JENPAS Biology Online Mock Test Set-2 in Bengali (Important MCQ Question Answer)

JENPAS Biology Online Mock Test Set-2| জেনপাস  জীববিদ্যা মক টেস্ট সেট-২|JENPAS Biology Important MCQ Question Answer|JENPAS Biology MCQ Practice Set|JENPAS Biology Suggestion

JENPAS Biology Online Mock Test Set-2: Candidates who are applying for West Bengal Jenpas (UG) Exam 2023 and searching for JENPAS Online Mock Test Series, this is the right place for them. Here in this post, we provide JENPAS Biology Online Mock Test Set-2 in Bengali. This Mock Test is completely based on the latest JENPAS(UG) syllabus. This Post will help you to know the Question Pattern,Syllabus,Important MCQ Question Answer of Biology.

Biology MCQ Questions of this Mock Test can be considered as a suggestion of the JENPAS(UG) Exam 2023. It is obvious that this mock test will boost the confidence of the candidates a lot. If you like this mock test and find it useful then there is an appeal to share this post.

For admission in various Colleges/ Institutes in the State of West Bengal into the following Undergraduate Courses. B.Sc. Nursing (Bachelor of Nursing), B.H.A. (Bachelor in Hospital Administration) ,Etc it is very important to rank well in JENPAS(UG) exam, in that case this JENPAS Biology Online Mock Test Set-2 in Bengali is The Key To Success.

JENPAS Biology Online Mock Test Set-2| জেনপাস জীববিদ্যা মক টেস্ট সেট-২|JENPAS Biology Important MCQ Question Answer

Q1. সেন্ট্রিওলের প্রতিলিপিকরণ ঘটে কোন দশায় ?

  • ইন্টারফজ
  • প্রোফেজ
  • প্রোফেজ দশার শেষ পর্যায়
  • টেলোফেজ দশার শেষ পর্যায়

ইন্টারফজ

Q2. পত্ররন্ধ খোলার সাহায্যকারী উৎসেচকটি হল –

  • RuBisCO
  • Cytochrome oxidase
  • Pyruvic kinase
  • PEP carboxylase

PEP carboxylase

Q3. জিব্বেরেলিন প্রথম পাওয়া যায় নীচের কোনটিতে ?

  • শৈবাল
  • ছত্রাক
  • ব্যাকটেরিয়া
  • ভাইরাস

ছত্রাক

Q4. সাইটোক্রোমে অবস্থিত খনিজটি হল –

  • Mn
  • Cu
  • Fe
  • Mg

Fe

Q5. অক্সিটোসিন সাহায্য করে –

  • পরিস্ফুরণে 
  • সন্তান প্রসবে
  • তরল মূত্র রেচনে
  • বীর্য গঠনে

সন্তান প্রসবে

Q6. সূর্যমুখীর পুস্পবিন্যাস হল-

  • রেসিম
  • আম্বেল
  • ক্যাপিচুলাম
  • কোরিম্ব

ক্যাপিচুলাম

Q7. নীচের কোনটি অ্যালকোহল উৎপাদনের সাবস্ট্রেট ?

  • বাজরা
  • ভূট্টা 
  • সুক্রোজ 
  • গ্যালাকটোজ

সুক্রোজ 

Q8. নীচের কোন ইমিউনোগ্লোবিনটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায় ?

  • IgA
  • IgE
  • IgG
  • IgM

IgG

Q9. নীচের কোনটি জেনেটিক ইঞ্জিয়ারিং দ্বারা প্রস্তুত করা হয় ?

  • থাইরক্সিন
  • ইনসুলিন
  • গ্লুকাগন 
  • ADH

ইনসুলিন

Q10. অস্থির মাঝের গর্তকে বলে –

  • প্রবর্ধক
  • ফসা
  • ফোরামেন
  • টিউবারকল

ফোরামেন

Q11. নীচের কোনটির সাহায্যে নারীর স্পন্দন নির্ণয় করা হয় ?

  • শিরা
  • ধমনি
  • জালক
  • পেশি

ধমনি

Q12. আলোক দশায় নীচের কোন অণুগুলি উৎপন্ন হয় ?

  • ATP
  • NADPH2
  • ATP ও NADPH2
  • PGA ও RuBP

ATP ও NADPH2

Q13. নীচের কোনটি কোয়াগুলেট হবে না ?

  • প্লাজমা
  • সিরাম
  • লসিকা
  • রক্ত

সিরাম

Q14. সবচেয়ে বড় ফুল হল –

  • Helianthus
  • Rafflesia
  • Nelumbo
  • Nymphaea

Rafflesia

Q15. রেট্রোগ্রেসিভ মটামরফোসিস দেখা যায়

  • হেমিকর্ডাটায়
  • ইউরোকর্ডাটায় 
  • সেফালোকর্ডাটায়
  • ভার্টিব্রাটায়

ইউরোকর্ডাটায় 

Q16. অরণ্যের বাস্তুতন্ত্রের সিংহের ট্রফিক লেভেল ?

  • T1
  • T2
  • T3
  • T4

T4

Q17. বীজে থাকা স্থায়ী নিউক্লিয়াসকে বলে –

  • পেরিস্পার্ম 
  • হাইলাম 
  • টেগমেন
  • চ্যালাজ

পেরিস্পার্ম 

Q18. কোন উৎসেচক প্রোটিন পরিপাক শুরু করে ?

  • পেপসিন
  • অ্যামাইনোপেপটাইডেজ
  • ট্রিপসিন
  • কার্বক্সিপেপটাইডেজ

পেপসিন

Q19. হাঙরের দাঁত কিসের রূপান্তর ?

  • প্লাকয়েড আঁশ
  • হাড়
  • কেরাটিন
  • ফিন রে

হাড়

Q20. দেহ তাপমাত্রা ধ্রুবক রাখতে সক্ষম প্রাণীকে বলে –

  • স্টেনোথার্মাল 
  • হোমিওথার্মাল
  • পয়কিলোথার্মাল
  • কনফরমার

হোমিওথার্মাল

Q21. পুরুষের তলপেটের সঙ্গে স্ক্রোটাম থলির যোগসূত্র ঘটে কীসের মাধ্যমে ?

  • স্পার্মাটিক কর্ড
  • ইঙ্গুইনাল ক্যানাল
  • ইউস্টেচিয়ান নালি
  • ভাস ডিফারেন্স

ইঙ্গুইনাল ক্যানাল

Q22.সেমিনিফেরাস টিউবিউলের কাজ হল-

  • টেস্টোস্টেরন ক্ষরণ
  • শুক্রাণু উৎপাদন
  • মূত্রনালিকে পিচ্ছিল করা
  • শুক্রাণু বহন করা

শুক্রাণু উৎপাদন

Q23. ফ্যালোপিয়ান নালির ফানেল সদৃশ যে অংশটি ডিম্বাণুকে আবদ্ধ করে , তাকে বলে-

  • ইসথমাস
  • অ্যাম্পুলা
  • ইনফান্ডিবুলাম
  • সারভিক্স 

ইনফান্ডিবুলাম

Q24. কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে –

  • LH
  • FSH
  • ইস্ট্রোজেন
  • প্রোজেস্টেরন

প্রোজেস্টেরন

Q25.ক্যাপাসিটেশনের সময়কাল হল-

  • 12 ঘন্টা
  • 10 ঘন্টা
  • 8 ঘন্টা
  • 6 ঘন্টা

6 ঘন্টা

Q26. নিম্নের কোনটির উদাহরণ হল ‘ABO ব্লাড গ্রুপ’ ?

  • সহপ্রকটতা
  • লিংকেজ
  • অসম্পূর্ণ প্রকটতা
  • মাল্টিপল অ্যালিল

মাল্টিপল অ্যালিল

Q27. কখন জিনোটাইপিক ও ফিনোটাইওপিক অনুপাত সমান হয় ?

  • সহপ্রকটতায়
  • অসম্পূর্ণ প্রকটতায়
  • লিংকেজ –এ
  • বহু অ্যালিল –এ

অসম্পূর্ণ প্রকটতায়

Q28. Widal Test দ্বারা যে রোগ নির্ণয় করা হয় তা হল-

  • পীতজ্বর
  • ম্যালেরিয়া
  • কলেরা
  • টাইফয়েড

টাইফয়েড

Q29. চোখের জলে ,লালারসে কোন অ্যান্টিবডি থাকে ?

  • IgG
  • IgM
  • IgA
  • IgD

IgA

Q30. T-লিম্ফোসাইডের ‘T’ কথার অর্থ হল-

  • থাইরয়েড
  • থ্যালামাস
  • টনসিল
  • থাইমাস

থাইমাস

Q31. DNA রেপ্লিকেশনের ক্ষুদ্রতম একককে বলে –

  • সিসট্রিন
  • রেকন
  • মিউটন
  • রেপ্লিকন

রেপ্লিকন

Q32. RNA থেকে DNA প্রস্তুতিতে কোন উৎসেচক প্রয়োজন ?

  • RNA পলিমারেজ
  • DNA পলিমারেজ
  • রিভার্স ট্রান্সক্রিপ্টেজ
  • হেলিকেজ

রিভার্স ট্রান্সক্রিপ্টেজ

Q33. স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় –

  • রেসিড্যুয়াল ভলিউম
  • টাইডাল ভলিউম
  • ভাইটাল ক্যাপাসিটি
  • টোটাল লাং ক্যাপাসিটি

টোটাল লাং ক্যাপাসিটি

Q34. পালস্‌ অনুভব করা যায় তা হল-

  • ব্র্যাকিয়াল
  • মহাধমনি
  • ফুসফুসীয় ধমনি
  • সিস্টেমেটিক ধমনি

ব্র্যাকিয়াল

Q35. কোন শ্বেত রক্তকণিকা হিস্টামিন ক্ষরণ করে ?

  • নিউট্রোফিল
  • বেসোফিল
  • ইওসিনোফিল
  • মনোসাইট

ইওসিনোফিল

Q36. ব্লাড ব্যাঙ্কে রক্ততঞ্চনরোধক হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় –

  • সোডিয়াম অক্সালেট
  • EDTA
  • সোডিয়াম সাইট্রেট
  • পটাশিয়াম  অক্সালেট

সোডিয়াম সাইট্রেট

Q37. হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠের সঙ্গে মহাধমনি যুক্ত থাকে ?

  • ডান অলিন্দ
  • ডান নিলয়
  • বাম অলিন্দ
  • বাম নিলয়

বাম নিলয়

Q38. নেফ্রনের যে অংশটি সোডিয়ামের সক্রিয় পুনঃশোষণে সহায়তা করে ,সেটি হল-

  • বাওম্যান ক্যাপসুল
  • দূরসংবর্ত নালিকা
  • হেনরির লুপের উর্ধ্বগামী বাহু
  • পরাসংবর্ত নালিকা

হেনরির লুপের উর্ধ্বগামী বাহু

Q39. নীচের কোন উপাদানটি বৃক্কীয় পাথর উৎপাদনের জন্য দায়ী ?

  • ক্যালসিয়াম ফসফেট
  • পটাশিয়াম অক্সালেট
  • ক্যালসিয়াম অক্সালেট
  • সোডিয়াম সাইট্রেট

ক্যালসিয়াম অক্সালেট

Q40. নীচের কোন উৎসেচকটি আণবিক কাঁচি নামে পরিচিত ?

  • এন্ডোনিউক্লিয়েজ
  • এক্সোনিউক্লিয়েজ
  • লাইগেজ
  • পলিমারেজ

এন্ডোনিউক্লিয়েজ

Q41. PCR-এর কাজ হল-

  • RNA সিন্থেসিসে সাহায্য করা
  • প্রোটিন সিন্থেসিসে সাহায্য করা
  • DNA সজ্জার পরিমাণ বৃদ্ধি করা
  • DNA খন্ডের অবস্থান নির্ণয় করা

DNA সজ্জার পরিমাণ বৃদ্ধি করা ,DNA খন্ডের অবস্থান নির্ণয় করা

Q42. স্তম্ভদ্বয়ের মধ্যে উপযুক্ত জোড় গঠন করোঃ

স্তম্ভ -Iস্তম্ভ -II
A. Environment Protection Act(i) 1974
B. Air Prevention & Control Act(ii) 1987
C. Water Act(iii) 1986
D. Amendment of Air act to(iv) 1981
  • A-iii ,B- iv ,C-i , D-ii
  • A-i , B-iii , C- ii , D- iv
  • A-iv , B- i , C- ii , D- iii
  • A-iii , B-iv , C-ii , D- i

A-iii ,B- iv ,C-i , D-ii

Q43. যখন কোনো পিউরিন অপর কোনো পিউরিন  দ্বারা প্রতিস্থাপিত হয় তখন তাকে বলে-

  • ডিলিশন
  • অ্যাডিশন
  • ইনভারশন
  • সাবস্টিটিউশন

সাবস্টিটিউশন

Q44. অ্যানজিওটেনসিনের কাজ –

  • রক্তচাপ নিয়ন্ত্রণ করা
  • রক্তচাপ বৃদ্ধি করা
  • রক্তচাপ হ্রাস করা
  • কোনোটিই নয়

রক্তচাপ বৃদ্ধি করা

Q45. বায়োগ্যাস তৈরিতে যে ব্যাকটেরিয়া প্রয়োজন হয় ,তা হল-

  • মাইকোপ্লাজমা
  • সায়ানোব্যাকটেরিয়া
  • ইউব্যাকটেরিয়া
  • আরকিব্যাকটেরিয়া

আরকিব্যাকটেরিয়া

Q46. সবাত শ্বসনে মোট 180gm গ্লুকোজ জারিত হয়ে মোত যতটা শক্তি উৎপন্ন হয়

  • 277 Kcal
  • 409 Kcal
  • 686 Kcal
  • 1050 Kcal

686 Kcal

Q47. ভিতর থেকে বাইরের দিকে মেনিনজেস ( মস্তিস্কের আবরক ঝিল্লি ) পরস্পর থাকে

  • অ্যারাকনয়েড → ডুরাম্যাটার →  পায়াম্যাটার
  • ডুরাম্যাটার → প্যায়াম্যাটার → অ্যারাকনয়েড
  • ডুরাম্যাটার → অ্যারাকনয়েড → প্যায়াম্যাটার
  • প্যায়াম্যাটার → অ্যারাকনয়েড → ডুরাম্যাটার

প্যায়াম্যাটার → অ্যারাকনয়েড → ডুরাম্যাটার

Q48. পপুলেশন বা জনসংখ্যা শব্দটির প্রকৃত অর্থ –

  • জীব প্রজাতি
  • কোনো স্থানে বিভিন্ন প্রজাতির জীবের সমাবেশ
  • স্থান ও সময়ের সাপেক্ষে কোনো একটি প্রজাতির মোট সংখ্যা
  • শহরে বসবাসকারী মানুষের সংখ্যা

স্থান ও সময়ের সাপেক্ষে কোনো একটি প্রজাতির মোট সংখ্যা

Q49. প্রসব নিয়ন্ত্রণকারী হরমোনটি হল-

  • অ্যাড্রিনালিন
  • ইনসুলিন
  • অক্সিটোসিন
  • ভেসোপ্রোসিন

অক্সিটোসিন

Q50. নীচের কোনটি জেনেটিক ইঞ্জিয়ারিং দ্বারা প্রস্তুত করা হয় ?

  • থাইরক্সিন
  • ইনসুলিন
  • গ্লুকাগন
  • ADH

ইনসুলিন

Click Here To Attempt More Important Mock Tests For JENPAS (UG)

JENPAS (UG) Exam Syllabus

Paper-1: (for all courses other than BHA) will be based on the 11th and 12th standard syllabi and curriculum of the recognized Board/Councils in India (see list at the website).

Paper-2(for BHA): The content of Physical Science and Mathematics will be based on the 10th standard syllabi of the West Bengal Board of Secondary Education and other equivalent and recognized Boards/Councils in India and the content of General Knowledge, English and Logical reasoning will be equivalent to 12th standard curriculum.

JENPAS (UG) Question Pattern

The test will consist of two papers namely, Paper-I and Paper-II. Paper-II is for admission in BHA course only and Paper-I is for other courses. During application, a candidate can apply for only Paper-I or only Paper-II or for both.

Paper-I will have the following structure.

 SubjectsCategory-1
Each Q carries 1 mark
(-ve marks = -1/4)
Category-2
Each Q carries 2 marks
(No -ve marks)
Total Number of Questions Total Marks
 No. of QuestionsNo. of Questions  
Physics1552025
Chemistry1552025
Biology1552025
English202020
Logical reasoning202020
Total  100115

JENPAS Biology Online Mock Test Set-2

Paper-2 will have the following structure.

 SubjectsCategory-1
Each Q carries 1 mark
(-ve marks = -1/4)
Category-2
Each Q carries 2 marks
(No -ve marks)
Total Number of Questions Total Marks
 No. of QuestionsNo. of Questions  
Physical Science2553035
Mathematics1051520
General knowledge1051520
English20 2020
Logical reasoning20 2020
Total  100115
গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধান WBJEEB Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TEST WBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test Series WBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন ।এই JENPAS Biology Online Mock Test Set-2-এর ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে নীচে কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!