উদ্ভিদ কলা ও প্রাণী কলা MCQ প্রশ্ন উত্তর (PDF Download)

উদ্ভিদ কলা ও প্রাণী কলা MCQ প্রশ্ন উত্তর (PDF Download) |Plant and Animal Tissue MCQ PDF -WBBSE Board -এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে উদ্ভিদ কলা ও প্রাণী কলা MCQ প্রশ্ন উত্তর ।এই প্রশ্ন উত্তরগুলো ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে। এই প্র্যাকটিস সেটটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে প্রশ্নগুলো ক্লাস IX-এর সকল ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর জীবন বিজ্ঞান পরীক্ষার ‘কলা’, উদ্ভিদ কলা ও প্রাণী কলা MCQ প্রশ্ন উত্তর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই প্র্যাকটিস সেট।ক্লাস নাইনের জীবন বিজ্ঞানের উদ্ভিদ কলা ও প্রাণী কলার বাছাই করা ৬০ টি MCQ প্রশ্ন উত্তর থেকে থেকে পরীক্ষায় কমন আসার চান্স 99% ।

নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘কলা’ অধ্যায়ের এই প্রশ্ন উত্তরগুলো।

উদ্ভিদ কলা ও প্রাণী কলা MCQ প্রশ্ন উত্তর (PDF Download)

1. কোন উদ্ভিদে এরেনকাইমা দেখা যায় ?

  • জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদে
  • হাইড্রোফাইট বা জলজ উদ্ভিদে (উত্তর)   
  • মেসোফাইট বা সাধারণ জলজ উদ্ভিদে
  • হ্যালোফাইট বা লবণাম্বু উদ্ভিদে

2. কোশান্তর রন্ধ্রবিহীন সরল স্থায়ী কলাটি হল –

  • স্ক্লেরেনকাইমা (উত্তর)
  • প্যারেনকাইমা
  • এরেনকাইমা
  • কোলেনকাইমা

3. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে যে কলা, তা হল—

  • এরেনকাইমা
  • ক্লোরেনকাইমা (উত্তর)
  • স্কেরেনকাইমা
  • কোলেনকাইমা

4. রেচন পদার্থ সঞ্চয়কারী স্থায়ী কলাটি হল –

  • ক্লোরেনকাইমা  
  • ইডিওব্লাস্ট(উত্তর)   
  • স্ক্লেরাইড
  • কোলেনকাইমা

5. পেয়ারা ও ন্যাসপাতির ফলত্বকের কঠিন বা শক্ত অংশগুলি কোন্ প্রকার কোশ দ্বারা গঠিত?

  • কোলেনকাইমা
  • স্কেরেনকাইমা
  • স্ক্লেরাইড(উত্তর)  
  • ট্রাকিড

6. মৃত সরল স্থায়ী কলাটি হল-

  • প্যারেনকাইমা
  • কোলেনকাইমা
  • স্কেরেনকাইমা(উত্তর)  
  • এরেনকাইমা

7. জাইলেমের একমাত্র সজীব উপাদানটি হল-

  • জাইলেম তন্তু
  • ট্রাকিড
  • জাইলেম প্যারেনকাইমা (উত্তর)
  • ট্রাকিয়া

8. জাইলেম কলায় উপস্থিত স্কেরেনকাইমাকে বলে –

  • ইলাস্টিক তন্তু   
  • কোলাজেন তন্তু  
  • কাষ্ঠল তন্তু(উত্তর)   
  • বাস্টতন্তু

9. জটিল স্থায়ী কলাটি হল –

  • ফ্লোয়েম
  • জাইলেম ফ্লোয়েম(উত্তর)  
  • কোলেনকাইমা
  • জাইলেম

10. লেপ্টোম বলতে কোন্ কলাকে বোঝায় ?

  • ফ্লোয়েম (উত্তর)  
  • জাইলেম
  • ভাজক কলা
  • প্যারেনকাইমা

11. যান্ত্রিক দৃঢ়তা প্রদানকারী ফ্লোয়েম কলার উপাদানটি হল—

  • ট্রাকিয়া
  • কাষ্ঠিক তন্তু
  •  ট্রাকিড
  • ফ্লোয়েম তন্তু(উত্তর)

12. উদ্ভিদের জলসংবহনে সাহায্যকারী কলাটি হল –

  • স্কেরেনকাইমা  
  • কোলেনকাইমা
  • জাইলেম (উত্তর)
  • ফ্লোয়েম

13. নিউক্লিয়াসবিহীন জীবিত উদ্ভিদকোশটি হল –

  • সিভনল (উত্তর)
  • ফ্লোয়েম প্যারেনকাইমা  
  • ট্রাকিয়া
  • প্যারেনকাইমা

14. কোন্ কলা আদি ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয় –

  • স্নায়ুকলা
  • পেশিকলা
  • আবরণী কলা  
  • যোগকলা(উত্তর)

15. অস্থি একপ্রকার –

  • যোগকলা (উত্তর)
  • পেশিকলা  
  • আবরণী কলা
  • স্নায়ুকলা

15. যোগকলায় উপস্থিত একপ্রকার আগ্রাশী কোশ হল—

  • লিম্ফোসাইট
  • ফাইব্রোসাইট
  • অস্টিওসাইট  
  • হিস্টিওসাইট(উত্তর)

16. তরুণাস্থি হল –

  • আবরণী কলা
  • পেশিকলা
  • যোগকলা (উত্তর)  
  • জটিল স্থায়ী কলা

17. ‘ফ্যাট ডিপো’ কোন্ কলাকে বলা হয়?

  • অ্যারিওলার কলা  
  • অ্যাডিপোজ কলা (উত্তর)
  • অস্থিকলা
  • তরুণাস্থি কলা

18. যোগকলার মধ্যে অনুপস্থিত কোশটির নাম –

  • মেদকোশ  
  • অস্টিওব্লাস্ট
  • অস্টিওসাইট  
  • নিউরোলেমা(উত্তর)

19. চর্বি বা ফ্যাট যে কলায় দেখা যায়, তা হল-

  • রক্ত 
  • অ্যাডিপোজ কলা (উত্তর)
  • অ্যারিওলার কলা
  • অস্থিকলা

20. মেদকলা হল একধরনের –

  • সংবহন কলা
  • আবরণী কলা  
  • পেশিকলা
  • যোগকলা(উত্তর)

উদ্ভিদ কলা ও প্রাণী কলা MCQ প্রশ্ন উত্তর

21. অ্যারিওলার কলায় পাওয়া যায় না –

  • প্লাজমা কোশ  
  • মেদকোশ
  • ফাইব্রোব্লাস্ট
  • মাস্টকোশ

22. ঐচ্ছিক পেশি হল –

  • অস্থিপেশি (উত্তর)   
  • মসৃণ পেশি  
  • হৃদপেশি
  • অরেখ পেশি

23. অরেখ পেশির নিউক্লিয়াস সংখ্যা –

  • 1টি (উত্তর)   
  • 2টি 
  • অসংখ্য  
  • শূন্য

24. অস্থিতে প্রাপ্ত একটি কোশের নাম –

  • ম্যাক্রোফাজ
  • হিস্টিওসাইট
  • অস্টিওব্লাস্ট (উত্তর)   
  • ফ্লাইব্রোব্লাস্ট

25. একটি যোগকলা হল –

  • স্নায়ুবিক কলা
  • ত্বককলা
  • তরুণাস্থি কলা (উত্তর)   
  • সিনসিটিয়াম কলা

26. কোন্ পেশির কখনোই অবসাদ ঘটে না?

  • সুরেখ  
  • অরেখ  
  • হৃদপেশি (উত্তর)    
  • কোনোটিই নয়

27. মাংসপেশির সংকোচনশীলতা বজায় রাখে –

  • মেলানিন
  • কোলাজেন
  • মায়োসিন (উত্তর)    
  • প্রোটাসিন

28. সিনসিটিয়াম বা বহুনিউক্লিয়াসযুক্ত কোশ কোনটি ?

  • সরেখ পেশিকোশ (উত্তর)   
  • রক্তকোশ
  • স্নায়ুকোশ  
  • কোনোটিই নয়

29. লিগামেন্ট ও টেনডন দেখা যায় যে কলার গঠনে, তা হল –

  • আবরণী কলা
  • পেশিকলা
  • তরুণাস্থি
  • যোগকলা(উত্তর)   

30. মায়োফাইব্রিল থাকে –

  • আবরণী কলায়
  • পেশিকলায় (উত্তর)   
  • অস্থিকলায়
  • স্নায়ুকলায়

31. নিউরোনের কোশদেহের সাইটোপ্লাজমকে বলে –

  • এক্টোপ্লাজম
  • নিউরোপ্লাজম (উত্তর)   
  • অ্যাক্সোপ্লাজম
  • এন্ডোপ্লাজম

32. নিউরিলেমার মধ্যে নিউক্লিয়াসযুক্ত কোশকে বলে –

  • নিসল দানা  
  • সোয়ান কোশ (উত্তর)   
  • কুফার কোশ
  • নিউক্লিওয়েড

33. উদ্ভিদকে সর্বাধিক দৃঢ়তা প্রদানকারী কলা হল-

  • জাইলেম প্যারেনকাইমা
  • কোলেনকাইমা
  • ফ্লোয়েম, প্যারেনকাইমা
  • স্ক্লেরেনকাইমা (উত্তর)   

34. নিম্নলিখিত কোনটি পার্শ্বীয় ভাজক কলা নয় ?

  • নিবেশিত ভাজক কলা (উত্তর)   
  • ক্যাম্বিয়াম
  • ফেলোজেন
  • কোনোটিই নয়

35. ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম আসলে হল-

  • গৌণ ভাজক কলা
  • প্রারম্ভিক ভাজক কলা (উত্তর)   
  • প্রাথমিক ভাজক কলা
  • প্রোটোডার্ম

36. এরেনকাইমা হল-

  • সালোকসংশ্লেষকারী প্যারেনকাইমা
  • রেচন বস্তুযুক্ত প্যারেনকাইমা
  • বাতাবকাশযুক্ত প্যারেনকাইমা (উত্তর)   
  • কোনোটই নয়

37. বহুবর্ষজীবী উদ্ভিদে ক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে বলা হয়-

  • স্যাপউড
  • হার্টউড (উত্তর)   
  • অটামউড
  • স্প্রিংউড

38. সীভনলের সঙ্গে যুক্ত সজীব কোশটি হল-

  • জাইলেম প্যারেন কাইমা
  • ফ্লোয়েম প্যারেনকাইমা
  • সীভাকোশ
  • সঙ্গী কোশ (উত্তর)   

39. উন্নত উদ্ভিদে সংবহন কলার উৎপত্তি ঘটে-  

  • পেরিব্লেম
  • কর্টেক্স
  • আদি ক্যান্বিয়াম (উত্তর)   
  • আদি ত্বক কোশ

40. বর্জ্য পদার্থযুক্ত প্যারেনকাইমা কলাকে বলে –

  • ইডিওব্লাস্ট (উত্তর)   
  • ক্লোরেনকাইমা
  • এরেনকাইমা
  • প্রোসেনকাইমা

41. নিম্নলিখিত কোনটি স্টোনসেল নামে পরিচিত ?

  • জাইলেম তত্ত্ব
  • ফ্লোয়েম তত্ত্ব
  • স্ক্লেরাইড (উত্তর)   
  • কোনোটিই নয়

42. নিম্নলিখিত কোন ভাজক কলটি সবকটি তলে বিভাজিত হতে পারে ?

  • মাসমেরিস্টেম (উত্তর)
  • প্লেটমেরিস্টেম
  • রিবমেরিস্টেম
  • সবগুলি সঠিক

43. নিম্নলিখিত কোনটি গৌণ ভাজক কলার উদাহরণ—

  • ইন্ট্রা ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম
  • ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম (উত্তর)   
  • ভ্যাসকুলার ক্যাম্বিয়াম
  • কোনোটিই নয়

44. সরল আবরণী কলার প্রকার ভেদ হল-

  • দুই প্রকার
  • তিন প্রকার
  • চার প্রকার
  • পাঁচ প্রকার (উত্তর)   

45. নিম্নলিখিত কোনটি আবরণী কলায় দেখা যায় না?

  • সিলিয়া
  • রক্তবাহ (উত্তর)   
  • অন্তঃকোশীয় সংযোগ
  • ভিত্তিপর্দা

46. নিম্নলিখিত কোন আবরণী কলার কোশগুলি অনিয়তাকার, চ্যাপ্টা ও আঁইশাকার ?

  • স্তম্ভাকার
  • ঘনকাকার
  • স্কোয়ামাস (উত্তর)   
  • ছদ্মস্তরীভূত

47. ক্ষরণে অংশগ্রহণকারী আবরণী কলাকে বলা হয়-

  • গ্রন্থিময় (উত্তর)  
  • ঘনকাকার
  • স্তম্ভাকার
  • স্তরীভূত

48. যে গ্রন্থির ক্ষরণে গ্রন্থি কোশটি নষ্ট হয়ে যায় তাকে বলে-

  • অ্যাক্সোক্রাইন
  • মেরোক্রাইন
  • মিশ্রগ্রন্থি
  • হলোক্রাইন (উত্তর)   

উদ্ভিদ কলা ও প্রাণী কলা MCQ প্রশ্ন উত্তর

49. গবলেট কোশ নিম্নলিখিত কোন ধরনের গ্রন্থির উদাহরণ?

  • অ্যাপোক্রাইন(উত্তর)   
  • হলোক্রাইন
  • মেরোক্রাইন
  • কোনোটিই নয়

50. যোগ কলার উৎপত্তি ঘটে-

  • এক্টোডার্ম
  • এন্ডোডার্ম
  • মেসোডার্ম (উত্তর)   
  • ফেলোডার্ম

51. যোগ কলার যে কোশ থেকে ধাত্র ও তত্ত্ব উৎপন্ন হয়, তাকে বলে-

  • মাস্ট কোশ
  • ফাইব্রোব্লাস্ট কোশ (উত্তর)   
  • প্লাজমা কোশ
  • বেসোফিল কোশ

52. সেরাটোনিন ও হেপারিন ক্ষরণকারী যোগ কলার কোশ হল –

  • অ্যাডিপোসাইট
  • মাস্ট কোশ(উত্তর)   
  • হিস্টিওসাইট কোশ
  • অস্টিওসাইট কোশ

53. স্নেহপদার্থ সঞ্চয়কারী যোগ কলার কোশকে বলা হয়—

  • মাস্ট কোশ
  • বেসোফিল কোশ
  • প্লাজমা কোশ
  • অ্যাডিপোসাইট কোশ (উত্তর)   

54. মানব দেহের একটি ভ্রাম্যমান কোশের উদাহরণ হল –

  • RBC
  • WBC
  • অনুচক্রিকা
  • সবগুলি সঠিক(উত্তর)   

55. ইলাস্টিন প্রোটিন নির্মিত পীতবর্ণের তত্ত্বকে বলা হয়-

  • কেলোজেন তন্তু
  • রেটিকুলেটেড তন্তু
  • স্নায়ু তন্তু  
  • ইলাস্টিক তন্তু (উত্তর)   

56. লিগামেন্ট গঠিত হয় যে যোগ কলা দ্বারা, তা হল –

  • পীত তন্তুময়
  • শ্বেত তন্তুময় (উত্তর)   
  • জালকাকার
  • শিথিল যোগ কলা

57. হ্যাভারসিয়ান তত্ত্ব দেখা যায় –

  • তরুনাস্থিতে
  • কমপ্যাক্ট অস্থিতে(উত্তর)   
  • স্পঞ্জি অস্থিতে
  • ক্যালসিফায়েড অস্থিতে

58. মজ্জাগহ্বরে উপস্থিত মজ্জা মূলতঃ নিম্নলিখিত কোন কলা দ্বারা গঠিত?

  • অ্যাডিপোজ কলা (উত্তর)   
  • অস্থিকলা
  • হিমোপয়েটিক কলা
  • মিউকাস কলা

59. জীববিদ্যার যে শাখায় টিসু সম্পর্কে আলোচনা করা হয়, তাকে বলে—

  • সাইটোলজি
  • সেল বায়োলজি
  • হিস্টোলজি (উত্তর)   
  • প্রোটোবায়োলজি

60. পারন কোশের কাজ হল –

  • পত্ররন্ধ্রের দিকে CO2 পরিবহন করা
  • পত্ররন্ধ্রের দিকে O2 পরিবহন করা
  • মুলত্বকের দিকে জল পরিবহন করা
  • পরিচক্রের দিকে জল পরিবহন করা(উত্তর)   

Name of the File- উদ্ভিদ কলা ও প্রাণি কলা MCQ প্রশ্ন উত্তর

Type of Flie– PDF

Size of File – 200 Kb

Number of Pages– 10

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ

নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group D Online Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।উদ্ভিদ কলা ও প্রাণী কলা MCQ প্রশ্ন উত্তর -এর ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে নীচে কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!