তাপ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর)|Heat Chapter MCQ Mock Test in Bengali

তাপ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর)

Heat Chapter MCQ Mock Test in Bengali(MCQ Question Answer)

তাপ অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন-উত্তর)|Heat Chapter MCQ Mock Test in Bengali-WBBSE Board –এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর  তরফ থেকে নিয়ে আসা হয়েছে Heat Chapter MCQ Mock Test in Bengali তাপ অধ্যায়টি নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় । এই মক টেস্টটি ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে। এই মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি ক্লাস IX-এর ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর ভৌতবিজ্ঞান পরীক্ষার তাপ অধ্যায়ের MCQ Question Answer প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট।নবম শ্রেণি ভৌতবিজ্ঞান তাপ অধ্যায়ের মক টেস্ট -এর বাছাই করা ৫৫ টি প্রশ্ন থেকে থেকে পরীক্ষায় MCQ প্রশ্ন -উত্তর কমন আসার চান্স 99% ।WBBSE Class 9 Physical Science Chapter 6 কুইজের MCQ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।

ক্লাস নাইন ভৌতবিজ্ঞান অধ্যায় ৬ তাপের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি Heat Chapter MCQ Mock Test in Bengali।তাই এটি নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরি না করে মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেকে যাচাই করুন ।

তাপ অধ্যায়ের মক টেস্ট (MCQ প্রশ্ন-উত্তর)|Heat Chapter MCQ Mock Test in Bengali

Q1. শিশির জমার জন্য উপযোগী নয় কোনটি ?

  • স্থির বায়ু 
  • মেঘমুক্ত পরিস্কার আকাশ
  • বায়ুমন্ডলের জলীয়বাস্পের আধিক্য
  • মেঘলা আকাশ

মেঘলা আকাশ

Q2. লীনতাপ থার্মোমিটারের তাপমাত্রার পাঠ –

  • কমিয়ে দেয়
  • বাড়িয়ে দেয়
  • একই রাখে
  • কোনোটিই নয়  

একই রাখে

Q3. সেঁক দেওয়ার বোতলে জল ব্যবহারের কারণ –

  • জলের স্ফুটনাঙ্ক কম
  • জল সহজপ্রাপ্য
  • জলের আপেক্ষিক তাপ সর্বোচ্চ
  • জলের ব্যাতিক্রান্ত প্রসারণ ধর্ম বর্তমান

জলের আপেক্ষিক তাপ সর্বোচ্চ

Q4. 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য  করতে হয় তা হল-

  • 4.2 × 107 জুল
  • 4.2 আর্গ
  • 4.2 জুল
  • 4.2 × 105 আর্গ  

4.2 জুল

Q5. স্পর্শ করে বেশি ঠান্ডা মনে হয় –

  • 0˚C উষ্ণতার জল
  • 0˚C উষ্ণতার বরফ
  • বরফ ও নুনের মিশ্রণ
  • বরফ ও জলের মিশ্রণ

বরফ ও নুনের মিশ্রণ

Q6. জলের উষ্ণতা 0˚C থেকে 4˚C পর্যন্ত  বৃদ্ধি করা হলে –

  • ঘনত্ব হ্রাস পায়
  • ঘনত্ব বৃদ্ধি পায়
  • আয়তন বৃদ্ধি পায়
  • আয়তন ও ঘনত্ব হ্রাস পায়

ঘনত্ব বৃদ্ধি পায়

Q7. 0˚C উষ্ণতায় 2 গ্রাম বরফকে গলাতে যে পরিমাণ তাপ লাগে যে পরিমাণ তাপ লাগে তা হল –

  • 80 ক্যালোরি 
  • 160 ক্যালোরি
  • 240 ক্যালোরি
  • 320 ক্যালোরি

160 ক্যালোরি

Q8. লীনতাপের মাত্রীয় সংকেত –

  • [L2T-2]
  • [L3T-3]
  • [L0T2]
  • [L-1 T2 ]

[L2T-2]

Q9. 0˚C উষ্ণতার একখণ্ড বরফকে কত উচ্চতা থেকে ফেলা হলে ভূমিতে আঘাতের সঙ্গে সঙ্গে বরফটি সম্পূর্ণ গলে যাবে ?

  • 34.286 km (প্রায় )
  • 28.972 km (প্রায় )
  • 50 km
  • 37 km

34.286 km (প্রায় )

Q10. – 10˚C উষ্ণতার 10 গ্রাম বরফকে 100˚C উষ্ণতার স্টিমে পরিণত করতে কত তাপ লাগবে ?

  • 2550 cal
  • 2400 cal
  • 1550 cal
  • 7220 cal  

7220 cal  

Q11. সূর্যের উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

  • প্ল্যাটিনাম থার্মোমিটার
  • পাইরোমিটার
  • গ্যাস থার্মোমিটার
  • বাস্প চাপ

পাইরোমিটার

Q12. সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান –

  • 200˚C
  • 273˚C
  • 373˚C
  • কোনোটিই নয়

273˚C

Q13. ক্যালোরিমিটার  তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয় ?

  • তামা
  • পিতল
  • অ্যালুমিনিয়াম
  • জিঙ্ক

তামা

Q14. আপেক্ষিক আদ্রতা মাপার যন্ত্রের নাম –

  • অ্যানিমোমিটার
  • হাইগ্রোমিটার
  • থার্মোমিটার
  • পাইরেলিওমিটার

হাইগ্রোমিটার

Q15. কোনো তরলের স্ফুটনাঙ্ক কীভাবে কমানো যায় ?

  • নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট কোনো কঠিন ঐ তরলে যুক্ত করে
  • ঐ তরলে দ্রাব্য কোনো কঠিনকে যুক্ত করে
  • তরলের চাপ বাড়িয়ে
  • তরলের চাপ কমিয়ে

তরলের চাপ কমিয়ে

Q16. কিছু পরিমাণ জলের উষ্ণতা 0˚C থেকে 10˚C পর্যন্ত বৃদ্ধি করলে ঐ জলের আয়তন –

  • বৃদ্ধি পাবে
  • হ্রাস পাবে
  • অপরিবর্তিত থাকবে
  • প্রথমে কমবে তারপরে বাড়বে

প্রথমে কমবে তারপরে বাড়বে

Q17. দুটি বরফের টুকরোকে চেপে ধরলে টুকরো দুটি জোড়া লেগে একটি বরফ খন্ডে পরিণত হবে কারণ –

  • চাপ প্রয়োগের সময় তাপ উৎপন্ন হবে
  • চাপ প্রোয়োগের সময় তাপ শোষিত হবে
  • চাপ বৃদ্ধির সাথে সাথে বরফের গলনাঙ্ক কমে যায়
  • চাপ বৃদ্ধির সাথে সাথে বরফের গলনাঙ্ক বেড়ে যায়

চাপ বৃদ্ধির সাথে সাথে বরফের গলনাঙ্ক কমে যায়

Q18. প্রেসার কুকারে  রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ –

  • কুকারের ভিতরে  চাপ বাড়ার সঙ্গে সঙ্গে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
  • কুকারের ভিতরে  চাপ বাড়ার সঙ্গে সঙ্গে তরলের স্ফুটনাংক হ্রাস পায়
  • কুকারের ভিতরে 1000˚C উষ্ণতার অনেক বাস্প তৈরি হয়
  • কোনোটিই নয়  

কুকারের ভিতরে  চাপ বাড়ার সঙ্গে সঙ্গে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়

Q19. একই ধাতু দিয়ে তৈরি একটি নিরেট ঘনক এবং একটি নিরেট গোলক উভয়কেই 120˚C পর্যন্ত উত্তপ্ত করা হলে –

  • তারা একই হারে ঠান্ডা হতে থাকবে
  • গোলকের তুলনায় ঘনক তাড়াতাড়ি ঠান্ডা হতে থাকবে
  • ঘনকের তুলনায় গোলক তাড়াতাড়ি ঠান্ডা হতে থাকবে
  • কোনোটিই নয়

গোলকের তুলনায় ঘনক তাড়াতাড়ি ঠান্ডা হতে থাকবে

Q20. নিম্নের কোনটি তাপ পরিবাহিতার দ্রুততম পদ্ধতি ?

  • পরিবহণ
  • পরিচলন
  • বিকিরণ
  • প্রত্যেকটি সমান ভাবে দ্রুত

বিকিরণ

Q21. একটি  রেফ্রিজারেটরের মধ্যে ফ্রিজার সেকশনটি একদম উপরে রাখা হয় যাতে – 

  • সম্পূর্ণ  রেফ্রিজারেটরটি খুব তাড়াতাড়ি পরিচলণ পদ্ধতিতে ঠাণ্ডা হতে পারে
  • পরিবেশ থেকে গৃহীত তাপের পরিমাণ কম হয়
  • পরিবেশ থেকে গৃহীত তাপের পরিমাণ বেশি হয়
  • কোনোটিই নয়

সম্পূর্ণ  রেফ্রিজারেটরটি খুব তাড়াতাড়ি পরিচলণ পদ্ধতিতে ঠাণ্ডা হতে পারে

Q22. রান্না করার পাত্রের নিম্নলিখিত কোন গুণটি থাকা আবশ্যক ?

  • উচ্চ আপেক্ষিক তাপ এবং নিম্ন  তাপ পরিবাহিতা
  • উচ্চ আপেক্ষিক তাপ এবং উচ্চ তাপ পরিবাহিতা
  • নিম্ন আপেক্ষিক তাপ এবং নিম্ন তাপ পরিবাহিতা
  • নিম্ন আপেক্ষিক তাপ এবং উচ্চ তাপ পরিবাহিতা

নিম্ন আপেক্ষিক তাপ এবং উচ্চ তাপ পরিবাহিতা

Q23. একটি বদ্ধ ঘরের মধ্যে একটি রেফ্রিজারেটরের দরজা খুলে রাখলে ঘরটির তাপমাত্রা –

  • বেড়ে যাবে
  • কমে যাবে
  • একই থাকবে
  • কোনোটিই নয়

বেড়ে যাবে

Q24. থার্মোফ্লাক্স তাপ পরিবাহিতার কোন কোন ঘটনাকে আটকায় ?

  • পরিবহন
  • পরিচলন
  • বিকিরণ
  • সবকটি

সবকটি

Q25. কখনো কখনো  একটি কাঁচের কাপে খুব গরম চা ঢাললে তৎক্ষণাৎ  ফেটে যায় তার কারণ –

  • কাঁচের তাপ পরিবাহিতা অত্যন্ত কম 
  • কাঁচের  তাপ পরিবাহিতা অত্যন্ত বেশি
  • কাঁচের আপেক্ষিক তাপ অত্যন্ত কম
  • কোনোটিই নয়

কাঁচের তাপ পরিবাহিতা অত্যন্ত কম 

 Q26. একটি তামার গোলাকার প্লেটের মাঝখানে একটি ছোটো গোলাকার ছিদ্র করা হল এবং  তামার পাতটিকে সমভাবে উত্তপ্ত করা হলে –

  • ছিদ্রের ব্যাসার্ধ বৃদ্ধি পাবে
  • ছিদ্রের ব্যাসার্ধ হ্রাস পাবে
  • ছিদ্রের ব্যাসার্ধ একই থাকবে
  • কোনোটিই নয়

ছিদ্রের ব্যাসার্ধ বৃদ্ধি পাবে

Q27. কোথায় চাল ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয় ?

  • সমুদ্রের উপকূলে
  • দার্জিলিং
  • খনির মধ্যে
  • এভারেস্টের চুড়ায়

খনির মধ্যে

Q28. বরফ এবং সাধারণ লবণের হিমমিশ্রণে বরফ এবং সাধারণ লবণের ওজনের অনুপাত কত ?

  • 2:1
  • 3:1
  • 4:1
  • 3:2

3:1

Q29. বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন ?

  • উষ্ণতা বেশি থাকে
  • আদ্রতা বেশি থাকে
  • উষ্ণতা কম থাকে
  • আদ্রতা কম থাকে

আদ্রতা কম থাকে

Q30. A ও B দুটি সমান ভরের তরলে সমান তাপ দেওয়া হল । B –এর আপেক্ষিক তাপ A –এর দ্বিগুণ । A এবং B –এর তাপমাত্রা বৃদ্ধির অনুপাত –

  • 2:1
  • 1 : 2
  • 1:1
  • 4 : 1

2:1

Q31. জলের বাস্পীভবনের লীনতাপ –

  • 537 ক্যালোরি /গ্রাম
  • 437 ক্যালোরি /  গ্রাম
  • 80 ক্যালোরি / গ্রাম
  • 586 ক্যালোরি / গ্রাম

537 ক্যালোরি /গ্রাম

Q32. একটি বরফের মধ্যে গর্ত করে জল রাখলে , সেটি –

  • বরফে পরিণত হবে না
  • বরফে পরিণত হবে
  • বরফ হতেও পারে আবার নাও পারে
  • বরফ জলে ও জল বরফে পরিণত হবে

বরফে পরিণত হবে না

Q33. কোনো আবদ্ধ পাত্র করে জল চাঁদে নিয়ে গিয়ে পাত্রটি খুললে পাত্রের জল –

  • জমে যাবে
  • ফুটবে
  • O2 ও H2 –এ বিশ্লিষ্ট হবে
  • বাস্পায়িত হবে  

ফুটবে

Q34. বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফলকে বলে –

  • পারমাণবিক তাপ
  • তাপগ্রাহিতা
  • জলসম
  • কোনোটাই নয়

তাপগ্রাহিতা

Q35. তাপীয় বিকিরণের শনাক্তকরণ –এর জন্য কোন ব্যবস্থাটি ব্যবহার করা হয় ?

  • থার্মোপাইল
  • তরল থার্মোমিটার
  • প্ল্যাটিনাম রোধ থার্মোমিটার
  • স্থির আয়তন  থার্মোমিটার

থার্মোপাইল

Q36. সিমলায় রান্না করতে বেশি সময় লাগে , কারণ সেখানে –

  • বায়ুর চাপ বেশি 
  • বায়ুর চাপ কম
  • বায়ুর আদ্রতা কম
  • বায়ুর উষ্ণতা কম

বায়ুর চাপ কম

Q37. কোনটি তরলের নিজস্ব ধর্ম ?

  • প্রকৃত প্রসারণ 
  • আপাত প্রসারণ
  • যে কোনো একটি
  • কোনোটিই নয়

প্রকৃত প্রসারণ 

Q38. বাস্পীভবনের হার নির্ভর করে না –

  • তরলের উষ্ণতার ওপর
  • তরলের উপরিতলের ক্ষেত্রফলের ওপর 
  • তরলের  মোট ভরের ওপর
  • বায়ু চাপের ওপর

তরলের  মোট ভরের ওপর

Q39. জলে সাধারণ লবণ দ্রবীভূত থাকলে  জলের স্ফুটনাংকের কী পরিবর্তন ঘটবে ?

  • 9 ˚C বেড়ে যায়
  • 9˚C কমে যায়
  • কোনো পরিবর্তন ঘটে না
  • 20˚C বেড়ে যায়  

9 ˚C বেড়ে যায়

Q40. হিমমিশ্রের  তাপমাত্রা কত ?

  • -0 ˚C
  • – 22 ˚C
  • -20 ˚C
  • – 27 ˚C

– 22 ˚C

Q41. ঘরের তাপমাত্রা শিশিরাঙ্কের সমান হলে , আপেক্ষিক আদ্রতার মান হবে –

  • 100%
  • 0%
  • 70%
  • 85%

100%

Q42. ক্যালোরিমিতিক তরলের প্রয়োজনীয় গুণ –

  • উচ্চ স্ফুটনাঙ্ক
  • রাসায়নিক ভাবে সক্রিয়
  • উচ্চ আপেক্ষিক তাপ
  • নিম্ন আপেক্ষিক তাপ

নিম্ন আপেক্ষিক তাপ

Q43. তাপ সঞ্চালনের কোন পদ্ধতিটি অভিকর্ষ বলের উপর নির্ভরশীল ?

  • পরিবহণ
  • পরিচলন
  • বিকিরণ
  • সবকটি

পরিচলন

Q44. CGS পদ্ধতিতে  তাপগ্রাহিতার একক –

  • ক্যালোরি / ˚C
  • জুল / K
  • ক্যালোরি
  • ˚C  

ক্যালোরি / ˚C

Q45. একটি মোমবাতির শিখার দুপাশের থেকে  উপরের দিকে হাত  রাখলে বেশি  গরম অনুভূত হয় এর জন্য কোন পদ্ধতি দায়ী ?

  • পরিবহন
  • পরিচলন
  • বিকিরণ
  • অন্য কোনো পদ্ধতি

পরিচলন

Q46. পুকুরের জল প্রচন্ড গরমেও ঠান্ডা থাকার কারণ –

  • জলের  বাস্পীভবন
  • জলের তাপের প্রবাহ
  • বায়ুমন্ডোলের তাপ শোষণ
  • কোনোটিই নয়

জলের  বাস্পীভবন

Q47. একটি সাদা এবং মসৃণ তল –

  • তাপের ভালো শোষক এবং বাজে প্রতিফলক
  • তাপের খারাপ শোষক এবং খারাপ প্রতিফলক
  • তাপের ভালো শোষক এবং ভালো প্রতিফলক
  • তাপের  খারাপ শোষক এবং ভালো প্রতিফলক

তাপের  খারাপ শোষক এবং ভালো প্রতিফলক

Q48. তামা ও লোহার  তৈরি একটি দ্বিধাতব পাতকে তোমার সামনে লম্বভাবে  রাখলে বাঁদিকে থাকে লোহা এবং ডানদিকে থাকে তামা । এখন , দ্বিধাতব পাতটিকে তাপ দেওয়া হলে সেটির কী পরিবর্তন ঘটবে ?

  • সোজা থাকবে
  • ডানদিকে বেঁকে যাবে
  • বাঁদিকে বেঁকে যাবে
  • পাতটি লম্বভাবে বাড়তে থাকবে

বাঁদিকে বেঁকে যাবে

Q49. 1 জুল তাপ কত ক্যালোরির সমান ?

  • 25 cal
  • 0.24 cal
  • 50 cal
  • 125cal

0.24 cal

Q50. তামার আপেক্ষিক তাপ 0.09 বলতে কী বোঝায় ?

  • 1 kg তামার উষ্ণতা 1˚C বৃদ্ধি করতে 0.09 cal  তাপের প্রয়োজন হবে
  • 1 gm তামার উষ্ণতা 1˚C বৃদ্ধি করতে 0.09 cal তাপের প্রয়োজন হবে  
  • 1 gm তামার উষ্ণতা 1˚F বৃদ্ধি করতে 0.09 জুল তাপের প্রয়োজন হবে
  • এগুলির কোনোটিই নয়  

1 gm তামার উষ্ণতা 1˚C বৃদ্ধি করতে 0.09 cal তাপের প্রয়োজন হবে  

Q51. 373K উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে কত ?

  • 20˚C
  • 0˚C
  • 10˚C
  • 100˚C

100˚C

Q52. প্রেসার কুকারে জলের স্ফুটনাঙ্ক কত ?

  • 109˚C
  • 120˚C
  • 140˚C
  • 139˚C

120˚C

Q53. 100˚C তাপমাত্রায় 1 গ্রাম জলীয় বাষ্প থেকে 537 ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা হবে –

  • 0˚C
  • 50˚C
  • 273˚C
  • 100˚C

100˚C

Q54. কোনো বস্তুর ভর ও আপেক্ষিক তাপ যথাক্রমে 100 গ্রাম এবং 0.09cal /g ˚C । ওই বস্তুর তাপগ্রাহিতা ও জলসম হবে –

  • 7.5 cal/˚C , 7.5g
  • 9 cal/˚C , 9g
  • 12 cal/˚C , 12g
  • 10 cal/˚C , 5g

9 cal/˚C , 9g

Q55. গলনের সময় লীনতাপের কাজ হল-

  • পদার্থের অণুগুলির কেলাসিত সজ্জা ভেঙ্গে দেওয়া
  • পদার্থের অণুগুলির  কেলাসিত সজ্জা  গঠন করা
  • পদার্থের অণুগুলির দূরত্ব  বৃদ্ধি করা
  • পদার্থের অণুগুলির দূরত্ব হ্রাস করা

পদার্থের অণুগুলির কেলাসিত সজ্জা ভেঙ্গে দেওয়া

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ

নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group D Online Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।Heat Chapter MCQ Mock Test in Bengali -এর সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!