপন্ন কার্বন মনো অক্সাইডও বিজারক রূপে কাজ করে ZnO কে বিজারিত করে ধাতব Zn উৎপন্ন করে ।
$ZnO + CO\rightarrow Zn + CO_2\uparrow $

Leave a Comment

error: Content is protected !!