[PDF]Madhyamik 2023 Life Science Question Paper Solved

[PDF]Madhyamik 2023 Life Science Question Paper Solved|মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর(PDF Download)|Madhyamik 2023 Life Science Question Answer|মাধ্যমিক 2023 জীবন বিজ্ঞান পরীক্ষার সম্পূর্ণ সমাধান-(WBBSE Class 10) দশম শ্রেণির ছাত্রছাত্রীরা যারা এবার ২০২৩-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান প্রশ্নের সমাধান, এই সমাধান ভালো করে দেখে নিয়ে প্রদত্ত লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নেওয়া যাবে ।

[PDF]Madhyamik 2023 Life Science Question Paper Solved|মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর(PDF Download)

বিভাগ –‘ক’ (MCQ)

১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো । ১ × ১৫ = ১৫

১.১ নীচের কোনটি অ্যাক্সনের গঠনসংক্রান্ত বৈশিষ্ট্য নয় ।

(ক) র‍্যানভিয়ারের পর্ব

(খ) মায়োলিন সিদ্

(গ) নিজল দানা (উত্তর)

(ঘ) সোয়ান কোশ

১.২ নীচের কোনটি ADH হরমোনের কাজ?

(ক) উপধমনীকে সংকুচিত করে রপ্তচাপ বাড়ায় (উত্তর)

(খ) পরিণত বয়সে শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে

(গ) যকৃত ও পেশিকোশে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে সঞ্চিত রাখে

(খ) স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটায় ও স্বাভাবিক ক্রিয়া বজায় রাখে

১.৩ কর্নিয়া, কোরয়েড , লেন্স, অ্যাকুয়াস হিউমর, আইরিস, ভিট্রিয়াস হিউমর-অক্ষিগোলকের এই অংশগুলোর মধ্যে কয়টি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম ?

(ক) 3

(খ) 4 (উত্তর)

(গ) 5

(ঘ) 6

১.৪ নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নীচের কোনটি সঠিক?

(ক) S-C যুক্ত শর্করা + ফসফরিক অ্যাসিড = নিউক্লিওটাইড

(খ) N2 যুক্ত ক্ষারক + ফসফরিক অ্যাসিড = নিউক্লিওটাইড

(গ) 5-C যুক্ত শর্করা  + N2 যুক্ত ক্ষারক = নিউক্লিওটাইড

(ঘ) 5-C যুক্ত শর্করা + N2 যুক্ত ক্ষারক + ফসফরিক অ্যাসিড = নিউক্লিওটাইড (উত্তর)

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

১.৫ ইতরপরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে নীচের কোন জোড়টি সঠিক?

পরাগযোগের পদ্ধতিউদ্ভিদের নাম
(ক) বায়ুপরাগীআম
(খ) জলপরাগীধান
(গ) পতঙ্গ পরাগীহাইড্রিলা
(ঘ) পক্ষিপরাগীপলাশ

উত্তরঃ পক্ষিপরাগী – পলাশ

 ১.৬ ফার্ণের জনুক্রমে নীচের কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয় ?

(ক) প্রোথ্যালাস (উত্তর)

(খ) সোরাস

(গ) রেণুস্থলী

(ঘ) রেণুমাতৃকোশ

১.৭ গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন BbRr ও BBRR জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাতটি কী ?

(ক) 2:1

(খ) 4:1 (উত্তর)

(গ) 1:2

(ঘ) 1:1

১.৮ নীচের কোন্ দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও কুঞ্চিত আকৃতির বীজযুক্ত মটরগাছের জিনোটাইপ প্রদর্শন করে ?

(ক) YYrr, Yyrr (উত্তর)

(খ) YYRr, YyRR

(গ) yyRR, yyRr

(ঘ) YYRR. Yyrr

১.৯ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সঙ্কর জননের F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোনটি ?

(ক) 2:1:1

(খ) 1:1:1

(গ) 1:2:1 (উত্তর)

(ঘ) 1:2:2

১০.১ নীচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয় ?

[PDF]Madhyamik 2023 Life Science Question Paper Solved|মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর(PDF Download)

(ক) অর্জিত বৈশিষ্ট্যর বংশানুসরণ (উত্তর)

(খ) জীবনসংগ্রাম

(গ) প্রকরণ

(ঘ) প্রাকৃতিক নির্বাচন

১.১১ সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো –

(ক) গঠনগতভাবে ভিন্ন কিন্তু উৎপত্তি আর কার্যগতভাবে অভিন্ন

(খ) উৎপত্তি আর কার্যগতভাবে ভিন্ন হলেও গঠনগতভাবে অভিন্ন

(গ) গঠনগত ও কার্যগতভাবে অভিন্ন হলেও উৎপত্তিগতভাবে ভিন্ন

(ঘ) উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন (উত্তর)

১.১২ জীবনের রাসায়নিক উৎপত্তি-সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলো কী কী ?

(ক) অক্সিজেন, মিথেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড

(খ) জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন (উত্তর)

(গ) মিথেন, হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইড

(ঘ) নাইট্রাস অক্সাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড

১.১৩ নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো –

(ক) নাইট্রোজেন স্থিতিকরণ → ডিনাইট্রিফিকেশন → অ্যামোনিফিকেশন → নাইট্রিফিকেশন

(খ) অ্যামোনিফিকেশন → নাইট্রিফিকেশন → নাইট্রোজেন স্থিতিকরণ → ডিনাইট্রিফিকেশন

(গ) নাইট্রোজেন স্থিতিকরণ অ্যামোনিফিকেশন নাইট্রিফিকেশন ডিনাইট্রিফিকেশন (উত্তর)

(ঘ) নাইট্রিফিকেশন → নাইট্রোজেন স্থিতিকরণ → ডিনাইট্রিফিকেশন → অ্যামোনিফিকেশন

১.১৪ জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে নীচের হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন জোড়টি সঠিক?

(ক) বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ – একশৃঙ্গ গন্ডার

(খ) দূষণ রয়্যাল বেঙ্গল টাইগার

(গ) বিশ্ব উন্নায়ন এবং জলবায়ুর পরিবর্তন- মেরুভল্লুক (উত্তর)

(ঘ) শিকার এবং চোরাশিকার-শকুন

১.১৫ কোনো একটি খাদ্যশৃংখলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নীচের কোন ঘটনাটি ঘটে ?

(ক) জীববিবর্ধন (উত্তর)

(খ) ইউট্রফিকেশন

(গ) বিশ্ব উষ্ণায়ন

(ঘ) বধিরত্ব

বিভাগ—’খ’ (SAQ)

২। নীচের ২৬ টি প্রশ্ন থেকে ২১ টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :  ১×২১ = ২১

নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো পাঁচটি)

২.১ ন্যাস্টিক চলন বহিঃস্থ উদ্দীপকের ______________ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয় ।

উত্তরঃ তীব্রতা ।

২.২  _______________কোশবিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে ।

উত্তরঃ মিয়োসিস ।

২.৩ বীজের কুঞ্চিত আকার একটি ____________ বৈশিষ্ট্য ।

উত্তরঃ  প্রচ্ছন্ন ।

২.৪ উটের রক্তের RBCর আকৃতি __________ হওয়ায় এটি অধিক মাত্রায় জলক্ষয় সহন করতে পারে ।

উত্তরঃ ডিম্বাকার ।

২.৫ বায়ুদূষণের সংগে সংশ্লিষ্ট একটি ব্যাধি হলো ________________ ।

উত্তরঃ অ্যাজমা বা হাঁপানি ।

২.৬ নীলগিরি ও _____________  উভয়ই হলো বায়োস্ফিয়ার রিজার্ভ ।

উত্তরঃ সুন্দরবন ।

[PDF]Madhyamik 2023 Life Science Question Paper Solved|মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর(PDF Download)

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। (যে কোনো পাঁচটি)

২.৭ অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায় । (মিথ্যা )

২.৮ চেক পয়েন্টগুলোর কাজ বিঘ্নিত হলে কোশবিভাজন অনিয়ন্ত্রিত হয় । (সত্য )

২.৯ YyRR জিনোটাইপযুক্ত মটরগাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয় । (মিথ্যা )

২.১০ একটি বনে বিভিন্ন ধরণের বাঘেদের মধ্যে অন্তঃপ্রজাতি ও আন্তঃপ্রজাতি সংগ্রাম উভয়ই পরিলক্ষিত হতে পারে । (মিথ্যা )

২.১১ নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস । (সত্য )

২.১২ ট্রাইসেপ্‌স একটি ফ্রেন্সর পেশি । (মিথ্যা )

[PDF]Madhyamik 2023 Life Science Question Paper Solved|মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর(PDF Download)

‘A’-স্তম্ভে দেওয়া শব্দের সংগে ‘B’ – স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো (যে কোনো পাঁচটি) :

‘A’-স্তম্ভ‘B’ – স্তম্ভ
২.১৩ মেনিনজেস(ক) পায়ের আঙুলের সংখ্যা হ্রাস
২.১৪ যৌন জনন(খ) দ্বীপভূমির নিমজ্জন
২.১৫ রোলার জিভ(গ) সেন্ট্রোমিয়ার
২.১৬ ঘোড়ার বিবর্তন(ঘ) টেলোমিয়ার
২.১৭ সুন্দরবনের পরিবেশগত সমস্যা(ঙ) মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে
২.১৮ ক্রোমোজোমকে বেমতন্তুর সংগে যুক্ত করে(5) অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত
 (ছ) গ্যামেট উৎপাদন ও গ্যামেটের মিলনের মাধ্যমে ঘটে

উত্তরঃ  ২.১৩ – ঙ , ২.১৪ – ছ , ২.১৫ – চ , ২.১৬ – ক , ২.১৭ – খ , ২.১৮ – গ

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছয়টি )

২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো-

টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন

উত্তরঃ ইনসুলিন ।

২.২০ চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কী ?

উত্তরঃ কোনও রকম স্থান পরিবর্তন না করে  বিভিন্ন দূরত্বের বস্তুকে স্পষ্ট ভাবে দেখার জন্য লেন্সের বক্রতার পরিবর্তন করাই হল চোখের উপযোজন ।

২.২১ নীচের প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

মাইটোসিস : সমবিভাজন :: —: হ্রাস বিভাজন

উত্তরঃ মিয়োসিস ।

২.২২ একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও আর একটি চরিত্রের জন্য অন্য কী হতে পারে ?

উত্তরঃ সংকর ।

২.২৩ বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখো ।

উত্তরঃ X ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ।

২.২৪ বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রুণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব ?

উত্তরঃ তুলনামূলক ভ্রুণ তত্ত্বে বা  বায়োজেনেটিক সূত্রে ।

২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত । সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো-

কৃষিজমির হ্রাস, মিষ্টি জলের অভাব, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা, অরণ্য ধ্বংস

উত্তরঃ ক্রমবর্ধমান জনসংখ্যা সমস্যা ।

২.২৬ জীববৈচিত্র্যের হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখো ।

উত্তরঃ জীববৈচিত্রের হটস্পট হল এমন অঞ্চল যেখানে খুব বেশি সংখ্যায় বিপদ্গ্রস্থ জীব পাওয়া যায় যা অন্য কোথাও পাওয়া যায় না ।

[PDF]Madhyamik 2023 Life Science Question Paper Solved|মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর(PDF Download)

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

বিভাগ—’গ’

৩।  নিচের ১৭ টি প্রশ্ন থেকে যে কোনো ১২ টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো । ২× ১২ = ২৪

৩.১ হাঁচি ও কাশি প্রতিবর্ত দুইটি বিপদ এড়াতে সাহায্য করে—বক্তব্যটির যথার্থতা বিচার করো ।

উত্তরঃ প্রতিবর্ত ক্রিয়া হিসেবে হাঁচির ভূমিকা-  বাইরের ধুলোবালি ধোঁয়া গ্যাস প্রভৃতির সংস্পর্শে এলে আমরা হাঁচি ও দেহের প্রতিরক্ষা করি ।

 প্রতিবর্ত ক্রিয়া হিসেবে কাশির ভূমিকা- শ্বাসনালীতে কোন অবাঞ্ছিত বস্তু যেমন বিষাক্ত গ্যাস জল খাদ্যের কণা প্রভৃতি প্রবেশ করলে তৎক্ষণাৎ কাশির উদ্রেক হয় এই কাশির ফলে ফুসফুসীয় বায়ুর মাধ্যমে ওই বস্তুর নির্গমন ঘটে ।

৩.২ জিব্বেরেলিন হরমোন কীভাবে বীজের অঙ্কুরোদ্‌গম ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে ?

উত্তরঃ  অঙ্কুরোদগমের আগে বীজে  জিব্বেরেলিন হরমোনের পরিমাণ বাড়তে থাকে । এর ফলে বীজ মধ্যস্থ উৎসেচকের সক্রিয়তা বৃদ্ধি পায়, যা বীজের সুপ্তাবস্থা দূর করে এবং অঙ্কুরোদগম ঘটায় ।  আবার  আবার জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের নিবেশিত ভাজক  কলাকোষের বিভাজন ঘটায় । ফলে পর্বমধ্য অংশের বৃদ্ধি ঘটে ও উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে । 

[PDF]Madhyamik 2023 Life Science Question Paper Solved|মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর(PDF Download)

৩.৩ হূৎপিন্ড ও লোহিত রক্তকণিকার ওপর থাইরক্সিন হরমোনের একটি করে প্রভাব লেখো ।  

উত্তরঃ

 হৃদপিন্ডের ওপর থাইরক্সিন হরমোনের প্রভাব –  থাইরক্সিন হরমোনের প্রভাবে হৃদস্পন্দনের হার বেড়ে যায় । হৃদস্পন্দন হারের বৃদ্ধি থাইরক্সিন হরমোনের ক্রিয়ার সূচক হিসেবে কাজ করে ।

লোহিত রক্ত কণিকার ওপর থাইরক্সিন হরমনের প্রভাব-   লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে থাইরক্সিন হরমোন ।  

৩.৪ নীচের শব্দ দুটি ব্যাখ্যা করো –

 – গ্যাংলিয়া          – সাইন্যাপস

উত্তরঃ

গ্যাংলিয়া – পেরিফেরাল স্নায়ুতন্ত্রের স্নায়ু কোষের কোষদেহগুলি মিলিত হয়ে যে কার্যকরী একক গঠন করে তাকে গ্যাংলিয়া বলে ।

সাইন্যাপস –  দুটি নিউরোনের ফাঁক বিশিষ্ট যে সংযোগস্থলে একটি নিউরোন থেকে পরবর্তী নিউরোনে উদ্দীপনা বা স্নায়ু স্পন্দন প্রেরিত হয় তাকে সাইন্যাপস বলে । 

৩.৫ অ্যামাইটোসিস কোশবিভাজনের দুটি বৈশিষ্ট্য লেখো ।

উত্তরঃ অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেম তন্তু গঠিত হয় না ।  নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম প্রায় একইসঙ্গে বিভাজিত হয় ।

৩.৬ ইন্টারফেজের G1 দশার দুটি ঘটনা উল্লেখ করো ।

উত্তরঃ ইন্টারফেজের G1 দশার দুটি ঘটনা হল-

(i) DNA সংশ্লেষণের প্রস্তুতি ।

(ii) কোষ অঙ্গাণুর সংখ্যা দ্বিগুণিত হওয়া  ।

[PDF]Madhyamik 2023 Life Science Question Paper Solved|মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর(PDF Download)

৩.৭ উদ্ভিদের একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে খন্ডীভবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো ।

উত্তরঃ যে অযৌন জনন পদ্ধতিতে জনিত্রি জীবের দেহ এক বা একাধিক খন্ডে বিভক্ত হয়, ও প্রতিটি খণ্ড কোষ বিভাজনের দ্বারা একটি পূর্ণাঙ্গ অপত্যে পরিণত হয় তাকে খন্ডীভবন বলে । যেমন স্পাইরোগাইরা নামক শৈবালের দেহ খন্ডীভবন প্রক্রিয়ার দ্বারা অঙ্গজ জনন সম্পন্ন করে । 

৩.৮ বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং-এর গুরুত্ব কী ?

উত্তরঃ (i)বিবাহের পূর্বে উভয় পার্টনার থ্যালাসেমিয়া বা অন্য কোন জিনগত রোগের বাহক কিনা তা নির্ণয়ের জেনেটিক কাউন্সিলিং করা অত্যন্ত জরুরি  । (ii) উভয় পার্টনারের তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যৎ সন্তানের মধ্যে কোনো জেনেটিক রোগের সম্ভবনা ও তীব্রতা নির্ণয় করা হয় ।

৩.৯ বংশগতি সংক্রান্ত পরীক্ষা নিরিক্ষার জন্য মেন্ডেলের মটরগাছ নির্বাচনের দুটি কারণ লেখো ।

উত্তরঃ সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেল কর্তৃক মটর গাছ নির্বাচনের পক্ষে দুটি কারণ হল  হল-

(i) মটর ফুল উভলিঙ্গ হওয়ায় মটর গাছের স্বপরাগ যোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব হয় ।

(ii) মটর গাছের সুস্পষ্ট বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের সমাবেশের কারণে বহু প্রকারভেদ দেখতে পাওয়া যায়। অর্থাৎ অনেক রকমের বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের সমন্বয়ে দেখা যায় ।

[PDF]Madhyamik 2023 Life Science Question Paper Solved|মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর(PDF Download)

৩.১০ বাবা বর্ণান্ধ এবং মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলেমেয়েদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে তার সম্ভাবনা যুক্তিসহ বিচার করে লেখো ।

উত্তরঃ  

মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান প্রশ্নের সমাধান

চেকার বোর্ডের সাহায্যে আমরা বলতে পাই যে , পিতা বর্ণান্ধ ও মাতা স্বাভাবিক হলে তাদের ছেলেমেয়েরা কেউই বর্ণান্ধ হবে না । কন্যা সন্তানরা স্বাভাবিক হবে কিন্তু বর্ণান্ধতার বাহক হবে এবং পুত্র সন্তানরা স্বাভাবিক হবে ।    

৩.১১ জীবের একটি সহজাত বৈশিষ্ট্য হলো অত্যধিক হারে বংশবৃদ্ধি করা; এর ফলে জীবের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়—দুটি উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো ।

উত্তরঃ ডারউইনের মতে জীবের সহজাত বৈশিষ্ট্য হলো অত্যধিক হারে বংশবৃদ্ধি করা । ডারউইন লক্ষ্য করেন জীবের সংখ্যাবৃদ্ধি জ্যামিতিক হারে ঘটে থাকে । উদাহরণ হিসেবে বলা যায়-

 (i) একটি স্ত্রী স্যালমন মাছ একটি প্রজনন ঋতুতে প্রায় তিন কোটি ডিম পাড়ে । 

(ii) একটি ঝিনুক এক বছরে প্রায় ৬ মিলিয়ন ডিম্বানু উৎপাদন করে ।  

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

[PDF]Madhyamik 2023 Life Science Question Paper Solved|মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর(PDF Download)

৩.১২ কর্মী মৌমাছিরা খাদ্যের কোনো উৎসের সন্ধান পেলে কীভাবে মৌচাকের অন্যান্য কর্মী মৌমাছিদের কাছে সেই বার্তা আদান-প্রদান করে ?

উত্তরঃ খাদ্যের সন্ধান 50 থেকে 75 মিটারের মধ্যে হলে শ্রমিক সন্ধানী মৌমাছিরা বৃত্তাকার নাচের (ওয়াগ্‌ল নৃত্য )  মাধ্যমে অন্যদের বোঝায় যে খাদ্যের সন্ধান পাওয়া গেছে। সন্ধানীদের পিছনে সংগ্রাহকরাও খাদ্যের উৎসের দিকে ধাবিত হয় এবং যাত্রা পথে তারাও একই নৃত্য শুরু করে ।

৩.১৩ প্রাকৃতিক নির্বাচন বলতে কী বোঝ?

উত্তরঃ পারিপার্শ্বিক পরিবেশের সাথে মানিয়ে নিয়ে জীবন সংগ্রামে জয়ী হতে হলে জীবকে নতুন কিছু বৈশিষ্ট্য অর্জন করতে হয় । জীবের এই অর্জিত বৈশিষ্ট্যগুলি পরিবেশের সাপেক্ষে অনুকূল ও প্রতিকূল দুই হতে পারে ।  অনুকুল বৈশিষ্ট্য সম্পন্ন জীবগুলি পৃথিবীতে টিকে থাকে অর্থাৎ প্রকৃতি তাদেরকেই নির্বাচন করে । প্রকৃতির দ্বারা জীবজগতের মধ্যে উপযুক্ত জীবের এই নির্বাচনকেই প্রাকৃতিক নির্বাচন বলে ।

[PDF]Madhyamik 2023 Life Science Question Paper Solved|মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর(PDF Download)

৩.১৪ ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো জলাভূমি ধ্বংস-এর ফলে যে যে ঘটনা ঘটতে পারে তার দুটি উল্লেখ করো ।

উত্তরঃ  ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হল জলাভূমি ধ্বংস । কিডনি ছাড়া যেমন জীবন থেমে যায় তেমনি জলাভূমি ছাড়া প্রকৃতি আর বাসযোগ্য থাকবে না । জলাভূমি ধ্বংসের দুটি প্রভাব নিচে আলোচনা করা হল –

(i) জলাভূমি বর্ষার আবর্জনাময় ঘোলা জলকে ফটিক জলে পরিণত করে সেই জলকে নদী এবং তারপর সাগরে পৌঁছতে সাহায্য করে । তাই জলাভূমি না থাকলে বন্যা নিয়ন্ত্রণ যেমন হবে না তেমনি জলের গুনাগুন উন্নয়ন ও রক্ষাও হবে না ।  

(ii) উন্মুক্ত জলাশয়ের মাছ ও অন্যান্য জলজ  প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্যের প্রধান উৎস এই জলাভূমি । তাই জলাভূমি না থাকলে জলজ প্রাণীর বেঁচে থাকা ও বাসস্থান সংকটে পড়বে ।

৩.১৫ বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে জীববৈচিত্র্যের হ্রাস ঘটে ভারতের ক্ষেত্রে এই বক্তব্যের যথার্থতা দুটি উদাহরণসহ প্রমাণ করো ।

উত্তরঃ যেকোনো  বাস্তুতন্ত্রের নিজস্ব গঠন বৈচিত্র্য থাকে । বাইরে থেকে হঠাৎ কোনো প্রজাতি এলে সেখানকার বাস্তুতন্ত্রের গঠন বিনষ্ট হয়। যেমন- ‘হাইব্রিড মাগুর’ প্রজাতিটির আবির্ভাবে দেশী মাগুর প্রায় বিপন্ন হয়ে পড়েছে ।

[PDF]Madhyamik 2023 Life Science Question Paper Solved|মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর(PDF Download)

৩.১৬ পূর্ব হিমালয় হটস্পটের একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো ।

উত্তরঃ পূর্ব হিমালয় হটস্পটের একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ হল – রডোডেনড্রন  এবং একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীর নাম – রেড  পান্ডা ।

৩.১৭ জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট (JFM) এবং পিপলস্ বায়োডাইভারসিটি রেজিস্টার (PBR) এর একটি করে ভূমিকা লেখো ।

উত্তরঃ  জীব বৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট (JFM) এর একটি ভূমিকা–  দাবানল বেআইনি পশুচারণ বনভূমি বিনাশের প্রচেষ্টা বেআইনি খননকার্য প্রভৃতি রোধে বনদপ্তরকে এই কমিটি অবহিত করে ।

জীববৈচিত্র সংরক্ষণে পিপলস বায়োডাইভারসিটি রেজিস্টার (PBR) এর একটি ভূমিকা –  স্থানীয় মানুষকে জীব বৈচিত্রের সংরক্ষণের ব্যাপারে সজাগ করে সংরক্ষণে অংশীদার করতে সাহায্য করে ।  

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর (Click Here)

বিভাগ ‘ঘ’ এর সকল প্রশ্নের উত্তরের জন্য PDF টি ডাউনলোড করুন –

Name of the PDF File- মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর

Size of the PDF File- 539 kb

Number of Pages- 18

মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্নের সমাধান (CLICK HERE)

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান প্রশ্নের সমাধান-এর সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মতামত থাকলে অবশ্যই কমেণ্টের মাধ্যমে জানান।

Leave a Comment

error: Content is protected !!