মাধ্যমিক 2023 ভৌতবিজ্ঞান প্রশ্নের সমাধান (PDF Download)|Madhyamik 2023 Physical Science Question Answer|মাধ্যমিক ২০২৩ ভৌতবিজ্ঞান পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্রের সমধান -(WBBSE Class 10) দশম শ্রেণির ছাত্রছাত্রীরা যারা এবার ২০২৩-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক 2023 ভৌতবিজ্ঞান প্রশ্নের সমাধান , এই সমাধান ভালো করে দেখে নিয়ে প্রদত্ত লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নেওয়া যাবে ।
মাধ্যমিক 2023 ভৌতবিজ্ঞান প্রশ্নের সমাধান (PDF Download)|Madhyamik 2023 Physical Science Question Answer
‘ক’ বিভাগ
MCQ
1. বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন । (প্রতিটি প্রশ্নের মান -১)
1.1. নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে ?
- CO2
- Ar
- CFC (উত্তর)
- He
1.2. 4g H2 গ্যাসের জন্য STP তে PV এর মান কত? (H = 1)
- RT
- 2RT
- 4RT (উত্তর)
- 0.5 RT
1.3. 12g C কে সম্পূর্ণরূপে পুড়িয়ে CO2 তৈরি করতে কত গ্রাম O2 লাগবে? ( C = 12, O = 16 )
- 32g (উত্তর)
- 12 g
- 16g
- 44 g
1.4. তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে?
- 1
- 0
- 3
- 2 (উত্তর)
1.5. প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটি হল
- হলুদ
- কমলা
- লাল (উত্তর)
- বেগুনি
1.6. কোনও অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45° কোণ উৎপন্ন করলে আপতন কোণের মান হবে
- 90°
- 22.5°
- 135o
- 45° (উত্তর)
1.7. পরিবাহিতাঙ্কের একক কোনটি ?
- mho.metre-1 (উত্তর)
- mho.metre
- ohm.metre-1
- ohm.metre
1.8. 40 ohm রোধবিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 ampere তড়িৎ প্রবাহিত হলে, পরিবাহীটির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত ?
- 0.5 volt
- 2 volt
- 8 volt (উত্তর)
- 6 volt
1.9. α ,𝛽 ও 𝛾-রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম হল
- 𝛾 > α >𝛽
- 𝛾 > 𝛽 > α (উত্তর)
- α > 𝛽 > 𝛾
- 𝛽 > 𝛾 > α
1.10. দীর্ঘ পর্যায় সারণির চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে ?
- 8
- 32
- 16
- 18 (উত্তর)
1.11. CaO গঠনে কয়টি ইলেকট্রন Ca পরমাণু থেকে O পরমাণুতে স্থানান্তরিত হয় ? (অক্সিজেন ও ক্যালশিয়ামের পারমাণবিক সংখ্যা যথাক্রমে ৪ ও 20 )
- 0
- 1
- 2 (উত্তর)
- 3
1.12. তড়িবিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট ও ফ্লুওরস্পারের সঙ্গে নীচের কোনটি থাকে ?
- অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড
- অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড
- অ্যালুমিনিয়াম সালফেট
- বিশুদ্ধ অ্যালুমিনা (উত্তর)
1.13. N2 গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির জন্য নীচের কোন যৌগদুটির মিশ্র জলীয় দ্রবণ ব্যবহার করা হয়?
- NaNO2 ও NH4Cl (উত্তর)
- NaCl ও NH4NO3
- NaNO3 ও NH4Cl
- NaNO3 ও NH4NO3
1.14. নীচের কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত ?
- ZnO
- ZnS (উত্তর)
- ZnSO4
- ZnCO3
1.15. নীচের কোনটি একটি অ্যালকোহল?
- CH3OCH3
- CH3CHO
- CH3COOH
- CH3CH2OH (উত্তর)
‘খ’ বিভাগ
SAQ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)(প্রতিটি প্রশ্নের মান -১):
2.1. বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয় ।
উত্তরঃ বায়ুমন্ডলে উপস্থিত গ্যাস যেটি গ্রিনহাউস গ্যাস নয় তা হল – O2 ।
2.2. কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 kjkg-1 বলতে কী বোঝায় ?
উত্তরঃ কয়লার একটি নমুণার তাপন মূল্য 30000 kj/kg বলতে বোঝায় 1 kg কয়লার সম্পূর্ণ দহনের ফলে 30000 kj শক্তি উৎপন্ন হবে ।
অথবা
স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন ?
উত্তরঃ স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্য হলো চিরাচরিত শক্তির ব্যবহার কমিয়ে অচিরাচরিত শক্তির উৎসগুলির ব্যবহার বাড়ানো । বায়ু শক্তি একটি অচিরাচরিত শক্তির উৎস। তাই স্থিতিশীল উন্নয়নের জন্য বায়ু শক্তি ব্যবহার করা যায় ।
2.3. কোনও চাপে নির্দিষ্ট ভরের কোনও গ্যাসের 0°C উয়তায় আয়তন V0: চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উয়তা 1°C বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে ?
উত্তরঃ কোনও চাপে নির্দিষ্ট ভরের কোনও গ্যাসের 0°C উয়তায় আয়তন V0: চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উয়তা 1°C বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ হবে v0 / 273 ।
2.4. STP তে 1 L H2 গ্যাসে ও 4 L CO2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত কত হবে ?
মাধ্যমিক 2023 ভৌতবিজ্ঞান প্রশ্নের সমাধান (PDF Download)|Madhyamik 2023 Physical Science Question Answer
উত্তরঃ STP তে 1 L H2 গ্যাসে ও 4 L CO2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত হবে

2.5. নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:
কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে একই হয় ।
উত্তরঃ সত্য ।
অথবা
হিরে, লোহা ও রূপোকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্নক্রমে সাজাও ।
উত্তরঃ হিরে > রুপো > লোহা
2.6. উত্তল দর্পণের একটি ব্যবহার লেখো ।
উত্তরঃ গাড়ি বা অন্যান্য যানবাহনে ভিউ ফাউন্ডার হিসেবে উত্তল দর্পন ব্যবহার করা হয় ।
2.7. অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনও রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর কোন্ পথে
যায় ?
উত্তরঃ অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনও রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর মুখ্য ফোকাস দিয়ে যায় ।
2.8. একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তারের দুপ্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্যে দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয় ?
উত্তরঃ একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তারের দুপ্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ একই হবে না কারণ তাদের উপাদান আলাদা ।
2.9. একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহম সূত্র অনুযায়ী I-V লেখচিত্র অঙ্কন করো ।
উত্তরঃ

2.10. পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার উল্লেখ করো ।
উত্তরঃ পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার হল বিদ্যুৎ উৎপাদন ।
অথবা
শূন্যস্থান পূরণ করো:
𝛾 -রশ্মি হল ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের ________________ তরঙ্গ ।
উত্তরঃ তড়িৎ চুম্বকীয়
2.11. বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামস্য বিধান করো :
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
2.11.1 একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু | (a) Fe |
2.11.2 ধাতু সংকর ইনভার এ যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে | (b) Zn |
2.11.3 একটি ক্ষার ধাতু | (c ) Ca |
2.11.4 আয়রনের মরিচা রোধে যে ধাতুটির প্রলেপ দেওয়া হয় | (d) K |
উত্তরঃ
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
2.11.1 একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু | (c ) Ca |
2.11.2 ধাতু সংকর ইনভার এ যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে | (a) Fe |
2.11.3 একটি ক্ষার ধাতু | (d) K |
2.11.4 আয়রনের মরিচা রোধে যে ধাতুটির প্রলেপ দেওয়া হয় | (b) Zn |
2.12. নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:
মূলত একটি সুস্থিত জালক আকার উৎপন্ন হওয়ার জন্যই আয়নীয় যৌগ গঠন হওয়া সম্ভবপর হয় ।
উত্তরঃ সত্য ।
2.13. তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন্ তড়িদ্বারের ভর বৃদ্ধি পায় ?
উত্তরঃ তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে ক্যাথোডের ভর বৃদ্ধি পায় ।
অথবা
রুপোর ওপর গোল্ডের তড়িৎলেপনে তড়িদবিশ্লেষ্য রূপে কী ব্যবহৃত হয় ?
উত্তরঃ রুপোর ওপর গোল্ডের তড়িৎলেপনে তড়িদবিশ্লেষ্য রূপে ব্যাবহৃত হয় পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ K[Au(CN)2 ]
শূন্যস্থান পূরণ করো:
2.14. তড়িদ্বিশ্লেষণের সময় তড়িবিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে _______________ ।
উত্তরঃ আয়ন
2.15. N2 এর আপেক্ষিক রাসায়নিক নিষ্ক্রিয়তার একটি কারণ উল্লেখ করো ।
উত্তরঃ N2 অণুর ত্রিবন্ধনের অত্যাধিক স্থায়িত্বের কারণে স্বাভাবিক তাপমাত্রায় নাইট্রোজেন রাসায়নিকভাবে নিস্ক্রিয় হয় ।
অথবা
ইউরিয়ার উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড, অপরটি কী ?
উত্তরঃ ইউরিয়ার উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড অপরটি হল অ্যামোনিয়া (NH3) ।
2.16. বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন্ যৌগ উৎপন্ন হয় ?
উত্তরঃ নাইট্রাস অক্সাইড (NO)
2.17. CH3CH=CH2 এর IUPAC নাম লেখো ।
উত্তরঃ 1-প্রোপিন ।
অথবা
মিথেনে কার্বনের চারটি যোজ্যতা কীভাবে বিন্যস্ত থাকে ?
উত্তরঃ

2.18. ডিনেচার্ড স্পিরিটের একটি ব্যবহার লেখো ।
উত্তরঃ রং , বার্ণিশ শিল্পের কাজে ডিনেচার্ড স্পিরিট ব্যবহার করা হয় ।
‘গ’ বিভাগ
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)(প্রতিটি প্রশ্নের মান -২):
3.1. ভবিষ্যতে পরিবেশের ওপর বিশ্ব উয়ায়নের দুটি সম্ভাব্য প্রভাবের উল্লেখ করো ।
উত্তরঃ ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব হলো –
(i) গড় উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তন- শিল্প বিপ্লবের পর থেকে ব্যাপক হারে শিল্পায়ন ও নগরায়নের ফলে আজ পর্যন্ত পৃথিবীর গড় উষ্ণতা প্রায় ১.৫ °C বৃদ্ধি পেয়েছে আগামী শতকে তা আগামী শতকে এই বৃদ্ধি 3°C ছাড়িয়ে যেতে পারে ।
(ii) জীববৈচিত্রের উপর প্রভাব- বিশ্ব উষ্ণায়নের ফলে জীব বৈচিত্র বিপন্ন হবে অসংখ্য প্রাণী উদ্ভিদ চিরতরে হারিয়ে যাবে ।
3.2. 17°C উয়তায় ও 750 mmHg চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 580 cm3 আয়তন অধিকার করে । ওই চাপে 47°C উয়তায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে ?
উত্তরঃ
এক্ষেত্রে , প্রাথমিক উষ্ণতা ( T1 )= (273+17)K = 290K
প্রাথমিক আয়তন ( V1 ) = 580 cm3
অন্তীম উষ্ণতা (T2 ) = (273+47)K = 320K
অন্তীম আয়তন (V2) =?
এখন , চার্লসের সূত্র থেকে পাই ,

∴ ওই চাপে 47°C উয়তায় গ্যাসটি 640cm3 আয়তন অধিকার করবে ।
অথবা
সমভরের দুটি গ্যাস STP তে যথাক্রমে 4480 ml এবং 5600 ml আয়তন অধিকার করে । গ্যাসদুটির মোলার ভরের অনুপাত নির্ণয় করো ।
উত্তরঃ সমভরের দুটি গ্যাস STP তে যথাক্রমে 4480 ml এবং 5600 ml আয়তন অধিকার করে ।
এক্ষেত্রে , V1 = 4480 ml = 4.480 L এবং V2 = 5600 ml = 5.600L
ধরি , গ্যাস দুটির প্রত্যেকটির ভর = W গ্রাম এবং গ্যাস দুটির মোলার ভর যথাক্রমে M1 এবং M2 ।
সূত্রানুসারে ,
M1 = WRT /PV1 = WRT / P × 4.480
এবং M2 = WRT /PV2 = WRT / P× 5.600
∴ গ্যাস দুটির মোলার ভরের অনুপাত M1 : M2 = WRT / P × 4.480 : WRT / P× 5.600 = 5.600 : 4.480 = 5600 : 4480 = 5:4 ।
3.3. আলোর প্রতিসরণের স্নেল এর সূত্রটি লেখো ।
উত্তরঃ নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি ও নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপাতন কোনের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয় ।
অথবা
কোনও পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে কোনও বিস্তৃত বস্তু রাখলে বস্তুটির যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুটি বৈশিষ্ট্য লেখো ।
উত্তরঃ কোনও পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে কোনও বিস্তৃত বস্তু রাখলে বস্তুটির যে প্রতিবিম্ব গঠিত হয় সেটি হবে সমশীর্ষ , অসদ এবং বিবর্ধিত ।
3.4. বৈদ্যুতিক হিটারের তার ও ফিউজ তারের প্রতিটির একটি করে বৈশিষ্ট্য লেখো ।
উত্তরঃ হিটারের তার উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট । ফিউজ তার নিম্ন গলনাঙ্ক এবং উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট ।
3.5. CH4 এর লুইস ডট ডায়াগ্রাম এঁকে দেখাও যে CH4 সমযোজী বন্ধন দ্বারা গঠিত। (H ও C এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1 ও 6)
উত্তরঃ

3.6. সোডিয়াম ক্লোরাইডের একটি ধর্মের সাহায্যে দেখাও যে সোডিয়াম ক্লোরাইড আয়ন দিয়ে গঠিত ।
উত্তরঃ সোডিয়াম ক্লোরাইডের আয়ন দিয়ে গঠিত হওয়ায় এটি ধ্রুবীয় দ্রাবক যেমন জলে দ্রবীভূত হয় কিন্তু অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না । কারণ ধ্রুবীয় দ্রাবক অণুর ঋণাত্মক প্রান্ত Na+ ক্যাটায়নগুলিকে এবং দ্রাবক অণুর ধনাত্মক প্রান্ত Cl– অ্যানায়ন গুলিকে আকর্ষণ করে । ফলে কেলাস মধ্যস্থ আয়নগুলি কেলাস-জালক থেকে বিচ্ছিন্ন হয়ে দ্রাবকের মধ্যে ছড়িয়ে পড়ে । এর ফলে NaCl ধ্রুবীয় দ্রাবক যেমন জলে দ্রবীভূত হয় । এর থেকে বোঝা যায় NaCl আয়ন দ্বারা গঠিত ।
অথবা
কীভাবে সোডিয়াম ক্লোরাইডে আয়নীয় বন্ধন গঠিত হয় দেখাও । (Na ও Cl এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11 ও 17)
উত্তরঃ একটি Na পরমাণু যখন একটি Cl পরমাণুর সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন Na পরমাণুটি তার সর্ব্বহিস্থ কক্ষ থেকে 1 টি ইলেকট্রন ত্যাগ করে নিকটতম নিস্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে , এর ফলে Na+ ক্যাটায়ন উৎপন্ন হয় ।
অপরদিকে তীব্র তড়িৎ ঋণাত্মক Cl পরমাণু ওই বর্জিত ইলেকট্রনটি গ্রহণ করে Cl– আয়নে পরিণত হয় এবং নিকটতম নিস্ক্রিয় গ্যাসের আর্গন (Ar) –এর ইলেকট্রন বিন্যাস লাভ করে সুস্থিত হয় । এরপর Na+ ও Cl– আয়ন পরস্পর স্থির তড়িৎ আকর্ষন বল দ্বারা পরস্পর যুক্ত হয়ে NaCl অণু গঠন করে ।

3.7. Pb (NO3)2 এর জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো ।
উত্তরঃ
Pb (NO3)2 + H2S = PbS + 2HNO3
লেড নাইট্রেটের স্বচ্ছ জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কালো বর্ণের লেড সালফাইডের (PbS ) অধঃক্ষিপ্ত হয় এবং HNO3 উৎপন্ন হয় ।
3.8. তড়িদ্বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে নীচের বিক্রিয়াটি কোন্ তড়িদ্বারে ঘটে ?
Mn+ + ne ⇌ M (M = ধাতু)
বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া ? যুক্তিসহ উত্তর দাও ।
উত্তরঃ ধাতব ক্যাটায়ন ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে নিস্তড়িৎ ধাতব পরমাণুতে পরিণত হয় ।অর্থাৎ এই বিক্রিয়াটি ক্যাথোডে ঘটে ।
এটি একটি বিজারণ প্রক্রিয়া কারণ – গলিতে অবস্থায় কোন ধাতুর বিগলিত লবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে ওই লবণের ধাতব অংশ তথা ক্যাটায়নগুলি ক্যাথোডের দিকে যায় এবং ক্যাথোড থেকে প্রয়োজন মত ইলেকট্রন গ্রহণ করে নিস্তরিৎ ধাতব পরমাণুতে পরিণত হয় । যেহেতু ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে সেহেতু ক্যাথোডে ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া ।
অথবা
অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার উল্লেখ করো । আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন ?
উত্তরঃ প্যাকিং ফয়েল প্রস্তুতিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় ।
আম্লিক খাদ্য আলুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কারণ আম্লিক খাদ্যে বিভিন্ন রকমের জৈব অ্যাসিড থাকে যেমন- ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড , টারটারিক অ্যাসিড , অক্সালিক অ্যাসিড ইত্যাদি । এই অ্যাসিডগুলি অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন রকমের লবণ তৈরি করে যা মানব দেহের পক্ষে ক্ষতিকর । উদাহরণস্বরূপ, অ্যাসিটিক অ্যাসিড অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অ্যাসিটেট উৎপন্ন করে ।
2Al +6CH3COOH = 2(CH3COO)3Al +3H2
3.9. ইথিলিন এর পলিমেরাইজেশন বিক্রিয়া দ্বারা কীভাবে পলিইথিলিন উৎপাদন করা হয় ?
উত্তরঃ ইথিলিনকে উচ্চচাপে ( 1500- 2000 বায়ুমন্ডলীয় চাপে) পারঅক্সাইড, অক্সিজেন বা ক্রোমিয়ামঅক্সাইড অনুঘটকের উপস্থিতিতে 150˚C থেকে 200 ˚C উষ্ণতায় উত্তপ্ত করলে বহু সংখ্যক ইথিলিন অনু পরস্পরের সঙ্গে যুক্ত বা সংযোজন বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে আনবিক গুরুত্ব বিশিষ্ট ইথিলিনের পলিমার পলি ইথিলিন বা পলিথিন উৎপন্ন করে ।

কীভাবে নীচের পরিবর্তনটি করা যায় ?
HC=CH→CH3CH3
উত্তরঃ সাধারণ উষ্ণতায় প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে বা 300˚C উষ্ণতায় নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে প্রথমে ইথিলিন ও পরে ইথেন উৎপন্ন হয় ।

‘ঘ’ বিভাগ
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)(প্রতিটি প্রশ্নের মান -৩):
4.1. আদর্শ গ্যাস কী ? একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনও গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের ওপর তার প্রভাব কী ? যুক্তিসহ উত্তর দাও ।
উত্তরঃ যেসব গ্যাস যেকোনো চাপ ও উষ্ণতায় বয়েল ও চার্লস উভয়ের সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে ।আদর্শ গ্যাসের ধারণা নিছক কল্পনা মাত্র বাস্তবে এমন কোন গ্যাসের অস্তিত্ব নেই ।
আবদ্ধ পাত্রে রাখা কোন গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাস অণুগুলির গতিশক্তি তথা গতিবেগ বৃদ্ধি পায় এখন গ্যাসের চাপ অণুগুলির গতির ওপর নির্ভর করে , গতি বাড়লে পাত্রে দেওয়ালের সঙ্গে অনুগুলির ধাক্কা খাওয়ার হার বেড়ে যায়, আবার গ্যাস অনুগুলির গতিবেগ বৃদ্ধি পেলে তাদের ভরবেগ ও বৃদ্ধি পায় তাই বলা যায় যে তাপমাত্রা বৃদ্ধি পেলে আবদ্ধ পাত্রে রাখা গ্যাসের চাপ ও বৃদ্ধি পাবে ।
4.2. সালফারকে অক্সিজেনে পোড়ালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়
S + O2 →SO2
STP তে 2240 L SO2 উৎপন্ন করতে
(i) কত গ্রাম সালফার
এবং (ii) কত মোল O2 প্রয়োজন হবে? (O = 16, S = 32 )
উত্তরঃ
(i)
22.4 লিটার SO2 উৎপন্ন করতে S লাগে 32 গ্রাম
1 লিটার SO2 উৎপন্ন করতে S লাগে 32 / 22.4 গ্রাম
2240 লিটার SO2 উৎপন্ন করতে S লাগে 32 × 2240 / 22.4 = 32×22400 / 224 = 3200 গ্রাম
(ii) 22.4 লিটার SO2 উৎপন্ন করতে O2 লাগে 1 মোল
1 লিটার SO2 উৎপন্ন করতে O2 লাগে 1 / 22.4 মোল
2240 লিটার SO2 উৎপন্ন করতে O2 লাগে 2240/ 22.4 = 22400 / 224 = 100 মোল
অথবা
480 g একটি কঠিন যৌগকে 352g অক্সিজেনে পোড়ালে 320g অপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় । গ্যাসীয় যৌগটির বাষ্পঘনত্ব 32 হলে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয় ?
উত্তরঃ ভরের সংরক্ষণ সূত্রানুসারে , বিক্রিয়ার আগে বিক্রিয়ক পদার্থের মোট ভর এবং বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান হয় । অর্থাৎ এক্ষেত্রে,
কঠিন যৌগের ভর + অক্সিজেনের ভর = কঠিন যৌগের ভর + গ্যাসীয় যৌগের ভর
বা , 480g + 352g = 320g + গ্যাসীয় যৌগের ভর
বা, 832g = 320g + গ্যাসীয় যৌগের ভর
বা, গ্যাসীয় যৌগের ভর = 832g -320g = 512g
আবার , গ্যাসীয় যৌগের বাস্প ঘনত্ব = 32
∴ গ্যাসীয় যৌগের আণবিক গুরুত্ব = 2×32 = 64
∴ গ্যাসীয় যৌগের মোল সংখ্যা = 512 /64 = 8
উত্তরঃ গ্যাসীয় যৌগের মোল সংখ্যা 8 ।
4.3. কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এর গাণিতিক রূপটি লেখো ।
উত্তরঃ একক আয়তন বিশিষ্ট কোনো পদার্থের উষ্ণতা 1˚C বৃদ্ধি করলে পদার্থটির যে পরিমাণ আয়তন প্রসারণ হয় , তাকে ঐ পদার্থের আয়তন প্রসারণ গুনাঙ্ক বলে ।একে গামা (γ ) অক্ষর দ্বারা প্রকাশ করা হয় ।
মনে করি , t1˚C উষ্ণতায় কোনো কঠিন পদার্থের আয়তন V1 , উষ্ণতা বাড়িয়ে t2˚C করলে আয়তন বৃদ্ধি পেয়ে হয় V2 ।
∴ আয়তন প্রসারণ = (V2-V1 ) এবং উষ্ণতা বৃদ্ধি = t2-t1
∴ সংজ্ঞা থেকে বলা যায় ,
γ = (v2-v1) / V1(t2-t1)
এটিই হল কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ ।
অথবা
দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ দাও ।
উত্তরঃ দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ নিম্নে আলোচনা করা হল –
- পারদ বা অ্যালকোহল থার্মোমিটারে তরলের তাপীয় প্রসারণকে কাজে লাগানো হয় ।
- কঠিন পদার্থের তাপীয় প্রসারণকে কাজে লাগিয়ে দ্বিধাতব পাত তৈরি করা হয় যা ব্যবহার করা হয় ফায়ার অ্যালার্ম –এ , ঘড়ির প্রতিবিহিত তুলনচক্রে , বৈদ্যুতিক ইস্ত্রির স্বয়ংক্রিয় সুইচে ,রেফ্রিজারেটরে । এই যন্ত্রগুলো প্রত্যেকটি দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় ।
- বাড়িতে দুধ গরম করার সময়ে দুধের ভিতরের বায়ু উত্তপ্ত হয় ও আয়তনে প্রসারিত হয়ে বাইরে বেরোতে চায় । ফলে দুধ উতলে ওঠে অর্থাৎ দুধ উতলে ওঠা গ্যাসের তাপীয় প্রসারণের একটি উদাহরণ ।
4.4. প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45° হলে এবং প্রতিসৃত রশ্মি অভিলম্ভের সঙ্গে 60° কোণ উৎপন্ন করলে কৌণিক চ্যুতির মান কত হবে ?
6 cm দৈর্ঘ্যের একটি বস্তুকে একটি উত্তল লেন্সের সামনে 2.4 cm দূরত্বে রাখলে লেন্সের থেকে 4.8 cm দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দৈর্ঘ্য কত ?
উত্তরঃ
আপাতন কোণ ( i ) = 45˚ এবং প্রতিসরণ কোণ (r ) = 60˚
∴ চ্যুতি কোণের মান = r- i = 60˚ – 45˚ = 15˚
রৈখিক বিবর্ধন (m ) = লেন্সের থেকে প্রতিবিম্বের দূরত্ব (v) / বস্তু থেকে লেন্সের দূরত্ব (u) = 4.8 / 2.4 = 2
∴ রৈখিক বিবর্ধন = 2
আবার , রৈখিক বিবর্ধন (m ) = প্রতিবিম্বের দৈর্ঘ্য (h2 ) / বস্তুর দৈর্ঘ্য (h1)
বা, 2 = h2/6
বা, h2 = 12
∴ প্রতিবিম্বের দৈর্ঘ্য 12 সেমি. ।
অথবা
কাচ মাধ্যমে আলোর গতিবেগ 2 × 105 Kms-1 এবং জল মাধ্যমে আলোর গতিবেগ 2.25 × 105 Kms-1 । কাচ ও জল মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাত নির্ণয় করো ।
উত্তরঃ
কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক
=শূন্য মাধ্যমে আলোর বেগ / কাঁচ মাধ্যমে আলোর বেগ
= শূন্য মাধ্যমে আলোর বেগ /2 × 105
জল মাধ্যমের প্রতিসরাঙ্ক
= শূন্য মাধ্যমে আলোর বেগ / জল মাধ্যমে আলোর বেগ
= শূন্য মাধ্যমে আলোর বেগ /2.25 × 105
∴ কাঁচ ও জল মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাত
= শূন্য মাধ্যমে আলোর বেগ /2 × 105 : শূন্য মাধ্যমে আলোর বেগ /2.25 × 105
= 1/ 2 × 105 : 1/ 2.25 × 105
= 1 /2 : 1/ 2.25
= 2.25 : 2
= 225 : 200
= 9 : 8 (উত্তর )
4.5. x-রশ্মি ও 𝛾-রশ্মির একটি করে ব্যবহার লেখো । 𝛾-রশ্মির একটি ক্ষতিকর প্রভাবের উল্লেখ করো ।
উত্তরঃ
x-রশ্মির একটি ব্যবহারঃ
শিল্প ক্ষেত্রে ঢালাই বা ধাতব উৎপাদনে ফাটল নির্ণয়ের ক্ষেত্রে X রশ্মি ব্যবহার করা হয় ।
𝛾-রশ্মির একটি ব্যবহারঃ
রেডিওগ্রাফিতে ক্যানসার আক্রান্ত কোশগুলি ধ্বংসের কাজে ব্যবহার করা হয় 𝛾-রশ্মির ।
𝛾-রশ্মির একটি ক্ষতিকারক প্রভাবঃ
প্রকৃতিগত ভাবে তেজস্ক্রিয় হওয়ায় এই রশ্মি সরাসরি খাদ্য , পানীয় , বায়ুর মাধ্যমে মানবদেহের সংস্পর্শে এসে ত্বক বা অন্যান্য অঙ্গে ক্যানসার , অস্থির নেক্রোসিস , রক্তের লিউকোমিয়া , ফুসফুসের ফাইব্রোসিস জাতীয় দুরারোগ্য রোগ সৃষ্টি করে ।
মাধ্যমিক 2023 ভৌতবিজ্ঞান প্রশ্নের সমাধান (PDF Download)|Madhyamik 2023 Physical Science Question Answer
4.6. সমদৈর্ঘ্যের দুটি ধাতব তার A ও B একই পদার্থ দিয়ে গঠিত । A তারটির ব্যাসার্ধ B তারটির ব্যাসার্ধের দ্বিগুণ । তারদুটির রোধের অনুপাত কত ?
উত্তরঃ ধরি , B তারের ব্যাসার্ধ r একক ।
∴ A তারের ব্যাসার্ধ 2r একক ।
আরও ধরা যাক , A এবং B তারের প্রত্যেকটির দৈর্ঘ্য = l একক এবং তারদুটি একই উপাদানের হওয়ায় এদের রোধাঙ্ক ρ ।
A তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (A1) = π (2r)2 বর্গএকক = 4πr2 বর্গএকক এবং B তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (A2) = πr2 বর্গএকক ।
A তারের রোধ R1 এবং B তারের রোধ R2 হলে ,
R1: R2
= ρl /A1 : ρl/A2
= 1/A1 : 1/A2
= A2 : A1
= πr2 : 4πr2
= 1 : 4
∴ A তার ও B তারের রোধের অনুপাত 1 : 4 ।
অথবা
একটি বাড়িতে তিনটি 220V-60W বৈদ্যুতিক বাতি ও দুটি 220V-100W বৈদ্যুতিক পাখা আছে। বৈদ্যুতিক বাতিগুলি দিনে 5 ঘন্টা করে জ্বালানো হয় এবং পাখাগুলি দিনে 10 ঘন্টা করে চালানো হয়। B.O.T একক প্রতি 5 টাকা খরচ হলে 30 দিনে বিদ্যুতের জন্য কত খরচ হবে ?
উত্তরঃ
প্রত্যহ 5 ঘন্টা করে চলা 3 টি বাতি ও প্রত্যহ 10 ঘন্টা করে চলা 2 টি পাখার জন্য দৈনিক বৈদ্যুতিক শক্তির খরচ
= {(60×3×5) + (100×2× 10)} ওয়াট- ঘন্টা
= (900 +2000) ওয়াট- ঘন্টা
= 2900 ওয়াট- ঘন্টা
∴ মাসিক বৈদ্যুতিক শক্তির খরচ = ( 2900 × 30 )ওয়াট ঘন্টা = 87000 ওয়াট ঘন্টা = 87 কিলোওয়াট ঘন্টা = 87 B.O.T
∴30 দিনে বিদ্যুতের জন্য খরচ হবে = ( 87×5 ) টাকা = 435 টাকা ।
4.7. তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো । ভাস্বর বাতির চেয়ে এল ই ডি (LED) বাতি ব্যবহারের একটি সুবিধা উল্লেখ করো ।
উত্তরঃ ফ্যারাডের সূত্র –
প্রথম সূত্রঃ কোন বদ্ধ বর্তনীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে ওই বর্তনীতে একটি তড়িচ্চালক বল আবিষ্ট হয় এই পরিবর্তন যতক্ষণ স্থায়ী হয় আবিষ্ট তড়িৎচালক বলের অস্তিত্বও ততক্ষণ বজায় থাকে ।
দ্বিতীয় সূত্রঃ আবিষ্ট তড়িচ্চালক বলের মান বর্তনীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হাড়ের সমানুপাতিক হয় ।
বাতির চেয়ে এলইডি বাতি ব্যবহারের একটি সুবিধা হল-
ভাস্বর বাতির তুলনায় এলইডি (LED) বাতি অনেক কম শক্তি ব্যয় করে এবং বেশি আলো প্রদান করে ।
4.8. একটি তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রকে 92 টি প্রোটন ও 143 টি নিউট্রন আছে । ওই পরমাণু থেকে একটি কণা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয় তার কেন্দ্রকে কতগুলি প্রোটন ও নিউট্রন থাকবে ?
কোন্ ধরণের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্রের শক্তির উৎস ?
উত্তরঃ তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রকে 92 টি প্রোটন ও 143 টি নিউট্রন আছে । ∴ ভরসংখ্যা = 143 + 92 = 235 টি
ওই পরমাণু থেকে একটি α-কণা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয় তার কেন্দ্রকে প্রোটন সংখ্যা (92-2) = 90 টি এবং ভরসংখ্যা হবে = (235 – 4) = 231 টি ।
∴ পরমাণুর কেন্দ্রকে নিউট্রন সংখ্যা হবে = (231 -90 ) টি = 141 টি ।
নক্ষত্রের শক্তির উৎস হল নিউক্লীয় সংযোজন বিক্রিয়া ।
4.9. ‘পর্যায় সারণি’ রচনায় মেন্ডেলিফের অবদান লেখো ।
উত্তরঃ ‘পর্যায় সারণি’ রচনায় মেন্ডেলিফের অবদান অপরিসীম । তিনি প্রথম পর্যায় সূত্র আবিস্কার করে সেই পর্যায় সূত্রের মাধ্যমে পর্যায়সারণি রচনা করেছিলেন । পর্যায়সারণি রচনায় মেন্ডেলিফের ভূমিকা নিম্নে আলোচনা করা হল –
ধর্মের ভিত্তি করে মৌলসমূহের শ্রেণীবিভাগঃ
মেন্ডেলিফের পর্যায় সারণিতে অনেক ত্রুটি থাকা সত্ত্বেও এই পর্যায় সারণি মৌলগুলি সুশৃংখল শ্রেণীবিভাগ-এর প্রথম সার্থক প্রচেষ্টা । কোন শ্রেণীর অন্তর্গত মৌল গুলির রাসায়নিক ধর্ম প্রায় সমান এবং ভৌত ধর্মের পরিবর্তনে কি নির্দিষ্ট ক্রমানুসারে ঘটে পর্যায় সারণির এই বার্তা রসায়নবিদদের শতাধিক মৌল ও তাদের বিপুল সংখ্যক যৌগের ধর্মাবলীর চর্চায় প্রভূত সহায়তা করেছে ।
একই শ্রেণীভুক্ত মৌলদের ধর্ম সম্বন্ধে ধারণা:
মেন্ডেলিফ তার পর্যায়সারণি এমন ভাবে তৈরি করেছিলেন যাতে , সমধর্মের ভিত্তিতে মৌল গুলি একই শ্রেণিভুক্ত হওয়ায় কোন শ্রেণীর একটি মৌল এবং তার যৌগসমূহের ধর্ম জানা থাকলে, ওই শ্রেণীর অন্তর্গত অন্য মৌল এবং তাদের যৌগের ভৌত ও রাসায়নিক ধর্ম অনেকটা ধারণা করা যায় ।
অনাবিস্কৃত মৌলের সন্ধান এবং তাদের ধর্ম সম্পর্কে ভবিষ্যৎবাণীঃ
পর্যায় সূত্র অনুসরণ করে মৌল গুলিকে সাজানোর সময় শ্রেণী বৈশিষ্ট্য অব্যাহত রাখার তাগিদে মেন্ডেলিফের মূল পর্যায় সারণিতে অনেকগুলো শূন্যস্থান অনাবিষ্কৃত মৌলগুলির জন্য নির্দিষ্ট করা ছিল অর্থাৎ তিনি তখন অনুধাবন করতে পেরেছিলেন যে এই স্থানে অন্য কোন মৌল স্থান পেতে পারে ।
পারমাণবিক গুরুত্ব সংশোধনঃ
মেন্ডেলিফের পর্যায় সারণির সাহায্যে কোন কোন মৌলের সন্দেহজনক পারমাণবিক গুরুত্ব ও সংশোধন করা সম্ভব হয়েছে ।
অথবা
কোনও পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝায় ? দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 14 এর প্রথম তিনটি মৌলিক পদার্থ C, Si এবং Ge কে তাদের পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও।
উত্তরঃ
পারমাণবিক ব্যাসার্ধ – কোন মৌলের একটি বিচ্ছিন্ন পরমাণুর নিউক্লিয়াস থেকে ওই পরমাণুর সর্ব বহিঃস্থ কক্ষের দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার বলে ।
পারমাণবিক ব্যাসার্ধ তিন ভাগে ভাগ করা যায় ।যথা – সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ ও ভ্যান ডার ওয়াল্স্ ব্যাসার্ধ ।
সমযোজী ব্যাসার্ধ- একই মৌলের দুটি পরমাণুর সমযোজী এক-বন্ধনের দ্বারা আবদ্ধ থাকা অবস্থায় তাদের নিউক্লিয়াসের কেন্দ্র বরাবর সংযোজী সরলরেখার দূরত্বের অর্ধেককে সমযোজী ব্যাসার্ধ বলা হয় ।
ধাতব ব্যাসার্ধ – ধাতব কেলাসের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি ধাতব পরমাণু নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেক দূরত্বকে ধাতব পরমাণুর ব্যাসার্ধ বলে ।
ভ্যান ডার ওয়াল্স্ ব্যাসার্ধ – কঠিন অবস্থায় থাকা কোন মৌলের কাছাকাছি অবস্থিত পৃথক দুটি অনুর মধ্যে নিকটতম দুটি বন্ধনহীন পরমাণু নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেককেভ্যান ডার ওয়াল্স্ ব্যাসার্ধ বলে ।
দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 14 এর প্রথম তিনটি মৌলিক পদার্থ C, Si এবং Ge কে তাদের পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজালে হয় – C < Si < Ge
4.10. দুই শ্রেণির তড়িদবিশ্লেষ্যের উল্লেখ করো । এদের মধ্যে পার্থক্য করা যায় কীভাবে ?
উত্তরঃ জলীয় দ্রবণে বিয়োজিত অবস্থায় ক্যাটায়ন ও অ্যানায়ন –এ বিশ্লিষ্ট হয়ে তড়িৎ পরিবহণ ক্ষমতার ওপর ভিত্তি করে তড়িদ্বিশ্লেষ্য পদার্থকে দুটি শ্রেণিতে ভাগ করা যায় । যথা – তীব্র তড়িদবিশ্লেষ্য পদার্থ এবং মৃদু তড়িদ্বিশ্লেষ্য পদার্থ ।
তীব্র তড়িদবিশ্লেষ্য পদার্থ ও মৃদু তড়িদ্বিশ্লেষ্য পদার্থ –এর পার্থক্য
তীব্র তড়িদ্বিশ্লেষ্য পদার্থ | মৃদু তড়িদ্বিশ্লেষ্য পদার্থ |
যেসব তড়িদ্বিশ্লেষ্য পদার্থ গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে , তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে । | যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় আংশিকভাবে বিয়োজিত হয়ে খুব অল্প সংখ্যক আয়ন উৎপন্ন করে , তাদের বলে মৃদু তড়িদ্বিশ্লেষ্য পদার্থ । |
এরা সাধারণত আয়নীয় যৌগ হয় । | এরা সাধারণত সমযোজী যৌগ হয় । |
গলিত বা দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে প্রচুর সংখ্যক আয়ন উৎপন্ন করে । | দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়ে খুব কম সংখ্যক আয়ন উৎপন্ন করে । |
দ্রবণে আয়ন সংখ্যা খুব বেশি হওয়ায় তড়িৎ পরিবহণ ক্ষমতা খুব বেশি হয় । | দ্রবণে আয়ন সংখ্যা খুব কম হওয়ায় তড়িৎ পরিবাহিতা তুলনামূলক কম হয় । |
দ্রবণে উপাদান কণা হিসেবে আয়ন থাকে । | দ্রবণে উপাদান কনা হিসেবে এক্ষেত্রে আয়ন ও অবিয়োজিত অণু অবস্থান করে |
উদাহরণ – NaCl , NaOH H2SO4 | উদাহরণ – CH3COOH, NH4OH , H2CO3 |
4.11. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো । এই পদ্ধতির শর্তগুলি লেখো ।
উত্তরঃ হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটির সমিত রাসায়নিক সমীকরণ হল-
N2 +3H2 ⇌ 2NH3 + তাপ (22400 ক্যালোরি )
হেবার পদ্ধতিতে অ্যামোণিয়া প্রস্তুতির শর্তঃ
বিক্রিয়া: উভোমুখী ও তাপমোচী ।
উষ্ণতাঃ 450˚C থেকে 500˚C ।
চাপঃ 200 বায়ুমন্ডলীয় চাপ ।
অনুঘটকঃ সূক্ষ লৌহচূর্ণ ।
উদ্দীপকঃ মলিবডেনাম (Mo) বা 1% K2O ও 3% Al2O3 ।
4.12. একটি হাইড্রোকার্বন বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে । হাইড্রোকার্বনটি কী ? বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণ লেখো । হাইড্রোকার্বনটির একটি ব্যবহার উল্লেখ করো ।
উত্তরঃ একটি হাইড্রোকার্বন বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে । হাইড্রোকার্বনটি হল মিথেন । এই বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ হল – CH4 + Cl2 → CH3Cl + HCl
মিথেনের একটি ব্যবহার : মিথেনের অসম্পূর্ণ দহনে কার্বন ব্ল্যাক উৎপন্ন হয় , যা ছাপার কালি , জুতোর কালি , কার্বন পেপার , রবারের টায়ার প্রভৃতি প্রস্তুতিতে ব্যবহৃত হয় ।
অথবা
এল পি জি (LPG)র শিল্প উৎস কী? অ্যাসিটিক অ্যাসিড ও পলি (টেট্রাফ্লুওরোইথিলিন) এর প্রতিটির একটি করে ব্যবহার লেখো ।
উত্তরঃ এল পি জি (LPG)র শিল্প উৎসঃ
30˚C –এর নীচে খনিজ তেল বা পেট্রোলিয়ামের আংশিক পাতনে পেট্রোলিয়াম গ্যাস পাওয়া যায়, যা প্রোপেন, বিউটেন ও ইথেন গ্যাসের মিশ্রণ । এই পেট্রোলিয়াম গ্যাস কে উচ্চচাপে শীতল করে তরলে পরিণত করা হয় । এই তরল হাইড্রোকার্বনের মিশ্রণ কে এল পি জি বলে। একে সিলিন্ডারে ভরে সরবরাহ করা হয় ।
অ্যাসিটিক অ্যাসিডের একটি ব্যবহারঃ
অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণকে (5%-8%) ভিনিগার বলে । ভিনিগার মাছ মাংস সংরক্ষণে, নানা রকম আচার , চাটনি ইত্যাদি তৈরিতে কাজে লাগে ।
পলি (টেট্রাফ্লুওরোইথিলিন) এর একটি ব্যবহারঃ
রাসায়নিকভাবে নিষ্ক্রিয় ও তাপ স্থায়িত্ব হওয়ার জন্য পরীক্ষাগারে বিকারক বোতল ব্যবহৃত যন্ত্রপাতি এবং রাসায়নিক পদার্থ বহনকারী পাইপ ও ট্যাংক তৈরি হয় পলিটেট্রাফ্লুওরোইথিলিন ইথিলিন দিয়ে ।
নীচের বাটনে ক্লিক করে PDF টি ডাউনলোড করে নিন
Name of the File: মাধ্যমিক 2023 ভৌতবিজ্ঞান প্রশ্নের সমধান
Type of File: PDF
Size: 479 Kb
No. of Page- 18
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্নের সমাধান (CLICK HERE)