Madhyamik 2022 Physical Science Question Answer PDF Download

Madhyamik 2022 Physical Science Question Answer Solved PDF Download|| মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

Madhyamik 2022 Physical Science Question Answer Solved PDF Download || মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড || West Bengal Board Class 10 Madhyamik Exam 2022 Physical Science Question Paper with Answer Complete

Madhyamik 2022 Physical Science Question Answer ||মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

‘ক’ বিভাগ

1. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো : 1×15=15

1.1 বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশী

(a) ট্রোপোস্ফিয়ার

(b) স্ট্র্যাটোস্ফিয়ার 

(c) মেসোস্ফিয়ার 

(d) থার্মোস্ফিয়ার

উত্তর: (a) ট্রোপোস্ফিয়ার

1.2 গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি হল

Madhyamik 2022 Physical Science Question Answer

উত্তর: (b) 

1.3 গ্যাসীয় পদার্থের আণবিক ভর (M) বাষ্প ঘনত্বের (D) সম্পর্কটি হল

(a) 2M = D

(b) M = D2 

(c) M = 2.8 D

(d) M = 2 D

উত্তর: (d) M = 2 D

1.4 একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সে.মি. হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে

(a) 20 সে.মি.

(b) 15 সে.মি. 

(c) 10 সে.মি.

(d) 40 সে.মি.

উত্তর: (c) 10 সে.মি.

1.5 দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে নীচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য বড়ো

(a) x-রশ্মি

(b) অবলোহিত রশ্মি 

(c) γ-রশ্মি

(d) অতিবেগুনি রশ্মি 

উত্তর: (b) অবলোহিত রশ্মি 

1.6 দন্তচিকিৎসকগণ ব্যবহার করেন

(a) উত্তল দর্পণ

(b) উত্তল লেন্স

(c) অবতল দর্পণ 

(d) অবতল লেন্স 

উত্তর: (c) অবতল দর্পণ 

Madhyamik 2022 Physical Science Question Answer ||মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

1.7 একটি ইলেকট্রনের আধান হল

(a) -3.2×10-19C

(b) -1.6×10-19

(c) 1.6×10-19

(d) 3.2×10-19C  

উত্তর: (b) -1.6×10-19

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)

1.8 পরিবাহীর রোধ (R) পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় (t) অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ (H) প্রবাহমাত্রার (I) সম্পর্ক হল

(a) H ∝ I

(b) H ∝ 1/I2 

(c) H ∝ I2 

(d) H ∝ 1/I

উত্তর: (c) H ∝ I2 

1.9 কোনও পরিবহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 C আধান প্রবাহিত হলে, তড়িৎপ্রবাহমাত্রা হল

(a) 6 অ্যাম্পিয়ার

(b) 0.1 অ্যাম্পিয়ার 

(c) 24 অ্যাম্পিয়ার

(d) 10 অ্যাম্পিয়ার 

উত্তর: (b) 0.1 অ্যাম্পিয়ার 

1.10 দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণির সংখ্যা হল

(a) 9

(b) 13 

(c) 18

(d) 19 

উত্তর: (c) 18

1.11 দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 17-এর অন্তর্গত Cl (17), I (53), F (9), Br (35)-এর জারণ ধর্মের ক্রম হল

(a) F<Cl<Br<I

(b) Cl>I>F>Br 

(c) Cl>F>Br>I

(d) F>Cl>Br>I 

উত্তর: (d) F>Cl>Br>I 

1.12 নীচের কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনও আয়নেরই অষ্টক নেই

(a) LiH

(b) CaO

(c) NaCl

(d) MgCl2

উত্তর: (a) LiH

1.13 নীচের কোন্ যৌগটির কঠিন অবস্থা অণু দ্বারা গঠিত নয়

(a) চিনি

(b) গ্লুকোজ 

(c) সোডিয়াম ফ্লুওরাইড  

(d) হাইড্রোজেন ক্লোরাইড

উত্তর: (c) সোডিয়াম ফ্লুওরাইড  

Madhyamik 2022 Physical Science Question Answer ||মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

1.14 অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে

(a) তড়িতের অপরিবাহী

(b) সম্পূর্ণরূপে বিয়োজিত হয়

(c) আংশিক বিয়োজিত হয়

(d) বিয়োজিত হয় না

উত্তর: (c) আংশিক বিয়োজিত হয়

1.15 তড়িৎ বিশ্লেষণের সময়

(a) ক্যাথোডে জারণ ও অ্যানোডে বিজারণ ঘটে   

(b) উভয় তড়িদ্বারে জারণ ঘটে 

(c) উভয় তড়িদ্বারে বিজারণ ঘটে 

(4) ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে

উত্তর: (4) ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে

Madhyamik 2022 Physical Science Question Answer Solved PDF Download|| মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)

Madhyamik 2022 Physical Science Question Answer ||মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

‘খ’ বিভাগ

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×21=21

2.1 জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো।

উত্তর: সৌরশক্তি

2.2 বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো ।

উত্তর: CO2 , CH4

অথবা 

শূন্যস্থান পূরণ করো

ওজোন স্তর সূর্য থেকে আগত ________ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে।

উত্তর: অতিবেগুনী

2.3 SI পদ্ধতিতে গ্যাসের চাপ এর একক কী?

উত্তর: পাস্কাল

2.4 চার্লসের সূত্রের ধ্রুবক কী কী?

উত্তর: ভর, চাপ

অথবা 

নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। 

উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান।

উত্তর: মিথ্যা

2.5 কোনও দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোটো দৈর্ঘ্যের অসদ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি ?

উত্তর: হ্যাঁ, উত্তল দর্পণ

2.6 মোটরগাড়ির হেড লাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় ?

উত্তর: অবতল

2.7 লাল নীল বর্ণের আলোর জন্য কোনও মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে µr µb হলে কোনটির মান বেশি?

উত্তর: µb বেশি ও µr কম

2.8 SI পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী?

উত্তর: কুলম্ব

2.9 তড়িৎপরিবাহিতার একক কী?

উত্তর:  moh (মো)

অথবা 

ফিউজ তারের উপাদান কী কী?

উত্তর: টিন ও সীসার মিশ্রন ।

2.10 ‘কিলোওয়াটঘণ্টাকোন্ ভৌত রাশির একক?

উত্তর: তড়িৎশক্তি

2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো :

বামস্তম্ভডানস্তম্ভ
2.11.1 অ্যাসিটিক অ্যাসিড(a) তড়িৎ অপরিবাহী
2.11.2 কাচ(b) মৃদু তড়িৎ-বিশ্লেষ্য
2.11.3 সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল(c) ক্রিপটন
2.11.4 একটি অভিজাত মৌল(d) ফুওরিন

উত্তর:

বামস্তম্ভডানস্তম্ভ
2.11.1 অ্যাসিটিক অ্যাসিড(b) মৃদু তড়িৎ-বিশ্লেষ্য
2.11.2 কাচ(a) তড়িৎ অপরিবাহী
2.11.3 সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল(d) ফ্লুওরিন
 2.11.4 একটি অভিজাত মৌল(c) ক্রিপটন

2.12 F, I, Br, Cl কে ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও।

উত্তর: F, Cl, Br, I

2.13 দীর্ঘ পর্যায় সারণির কোন্ শ্রেণিতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান ?

উত্তর: 17 নং শ্রেণী

অথবা 

ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণির কোন গ্রুপের অন্তর্গত?

উত্তর: 1 নং শ্রেণী

গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

2.14 ‘ড্যাশ’ চিহ্ন দিয়ে H2O অণুর প্রথাগত উপস্থাপনা দেখাও।

উত্তর:

2.15 হাইড্রাইড আয়নের H ইলেকট্রন বিন্যাস কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো?

উত্তর: He → হিলিয়াম

অথবা

হাইড্রোজেন অণুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো ।

উত্তর:

2.16 একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও।

উত্তর: জল (H2O)

Madhyamik 2022 Physical Science Question Answer ||মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

2.17 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো :

কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা থেকে বেশি।

উত্তর: মিথ্যা

2.18 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশণে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে?

উত্তর: Al3+ +3e→Al  

অথবা 

নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো

তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহণ  করে।

উত্তর: মিথ্যা

Madhyamik 2022 Physical Science Question Answer Solved PDF Download|| মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)

‘গ’ বিভাগ

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 2 x 9=18

3.1 বিশ্ব উয়ায়ন কী?

উত্তরঃ পরিবেশ দূষণের ফলে বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় গ্রিনহাউস এফেক্টের প্রত্যক্ষ ফলাফল হিসেবে পৃথিবীর গড় উষ্ণতা বিপদজনকভাবে বেড়ে চলেছে সারা বিশ্ব জুড়ে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির সার্বিক প্রবণতাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে।

3.2 770 mmHg চাপে 27°C উষ্ণতায় কোনও নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাস 75cm3 আয়তন অধিকার করে। ওই উষ্ণতায় 750 mmHg চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে ?

উত্তরঃ গ্যাসের প্রাথমিক চাপ (P1) = 770 mmHg

গ্যাসের প্রাথমিক আয়তন (V1) = 75 cm3

গ্যাসের অন্তীম চাপ (P2) = 750mmHg

ধরি , গ্যাসের অন্তীম আয়তন= V2

বয়েলের সূত্রানুযায়ী ,

P1V1 = P2V2

বা, V2 = P1V1/P2

বা, V2 = 770×75 /750

বা, V2 = 77

ওই উষ্ণতায় 750 mmHg চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস 77cm3 আয়তন দখল করবে ।

অথবা 

2 অ্যাটমস্ফিয়ার চাপে 300K উষ্ণতায় 64g O2 গ্যাসের (O=16) আয়তন কত হবে

(R = 0.082 লিটারঅ্যাটমস্ফিয়ার মোল-1 K-1)

উত্তরঃ গ্যাসের উষ্ণতা (T) = 300K

গ্যাসের চাপ (P) = 2 atm

O2 গ্যাসের ভর = 64g

O2 গ্যাসের আণবিক গুরুত্ব = 32

∴ গ্যাসের মোল সংখ্যা (n) = 64 /32 = 2

R = 0.082 লিটার-অ্যাটমস্ফিয়ার মোল-1 K-1

আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী ,

PV =nRT

বা, 2×V = 2 × 0.082×300

বা, V = 24.6

∴ 2 অ্যাটমস্ফিয়ার চাপে ও 300K উষ্ণতায় 64g O2 গ্যাসের (O=16) আয়তন  হবে 24.6 লিটার ।

Madhyamik 2022 Physical Science Question Answer ||মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)

3.3 লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোরশ্মির প্রতিসরণে চ্যুতিকোণ নির্ণয় করো । 

(আপতন কোণ = i এবং প্রতিসরণ কোণ = r)

উত্তরঃ আপাতন কোণ = ∠ PON = I এবং প্রতিসরণ কোণ = ∠ QON´ = r

∴ কৌণিক চ্যুতি (δ)

= ∠ QOR

= ∠ RON´ – ∠ QON´

= ∠ PON – ∠ QON´ [∵∠ RON´ = ∠ PON (বিপ্রতীপ)]

= i-r

∴ চ্যুতি = আপাতন কোণ – প্রতিসরণ কোণ

অথবা

সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলিসবুজদেখায় কেন?

উত্তরঃ সূর্যালোক গাছের পাতায় পড়লে গাছের পাতা সবুজ বর্ণের আলোকে প্রতিফলিত করে এবং অন্যান্য বর্ণের আলোকে শোষণ করে নেয় । তাই গাছের পাতা থেকে শুধুমাত্র সবুজ বর্ণের আলো প্রতিফলিত হয়ে দর্শকের চোখে পৌঁছায় । তাই গাছের পাতাকে আম্রতা সবুজ দেখি ।

3.4 মুক্ত বর্তনীতে তড়িৎকোশের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও।

উত্তরঃ কোনো তড়িৎ কোশের তড়িৎচালক বল = E , আভ্যন্তরীণ রোধ = r এবং তড়িৎ প্রবাহমাত্রা I হলে , কোশটির প্রান্তীয় বিভবপ্রভেদ , V = E-Ir । বর্তনী মুক্ত হলে খোলা বা অসম্পূর্ণ অবস্থায় কোনো তড়িৎপ্রবাহ না থাকায় I = 0 হয় । সুতরাং V =E । এর থেকে কোশের তড়িৎ চালক বলের সংজ্ঞা হল – মুক্ত বর্তনীতে তড়িৎ কোশের দুই মেরুর বিভব প্রভেদকেই কোশের তড়িৎচালক বল বা EMF বলে । 

Madhyamik 2022 Physical Science Question Answer ||মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

3.5 দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 2 এর মৌলগুলিকে ক্ষারমৃত্তিকা ধাতু বলা হয় কেন ?

উত্তরঃ দীর্ঘ পর্যায়সারণির শ্রেণি 2 –এর মৌল গুলিকে [বেরিলিয়াম (Be), ম্যাগনেসিয়াম (Mg) , ক্যালসিয়াম (Ca) , স্ট্রন্সিয়াম (Sr), বেরিয়াম (Ba) ও রেডিয়াম (Ra)] ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয় । ভূত্বকে প্রাপ্ত এই ধাতুগুলির অক্সাইড , হাইড্রক্সাইড ও কার্বনেট যৌগগুলি ক্ষারধর্মী হওয়ায় এরূপ নামকরণ করা হয়েছে ।

অথবা

একটি সন্ধিগত মৌল এবং একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও।

উত্তর: একটি সন্ধিগত মৌল হল Zn এবং একটি ইউরেনিয়ামোত্তর মৌল হল ক্যুরিয়াম (Cm)  ।

গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

Madhyamik 2022 Physical Science Question Answer ||মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

3.6 NH2 তে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান ? NH3 এর লুইস ইলেকট্রন ডট ডায়াগ্রাম অঙ্কন করো। 

(H N এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1 7)

উত্তরঃ NH2 তে সমযোজী বন্ধন বর্তমান ।

NH3 এর লুইস ইলেকট্রন ডট ডায়াগ্রামঃ

3.7 সোডিয়াম ফ্লুওরাইডে আয়নীয় বন্ধন কীভাবে গঠিত হয়

(F Na এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 9 11)

উত্তরঃ Na পরমাণুর ইলেকট্রন বিন্যাস K = 2 , L=9 , M =1 এবং F পরমাণুর ইলেকট্রন বিন্যাস K =2 , L =7 । একটি Na পরমাণু যখন একটি F পরমানুর সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে , তখন Na পরমাণুটি তার সর্বহিস্থ কক্ষের একটি ইলেকট্রন ত্যাগ করে Na+ ক্যাটায়নে পরিণিত হয় ও নিকটবর্তী নিস্ক্রিয় মৌল Ne –এর ইলেকট্রন বিন্যাস (K=2 ,L=8) লাভ করে । অন্যাদকে , F পরমাণু Na পরমাণু দ্বারা বর্জিত একটি ইলেকট্রন গ্রহণ করে F অ্যা নায়নে পরিণত হয় ও নিকটবর্তী নিস্ক্রিয় মৌল Ne –এর মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে । এরপর বিপরীতধর্মী Na+ ও F স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে পরপর যুক্ত হয়ে আয়নীয় যৌগ NaF গঠন করে ।  

অথবা 

C এর সর্ববহিস্থ কক্ষে 4 টি ইলেকট্রন এবং O এর সর্ববহিস্থ কক্ষে 6 টি ইলেকট্রন আছে। CO2 অণুর লুইস ডট্ ডায়াগ্রাম অঙ্কন করো।

উত্তরঃ  

3.8 দুটি ভৌত ধর্মের সাহায্যে ন্যাপথালিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য করো ।

সোডিয়াম ক্লোরাইডন্যাপথালিন
ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত ।যেমন –জলঅধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত । যেমন –অ্যালকোহল
তরিৎযোজী যৌগ  হওয়ায় গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি ।সমযোজী যৌগ হওয়ায় গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তুলনামুলকভাবে কম।

Madhyamik 2022 Physical Science Question Answer ||মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

3.9 তীব্র তড়িদ বিশ্লেষ্য বলতে কী বোঝায়?

উত্তরঃ  গলিত বা দ্রবীভূত অবস্থায় যেসব তড়িদ্‌বিশ্লেষ্য পদার্থের অধিকাংশ অণুই আয়নে বিয়োজিত হয়ে বেশিমাত্রায় তড়িৎ পরিবহণ করে , তাদের তীব্র তড়িদ্‌বিশ্লেষ্য বলে । যেমন – H2SO4 , NaOH , HCl , NaCl ইত্যাদি । 

অথবা 

ক্যাথোড অ্যানোড তড়িদ্বার বলতে কী বোঝায়?

উত্তরঃ ক্যাথোডঃ ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত যে তড়িদ্দ্বারটিতে পজিটিভ তড়িদ্গ্রস্থ ক্যাটায়ন গিয়ে ইলেকট্রন গ্রহণ করে আধানমুক্ত হয় , তাকে ক্যাথোড বলে ।

অ্যানোডঃ ব্যাটারির বা তড়িৎকোষের ধনাত্মক (+Ve) মেরুর সঙ্গে যুক্ত যে তড়িদ্দ্বারটিতে নেগেটিভ তড়িদ্গ্রস্থ অ্যানায়ন গিয়ে ইলেকট্রন বর্জন করে আধানমুক্ত হয় তাকে অ্যানোড বলে ।

Madhyamik 2022 Physical Science Question Answer Solved PDF Download|| মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

‘ঘ’ বিভাগ

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 12×3 = 36

4.1 বয়েল সূত্র চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো ।

উত্তরঃ বয়েল সূত্র ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্র প্রতিষ্ঠা –

বয়েলের সূত্রানুসারে আমরা জানি, নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা স্থির থাকলে  গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আবার, চার্লসের সূত্র অনুযায়ী কোন নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ স্থির থাকলে গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক হয়।

 ধরা যাক,TK  উষ্ণতায় ও P  চাপে  নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V ।  বয়েলের সূত্র অনুযায়ী , V ∝ 1/P [ যখন উষ্ণতা (T)  স্থির ) 

 চার্লসের সূত্র অনুযায়ী, V ∝ T [  যখন চাপ(P)   স্থির ] 

 এখন চাপ ও উষ্ণতা উভয়ই পরিবর্তিত হলে, যৌগিক ভেদের উপপাদ্য  অনুযায়ী- V ∝ T/P

বা, V = KT/P [ K=সমানুপাতিক ধ্রুবক]

বা, PV /T = K 

এখন, নির্দিষ্ট ভরের গ্যাসের প্রাথমিক অবস্থায় চাপ, আয়তন, উষ্ণতা যথাক্রমে P1 ,V1 ,T1  এবং অন্তিম অবস্থায় চাপ,  আয়তন, উষ্ণতা  যথাক্রমে P2 ,V2 ,T2  হলে বলা যায়-

P1V1/T1 = P2V2/T2 = ধ্রুবক 

এটি হল বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র।

Madhyamik 2022 Physical Science Question Answer ||মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)

 4.2 উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির 28 গ্রাম এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হল। বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হল ?

উত্তরঃ  এক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়াটি হল-

ধাতব অক্সাইড + অ্যালুমিনিয়াম → ধাতু + অ্যালুমিনিয়াম অক্সাইড

ধরি , বিক্রিয়াটির জন্য x গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হবে ।

যেহেতু, বিক্রিয়ার আগে বিক্রিয়ক পদার্থের মোট ভর = বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর

∴ 40 + x = 28 + 25.5

বা, x = 28+25.5-40

বা, x = 53.5-40

বা, x = 13.5

∴ বিক্রিয়ার জন্য 13.5 গ্রাম অ্যালুমিনিয়ামের প্রয়োজন হল । 

অথবা

সালফিউরিক অ্যাসিড সােডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ হল

H2SO4 + 2NaOH → Na2SO4 + 2H2

4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন হবে? (H = 1, O = 16, Na = 23, S = 32) 

উত্তরঃ বিক্রিয়াটির সমীকরণঃ

H2SO4                  +           2NaOH    →     Na2SO4     +     2H2O

[(1×2)+32+(16×4)]           2[23+16+1]

=98                                  = 80

98 গ্রাম H2SO4 -এর সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য 80 গ্রাম NaOH প্রয়োজন

1 গ্রাম H2SO4 -এর সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য 80 / 98 গ্রাম NaOH প্রয়োজন

∴ 4.9 গ্রাম H2SO4 -এর সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য 80×4.9 / 98 গ্রাম NaOH

                                                                                         = 4 গ্রাম NaOH  প্রয়োজন

∴ 4.9 গ্রাম H2SO4 -এর সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য 4 গ্রাম NaOH  প্রয়োজন ।

গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

4.3 একটি আলো  বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের ওপর আপতিত হল। মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5 হলে এবং মাধ্যমটিতে আলোটির তরঙ্গদৈর্ঘ্য 4000Å হলে, বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গদৈর্ঘ্য কত? এই মাধ্যমটিতে আলোটির বেগ কত?

উত্তরঃ এক্ষেত্রে মাধ্যমের প্রতিসরাঙ্ক (µ ) = 1.5 , মাধ্যমটিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য  (λ´) = 4000 এবং বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য =λ

আমরা জানি ,

µ = λ / λ´

বা, 1.5 = λ /4000

বা, λ = 4000×1.5

বা, λ = 6000

∴ বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 Å ।

এখন, বায়ু মাধমে আলোর বেগ c = 3×108 m/s এবং অপর মাধ্যমটিতে আলোর বেগ v হলে ,

আমরা জানি,

c/v = µ

বা, 3×108 / v = 1.5

বা, v = 3×108 /1.5

বা, v = 2×108

∴ এই মাধ্যমে আলোর বেগ 2×108 m/s।

Madhyamik 2022 Physical Science Question Answer ||মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

অথবা 

কোনও সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হল 40° প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে,  প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হয় নির্ণয় করো ।

উত্তরঃ  প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হবে যখন চ্যুতিকোণ নূন্যতম হবে । নূন্যতম চ্যুতিকোণের শর্ত হল-  i1=i2 এবং r1=r2  

আমরা জানি ,

চ্যুতিকোণ (δ) = i1+i2 –A

এক্ষেত্রে A =60° , যেহেতু প্রিজমটি সমবাহু প্রিজম ।

∴ 40᳸ = i1+i1-60° [∵ i1=i2]

বা, 2i1 = 100°

বা, i1 = 100°/2

বা, i1 =50°

∴ প্রিজমের প্রথম পৃষ্ঠে আপাতন কোণের মান 50°

4.4 একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিসৃত রশ্মির চিত্র আঁকো। ফোকাস (F) চিহ্নিত করো।

প্রথম চিত্রে F1 = প্রথম মুখ্য ফোকাস এবং দ্বিতীয় চিত্রে F2 = দ্বিতীয় মুখ্য ফোকাস । 

উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো।

উত্তরঃ

উত্তল লেন্সকে মাঝখানে একটি চতুষ্কোণ ব্লক এবং উপরেও নিচে কতগুলি শীর্ষবিহীন প্রিজমের সমষ্টি ভাবা যায় ।  লেন্সের অক্ষ থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে এই প্রিজম গুলির শীর্ষ কোণের মান বাড়ে।, পাতলা প্রিজম দ্বারা প্রতিসরণে আলোকরশ্মির চ্যুতি প্রিজমের প্রতিসারক কোণের  সমানুপাতিক হয়। তাই, অক্ষ থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে ওই অংশে  আপাতিত রশ্মির চ্যুতিও বৃদ্ধি পায় ।  উত্তল লেন্সের  ক্ষেত্রে প্রিজম গুলির ভূমি লেন্সের অক্ষের দিকে থাকে। প্রিজমের প্রতিসরাঙ্ক পারিপার্শ্বিক মাধ্যমে অপেক্ষা বেশি হলে প্রিজম থেকে নির্গত হওয়ার পর রশ্মি গুলি প্রিজমের ভূমি অর্থাৎ লেন্সের অক্ষের দিকে বেঁকে যায়। ব্লকটির মধ্যে দিয়ে রশ্মি চ্যুতিবিহীন ভাবে নির্গত  হয়। আপাতিত সমান্তরাল রশ্মি গুচ্ছ লেন্স অতিক্রম করার পর অভিসারী রশ্মি গুচ্ছের  রূপান্তরিত হয় এবং লেন্সের উপর নির্দিষ্ট একটি বিন্দুতে মিলিত হয়। এই কারণে উত্তল লেন্স অভিসারী ক্রিয়া দেখায় ।

Madhyamik 2022 Physical Science Question Answer Solved PDF Download|| মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

4.5 দীর্ঘদৃষ্টি ত্রুটি কী? কোন ধরণের লেন্স ব্যবহার করে এই ত্রুটির প্রতিকার করা যায়

উত্তরঃ যদি কোনো ব্যক্তির চোখ দূরের বস্তুকে দেখতে পায় , কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে না পায় , তবে চোখের এই ধরনের ট্রুটিকে বলা হয় দীর্ঘ  দৃষ্টি । এক্ষেত্রে কোনো বস্তুর প্রতিবিম্ব ব্যাক্তির চোখের রেটিনায় গঠিত না হয়ে রেটিনার পিছনে গঠিত হয় ।

উপযুক্ত ফোকাস  দৈর্ঘ্যের উত্তল লেন্স চোখের সামনে রেখে এই ট্রুটি দূর করা যায় ।

Madhyamik 2022 Physical Science Question Answer ||মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

4.6 ‘240V-60W’ ‘240V-100W’ রেটিংএর দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণি সমবায়ে যুক্ত করা হলে কোন বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে

(উভয় বাতির ফিলামেন্টের উপাদান একই)

উত্তরঃ প্রথম বাতির রোধ , R1 = 2402 / 60 = 960 Ohm এবং দ্বিতীয়টির রোধ R2  = 2402/ 100 = 576 Ohm । এখন বাতি দুটিকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে প্রতিটি বাতির মধ্যে দিয়ে একই তড়িৎপ্রবাহ (I) হবে । তাই জুলের সূত্রানুসারে H∝ I2Rt  থেকে বলা যায় , যে বাতির রোধ বেশি অর্থাৎ প্রথম বাতিটির ক্ষেত্রে উৎপন্ন তাপের পরিমাণ বেশি হবে , তাই প্রথম বাতিটিই অধিকতর উজ্জ্বল ভাবে জ্বলবে ।  

অথবা 

আভ্যন্তরীণ রোধ 2V তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎকোশকে 15Ω রোধের সঙ্গে যুক্ত করা হল। কোশের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে নির্ণয় করো।

উত্তরঃ এক্ষেত্রে , r = 5Ω , E = 2V এবং R = 15Ω

ধরি , বহির্বতনীর প্রান্তীয় বিভব প্রভেদ = V 

আমরা জানি , 

E = V+Ir  

বা , 2 = V + 5I [ r=5]

বা , 2 = IR +5I 

বা , 2 = 15I + 5I [R =15]

বা , 2 = 20I 

বা, I = 2 /20 = 1/10 = 0.1 

V = IR = 0.1 × 15 = 1.5V 

∴ কোশের প্রান্তদ্বয়ের মধ্যে বিভবপ্রভেদ হবে 1.5V ।

4.7 ইলেকট্রিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? গৃহস্থালির বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন?

উত্তরঃ ইলেকট্রিক মোটরে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় । গৃহস্থালির বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায় যুক্ত করা হয় , কারণ – (i) এক্ষেত্রে মূল প্রবাহমাত্রা বিভিন্ন শাখায় বন্টিত হয়ে যায় বলে কোনো একটি উপকরণ কাজ না করলে বা বন্ধ থাকলেও অন্যান্য শাখায় প্রবাহমাত্রা বজায় থাকে , গফলে অন্যান্য যন্ত্র বা উপকরণগুলি ব্যবহার করা যায় । (ii) প্রত্যেকটি বৈদ্যুতিক যন্ত্র বা উপকরণের প্রান্তীয় বিভবপ্রভেদ সমান হওয়ায় যন্ত্রগুলি তাদের সর্বোচ্চ দক্ষতাসহ কার্যকর হয় । 

4.8 ওহমএর সূত্রটি বিবৃত করো। কোনও পরিবাহীর দুই প্রান্তে 10V বিভব প্রভেদ প্রয়োগ করলে 0.1 A তড়িৎ প্রবাহমাত্রা হয়। পরিবাহীর রোধ নির্ণয় করো। 

উত্তরঃ ওহম-এর সূত্রঃ উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা (যেমন- যান্ত্রিক বিকৃতি , চৌম্বক ক্ষেত্র,  চাপ ইত্যাদি) অপরিবর্তিত থাকলে কোনো ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা , পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদের সমানুপাতিক হয় । 

নির্ণেয় পরিবাহীর রোধ (R ) = V / I = 10 / 0.1 = 10×10 = 100 Ohm 

Madhyamik 2022 Physical Science Question Answer ||মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

4.9 দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 16 এর প্রথম তিনটি মৌল হল O, S Se এদের পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে, তড়িৎ ঋণাত্মকতার উর্ধ্বক্রমে এবং আয়োনাইজেশন শক্তির নিম্নক্রমে সাজাও।

উত্তরঃ দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 16 এর প্রথম তিনটি মৌল  O, S ও Se কে পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে সাজালে পাই – Se > S > O , তড়িৎ ঋণাত্মকতার উর্ধক্রমে সাজালে পাই – Se < S < O এবং আয়োনাইজেশন শক্তির নিম্নক্রমে সাজালে পাই – O > S > Se  

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (Click Here)

4.10 MgCl2 তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? কীভাবে MgCl2 তে রাসায়নিক বন্ধন গঠিত হয়। (Mg Cl এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 12 17)

উত্তরঃ MgCl2 তে আয়নীয় বন্ধন বর্তমান । Mg পরমাণুর ইলেকট্রন বিন্যাস:  K = 2 , L =8 , M = 2  এবং Cl পরমাণুর ইলেকট্রন বিন্যাস K=2 , L=8 , M=7 । Mg পরমাণু যখন 2 টি ক্লরিন পরমাণুর সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে , তখন Mg পরমাণুটি তার সর্ববহিস্থঃ কক্ষের দুটি ইলেকট্রন ত্যাগ করে Mg2+ ক্যাটায়নে পরিণত হয় এবং নিকটবর্তী নিস্ক্রিয় মৌল Ne এর ইলেকট্রন বিন্যাস (K=2 ,  L =8 ) লাভ করে । অন্যদিকে 2 টি Cl পরমাণুর প্রতিটি Mg দ্বারা বর্জিত দুটি ইলেকট্রনের একটি করে গ্রহণ করে Cl- অ্যানায়নে পরিণত হয় ও নিকটবর্তী নিস্ক্রিয় মৌল Ar -এর ইলেকট্রন বিন্যাস (K=2 , L=8, M =8) লাভ করে । এরপর বিপরীত তড়িৎধর্মী Mg2+ ও 2 টি Clস্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর যুক্ত  হয়ে  স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে আয়নীয় যৌগ MgCl2 গঠন করে । 

অথবা 

Madhyamik 2022 Physical Science Question Answer Solved PDF Download|| মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী কিন্তু চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী নয় কেন ব্যাখ্যা করো ?

উত্তরঃ সাধারণ লবণ (NaCl) একটি তীব্র তড়িতবিশ্লেষ্য পদার্থ । ফলে সাধারণ  লবণ জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণ  আয়নিত হয়ে Na+ এবং Cl আয়ন উৎপন্ন করে । NaCl → Na+ +Cl 

দ্রবণে উপস্থিত এই আয়ণ গুলোই তড়িৎ পরিবহণ করে । অপরপক্ষে , সমযোজী যৌগ চিনি জলীয় দ্রবণে আয়নিত হয় না । দ্রবণে আয়নের অনুপস্থিতির জন্য চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করতে পারে না । সেই কারণে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করতে পারলেও চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করতে পারে না । 

4.11 তড়িৎলেপন কী? কপারের কোনও বস্তুর ওপর সিলভারের তড়িৎলেপনে ক্যাথোডটি কী

উত্তর: অপেক্ষাকৃত বেশি সক্রিয় কোনো ধাতু বা ধাতু সংকর দ্বারা তৈরি দ্রব্যের ওপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কম সক্রিয় অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে । 

কপারের কোনো বস্তুর ওপর সিল্ভারের প্রলেপ দিতে হলে ক্যাথোডে ব্যবহার করা হয় কপারের বস্তু । 

Madhyamik 2022 Physical Science Question Answer ||মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

4.12 প্ল্যাটিনাম তড়িদ্বার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। তড়িৎবিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন?

উত্তরঃ অ্যাসিড মিশ্রিত জলের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে H+ আয়নগুলি ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়ে ক্যাথোডে এসে ইলেকট্রন গ্রহণ করে প্রথমে Hপরমাণুতে পরিণত হয় । পরে দুটি H পরমাণু যুক্ত হয়ে হাইড্রোজেন অণুতে পরিণত হয় । ফলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস মুক্ত হয় । 

H+ + e → H , H+H → H2 

বিশুদ্ধ জল হল মৃদু তড়িতবিশ্লেষ্য পদার্থ , তাই জলের খুব কম সংখ্যক অণু H+ ও OH আয়নে বিয়োজিত হয় । খুব অল্প সংখ্যক আয়নের উপস্থিতির কারণে বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী । ফলে , জলের তড়িৎ বিশ্লেষণ ঘটে না । কিন্তু জলের মধ্যে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে জলের বিয়োজন মাত্রা বৃদ্ধি পায় । ফলে , জলের বেশিরভাগ অণুই আয়নিত হয়েই বেশি সংখ্যক H+ ও OH আয়ন উৎপন্ন করে । জলে উপস্থিত আয়নের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জলের তড়িৎ পরিবাহিতাও বহুগুণ বৃদ্ধি পায় । তখন জল তড়িতের সুপরিবাহী হয়ে ওঠায় তড়িতবিশ্লেষণ সম্ভবপর হয় । 

অথবা 

Cu—ইলেকট্রোড ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে অ্যানোডে সংঘটিত বিক্রিয়াদুটি লেখো। তড়িৎবিশ্লেষণ  পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসেবে কী ব্যবহৃত হয়?  

উত্তর: Cu তড়িদ্দ্বার ব্যবহার করে কপার সালফেট (CuSO4) জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে Cu2+ এবং SO42- আয়ন উৎপন্ন করে । অনুরূপে জলের সামান্য পরিমাণ অণু বিয়োজিত হয়ে H+ ও OH আয়ন উৎপন্ন করে । এই সমগ্র প্রক্রিয়াটি ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া হিসেবে নিম্নে আলোচনা করা হল- 

ক্যাথোড বিক্রিয়াঃ দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাশ চালনা করলে Cu2+ ও H+ আয়ন উভয়েই ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয় ।  কিন্তু H+ আয়ন উভয়ই ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয় । কিন্তু H+ আয়নের থেকে Cu2+ আয়নের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি হওয়ায় প্রতিটি Cu2+ আয়ন ক্যাথোড থেকে 2 টি ইলেকট্রন গ্রহণ করে প্রশম Cu  পরমাণুতে পরিণত হয়ে ক্যাথোডে সঞ্চিত হয় । ফলে ক্যাথোডের ভর বৃদ্ধি পায় । 

Cu2+ +2e → Cu (বিজারণ) 

গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

Madhyamik 2022 Physical Science Question Answer ||মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

অ্যানোড বিক্রিয়াঃ OH ও SO42- উভয়েই অ্যানোড দ্বারা আকৃষ্ট হলেও এই দুটি আয়নের কোনোটিই আধান বর্জনের সুযোগ পায় না । তার আগেই অ্যানোড থেকেই ধাতব কপার পরমাণু ইলেকট্রন বর্জন করে Cu2+ আয়নরূপে দ্রবণে চলে আসে । এর ফলে Cu অ্যানোড ক্রমশ ক্ষয় পেতে থাকে । 

Cu  – 2e →  Cu2+ (জারণ) 

তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় আবিশুদ্ধ কপার অর্থাৎ ব্লিস্টার কপারের (যার মধ্যে Cu এর পরিমাণ 97 -98%) মোটা ব্লক । 

Madhyamik 2022 Physical Science Question Answer Solved PDF Download|| মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

Name of the File: Madhyamik 2022 Physical Science Question Paper Solved

Type of the File: PDF

Size of the File: 379 KB

Number of Pages: 17

‘ঙ’ বিভাগ

(কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য

5. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনও চারটি): 1×4

5.1 জ্বালানির তাপনমূল্যের SI একক কী?

5.2 1 mol গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি লেখো।

5.3 দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণি থেকে শ্রেণি 12 পর্যন্ত সন্ধিগত মৌলগুলির অবস্থান?

5.4 ডায়নামোতে কোন ধরণের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়?

5.5 CHCl2 অণুতে কয়টি সমযোজ্যতা বন্ধন আছে?

গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সম্পূর্ণ সমাধান (Click Here)

6. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনও তিনটি) : 2×3 

6.1 6 ওহম 4 ওহম রোধ বিশিষ্ট দুটি পরিবাহী তার সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়টির তুল্য রোধ কত হবে?

6.2 অবতল লেন্সের প্রধান অক্ষ বলতে কী বোঝায়?

6.3 হাইড্রোজেনের ধর্মের সঙ্গে দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 17 মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো।

6.4 গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে পারে কেন ?   

ঙ বিভাগের প্রশ্নের উত্তর নিজেরা করার চেষ্টা করো ।  

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন।

Leave a Comment

error: Content is protected !!