JENPAS UG Online Mock Test Set-1 in Bengali|জেনপাস পরীক্ষার গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর

JENPAS UG Online Mock Test Set-1 in Bengali|জেনপাস অনলাইন মক টেস্ট সেট -১ (সম্পূর্ন সিলেবাস)| জেনপাস পরীক্ষার গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর

JENPAS UG Online Mock Test Set-1 in Bengali: Candidates who are applying for West Bengal Jenpas (UG) Exam 2023 and searching for JENPAS Online Mock Test Series, this is the right place for them. Here in this post, we provide JENPAS UG Online Mock Test Set-1 in Bengali. This Mock Test is completely based on the latest JENPAS(UG) syllabus. This Post will help you to know the Question Pattern,Syllabus,Important MCQ Question Answer, Previous Year Question of JENPAS Exam.

MCQ Question-Answer of this Mock Test can be considered as a suggestion of the JENPAS(UG) Exam 2023. It is obvious that this mock test will boost the confidence of the candidates a lot. If you like this mock test and find it useful then there is an appeal to share this post.

For admission in various Colleges/ Institutes in the State of West Bengal into the following Undergraduate Courses. B.Sc. Nursing (Bachelor of Nursing), B.H.A. (Bachelor in Hospital Administration) ,Etc it is very important to rank well in JENPAS(UG) exam, in that case this JENPAS UG Online Mock Test Set-1 in Bengali is The Key To Success.

JENPAS UG Online Mock Test Set-1 in Bengali|জেনপাস পরীক্ষার গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর

1. একটি 1.5 V তড়িৎচালক বলের কোশ থেকে সরাসরি একটি 0.04 Ω রোধবিশিষ্ট অ্যামিটারে 15A তড়িৎ প্রবাহিত হয় । কোশটির অভ্যন্তরীণ রোধ-

  • 0.042 Ω
  • 0.060 Ω
  • 0.102 Ω 
  • 10 Ω

0.060 Ω

2. কোনো স্থানে ভূ-চৌম্বকক্ষেত্রের উল্লম্ব উপাংশ শূন্য হলে সেখানে বিনতি কোণ-

  • 45°
  • 60°
  • 90°

3. আলোক উৎস অসীম দূরত্বে থাকলে, তরঙ্গমুখের আকার হয়-

  • গোলীয়
  • চোঙাকৃতি
  • উপবৃত্তাকার
  • সমতলীয়

চোঙাকৃতি

4. আলোক তড়িৎ ক্রিয়ার জন্য একটি সূচনা কম্পাঙ্ক 1015 H h =6.4 x 10-34Js ধরে ধাতুটির কার্য অপেক্ষক হল –

  • 2.0 eV
  • 3.0 eV
  • 4.0 eV
  • 4.5 eV

4.0 eV

5. বাইনারি সংখ্যা (11010.1)- এর দশমিক তুল্য হবে-

  • 26.5
  • 26.1
  • 28.25
  • 26.25

26.5

6. AM-এর কোন রাশিটি অপরিবর্তিত থাকে?

  • কম্পাঙ্ক
  • বিস্তার
  • দশা
  • কোনোটিই নয়

কম্পাঙ্ক

7. আলোক তড়িৎ ক্রিয়া যে বিষয়টি তুলে ধরে, তা হল-

  • ইলেকট্রনের তরঙ্গ ধর্ম  
  • আলোর তরঙ্গ ধর্ম
  • আলোর কণিকা ধর্ম
  • আলোর ঋণাত্মক আধান

আলোর কণিকা ধর্ম

8. অনুবীক্ষণ যন্ত্রে নলের দৈর্ঘ্য বৃদ্ধি করলে বিবর্ধন-

  • বৃদ্ধি পায়
  • হ্রাস পায়
  • কোনো পরিবর্তন হয় না
  • বলা সম্ভব নয়

বৃদ্ধি পায়

9. 100°C তার জলের স্ফুটন চলাকালীন সময়ে জলের আপেক্ষিক তাপ কত?

  • শূন্য
  • 0.5
  • অসীম
  • 1

অসীম

10. x = A sin ωt + B cos ωt দ্বারা প্রকাশিত সরল দোলগতির প্রারম্ভিক দশা হল-

  • A/B
  • B/A
  •  Tan-1A/B
  • Tan-1B/A

Tan-1B/A

11. বরফের গলনাঙ্ক 0°C উন্নতার গমনের এনখ্যালপি 6.00kJ mol-1 গলনের এনট্রপি পরিবর্তনের মান –

  • 704 JK-1mol-1
  • 24.64 JK-1mol-1
  • 21.98 JK-1mol-1
  • 7.04 JK-1mol-1

21.98 JK-1mol-1

12. একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি স্বল্প দ্রাব্য লবণ PbI2-এর সম্পৃক্ত দ্রবণে PbI2-এর গাঢ়ত্ব x (N), এই তাপমাত্রায়

PbI2-এর দ্রাব্যতা গুণফল –

  • x2/4
  • x3/8
  • x2/2
  • 4x3

x3/8

13. নিম্নোক্ত বিক্রিয়াটিতে জারক দ্রব্যটিকে চিহ্নিত করো ।

2Cu2O+Cu2S→6Cu + SO2

  • SO2
  • Cu
  • Cu2S
  • Cu2O

Cu2O

14. মার্কের পারহাইড্রল কী ?

  • H2O2 এর 20% জলীয় দ্রবণ
  • H2O2-এর 30% জলীয় দ্রবণ
  • H2O2-এর 40% জলীয় দ্রবণ
  • H2O2-এর 50% জলীয় দ্রবণ

H2O2-এর 30% জলীয় দ্রবণ

15. PERSONALITY

এই শব্দের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম এবং দশম অক্ষর দ্বারা যদি একটি অর্থপূর্ণ শব্দ গঠিত হয় তাহলে সেই শব্দের প্রথম অক্ষর কি হবে ?

  • O
  • S

16. কোল্ড স্টোরেজে যে হিমায়কটি ব্যবহার হয় তা হল-

  • C2F4
  • C2Cl2
  • CH2F2
  • CCl2F2

CCl2F2

17. লোহা নিষ্কাশনে Fe2O3 বিজারিত হয় যা দ্বারা, তা হল-

  • ক্যালশিয়াম কার্বনেট
  • কার্বন মনোক্সাইড   
  • কার্বন ডাইঅক্সাইড
  • কার্বন

কার্বন

18. কোনটিতে সর্বাধিক পরাচুম্বকীয় ধর্ম দেখা যায় ?

  • [Cr(H2O)6]3+
  • [Mn(H2O)6]2+
  • [Co(H2O)6]3+
  • [Fe(H2O)6]2+

[Mn(H2O)6]2+

19. ইথারে উপস্থিত ইথার পারক্সাইডের উপস্থিতি নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়-

  • H2O2 দ্রবণ
  • ধাতব Na
  • CH3COOH
  • জলীয় FeSO4 + NH4CNS

জলীয় FeSO4 + NH4CNS

20. Who teaches you English? (Change the voice)

  • By whom were you taught English?
  • By whom will you be taught English?
  • By whom are you taught English?
  • English is taught by whom?

By whom are you taught English?

21. The police officer said, “Did you meet your brother this month?” (Change the narration)

  • The police officer asked if I had met my brother that month.
  • The police officer said if I met my brother this month.
  • The police officer told if I had met my brother that month.
  • None.

The police officer asked if I had met my brother that month.

22. He was very sorry and left the place. (Turn into a simple sentence)

  • Being very sorry he left the place.
  • As he was sorry, he left the place.
  • He left the place because he was very sorry.
  • None.

Being very sorry he left the place.

23. Speaking is easier than writing. (Convert into positive degree)

  • Speaking is more easy than writing.
  • Speaking is the easiest thing.
  • Writing is not as easy as speaking.
  • Writing is difficult than speaking.

Writing is not as easy as speaking.

24. Beauty is truth.  (Name the kind of the noun)

  • Proper noun
  • Abstract noun
  • Material noun
  • Common noun

Abstract noun

25. নীচের প্রশ্নে একটি বিবৃতি এবং তার সাপেক্ষে দুটি কার্যধারা দেওয়া আছে । প্রদত্ত বিবৃতিটির ভিত্তিতে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

বিবৃতি : প্যাকেটজাত খাদ্যের প্যাকেটে সর্বদা উপাদান সম্পর্কিত সঠিক তথ্য এবং খাদ্যের গুণাবলি সঠিকভাবে থাকেনা ।

কার্যধারা: I. যদি একবার সতর্কীকরণের পরও সঠিক তথ্য প্রদান না করা হয়, তবে এই দ্রব্যগুলিকে বাজারে নিষিদ্ধ করা হবে। II. এইটি উপেক্ষা করা যেতে পারে যতদিন প্যাকেটজাত দ্রব্যগুলি মানুষের মধ্যে জনপ্রিয় আছে ।

  • শুধুমাত্র (I) সত্য  
  • শুধুমাত্র (II) সত্য
  • (I) ও (II) উভয়ই সত্য
  • কোনোটিই সত্য নয়।

শুধুমাত্র (I) সত্য

26. She ____________  (break) her leg. (Fill in the blank with the present perfect form of the verb given in bracket)

  • had broken
  • will have broken
  • has broken
  • breaking

has broken

27. প্রদত্ত শ্রেণিগুলিতে একটি সংখ্যা অনুপস্থিত, লুপ্ত সংখ্যাটি নির্বাচন করো :

0, 7, 26, 63, 124, 215, ?

  • 342
  • 372
  • 296
  • 409

342

28. FORGET শব্দটির বর্ণগুলিকে অভিধান অনুযায়ী সাজালে কতগুলি বর্ণের স্থান অপরিবর্তিত থাকবে?

  • 0
  • 1
  • 2
  • 3

1

29. NaCl অপেক্ষা জৈব দ্রাবকে LICl বেশি দ্রাব্য, কারণ—

  • NaCl-এর ল্যাটিস শক্তি LiCl অপেক্ষা বেশি
  • Li+-এর হাইড্রেশন শক্তির মান বেশি
  • LiCl, NaCl অপেক্ষা অধিক সমযোজী প্রকৃতির
  • Li+-এর হাইড্রেশন শক্তির মান কম

LiCl, NaCl অপেক্ষা অধিক সমযোজী প্রকৃতির

30. রাবারের সালফার ভালকাইনাইজেশনের সময় নিম্নলিখিত কোন গ্যাস নির্গত হয় ?

  • H2S
  • SO3
  • SO2
  • সবগুলোই

H2S

31. একটি ন্যানোস্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কোনটির বিরুদ্ধে সক্রিয় ?

  • কেবলমাত্র গ্রাম-পিজিটিভ ব্যাকটেরিয়া  
  • কেবলমাত্র গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া   
  • একটিমাত্র জীবাণু 
  • গ্রাম-পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া

গ্রাম-পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া

32. প্রোট্যানড্রি দেখা যায় –

  • জবা
  • কলা
  • পেয়ারা
  • ধান

জবা

33. স্তন্যপায়ী প্রাণীর নিষেকের স্থানটি হল ?

  • ডিম্বাশয়
  • যোনিপথ
  • জরায়ু
  • ফ্যালপিয়ান নালি

34. কোনটি জেনেটিক কোডের বৈশিষ্ট্য নয়?

  • ট্রিপলেট
  • ডিজেনারেট
  • ওভার ল্যাপিং
  • সর্বজনীন

ট্রিপলেট

JENPAS UG Online Mock Test Set-1 in Bengali|জেনপাস পরীক্ষার গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর

35. কাদের ক্ষেত্রে অটো পলিপ্লয়েডি দেখা যায় –

  • ধান
  • গম  
  • আলু
  • আখ

আলু

36. পলিসাইথেমিয়া হল —

  • RBC এর সংখ্যা বৃদ্ধি
  • RBC এর সংখ্যা হ্রাস
  • WBC-এর সংখ্যা বৃদ্ধি
  • WBC-এর সংখ্যা হ্রাস

RBC এর সংখ্যা বৃদ্ধি

37. মানুষের 24 ঘণ্টায় গ্লোমেরুলার ফিলট্রেট তৈরী হয়—

  • 1.7l
  • 7l
  • 170l
  • 17l

170l

38. স্তন্যপায়ীদের সারভাইক্যাল ভার্টিব্রার সংখ্যা হল-

  • 5
  • 6
  • 7
  • 9

7

39. রোজেনমান্ড বিজারণের দ্বারা প্রস্তুত করা যায় –

  • কিটোন
  • অ্যালডিহাইড
  • এস্টার
  • অ্যাসিড

অ্যালডিহাইড

40. দেহের তাপমাত্রা বৃদ্ধির ফলে কোন কেন্দ্রটি প্রভাবিত হয় ?

  • থাইমাস
  • পিটুইটারি
  • পেশিতন্ত্র
  • অগ্র হাইপোথ্যালামাস

অগ্র হাইপোথ্যালামাস

41. বেঞ্জামাইডের সঙ্গে POCl3 -এর বিক্রিয়ায় উৎপন্ন হয়-

  • অ্যানিলিন
  • ক্লোরোবেঞ্জিন
  • বেঞ্জাইল অ্যামিন
  • বেঞ্জোনাইট্রাইল

বেঞ্জোনাইট্রাইল

42. ইকোটোনের উদাহরণ হল-

  • মোহনা
  • নদী  
  • পুকুর
  • কোনোটিই নয়

মোহনা

43. He suddenly began laughing. (Replace the underlined words with a suitable phrasal verb)

  • burst out
  • burst into
  • bring in
  • bring off   

burst out

44. Should trees be cut? (Change the voice)

  • Should we cut trees?
  • Trees be cut by us?  
  • We must not cut trees
  • Trees have to be cut

Should we cut trees?

45. He had to undergo many difficulties in life. (Replace the blod word with suitable phrasal verb)

  • pass through 
  • pass away 
  • pass by 
  • pass off

pass through 

46. প্রদত্ত শ্রেণীগুলিতে একটি সংখ্যা অনুপস্থিত, লুপ্ত সংখ্যাটি নির্বাচন করো।

4/9, 9/20, ?, 39/86

  • 17/40
  • 19/42
  • 20/45
  • 29/53

19/42

47. নীচের তথ্যগুলি পড়ে উত্তর দাও ।

A#B : A,B -এর থেকে বড় নয় 

A×B : A, B-এর থেকে ছোট বা সমান নয়  

A%B : A,B -এর থেকে ছোট নয় 

A@B : A,B -এর থেকে বড় এবং ছোট নয়   

A@B : A,B -এর থেকে বড় বা সমান নয় 

বিবৃতি : U × V % W % X ® Y @ Z

সিদ্ধান্ত : I. U % X

            II. X ® Z

বিবৃতি এবং দুটি সিদ্ধান্ত দেওয়া আছে । সেই ভিত্তিতে কোন সিদ্ধান্ত / সিদ্ধান্তগুলি সঠিক ?

  • শুধুমাত্র I সত্য 
  • শুধুমাত্র II সত্য 
  • I ও II উভয়ই সত্য
  • I ও II  কোনটাই সত্য নয়  

শুধুমাত্র II সত্য 

48. প্রদত্ত কাটিতে একটি স্বচ্ছ বর্গক্ষেত্রাকার কাগজের উপর একটি চিত্র দেওয়া আছে এবং সেই সঙ্গে (a), (b), (c) ও (d) চিহ্নিত চারটি চিত্র দেওয়া আছে । বর্গক্ষেত্রটিকে dotted line বরাবর ভাজ করলে যে চিত্রটি উৎপন্ন হবে, সেটি বিকল্পগুলির মধ্য থেকে শনাক্ত করোঃ

(d)

49. মোট ছাত্রসংখ্যা 25 ।  লতা ক্রম হল প্রথম থেকে 13তম এবং পারুলের ক্রম শেষের থেকে 19তম । যদি বিশালের ক্রম পারুলের ক্রমের মধ্যবর্তী হয়, তাহলে প্রথমের দিক থেকে বিশালের ক্রম কত ?

  • 10তম 
  • 8তম 
  • 9তম 
  • 7তম

10তম 

50. যদি 2000 সালে নেতাজীর জন্মদিন বুধবার হয়, সেই বছর স্বাধীনতা দিবস কোন্ বারে হবে?

  • বুধবার
  • বৃহস্পতিবার
  • শুক্রবার
  • শনিবার

শুক্রবার

JENPAS UG Online Mock Test Set-1 in Bengali: Syllabus

Paper-1: (for all courses other than BHA) will be based on the 11th and 12th standard syllabi and curriculum of the recognized Board/Councils in India (see list at the website).

Paper-2(for BHA): The content of Physical Science and Mathematics will be based on the 10th standard syllabi of the West Bengal Board of Secondary Education and other equivalent and recognized Boards/Councils in India and the content of General Knowledge, English and Logical reasoning will be equivalent to 12th standard curriculum.

JENPAS UG Online Mock Test Set-1 in Bengali: Question Pattern

The test will consist of two papers namely, Paper-I and Paper-II. Paper-II is for admission in BHA course only and Paper-I is for other courses. During application, a candidate can apply for only Paper-I or only Paper-II or for both.

Paper-I will have the following structure.

 SubjectsCategory-1
Each Q carries 1 mark
(-ve marks = -1/4)
Category-2
Each Q carries 2 marks
(No -ve marks)
Total Number of Questions Total Marks
 No. of QuestionsNo. of Questions  
Physics1552025
Chemistry1552025
Biology1552025
English202020
Logical reasoning202020
Total  100115

Paper-2 will have the following structure.

 SubjectsCategory-1
Each Q carries 1 mark
(-ve marks = -1/4)
Category-2
Each Q carries 2 marks
(No -ve marks)
Total Number of Questions Total Marks
 No. of QuestionsNo. of Questions  
Physical Science2553035
Mathematics1051520
General knowledge1051520
English20 2020
Logical reasoning20 2020
Total  100115
গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধান WBJEEB Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TEST WBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test Series WBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন ।এই JENPAS UG Online Mock Test Set-1 in Bengali এর ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে নীচে কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!