HS Class 12 Semester 3 2025 Economics Question Paper with Answer || উচ্চমাধ্যমিক 2025 দ্বাদশ শ্রেণি সেমিস্টার 3 অর্থনীতি প্রশ্ন উত্তর -Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল 2025 এর উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের অর্থনীতি প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ । তোমরা প্রত্যেকে যারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছো তারা এখন মিলিয়ে নিতে পারো তোমাদের কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে এবং কতগুলো ভুল হয়েছে । এই আর্টিকেল তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও ।
HS Class 12 Semester 3 2025 Economics Question Paper with Answer || উচ্চমাধ্যমিক 2025 দ্বাদশ শ্রেণি সেমিস্টার 3 অর্থনীতি প্রশ্ন উত্তর
১. অপারেশন বর্গার একটি গুরুত্বপূর্ণ বর্গার ছিলো –
(A) গ্রামীন দারিদ্র হ্রাস
(B) জমিদারি প্রথার পুনরুত্থান
(C ) কৃষিকাজে নতুন প্রযুক্তির ব্যবহার
(D) নথিভুক্ত বর্গাদারদের সংখ্যা হ্রাস
(D) নথিভুক্ত বর্গাদারদের সংখ্যা হ্রাস
২. প্রদত্ত বিবৃতি ও কারণ থেকে সঠিক উত্তরটি চয়ন করোঃ
বিবৃতি (A): ভূমিসংস্কার কৃষির উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ
কারণ (R): ভূমি সংস্কার কৃষকদের জমির মালিকানা নিশ্চিত করে এবং তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করে।
(A) বিবৃতি (A) সঠিক , কারণ (R ) সঠিক
(B) বিবৃতি (A) সঠিক , কারণ (R ) ভুল
(C ) বিবৃতি (A) ভুল , কারণ (R ) সঠিক
(D) বিবৃতি (A) এবং কারণ (R ) উভয়েই ভুল
(A) বিবৃতি (A) সঠিক , কারণ (R ) সঠিক
৩. কৃষকদের কাছ থেকে খাদ্যশষ্য কেনার ভার গ্রহণ করেছে যে সংস্থা , তা হল –
(A) ভারতীয় খাদ্য নিগম (FCI)
(B) কৃষি ব্যয় ও দাম কমিশন
(C ) NABARD
(D) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
(A) ভারতীয় খাদ্য নিগম (FCI)
৪. নীচের কোনটি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস নয় ?
(A) মহাজন
(B) আত্মীয়স্বজন
(C ) ব্যবসায়ী
(D) জমি উন্নয়ন ব্যাঙ্ক
(D) জমি উন্নয়ন ব্যাঙ্ক
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
HS Class 12 Semester 3 2025 Economics Question Paper with Answer || উচ্চমাধ্যমিক 2025 দ্বাদশ শ্রেণি সেমিস্টার 3 অর্থনীতি প্রশ্ন উত্তর
৫. সঠিক বিকল্পটি নিয়ে শূন্যস্থান পূরণ করোঃ
___________ হল ভারতে গ্রামীন ঋণের সর্বোচ্চ প্রতিষ্ঠান ।
(A) NABARD
(B ) সমবায় সমিতি
(C ) ভারতীয় স্টেট ব্যাঙ্ক
(D) আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক
(A) NABARD
৬. প্রদত্ত বিবৃতি ও কারণ থেকে সঠিক উত্তরটি চয়ন করোঃ
বিবৃতি (A) : ভারতের অর্থনিতীতে সেবাক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ।
কারণ (R): কৃষিক্ষেত্রের তুলনায় সেবাক্ষেত্রের দক্ষ শ্রমিকের চাহিদা বেশি ।
(A) A এবং R উভয়েই সঠিক এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
(B) A এবং R উভয়েই সঠিক এবং R ,A এর সঠিক ব্যাখ্যা নয় ।
(C ) A সঠিক কিন্তু R ভুল
(D) A ভুল কিন্তু R সঠিক
(B) A এবং R উভয়েই সঠিক এবং R ,A এর সঠিক ব্যাখ্যা নয় ।
৭. চিনে ‘Great Leap Forward’ এর মূল উদ্দেশ্য ছিল –
(A) সবাক্ষেত্রের দ্রুত উন্নয়ন
(B) রপ্তানির দ্রুত উন্নয়ন
(C ) শিল্পক্ষেত্রের দ্রুত উন্নয়ন
(D) আমদানির দ্রুত উন্নয়ন
(C ) শিল্পক্ষেত্রের দ্রুত উন্নয়ন
৮. নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি ভারতের কৃষিক্ষেত্রে প্রযোজ্য নয় ?
(A) ভারতের কৃষি উৎপাদন বর্ষাকালের ওপর নির্ভরশীল
(B) ভারতের কৃষি উৎপাদনশীলতা এখনও তুলনামূলকভাবে কম
(C ) ভারতের কৃষির জোতগুলির আয়তন খুব বড়
(D) জমির মালিকানা বন্টনে অসাম্য বর্তমান
(C ) ভারতের কৃষির জোতগুলির আয়তন খুব বড়
৯. সবুজ বিপ্লবের ফলাফলের মধ্যে কোনটি পড়ে না ?
(A) কৃষিজাত উৎপাদনের উল্লেখযোগ্য বৃদ্ধি
(B) বড় চাষী সুফল বেশি পরিমাণে ভোগ করেছে
(C ) আঞ্চলিক বৈষম্য হ্রাস
(D) ধনতান্ত্রিক ও প্রযুক্তিভিত্তিক কৃষি ব্যবস্থার প্রসার
(C ) আঞ্চলিক বৈষম্য হ্রাস
১০. কোনো ব্যক্তি বা পরিবার সর্বাধিক যে পরিমাণ কৃষিযোগ্য জমি রাখতে পারে তাকে বলা হয় –
(A) জমির সর্বোচ্চ সীমা বা সিলিং
(B) জমির একত্রীকরণ
(C ) অকর্ষিত বা পতিত জমি
(D) সমবায় চাষের জমি
(A) জমির সর্বোচ্চ সীমা বা সিলিং
১১. স্বাধীনতার সময় ভারতের কৃষির অবস্থা কেমন ছিলো ?
(A) সারের অত্যাধিক ব্যবহার
(B) বৃষ্টিপাতের ওপর কম নির্ভরশীলতা
(C ) কলাকৌশলের (প্রযুক্তির) উচ্চ স্তর
(D) স্বল্প উৎপাদনশীলতা
(D) স্বল্প উৎপাদনশীলতা
১২. ব্রিটিশ শাসনকালে কোন শিল্পটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল ?
(A) হস্তচালিত তাঁতশিল্প
(B) লৌহ ইস্পাত শিল্প
(C ) কাগজ শিল্প
(D) চিনি শিল্প
(A) হস্তচালিত তাঁতশিল্প
১৩. স্বাধীনতার প্রাক্কালে ভারতে জনসংখ্যার বড় অংশ যে ক্ষেত্রে নিযুক্ত ছিলো , তা হল –
(A) কৃষিক্ষেত্র
(B) ব্যবসা বাণিজ্য
(C ) খনি ক্ষেত্র
(D) শিল্প ক্ষেত্র
(A) কৃষিক্ষেত্র
১৪. ব্রিটিশ শাসনকালে বাণিজ্যের ধরণ ছিলো –
(A) উৎপাদিত দ্রব্যের আমদানি এবং প্রাথমিক পণ্যের রপ্তানি
(B) প্রাথমিক পণ্যের আমদানি এবং উৎপাদিত দ্রব্যের রপ্তানি
(C ) শুধুই আমদানি এবং কোনও রপ্তানি নয়
(D) শুধুই আমদানি এবং কোনও রপ্তানি নয়
(A) উৎপাদিত দ্রব্যের আমদানি এবং প্রাথমিক পণ্যের রপ্তানি
১৫. ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রগত গঠনের পরিবর্তন কোন তত্ত্বমাফিক ঘটেছে ?
(A) জোর ধাক্কার তত্ত্ব
(B) দারিদ্রের দুষ্টচক্রের তত্ত্ব
(C ) অসম বিনিময় তত্ত্ব
(D) কার্ক-ফিশার তত্ত্ব
(D) কার্ক-ফিশার তত্ত্ব
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
HS Class 12 Semester 3 2025 Economics Question Paper with Answer || উচ্চমাধ্যমিক 2025 দ্বাদশ শ্রেণি সেমিস্টার 3 অর্থনীতি প্রশ্ন উত্তর
১৬. নিম্নলিখিত কোনটি মধ্যবর্তী পর্যায়ের দ্রব্য ?
(A) ইস্পাত যা গাড়ি তৈরি করতে লাগে
(B) একটি ঘড়ি
(C ) একটি অ্যাপার্ট্মেন্ট
(D) ডিলারের শরুমের গাড়ি
(A) ইস্পাত যা গাড়ি তৈরি করতে লাগে
১৭. একটি অর্থনীতিতে বাজার দামে স্থুল জাতীয় উৎপাদন (GNPMP ) =Rs 200 , বিদেশ থেকে নিট আয় = Rs 20 , পরোক্ষ কর =Rs 20 , ভরতুকি = Rs 10, অবচয় =Rs 10 , তাহলে উৎপাদন ব্যায়ে নীট আভ্যন্তরীণ উৎপাদন (NDP FC ) এর পরিমাণ হবে –
(A) Rs 100
(B) Rs 160
(C ) Rs 200
(D) Rs 250
(B) Rs 160
১৮. নিম্নলিখিত কোনটি একটি দেশের জাতীয় আয় পরিমাপের জন্য একটি প্রধান সমস্যা ?
(A) রপ্তানী
(B) অসংগঠিত ক্ষেত্রের আয়
(C ) কর
(D) অবচয়
(B) অসংগঠিত ক্ষেত্রের আয়
১৯. কেইনসীয় তত্ত্বে অনুমান করা হয় যে স্বল্পকালে আয় বাড়লে গড় ভোগ প্রবণতা (APC)
(A) বাড়ে
(B) কমে
(C ) প্রথমে বাড়ে তারপর কমে
(D) প্রথমে কমে তারপর বাড়ে
(C ) প্রথমে বাড়ে তারপর কমে
২০. প্রান্তিক ভোগ প্রবণতা (MPC) এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা (MPS) –এর মধ্যে হলো –
(A) MPC+MPS < 1
(B) MPC +MPS > 1
(C ) MPC+MPS = 1
(D) MPC + MPS = 0
(C ) MPC+MPS = 1
২১. কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠান কোনো উৎপাদন বা সেবামূলক কাজ ছাড়াই যে অর্থ পেলো তাকে বলে –
(A) আয়
(B) হস্তান্তর পাওনা
(C ) বিনিয়োগ
(D) ভোগ
(B) হস্তান্তর পাওনা
২২. প্রকৃত স্থূল জাতীয় উৎপাদন (GNP) বাড়ে না যখন –
(A) দামস্তর বাড়ে
(B) দ্রব্যসামগ্রী ও সেবাকার্যের উৎপাদন বাড়ে
(C ) অবচয় বাড়ে
(D) দামস্তর কমে
(A) দামস্তর বাড়ে
২৩. একটি মুক্ত অর্থনীতিতে সরকারী আয় ব্যয় থাকলে নীচের কোনটি জাতীয় ব্যায়ের সমান ?
(A) C +I +G +X + M
(B) C +I + G-X +M
(C ) C + I + G+X –M
(D) C+ I –G-X-M
(C ) C + I + G+X –M
২৪. স্থূল জাতীয় উৎপাদন (GNP) এবং নীট জাতীয় উৎপাদন (NNP) এর মধ্যে পার্থক্য হল –
(A) হস্তান্তর পাওনা
(B) পরোক্ষ কর
(C ) ভরতুকি
(D) অবচয়
(D) অবচয়
২৫. সঠিক উত্তরটি দিয়ে শূন্যস্থান পূরণ করোঃ
জাতীয় আয় পরিমাপের _______ টি পদ্ধতি আছে ।
(A) 2
(B) 3
(C ) 4
(D) 1
(B) 3
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
HS Class 12 Semester 3 2025 Economics Question Paper with Answer || উচ্চমাধ্যমিক 2025 দ্বাদশ শ্রেণি সেমিস্টার 3 অর্থনীতি প্রশ্ন উত্তর
২৬. MPC এর মান 0.8 হলে , কেইনসীয় গুনাঙ্কের মান হবে –
(A) 5
(B) 6
(C ) 2
(D) 4
(A) 5
২৭. A স্তম্ভের সঙ্গে B স্তম্ভের সঠিক জোড়া চিহ্নিত করো এবং ঠিক বিকল্পটি নির্বাচন করোঃ
স্তম্ভ –A | স্তম্ভ-B |
(i) ভোগ অপেক্ষক | (a) MPS |
(ii) 1-MPC | (b) আয় = ব্যয় |
(iii) সঞ্চয়=0 | (c) MPC |
(iv) ভোগ অপেক্ষকের ঢাল | (d) c =a+bY |
(A) (i)-d , (ii)-a , (iii)-b , (iv)-c
(B) (i)-c , (ii) – b , (iii) -a , (iv)-d
(C ) (i)-b , (ii)-c, (iii)- d , (iv)-a
(D) (i) -a , (ii) – d, (iii) – c , (iv)- b
(D) আয়ের স্তর বা সুদের হারের ওপর নির্ভর করে না
২৮. সয়ম্ভূত বিনিয়োগ হল সেই বিনিয়োগ যা
(A) আয়ের স্তরের ওপর নির্ভর করে
(B) সুদের হারের ওপর নির্ভর করে
(C ) মুনাফার স্তরের ওপর নির্ভর করে
(D) আয়ের স্তর বা সুদের হারের ওপর নির্ভর করে না
(D) আয়ের স্তর বা সুদের হারের ওপর নির্ভর করে না
২৯. সমতার বাজেটের গুণকের মান –
(A) 1 অপেক্ষা বড়ো
(B) 1 এর সমান
(C ) 1 এর অপেক্ষা ছোটো
(D) অনির্ণেয়
(B) 1 এর সমান
৩০. মিতব্যায়িতার ধাঁধার প্রধান বক্তব্য হল –
(A) মিতব্যায়িতা বাড়লে আয়স্তর বাড়ে
(B) মিতব্যায়িতা বাড়লে আয়স্তর কমে
(C ) আয় বাড়লে মিতব্যয়িতা কমে
(D) আয় বাড়লে মিতব্যয়িতা বাড়ে
(B) মিতব্যায়িতা বাড়লে আয়স্তর কমে
৩১. একটি বদ্ধ অর্থনীতিতে , যেখানে সরকার নেই , ক্রস –তির্যক মডেল আয়ের ভারসাম্য দেখায় ।
(A) যেখানে 45◦ রেখা C +I রেখার সমান্তরাল হয় ।
(B) যেখানে 45◦ রেখা C +I রেখাকে ছেদ করে ।
(C ) যেখানে 45◦ রেখা উল্লম্ব অক্ষকে ছেদ করে ।
(D) যেখানে 45◦ রেখা অনুভূমিক অক্ষকে ছেদ করে ।
(B) যেখানে 45◦ রেখা C +I রেখাকে ছেদ করে ।
৩২. সঠিক উত্তরটি দিয়ে শূন্যস্থান পূরণ করোঃ
লেনদেন ব্যালান্সে ঘাটতি অথবা উদবৃত্ব ঘটে ________ লেনদেনের মাধ্যমে ।
(A) সয়ম্ভূত
(B) সমন্বয়বিধানকারী
(C ) চলতি খাতে
(D) মূলধনি খাতে
(A) সয়ম্ভূত
৩৩. দৃশ্য বাণিজ্য ব্যালান্স , অদৃশ্য বাণিজ্য ব্যাল্যান্স এবং একতরফা হস্তান্তরের নিট মূল্য হল –
(A) চলতি খাতের ব্যালান্স
(B) মূল্ধনি খাতের ব্যালান্স
(C ) বাণিজ্য ব্যালান্স
(D) লেনদেন ব্যালান্স
(D) লেনদেন ব্যালান্স
৩৪. বাজারের অবাধ শক্তির দ্বারা কোনো মুদ্রার দাম অপর কোনও মুদ্রার সাপেক্ষে নির্ধারিত হওয়ায় ব্যবস্থাকে বলা হয় –
(A) ভারসাম্য দাম
(B) স্থির বিনিময় হার
(C) বৈদেশিক বিনিময় হার
(D) নমণীয় বিনিময় হার
(D) নমণীয় বিনিময় হার
৩৫. যদি কোনো দেশ তার মুদ্রার অবমূল্যায়ণ ঘটায় তাহলে সেই দেশের –
(A) রপ্তানি দ্রব্যের দাম বাড়বে এবং আমদানি দ্রব্যের দাম বাড়বে
(B) রপ্তানি দ্রব্যের দাম বাড়বে এবং আমদানি দ্রব্যের দাম বাড়বে
(C ) রপ্তানি দ্রব্যের দাম এবং আমদানি দ্রব্যের দাম উভয়ই কমবে
(D) রপ্তানি দ্রব্যের দাম এবং আমদানি দ্রব্যের দাম কমতেও পারে বা বাড়তেও পারে ।
(A) রপ্তানি দ্রব্যের দাম বাড়বে এবং আমদানি দ্রব্যের দাম বাড়বে
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
HS Class 12 Semester 3 2025 Economics Question Paper with Answer || উচ্চমাধ্যমিক 2025 দ্বাদশ শ্রেণি সেমিস্টার 3 অর্থনীতি প্রশ্ন উত্তর
৩৬. কোন ধরনের বেকারিতে শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য ?
(A) প্রচ্ছন্ন বেকারি
(B) অনিচ্ছাকৃত বেকারি
(C ) মরশুমি বেকারি
(D) কাঠামোগত বেকারি
(A) প্রচ্ছন্ন বেকারি
৩৭. নীচের কোনটি ভারতের বেকারির কারণ নয় ?
(A) ধীর গতিতে অর্থনৈতিক প্রসার
(B) উচ্চহারে জনসংখ্যা বৃদ্ধি
(C ) কুটির ও ক্ষুদ্র শিল্পের প্রসার
(D) শ্রমিকের সীমিত চলনশীলতা
(C ) কুটির ও ক্ষুদ্র শিল্পের প্রসার
৩৮. নীচের বিবৃতি গুলির মধ্যে কোনটি ভূল ?
(A) চীনের জনঘনত্ব ভারতের জনঘনত্ব অপেক্ষা কম ।
(B) ভারত অপেক্ষা চীনের জনসংখ্যা বেশি
(C ) মোট জনসংখ্যার শতাংশ হিসাবে চিনের শহরাঞ্চলের জনসংখ্যার থেকে বেশি ।
(D) মানব উন্নয়নের দিক থেকে চিন ভারতের থেকে অনেক এগিয়ে ।
(B) ভারত অপেক্ষা চীনের জনসংখ্যা বেশি
৩৯. মানব উন্নয়ন নির্ধারণের জন্য কোন সূচক ব্যবহার করা হয় ?
(A) GDP
(B) Unemployment Rate
(C) HDI
(D) CPI
(C) HDI
৪০. সঠিক বিকল্পটি দিয়ে শুন্যস্থান পূরণ করোঃ
বছরে 100 দিনের কাজ কর্মসূচী রূপায়ণে __________ প্রকল্প গ্রহণ করা হয়েছে ।
(A) MGNREGA
(B) NDAP
(C )RLEGP
(D) MGNREGO
(A) MGNREGA
Important Links
উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।