WBBSE Board -এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে Respiration MCQ Mock Test in Bengali।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর সকল ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর জীবন বিজ্ঞান পরীক্ষার MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট।নবম শ্রেণি জীবন বিজ্ঞান শ্বসন অধ্যায়ের মক টেস্ট -এর বাছাই করা ৫৫ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% ।এই কুইজের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।
ক্লাস নাইনের জীবন বিজ্ঞান শ্বসন অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ নিয়ে তৈরি Respiration MCQ Mock Test in Bengali ।তাই এই অধ্যায়ের মক টেস্টটি নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।
শ্বসন অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Respiration MCQ Mock Test in Bengali
1. শ্বসন কী ধরনের বিপাক ক্রিয়া ?
- উপচিতি বিপাক ক্রিয়া
- অপচিতি বিপাক ক্রিয়া
- ভৌত প্রক্রিয়া
- যান্ত্রিক প্রক্রিয়া
অপচিতি বিপাক ক্রিয়া
Q2. উচ্চশক্তি সম্পন্ন ATP উৎপাদনের প্রক্রিয়াটি হল –
- সালোকসংশ্লেষ
- পুষ্টি
- শ্বসন
- রেচন
শ্বসন
Q3. শ্বসন প্রক্রিয়ায় জীবদেহের শুষ্ক ওজন –
- হ্রাস পায়
- বৃদ্ধি পায়
- একই থাকে
- কোনোটিই নয়
হ্রাস পায়
Q4. শ্বসনে উৎপন্ন শক্তির মূল উৎস হল –
- ফ্যাট
- প্রোটিন
- গ্লুকোজ
- গ্লিসারল
গ্লুকোজ
Q5. শ্বসন প্রক্রিয়াটি ঘটে –
- প্রোক্যারিওটিক কোশে
- ইউক্যারিওটিক কোশে
- প্রাণী কোশে
- সকল সজীব কোশে
সকল সজীব কোশে
Q6. শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী কোশ অঙ্গাণুটি হল –
- লাইসোজোম
- রাইবোজোম
- সেন্ট্রোজোম
- মাইট্রোকন্ড্রিয়া
মাইট্রোকন্ড্রিয়া
Q7. এনার্জি কারেন্সি বা শক্তির ভান্ডার বলে –
- ADP –কে
- AMP – কে
- ATP –কে
- GTP – কে
ATP –কে
Q8. কোশের শক্তির উৎস বলা হয় যে কোশ অঙ্গাণুকে –
- গলগি বস্তু
- মাইটোকন্ড্রিয়া
- লাইসোজোমকে
- প্লাস্টিডকে
মাইটোকন্ড্রিয়া
Q9. প্রোক্যারিওটিক কোশে শ্বসন সম্পন্ন হয় –
- রাইবোজোমে
- সেন্ট্রোজো্মে
- লাইসোজোমে
- মেসোজোমে
মেসোজোমে
Q10. সবাত শ্বসনে গৃহীত গ্যাসটি হল –
- O2
- NO2
- CO2
- SO2
O2
Q11. শ্বসনে জীব কতৃক বর্জিত গ্যাসটি হল –
- O2
- NO2
- CO2
- SO2
CO2
Q12. শ্বাসকার্য এক প্রকারের –
- বহিঃকোশীয় যান্ত্রিক প্রক্রিয়া
- অন্তঃকোশীয় যান্ত্রিক প্রক্রিয়া
- বহিঃকোশীয় রাসায়নিক প্রক্রিয়া
- অন্তঃকোশীয় বিপাক ক্রিয়া
বহিঃকোশীয় যান্ত্রিক প্রক্রিয়া
Q13. খাদ্যস্থ স্থৈতিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় –
- সালোকসংশ্লেষের মাধ্যমে
- শ্বসনের মাধ্যমে
- শ্বাসকার্যের মাধ্যমে
- রেচনের মাধ্যমে
শ্বসনের মাধ্যমে
Q14. শক্তির দ্রুত মুক্তি ঘটে এবং তাপ ও আলোক উভয়ই উৎপন্ন হয় যে প্রক্রিয়ায় তা হল –
- সবাত শ্বসনে
- অবাত শ্বসনে
- সন্ধানে
- দহনে
দহনে
Q15. শ্বসনের প্রথম পর্যায় গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে কোশের –
- সাইটোপ্লাজমে
- মাইটোকন্ড্রিয়াতে
- ক্লোরোপ্লাস্টিডে
- নিউক্লিয়াসে
সাইটোপ্লাজমে
Q16. শ্বসনের দ্বিতীয় পর্যায় অর্থাৎ ক্রেবস চক্র ঘটে কোশের –
- সাইটোপ্লাজমে
- মাইটোকন্ড্রিয়াতে
- ক্লোরোপ্লাস্টিডে
- নিউক্লিয়াসে
মাইটোকন্ড্রিয়াতে
Q17. সবাত শ্বসনে এক গ্রাম অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হলে তাপ শক্তি উৎপন্ন হয় প্রায় –
- 646Kcal
- 666Kcal
- 686 Kcal
- 698 Kcal
686 Kcal
Q18. সবাত শ্বসনে এক গ্রাম অণু গ্লুকোজ সম্পূর্ণ জারণে ATP উৎপন্ন হয় –
- 34 অণু
- 36 অণু
- 38 অণু
- 40 অণু
38 অণু
Q19. EMP পথ বলতে বোঝানো হয় –
- C4 চক্রকে
- C3 চক্রকে
- ক্রেবস চক্রকে
- গ্লাইকোলাইসিসকে
গ্লাইকোলাইসিসকে
Q20. TCA চক্র বলতে বোঝানো হয় –
- C3 চক্রকে
- C4 চক্রকে
- ক্রেবস চক্রকে
- গ্লাইকোলাইসিসকে
ক্রেবস চক্রকে
Q21. যে প্রকার শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় তা হল –
- সবাত এবং অবাত শ্বসন
- সবাত শ্বসন
- অবাত শ্বসন
- সন্ধান
সবাত শ্বসন
Q22. যে প্রকার শ্বসন প্রক্রিয়া মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে তা হল –
- অবাত শ্বসন
- সবাত শ্বসন
- সন্ধান
- সবাত এবং অবাত শ্বসন
সন্ধান
Q23. যে শ্বসনে অক্সিজেন যুক্ত যৌগ প্রয়োজন হয় তা হল –
- সবাত শ্বসন
- অবাত শ্বসন
- সন্ধান
- দহন
অবাত শ্বসন
Q24. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষে উৎপন্ন হয় –
- গ্লুকোজ
- সাইট্রিক অ্যাসিড
- পাইরুভিক অ্যাসিড
- অক্সালো অ্যাসিটিক অ্যাসিড
পাইরুভিক অ্যাসিড
Q25. অবাত শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় –
- 150Kcal
- 324Kcal
- 50Kcal
- 686Kcal
50Kcal
Q26. নিম্নলিখিত কোন প্রক্রিয়ায় CO2 উৎপন্ন হয় না ?
- সবাত শ্বসন
- অবাত শ্বসন
- ল্যাকটিক অ্যাসিড সন্ধান
- কোহল সন্ধান
ল্যাকটিক অ্যাসিড সন্ধান
Q27. কোহল সন্ধানে উৎপন্ন শক্তির পরিমাণ –
- 25 cal
- 50Kcal
- 25 Kcal
- 50cal
25 Kcal
Q28. লোহিত রক্ত কণিকাতে সবাত শ্বসন না ঘটার কারণ –
- নিউক্লিয়াস অনুপস্থিত
- মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত
- বেশী শক্তির প্রয়োজন হয় না
- ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত
মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত
Q29. ক্রেবস চক্র ঘটে মাইট্রোকন্ড্রিয়ার –
- ধাত্রে
- ক্রিস্টিতে
- বহিঃপ্রকোষ্ঠে
- বহিঃপর্দায়
ধাত্রে
Q30. সবাত শ্বসনের গ্লাইকোলাইসিসে ATP উৎপন্ন হয় –
- এক অণু
- দুই অণু
- চার অণু
- আট অণু
আট অণু
Q31. অতিরিক্ত পরিশ্রমের সময় ঐচ্ছিক পেশীকোশে অবাত শ্বসনের ফলে উৎপন্ন হয়-
- ল্যাকটিক অ্যাসিড
- সাইট্রিক অ্যাসিড
- বিউটাইরিক অ্যাসিড
- ফিউমারিক অ্যাসিড
ল্যাকটিক অ্যাসিড
Q32. ফুসফুসের গঠনগত একক হল –
- প্লুরা
- ব্রংকাস
- অ্যালভিওলাই
- ব্রংকিওল
অ্যালভিওলাই
Q33. শ্বাসপেশিটি হল –
- মধ্যচ্ছদা
- ইন্টারকস্টাল পেশি
- A ও B
- কোনোটিই নয়
A ও B
Q34. অবাত শ্বসন সম্পন্ন করে এমন একটি প্রাণী হল –
- কেঁচো
- হাইড্রা
- মনসিস্টিস
- প্রজাপতি
মনসিস্টিস
Q35. ক্রেবস চক্রে মোট কত অণু ATP উৎপন্ন হয় ?
- ১০ অণু
- ২০ অণু
- ১৭ অণু
- ১২ অণু
১২ অণু
Q36. অ্যামিবা শ্বাসকার্য করে –
- ত্বক দ্বারা
- দেহতল দ্বারা
- ফুলকা দ্বারা
- ফুসফুস দ্বারা
দেহতল দ্বারা
Q37. দেহত্বক প্রধান শ্বাসঅঙ্গ রূপে দায়িত্ব পালন করে –
- কেঁচোর
- হাইড্রার
- ফড়িং-এর
- টিকটিকির
কেঁচোর
Q38. মাকড়সার শ্বাসঅঙ্গের নাম –
- বই ফুলকা
- বহিঃ ফুলকা
- বই ফুসফুস
- ট্রাকীয়া
বই ফুসফুস
Q39. ট্রাকীয়ার সাহায্যে শ্বাসকার্য করে –
- জোঁক
- আরশোলা
- কুমীর
- শামুক
আরশোলা
Q40. চিংড়ির শ্বাসঅঙ্গের নাম –
- বুক – গিল
- বুক লাং
- ট্রাকিয়া
- দেহত্বক
বুক – গিল
Q41. জৈব জ্যোতি বিচ্ছুরণ দেখা যায় –
- ফড়িং- এ
- কেঁচো –তে
- শামুক –এ
- জোনাকি –তে
জোনাকি –তে
Q42. অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় –
- কই মাছে
- রুই মাছে
- ইলিশমাছে
- কাতলামাছে
কই মাছে
Q43. শ্বাসবৃক্ষ দেখা যায় –
- রুই মাছে
- মাগুর মাছে
- কই মাছে
- শিঙি মাছে
মাগুর মাছে
Q44. পায়রার বায়ুথলির সংখ্যা হল –
- 7 জোড়া
- 8 টি
- 9 টি
- 9 জোড়া
9 টি
Q45. ফুসফুসের আবরণকে বলে –
- পেরিকার্ডিয়াম
- পেরিটোনিয়াম
- প্লুরা
- ক্যাপসুল
প্লুরা
Q46. জিওল মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র অক্সিজেন গ্রহণ করে –
- জল থেকে
- বায়ু থেকে
- মাটি থেকে
- অক্সিজেন যুক্ত যৌগ থেকে
বায়ু থেকে
Q47. লৌহ ঘটিত শ্বাসরঞ্জকটি হল –
- হিমোসায়ানিন
- হিমোএরিথ্রিন
- হিমোগ্লোবিন
- ক্লোরোক্রুয়োনিন
হিমোগ্লোবিন
Q48. মানুষের স্বরযন্ত্রের নাম –
- জিহ্বা
- ল্যারিংস
- ট্রাকীয়া
- গলবিল
ল্যারিংস
Q49. অ্যাডমস অ্যাপল বলা হয় –
- ফুসফুসকে
- ব্রংকাসকে
- অ্যাল্ভিওলাইকে
- ল্যারিংসকে
ল্যারিংসকে
Q50. প্রশ্বাস বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যথাক্রমে –
- 16.3% ,4%
- 20.94% ,0.03%
- 17.5% , 0.3%
- 18.6% , 2.0%
20.94% ,0.03%
Q51. নিশ্বাস বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যথাক্রমে –
- 16.3% ,4.0%
- 20.94% , 0.3%
- 17.5% ,0.3%
- 18.6% , 2.0%
16.3% ,4.0%
Q52. লবণাম্বু উদ্ভিদ শ্বাসক্রিয়া সম্পন্ন করে –
- লেন্টিসেল দ্বারা
- পত্ররন্ধ্র দ্বারা
- নিউম্যাটোফোর দ্বারা
- কিউটিকল দ্বারা
নিউম্যাটোফোর দ্বারা
Q53. বহিঃফুলকা নিম্নলিখিতদের মধ্যে কার শ্বাসঅঙ্গ ?
- ব্যাঙ
- ব্যাঙ্গাচি
- কই
- হাঙর
ব্যাঙ্গাচি
Q54. এমফাইসোমা হল এক ধরনের –
- COPD
- ব্রংকাইটিস
- ফুসফুস ক্যানসার
- তীব্র কাশি
COPD
Q55. মানব দেহের রিজার্ভ পেসমেকার হল –
- SA নোড
- AV নোড
- হিজের বান্ডিল
- পারকিনজি তন্তু
AV নোড
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ
নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট