Madhyamik 2025 Life Science Question Paper Solved [PDF]

Madhyamik 2025 Life Science Question Paper Solved [PDF] || মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান – Anushilan.Com -এর পক্ষ থেকে মাধ্যমিক (ক্লাস-10 ) এর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে আসা হল Madhyamik 2025 Life Science Question Paper Solved । আসন্ন মাধ্যমিক পরীক্ষায় যারা বসতে চলেছ তাদের জন্য এই উত্তরপত্রটি অনেক কার্যকর হবে । পরীক্ষার্থীরা এখান থেকে নম্বর বিভাজন , প্রশ্নের ধরণ সম্পর্কে ধারণা পাবে । তাই আর দেরী না করে উত্তরপত্রটি ভালো করে দেখে নাও । এখানে ‘ক’ এবং ‘খ’ বিভাগের উত্তরগুলো দেওয়া আছে , ‘গ’ এবং ‘ঘ’ বিভাগের উত্তরের (অথবা সহ) জন্য নীচে প্রদত্ত লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করে নাও ।

Madhyamik 2025 Life Science Question Paper Solved [PDF]

বিভাগ-ক

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি পূর্ণ করে লেখোঃ ১ × ১৫ = ১৫

১.১ প্রদত্ত কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম ?

(ক) গ্রাহক → বহির্বাহি স্নায়ু → কারক → স্নায়ুকেন্দ্র → অন্তর্বাহী স্নায়ু

(খ) গ্রাহক → স্নায়ুকেন্দ্র → অন্তর্বাহী স্নায়ু → বহির্বাহি স্নায়ু  →  কারক

(গ ) গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র  → বহির্বাহি স্নায়ু → কারক

(ঘ) গ্রাহক → কারক → স্নায়ুকেন্দ্র → অন্তর্বাহী স্নায়ু → বহির্বাহি স্নায়ু 

উত্তরঃ (গ ) গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র  → বহির্বাহি স্নায়ু → কারক

১.২. প্রদত্ত কোন বাক্যটি সঠিক নয় ?

(ক) থাইরক্সিন দেহের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে

(খ) প্রজেস্টেরন গর্ভাবস্থায় জরায়ুর বৃদ্ধি , অমরার গঠন ও সন্তান প্রসব নিয়ন্ত্রণ করে

(গ) ইনসুলিন গ্লাইকোজেনেসিসের হার বাড়ায়

(ঘ) অ্যাড্রিনালিন হার্দ –উৎপাদ হ্রাস করে

উত্তরঃ (ঘ) অ্যাড্রিনালিন হার্দ –উৎপাদ হ্রাস করে

১.৩. চোখের প্রতিসারক মাধ্যমগুলি হল –

(ক) কর্নিয়া , অ্যাকুয়াস হিউমর , লেন্স , ভিট্রিইয়াস হিউমর

(খ) স্ক্লেরা , কোরয়েড , আইরিশ , রেটিনা

(গ) কর্নিয়া , কোরয়েড , লেন্স , রেটিনা

(ঘ) অ্যাকুয়াস হিউমর , আইরিস , ভিট্রিয়াস হিউমর , কোরয়েড 

উত্তরঃ (ক) কর্নিয়া , অ্যাকুয়াস হিউমর , লেন্স , ভিট্রিইয়াস হিউমর

Madhyamik 2025 Life Science Question Paper Solved [PDF] || মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান

১.৪. উদ্ভিদ কোশের মাইটোসিস ও প্রাণীকোশের মাইটোসিস সংক্রান্ত নীচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও –

 উদ্ভিদকোশের মাইটোসিস প্রাণীকোশের মাইটোসিস
 (i) সেন্ট্রিওল থেকে বেমতন্তু গঠিত হয়অণুনালিকা থেকে বেমতন্তু গঠিত হয়
(ii) কোশপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়  ক্লিভেজ বা ফারোয়িং ের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়
 (iii) উৎপন্ন অপত্য কোশগুলি পাশাপাশি যুক্ত থাকে উৎপন্ন অপত্য কোশগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায় ।
(iv)কোশের পরিধি থেকে কেন্দ্রের দিকে সাইটোকাইনেসিস ঘটে কোশের কেন্দ্র থেকে পরিধির দিকে সাইটোকাইনেসিস ঘটে ।

(ক) I , IV

(খ) II , III

(গ) II , IV

(ঘ) III , IV

উত্তরঃ (খ) II , III

১.৫. DNA তে নাইট্রোজেন যুক্ত ক্কারক – যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক ?

(ক ) A ≡ T

(খ) G = C

(গ) A – T

(ঘ) G ≡ C

উত্তরঃ (ঘ) G ≡ C

১.৬. মিলার ও উরের পরীক্ষায় প্রদত্ত কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি –

(ক) CH4

(খ) H2S

(গ) NH3

(ঘ) H2

উত্তরঃ (খ) H2S

১.৭. কোনটি মৌমাছির ওয়াগেল নৃত্যের বৈশিষ্ট্য নয় ?

(ক) খাদ্যের উৎস মৌচাক থেকে 100 মিটারের বেশি হলে ওয়াগেল নৃত্য দেখা যায়

(খ) ওয়াগেল নৃত্য ইংরাজি ‘ 8 ‘ সংখ্যার ন্যায়

(গ ) ওয়াগেল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে

(ঘ) ওয়াগেল নৃত্যটির অভিমুখ নিম্নগামী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে থাকে ।

উত্তরঃ (গ ) ওয়াগেল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে

Madhyamik 2025 Life Science Question Paper Solved [PDF] || মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান

১.৮. বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত প্রদত্ত কোন জোড়াটি সঠিক ?

(ক) বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ – মৌরলা মাছ

(খ) দূষণ – একশৃঙ্গ গন্ডার

(গ) চোড়াশিকার – শকুন

(ঘ) বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন –আরশোলা

উত্তরঃ (ক) বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ – মৌরলা মাছ

১.৯. জীববিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হল –

(ক) পচা পাতা

(খ) ক্লোরিনযুক্ত কীটনাশক

(গ) জীবজন্তর মলমূত্র

(ঘ) কাগজ

উত্তরঃ(খ) ক্লোরিনযুক্ত কীটনাশক  

১.১০. নাইট্রোসোমোনাস , রাইজোবিয়াম , নাইট্রোব্যাক্টর , সিউডোমোনাস –এই অনুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেনচক্রর চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট ?

(ক) রাইজোবিয়াম

(খ) সিউডোমোনাস

(গ ) নাইট্রোসোমোনাস

(ঘ) নাইট্রোব্যাক্টর

উত্তরঃ (খ) সিউডোমোনাস

১.১১. ইতর পরাগযোগ সম্পর্কিত প্রদত্ত কতগুলি বক্তব্য সঠিক ?

ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়

ইতর পরাগযোগের ফলের উৎপন্ন অপত্য উদ্ভিদে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে

ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল না হওয়ায় পরাগরেণুর অপচয় কম হয়

ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল হওয়ায় পরাগরেণুর অপচয় বেশি হয়

(ক) 3

(খ) 1

(গ) 4

(ঘ) 2

উত্তরঃ (ক) 3

১.১২. কোনো এক দম্পতির পর পর তিনটি পুত্র সন্তান হয় , তবে চতুর্থ সন্তানটি কন্যা সন্তান হওয়ার সম্ভবনা কত ?

(ক) 100%

(খ) 0%

(গ) 50 %

(ঘ) 75 %

উত্তরঃ (গ) 50 %

১.১৩. YyRR ও YYRr জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ধারণ করো ।

(ক) 2:1

(খ) 1:2

(গ) 2 :  2

(ঘ) 1 : 4

উত্তরঃ (গ) 2 :  2

 ১.১৪. নীচের কোন ক্রসটিতে F1 জনুতে লম্বা ও বেঁটে বৈশিষ্ট্যের অনুপাতটি 1 : 1 হবে  ?

(ক) Tt × Tt

(খ) TT × Tt

(গ) TT × Tt

(ঘ) Tt × tt

উত্তরঃ (ঘ) Tt × tt

১.১৫. প্রদত্ত কোন্‌ জোড়াটি সমসঙ্গস্থ অঙ্গ নয় ?

(ক ) মানুষের হাত ও ঘোড়ার অগ্রপদ

(খ) পাখির ডানা ও তিমির ফ্লিপার

(গ ) পাখির ডানা ও পতঙ্গের ডানা

(ঘ) ঘোড়ার অগ্রপদ ও তিমির ফ্লিপার

উত্তরঃ (গ ) পাখির ডানা ও পতঙ্গের ডানা

Madhyamik 2025 Life Science Question Paper Solved [PDF] || মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান

বিভাগ-খ

২. নীচের ২৬ টি প্রশ্ন থেকে ২১ টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখোঃ  ১ × ২১ = ২১

নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করোঃ (যেকোনো পাঁচটি )  ১×৫ = ৫

২.১.  দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটির বক্রতা কেন্দ্র হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায় ।

উত্তরঃ সত্য

২.২. প্রানীকোশের মাইটোসিসের অ্যানাফেজ দশায় অপত্য ক্রমজোমের মেরুবর্তী চলন ঘটে ।

উত্তরঃ সত্য

২.৩. একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট – এরূপ একটি জিনোটাইপের উদাহরণ হল BBrr ।

উত্তরঃ মিথ্যা

২.৪. ইকুয়াসের অগ্রপদে চারটি ও পশ্চাৎপদে তিনটি আঙ্গুল উপস্থিত ছিল ।

উত্তরঃ মিথ্যা

২.৫. রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হল ক্যাপটিভ ব্রিডিং ।

উত্তরঃ সত্য

২.৬. বিপাক্ক্রিয়ায় সাহায্যকারী হাইরক্সিন ব্যাতীত অপর হরমোনটি হল ইনসুলিন ।

উত্তরঃ সত্য

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাওঃ (যে কোনো ছয়টি )  ১×৬ = ৬

২.৭. বিসদৃশ শব্দটি  বেছে লেখো –

হাইপোথ্যালামাস , পনস্‌ , মেডালা অবলংগাটা , সেরিবেলাম

উত্তরঃ হাইপোথ্যালামাস

২.৮. সোয়ান কোশের কাজ কী ?

উত্তরঃ সোয়ান কোশের কাজ হল মায়োলিন আবরণ তৈরি করা এবং নিউরোনে দ্রুত উদ্দীপনা পরিবহণে সাহায্য করা ।

২.৯. নীচের প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ

খন্ডীভবন : স্পাইরোগাইরা : : কোরকদ্‌গম : ______________ ।

উত্তরঃ ইষ্ট

২.১০. YYRR , yyRR এবং YyRR জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন ?

উত্তরঃ yyRR

২.১১. বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে ?

উত্তরঃ XcXc

২.১২. ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কী ?

উত্তরঃ  প্রাকৃতিক নির্বাচনবাদ

২.১৩. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত । সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো –

দ্বীপভূমির নিমজ্জন , লবণাম্বু উদ্ভিদ ধ্বংস , সুন্দরবনের পরিবেশগত সমস্যা , খাদ্য ও খাদকের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত ।

উত্তরঃ  সুন্দরবনের পরিবেশগত সমস্যা

২.১৪. JFM  এর মূল ভূমিকা কী ?

উত্তরঃ JFM এর মূল ভূমিকা জীববৈচিত্র রক্ষা করা । 

নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাওঃ

২.১৫. মানবদেহে মোট ___________ জোড়া করোটীয় স্নায়ু ও সুষ্মনীয় স্নায়ু  বর্তমান ।

উত্তরঃ ৪৩

২.১৬. __________ বিশেষ মেরুত্বযুক্ত হওয়া ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে । 

উত্তরঃ টেলোমিয়ার

২.১৭. কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হল _____________ ।

উত্তরঃ  BBRR ও BbRr

২.১৮. ব্যক্তিজনি _____________ কে  পুনরাবৃত্তি করে ।

উত্তরঃ জাতিজনি

২.১৯. প্রাণীর ______________ শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে মানুষের স্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয় ।

উত্তরঃ লোম

২.২০. চোড়াশিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হল প্রাণীর ______________ ।

উত্তরঃ বিক্রয়

Madhyamik 2025 Life Science Question Paper Solved [PDF] || মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান

A স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B –স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখোঃ (যেকোনো পাঁচটি ) ১ × ৫ = ৫

 A-স্তম্ভ B –স্তম্ভ
 ২.২১. ADH (ক) জলাভূমির হ্রাসপ্রাপ্তি
২.২২ অ্যামাইটোসিস (খ) অভিসারী বিবর্তন
২.২৩. থ্যালাসেমিয়া (গ) পলাশ
২.২৪. সমবৃত্তীয় অঙ্গ(ঘ) বেমতন্তু গঠিত হয় না
২.২৫. মানব জনসংখ্যা বৃদ্ধি(ঙ ) নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে
২.২৬. পক্ষীপরাগী পুস্প(চ) ধান
 (ছ) অটোজোমে অবস্থিত প্রছন্ন মিউট্যান্ট জিন ।

উত্তরঃ

২.২১ – ঙ

২.২২- ঘ

২.২৩ – ছ

২.২৪. – খ

২.২৫. – ক

২.২৬. – গ

Madhyamik 2025 Life Science Question Paper Solved [PDF] || মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান

বিভাগ-গ

৩. নীচের ১৭ টি প্রশ্ন থেকে যেকোনো ১২ টি প্রশ্নের উত্তর দুই তিনটি বাক্যে লেখঃ ২ × ১২ = ২৪

৩.১. কোশচক্রের G1 ও G2 দশার সংশ্লেষিত বস্তুর একটি তালিকা সারণীর সাহায্যে দেখাও ।

৩.২. প্রদত্ত অযৌন জনন পদ্ধতি দুটি ব্যাখ্যা করোঃ কোরকদ্‌গম , পুনরুৎপাদন

৩.৩. ক্রোমোজোমের ইউক্রোমাটিনের তুলনায় হেটেরোক্রোমাটিনের পরিমাণ বেড়ে গেলে কী কী পরিবর্তন ঘটতে পারে ?

৩.৪. বংশগতি সম্পর্কিত প্রদত্ত শব্দদুটি ব্যাখ্যা করোঃ জিনোটাইপ এবং সংকরায়ণ

৩.৫. যদি একজন আপাত স্বাভাবিক মহিলা কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের দুটি পুত্রসন্তান হয় তাহলে ওই পুত্রদের দেহে হিমোফিলিয়ার সম্ভবনা কত তা একটি ক্রসের মাধ্যমে দেখাও ।

৩.৬. ইউট্রোফিকেশন ও বায়োম্যাগনিফিকেশনের মধ্যে প্রদত্ত দুটি বিষয়ে তুলনা করো: কারণ  ও ফলাফল

৩.৭. নাইট্রোজেন চক্র ব্যহত হলে কী কী পরিবেশগত সমস্যা দেখা যায়  ?

৩.৮. ইন্দোবার্মা হটস্পট ও সুন্দাল্যান্ড হটস্পটের বিপন্ন জীববৈচিত্রের একটি তালিকা প্রস্তুত করো ।

৩.৯. সমুদ্রের জলের অম্লতা ও তাপমাত্রা বাড়লে সামুদ্রিক জীববৈচিত্রের ওপর কী কী প্রভাব পড়তে পারে  ?

৩.১০. উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন হরমোনের দুটি ভূমিকা উল্লেখ করো । 

৩.১১. কোনো একজন ব্যক্তি রাস্তায় চলাচল করার সময় কীভাবে উপযোজন প্রক্রিয়া সম্পন্ন করবে ?

Madhyamik 2025 Life Science Question Paper Solved [PDF] || মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান

৩.১২. একজন ব্যক্তির 24 ঘন্টার প্রাত্যহিক জীবনে হাইপোথ্যালামাস ও সষুম্নাশীর্ষকের একটি করে ভূমিকা উল্লেখ করো ।

৩.১৩. স্নায়ুকোশ , স্নায়ুতন্তু এবং স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো ।

৩.১৪. বিশুদ্ধ গোল হলুদ (RRYY) বীজধারণকারী মটরগাছের ফুলের সঙ্গে বিশুদ্ধ কুঞ্চিত সবুজ (rryy) বীজ ধারণকারী মটরগাছের ফুলের ইতর পরাগযোগ ঘটালে F2 জনুতে যে সকল জিনোটাইপের জিনোটাইপিক অনুপাত দুই (2) সেগুলি সারণীর সাহায্যে দেখাও ।

৩.১৫. একটি উঁচু কোটর যুক্ত গাছে যে –সকল প্রাণী থাকতে পারে তাদের নিরিখে যে –কোনো দুপ্রকার সম্ভাব্য জীবন-সংগ্রামের উদাহরণ দাও ।

৩.১৬. উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে RBC এর আকৃতির সম্পর্ক প্রতিষ্ঠা করো ।

৩.১৭. ঘোড়ার অভিব্যক্তির ইতিহাসে কীভাবে আঙ্গুলের বৈশিষ্ট্য পরিবর্তিত হয়েছে তা ব্যাখ্যা করো ।

বিভাগ-ঘ

৪. নীচের 6 টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখোঃ ৫×৬=৩০

৪.১. মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো –

(ক) কর্নিয়া

(খ) লেন্স

(গ) ভিট্রিইয়াস হিউমর

(ঘ) রেটিনা

অথবা 

প্রাণীকোশের মাইটোসিসের অ্যানাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো –

(ক) অপত্য ক্রোমোজোম

(খ) অবিছিন্ন তন্তু

(গ) সেন্ট্রিওল

(ঘ) ক্রোমোজোমাল তন্তু

Madhyamik 2025 Life Science Question Paper Solved [PDF] || মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান

৪.২. জীববৈচিত্র সংরক্ষণে ক্রায়োসংরক্ষণের ভূমিকা কী ? PBR থেকে সংরক্ষণ সংক্রান্ত কী কী তথ্য  পাওয়া যায় ? ২+৩

অথবা

চোরাশিকারের ফলে কোন্‌ কোন্‌ প্রাণী বিপন্ন তার একটা তালিকা তৈরি করো । পরিবেশগত কী কী কারণে ক্যানসারের সম্ভবনা বৃদ্ধি পাচ্ছে  ? ৩+২

৪.৩. ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে নতুন প্রজাতির উৎপত্তি তত্ত্বে উল্লিখিত পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তিনটি সিদ্ধান্ত সারণীর সাহায্যে লেখো । শিম্পাঞ্জির খাদ্য সংগ্রহ সংক্রান্ত সমস্যা সমাধান দক্ষতা ব্যাখ্যা করো । ৩+২

অথবা

অভিব্যক্তির মুখ্যঘটনাবলি একটি সারণীর সাহায্যে দেখাও । পায়রার উড্ডয়নে বায়ুথলির ভূমিকা কি ? ৩+২

৪.৪. একজন ডাক্তার সারাদিনে তার রোগীদের মধ্যে পরিবেশ দূষণজনিত কোন কোন রোগ লক্ষ্য করেন  তার একটি তালিকা তৈরি করো । কোনো একটি জাতীয় উদ্যানে বাঘ ও একশৃঙ্গ গন্ডার উভয়েরই সংরক্ষণের সঙ্গে কোন কোন ইনসিটু ব্যবস্থা সংশ্লিষ্ট ? ২+৩

অথবা

জীব বৈচিত্র সংখ্যা হ্রাসের সঙ্গে অতি ব্যবহারের সম্পর্ক দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো । ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে যে যে সমস্যার সৃষ্টি হয় তার একটি মানস মানচিত্র অঙ্কন করো ।

৪.৫. জিন , DNA ও ক্রোমোজোমের আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো । অঙ্গজ বংশবিস্তারের সুবিধা কী কী ?  ২+৩

Madhyamik 2025 Life Science Question Paper Solved [PDF] || মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান

অথবা

মাইক্রোপ্রোপাগেশন কিভাবে সম্পন্ন করা হয় ? প্রাণীকোশের মাইটোসিসের টেলোফেজ দশায় কি কি ঘটনা ঘটে ? ২ + ৩  

৪.৬. মটর গাছের বীজ সংক্রান্ত দুটি ও ফুল সংক্রান্ত একটি বৈশিষ্ট্যের প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলি উল্লেখ করো । অনেক সময় দেখা যায় বাবা , ও মা উভয়েই আপাত দৃষ্টিতে স্বাভাবিক কিন্তু তাদের ছেলে বর্ণান্ধ হয়েছে । এটি কিভাবে ঘটে তা একটি ক্রসের মাধ্যমে দেখাও । ৩+২

অথবা

সমাজ থেকে বংশগত রোগ দূর করতে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা কী ? বিশুদ্ধ কালো অমসৃণ লোম যুক্ত গিনিপিগের (BBRR) সঙ্গে সাদা মসৃণ লোমযুক্ত (bbrr) গিনিপিগের সংকরায়ণের ফলে F2 জনুতে কালো মসৃণ লোম যুক্ত ফিনোটাইপ যুক্ত গিনিপিগ উৎপন্ন হয় । এদের সম্ভাব্য জিনোটাইপ ও জিনোনোটাইপক অনুপাত সারণীর সাহায্যে দেখাও ।  ২+৩

Madhyamik 2025 Life Science Question Paper Solved [PDF] || মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান

বিভাগ ‘গ’ -এর 17 টি প্রশ্ন এবং বিভাগ- ‘ঘ’ 12 টি প্রশ্নের (অথবা সহ) উত্তরের জন্য PDF টি ডাউনলোড করে নাও Download বাটনে ক্লিক করে ।

File Name- Madhyamik 2025 Life Science Question Paper Solved

Size of the File- 991 Kb

Number of pages- 37

File Type- PDF

Important Links

মাধ্যমিকের বিগত বছরের প্রশ্ন এবং উত্তর (ক্লিক করুন)

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!