শব্দ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর)|Sound Chapter MCQ Mock Test in Bengali

Sound Chapter MCQ Mock Test in Bengali

শব্দ অধ্যায়ের মক টেস্ট

WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর  তরফ থেকে নিয়ে আসা হয়েছে Sound Chapter MCQ Mock Test in Bengali ।এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর ভৌতবিজ্ঞান শব্দ অধ্যায়ের MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট।নবম শ্রেণি ভৌতবিজ্ঞানের শব্দ অধ্যায়ের মক টেস্ট -এর বাছাই করা ৬০ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% ।WBBSE Class 9 Physical Science Chapter 7 এই কুইজের MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।

ক্লাস নাইন ভৌতবিজ্ঞান অধ্যায় ৭ শব্দের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Sound Chapter MCQ Mock Test in Bengali।তাই এটি নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।

শব্দ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর)|Sound Chapter MCQ Mock Test in Bengali

Q1. কম্পাংক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক হল –

  • n =T
  • T=  1/n
  • T = n2
  • n = T2

T=  1/n

Q2. কোনটি কম্পাঙ্কের একক নয় ?

  • c.p.s
  • r.p.s
  • Hz
  • S

S

Q3. ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধের মান হবে –

  • 5 সেকেন্ড
  • 1 /5 সেকেন্ড
  • 10 সেকেন্ড
  • 1 /10 সেকেন্ড

1 /10 সেকেন্ড

Q4. বিস্তার এর SI একক –

  • সেমি / সেকেন্ড
  • মিটার /সেকেন্ড
  • মিটার
  • সেমি

মিটার

Q5. শব্দ কোন মাধ্যম দিয়ে যেতে পারে না ?

  • জল
  • লোহা
  • বায়ু
  • শূন্যস্থান

শূন্যস্থান

Q6. ডেসিবল হল –

  • একটি বাদ্যযন্ত্র
  • শব্দের তীব্রতার লেভেল
  • শব্দের পরিমাপ
  • শব্দের তরঙ্গ দৈর্ঘ্য

শব্দের তীব্রতার লেভেল

Q7. বায়ুতে শব্দের বেগ –

  • 332 মিটার / সেকেন্ড
  • 300 মিটার / সেকেন্ড
  • 1230 মিটার / সেকেন্ড
  • 225 মিটার/ সেকেন্ড

332 মিটার / সেকেন্ড

Q8. বায়ুতে শব্দের গতিবেগ 332 মিটার /সেকেন্ড হলে , ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের নূন্যতম দূরত্ব হতে হবে –

  • 15.6 m
  • 16.6 m
  • 33.2 m
  • 34.2 m

16.6 m

Q9. শব্দ তরঙ্গ সবচেয়ে বেশি গতিতে ভ্রমণ করে –

  • মাধ্যমহীন অবস্থায়
  • ইস্পাতের মধ্য দিয়ে
  • জলের মধ্য দিয়ে
  • বায়ুর মধ্য দিয়ে

ইস্পাতের মধ্য দিয়ে

Q10. ‘ সা , রে , গা , মা , পা ,ধা , নি , সা’ এই সুরগুলির মধ্যে দ্বিতীয় ‘সা’ –এর কম্পাংক প্রথম ‘সা’ –এর কত গুণ ?

  • একগুণ
  • দ্বিগুণ
  • তিনগুণ
  • চারগুণ

দ্বিগুণ

Q11. কোনো বস্তুর বেগ ও শব্দের  বেগের অনুপাতকে কী বলে ?

  • মোলাল সংখ্যা
  • মোলার সংখ্যা
  • ম্যাক সংখ্যা
  • ভর সংখ্যা

ম্যাক সংখ্যা

Q12. প্রতি ডিগ্রী সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেলে শব্দের বেগ –

  • 0.61 মিটার / সেকেন্ড বৃদ্ধি পাবে
  • 0.61 মিটার / সেকেন্ড হ্রাস পাবে
  • 0.31 মিটার / সেকেন্ড বৃদ্ধি পাবে
  • 0.31 মিটার / সেকেন্ড হ্রাস পাবে  

0.61 মিটার / সেকেন্ড বৃদ্ধি পাবে

Q13. বায়ুতে শব্দের বেগ 330 মিটার / সেকেন্ড হলে 660Hz কম্পাংকের কোনো সুরশলাকার 100 টি পূর্ণকম্পনে শব্দ কতদূর যাবে ?

  • 100 মিটার
  • 80 মিটার
  • 120 মিটার
  • 50 মিটার

50 মিটার

Q14. যদি বাতাসে শব্দের বেগ 336 মিটার / সেকেন্ড হয় তবে 560 Hz কম্পাংকবিশিষ্ট  সুরশলাকা থেকে সৃষ্ট শব্দকে 1500 মিটার দূরত্বে পাঠাতে সুরশোলাকাটিকে কতগুলি পূর্ণকম্পন  ঘটাতে হবে ?

  • 2500
  • 2300
  • 1500
  • 1656

2500

Q15. 360 কিমি/ ঘন্টা  বেগসহ অনুভূমিকভাবে চলমান কোনো উড়োজাহাজ থেকে একটি শব্দ উৎপন্ন করা হল এবং 6 সেকেন্ড পর ভূমি থেকে ওই শব্দের প্রতিধ্বনি শোনা গেল । উড়োজাহাজটির উচ্চতা কত ? বায়ুতে শব্দের বেগ 350 মিটার / সেকেন্ড ।

  • 1000 মিটার
  • 1200 মিটার
  • 1006 মিটার
  • 300 মিটার

1006 মিটার

Q16. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় ?

  • ম্যানোমিটার
  • ফ্যাদোমিটার
  • অল্টিমিটার
  • হাইড্রোমিটার

ফ্যাদোমিটার

 Q17. ‘মা’ শব্দটির প্রতিধ্বনি শোনার নূন্যতম দূরত্ব x মিটার হলে , ‘বাবা’ শব্দটির প্রতিধ্বনি শোনার নূন্যতম দূরত্ব হবে –

  • x মিটার
  • 2x মিটার
  • 3/5x মিটার
  • 4x মিটার

2x মিটার

Q18. রাডারের (Radar ) –এর প্রযুক্তি কিসের ওপর নির্ভরশীল ?

  • শব্দ তরঙ্গ
  • বেতার তরঙ্গ
  • বৈদ্যুতিক  তরঙ্গ
  • আল্ট্রাসনিক তরঙ্গ

বেতার তরঙ্গ

Q19. প্রতিধ্বনি শোনার জন্য কমপক্ষে দূরত্ব দরকার –

  • 30 মিটার
  • 40 মিটার
  • 50 মিটার
  • 17 মিটার

17 মিটার

Q20. 20000Hz –এর বেশি কম্পাংক যুক্ত শব্দকে বলা হয় –

  • শব্দেতর শব্দ
  • শব্দোত্তর শব্দ
  • তীক্ষ্ণ শব্দ
  • জোর শব্দ

শব্দোত্তর শব্দ

Q21. শব্দোত্তর শব্দ ব্যবহার করে –

  • কাক
  • বাদুড়
  • কুকুর
  • বিড়াল

বাদুড়

Q22. শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের সীমা –

  • 20Hz – 20,000Hz
  • 10Hz – 20,000 Hz
  • 5Hz – 10,000Hz
  • 10Hz – 10, 000 Hz

20Hz – 20,000Hz

Q23. কোন ক্ষেত্রে গতিবেগ বোঝাতে ম্যাক নম্বর ব্যবহার করা হয় ?

  • শব্দ
  • এয়ারক্র্যাফট
  • মহাকাশযান
  • জাহাজ

এয়ারক্র্যাফট

Q24. 20Hz –এর নীচের কম্পাঙ্কবিশিষ্ট শব্দকে বলে –

  • শ্রুতিগ্রাহ্য শব্দ
  • ইনফ্রাসনিক
  • আল্ট্রাসনিক
  • সুপারসনিক

ইনফ্রাসনিক

Q25. 256Hz , 512Hz  , 700 Hz , 768 Hz –এদের মধ্যে কোনটি অষ্টক ?

  • 256 Hz
  • 512 Hz
  • 768 Hz
  • 700 Hz

512 Hz

Q26. 138Hz কম্পাঙ্কের  সমমেল কোনটি ?

  • 276Hz
  • 515Hz
  • 266 Hz
  • 476 Hz

276Hz

Q27. মূলসুরের কম্পাঙ্ক হল –

  • সর্বনিম্ন
  • সর্বোচ্চ
  • যেকোনো একটি
  • বলা সম্ভব নয়

সর্বনিম্ন

Q28. মেঘের গুরু গুরু শব্দের কারণ –

  • অনুঘটক
  • অনুরণন
  • অনুনাদ
  • পরবশ কম্পন

অনুনাদ

Q29. শূন্য হলঘরে শব্দ করলে মূল শব্দ থেমে যাওয়ার পর গমগম শব্দ শোনা যায় এর কারণ হল – 

  • প্রতিধ্বনি
  • প্রতিসরণ
  • প্রতিফলন
  • অনুরণন

অনুরণন

Q30. স্বনক হল শব্দের –

  • কম্পন
  • বিস্তার
  • প্রতিফলক
  • উৎস

উৎস

Q31. ঘনীভবন ও তনুভবন কোন তরঙ্গে দেখা যায় ?

  • অনুদৈর্ঘ্য
  • তির্যক
  • অনুদৈর্ঘ্য ও তির্যক
  • কোনোটিই নয়

অনুদৈর্ঘ্য

Q32. শব্দতরঙ্গ কি ধরনের ?

  • তির্যক তরঙ্গ  
  • অনুদৈর্ঘ তরঙ্গ
  • ব্যবর্ত
  • কোনোটিই নয়

অনুদৈর্ঘ তরঙ্গ

Q33. শব্দের প্রতিফলক হওয়া উচিত –

  • ছোটো ও মসৃণ
  • বড় ও মসৃণ  বা অমসৃণ 
  • বড় ও অমসৃণ
  • ছোট ও অমসৃণ বা মসৃণ

বড় ও মসৃণ  বা অমসৃণ 

Q34. ‘Chemistry’ শব্দের প্রতিধ্বনি শুনতে হলে , উৎস থেকে প্রতিফলক –এর নূন্যতম দূরত্ব হবে – (প্রায় )

  • 33m
  • 66m
  • 99m
  • 65m

99m

Q35. ‘ স্পিকিং টিউব’ শব্দের কোন ঘটনার ব্যবহারিক প্রয়োগ ?

  • প্রতিফলন
  • প্রতিসরণ
  • বিক্ষেপন
  • শোষণ

প্রতিফলন

Q36. মানুষের কানের পক্ষে নিরাপদ শব্দের তীব্রতা –

  • 45dB
  • 65dB
  • 90dB
  • 120dB

65dB

Q37. মহিলাদের গলার স্বর তীক্ষ্ণ কেন ?

  • কম্পাঙ্ক বেশি
  • কম্পাঙ্ক কম
  • বেশি প্রতিফলিত হয়
  • কম প্রতিফলিত হয়

কম্পাঙ্ক বেশি

 Q38. একটি পেন্ডুলামের দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার দোলনকাল –

  • বেড়ে যায়
  • কমে যায়
  • দ্বিগুণ হয়
  • অর্ধেক হয়

বেড়ে যায়

Q39. কোনো মাধ্যমে শব্দতরঙ্গ সঞ্চালিত হলে  মাধ্যমের কণাগুলির আন্দোলন –

  • তরঙ্গ সঞ্চালনের অভিমুখে হয়
  • তরঙ্গ সঞ্চালনের অভিমুখের লম্বভাবে হয়
  • যে কোনো একটি অভিমুখে হয়
  • এলোমেলো ভাবে হয়

তরঙ্গ সঞ্চালনের অভিমুখে হয়

Q40. মানুষ সেকেন্ডে কটার বেশি পদাংশ উচ্চারণ করতে পারে না ?

  • 1টি
  • 5 টি
  • 10 টি
  • 15 টি

5 টি

Q41. বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন শব্দগুলির কোনটি সর্বদা পৃথক হয় ?

  • প্রাবল্য
  • তীক্ষ্ণতা
  • জাতি
  • সবকটি

জাতি

Q42. Beautiful শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলের নূন্যতম দূরত্ব হবে –

  • 56 মিটার
  • 102 মিটার
  • 112 মিটার
  • 125 মিটার

102 মিটার

Q43. দুমুখ খোলা নলে উৎপন্ন শব্দ অধিক সুরলা , কারণ এতে –

  • উপসুরের সংখ্যা বেশি থাকে
  • সমমেলের সংখ্যা বেশি থাকে
  • উপসুরের সংখ্যা কম থাকে
  • সমমেলের সংখ্যা কম থাকে

সমমেলের সংখ্যা বেশি থাকে

Q44. কোনো স্বর অধিক সুরেলা হবে যদি স্বরে –

  • বেশি সমমেল থাকে
  • বেশি উপসুর থাকে
  • কম সমমেল থাকে
  • উপসুর সমান থাকে

বেশি সমমেল থাকে

Q45. n সংখ্যক পদাংশের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের নূন্যতম দূরত্ব হবে –

  • n × 34 মিটার
  • n × 17 মিটার
  • n × 322 মিটার
  • n × 50 মিটার

n × 34 মিটার

 Q46. একটি শব্দতরঙ্গে পরপর সাতটি ঘনীভবনের মধ্যে দূরত্ব 9 মিটার হলে তরঙ্গদৈর্ঘ্য হবে  –

  • 9 মিটার
  • 6 মিটার
  • 3 মিটার
  • 1.5 মিটার

1.5 মিটার

Q47. কোনো বিন্দুতে কোনো সুরের তীব্রতা হল শব্দ উৎস থেকে ঐ বিন্দুর দূরত্বের

  • সমানুপাতিক
  • ব্যাস্তানুপাতিক
  • বর্গের ব্যাস্তানুপাতিক
  • বর্গের  সমানুপাতিক

বর্গের ব্যাস্তানুপাতিক

Q48. কম্পনশীল কোনো শব্দ উৎসের আকার বড় হলে , সুরের –

  • তীক্ষতা বাড়ে
  • তীক্ষ্ণতা কমে
  • প্রাবল্য বাড়ে
  • প্রাবল্য কমে

প্রাবল্য বাড়ে

Q49. কোনো সুরযুক্ত শব্দে যে কম্পাঙ্কটি সর্বনিম্ন কম্পাঙ্কের দ্বিগুণ , তার জন্য নিঃসৃত শব্দটি হল –

  • মূলসুর
  • সমমেল
  • উপসুর
  • অষ্টক

অষ্টক

Q50. ল্যপলাসের মত অনুসারে কোনো গ্যাসীয় মাধ্যমে শব্দের বিস্তার হয় –

  • স্থির আয়তন পদ্ধতিতে
  • স্থির চাপ পদ্ধতিতে
  • সমোষ্ণ পদ্ধতিতে
  • রূদ্ধতাপ পদ্ধতিতে

রূদ্ধতাপ পদ্ধতিতে

Q51. ল্যাপলাসের সংশোধন অনুযায়ী গ্যাস মাধ্যমে শব্দের  বেগ –

  • V = √ (P/ρ )
  • V = √ (γP / ρ)
  • V =  √ (ρ /P )
  • V = √ (γ/P)

V = √ (γP / ρ)

Q52. সিসমোগ্রাফ যন্ত্রে যে শব্দতরঙ্গ ব্যবহার করা হয় , তা হল –

  • শ্রবণোত্তর শব্দ
  • শ্রবণেতর শব্দ
  • স্বাভাবিক শব্দ
  • তির্যক তরঙ্গ

শ্রবণেতর শব্দ

Q53. কোনো শব্দযন্ত্রে অনুনাদী বস্তু উপস্থিত  থাকলে , সেই শব্দের –

  • তীক্ষ্ণতা বেশি হয়
  • তীব্রতা বেশি হয়
  • অনুরণন সৃষ্টি হয়
  • প্রাবল্য কমে

তীব্রতা বেশি হয়

Q54. কোনো মাধ্যমের উষ্ণতা যদি চারগুণ বাড়ে তবে ঐ মাধ্যমের শব্দের বেগ –

  • দ্বিগুণ বাড়বে
  • দ্বিগুণ কমবে
  • চারগুণ বাড়বে
  • চারগুণ কমবে

দ্বিগুণ বাড়বে

Q55. কোনো নির্দিষ্ট উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসের মধ্যে দিয়ে শব্দের বেগ 332 মিটার /সেকেন্ড হলে অক্সিজেন গ্যাসের মধ্যে শব্দের বেগ   হবে –

  • 332 মিটার / সেকেন্ড
  • 1328 মিটার / সেকেন্ড
  • 166 মিটার / সেকেন্ড
  • 83 মিটার / সেকেন্ড

83 মিটার / সেকেন্ড

Q56. ম্যাক সংখ্যা 1 –এর  বেশি হলে , শব্দের বেগ –

  • কম হবে
  • খুব বেশি হবে
  • বেশি হবে
  • বলা যাবে না

বেশি হবে

Q57. কোনো জড় মাধ্যমের মধ্য দিয়ে শব্দের বেগ ঐ মাধ্যমের কোন ধর্মটির ওপর নির্ভরশীল নয় ?

  • তাপমাত্রা
  • স্থিতিস্থাপকতা
  • চাপ
  • ঘনত্ব

চাপ

Q58. প্রতি সেকেন্ডে যে কটি পূর্ণ কম্পন সম্পন্ন হয় তাকে বলে ঐ তরঙ্গের –

  • বিস্তার 
  • কম্পাঙ্ক
  • তরঙ্গবেগ
  • পর্যায়কাল

কম্পাঙ্ক

Q59. গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ ও পরম উষ্ণতার সম্পর্কটি হল –

  • V ∝ 1 /T
  • V ∝ T
  • V ∝ 1/√T
  • V ∝ √T

V ∝ √T

Q60. স্থিতিস্থাপক তরঙ্গের উদাহরণ হল –

  • শব্দ তরঙ্গ
  • আলোক তরঙ্গ
  • বেতার তরঙ্গ
  • এক্স রশ্মি

শব্দ তরঙ্গ

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ

নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group D Online Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।Sound Chapter MCQ Mock Test in Bengali -এর সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।

Leave a Comment

error: Content is protected !!