Mathematics Mock Test Set-2 For Competitive Exam: লাভ ও ক্ষতি

Mathematics Mock Test Set-2 For Competitive Exam: লাভ ও ক্ষতি

লাভ ক্ষতি (Profit & Loss) অধ্যায়ের মক টেস্ট|Mathematics Mock Test In Bengali|কম্পিটিটিভ পরীক্ষার জন্য অঙ্কের লাভ ও ক্ষতি অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর

Mathematics Mock Test Set-2 For All Competitive Exams: লাভ ও ক্ষতি|লাভ ক্ষতি (Profit & Loss) অধ্যায়ের মক টেস্ট|Mathematics Mock Test In Bengali|কম্পিটিটিভ পরীক্ষার জন্য অঙ্কের লাভ ও ক্ষতি অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর –এর এই মক টেস্টটি WBBSE Class 9(Nine)(IX) ছাত্রছাত্রীদের জন্য , বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষার(Competitive Entrance Exam) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।মক টেস্টটিতে ১৫ টি প্রশ্ন আছে এবং ।পরীক্ষার্থীরা যদি এই মক টেস্টে অংশগ্রহণ করার পূর্বে লাভ ক্ষতি অধ্যায়ের অঙ্ক এবং প্রয়োজনীয় সূত্র ভালো করে অভ্যাস করে নেয় তাহলে তারা আত্মবিশ্বাসের সঙ্গে এই মক টেস্টে অংশগ্রহণ করতে পারবে এবং ভালো ফল করতে পারবে।যদি এই মক টেস্টটি আপনাদের ভালো লাগে তাহলে Share করার অনুরোধ রইল ।এই মক টেস্ট টি যে যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তা হলো- WBJEE ANM GNM,WBJEE JENPAS, WBCS,Group-D, PSC Cleark,CHSL, SSC CGL, RRB Group-D, RRB NTPC, PSC(Food),WB Primary TET ইত্যাদি ।

Mathematics Mock Test Set-2 For All Competitive Exams: লাভ ও ক্ষতি|লাভ ক্ষতি (Profit & Loss) অধ্যায়ের মক টেস্ট|Mathematics Mock Test In Bengali|কম্পিটিটিভ পরীক্ষার জন্য অঙ্কের লাভ ও ক্ষতি অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তর

Q1. এক দোকানদার 1 টাকায় 20 টি দরে ডিম বিক্রি করে 30% লাভ করে । সে 1 টাকায় কয়টি ডিম ক্রয় করেছিলো ?

 • 40
 • 30
 • 35
 • 26

26

Q2. এক ব্যাক্তি প্রতি ডজন কলা 30 টাকা হিসাবে কিছু কলা ক্রয় করেন ।  তাহলে , প্রতি 100 টি কলা কত দামে বিক্রয় করলে তার 12% লাভ হবে ।

 • 280
 • 250
 • 300
 • 360

280

Q3. এক ব্যাক্তি 40% লাভে একটি  জিনিস বিক্রয় করে । যদি সে ওই জিনিসটি 40% কম দামে কিনে 5 টাকা কম দামে বিক্রয় করে , তাহলে তার 50% লাভ হতো ।  জিনিসটির ক্রয়মূল্য কত ?

 • 10 টাকা 
 • 15 টাকা 
 • 20 টাকা 
 • 30 টাকা

10 টাকা 

Q4. ক্রয়মূল্য যদি বিক্রয়মূল্যের 95% হয় , তাহলে শতকরা লাভ কত ?

 • 4 টাকা 
 • 4.75 টাকা 
 • 5 টাকা
 • 5.26 টাকা

5.26 টাকা

Q5. এক ব্যাক্তি একটি দ্রব্য 720 টাকায়  বিক্রয় করায় 10 % ক্ষতি  হয় । ওই দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে 5% লাভ হবে ?

 • 840 টাকা
 • 890 টাকা
 • 1000 টাকা
 • 995 টাকা

840 টাকা

Q6. একটি দ্রব্যের ক্রয়মূল্য  , বিক্রয়মূল্যের ⅔ অংশ হলে , ওই দ্রব্যটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?

 • 45%
 • 50%
 • 35%
 • 54%

50%

Q7. একটি  দ্রব্যর ক্রয়মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 240 টাকা । যদি লাভ 20% হয় তাহলে ঐ দ্রব্যটির বিক্রয়মূল্য কত ?

 • 1440 টাকা
 • 1400 টাকা
 • 1240 টাকা 
 • 1200 টাকা  

1440 টাকা

কম্পিটিটিভ পরীক্ষার জন্য গণিতের আরও অনেক মক টেস্টে অংশগ্রহণ করতে এই লিঙ্কে ক্লিক করুন

Q8. এক ব্যবসায়ী 100টি কমলালেবু 500 টাকা  দরে 700 টি কমলালেবু কিনলেন আবার 100 টি কমলালেবু 700 টাকা দরে 500 টি কমলালেবু কিনলেন । সমগ্র কমলালেবু যদি তিনি 84 টাকা প্রতি ডজন হিসাবে বিক্রয় করেন তাহলে তার শতকরা লাভ কত ?

 • 20% 
 • 40% 
 • 30% 
 • 10%

20% 

Q9. এক দোকানদার 100 টি পেন বিক্রয় করে যে লাভ করেন তা 40 টি পেনের  বিক্রয়মূল্যের সমান  । ওই ব্যবসায়ীর কত লাভ হবে ?

 • 4.47% 
 • 6.67% 
 • 8.8% 
 • কোনোটিই নয়

কোনোটিই নয়

Q10. 23 টি খেলনার ক্রয়মূল্য 20 টি খেলনার  বিক্রয়মূল্যের সাথে সমান ।  তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে ?

 • 12%
 • 14% 
 • 15% 
 • 12 ½ %

15% 

Q11. কোনো দ্রব্যের ক্রয়মূল্য ও  বিক্রয়মূল্যের অনুপাত 10 : 11 , তাহলে শতকরা লাভের পরিমাণ কত ?

 • 10%
 • 9% 
 • 3% 
 • 1 %

10%

Q12. এক অসাধু ব্যবসায়ী একটি দ্রব্য 10% ক্ষতিতে  বিক্রয় করেন কিন্তু তিনি 20% কম ওজনের বাটখারা ব্যবহার করেন ।  তাহলে তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত ?

 • 12% ক্ষতি  
 • 22.5% লাভ 
 • 13.9 % ক্ষতি 
 • 12.5% লাভ

12.5% লাভ

 Q13. এক ব্যাক্তি 136 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 15% ক্ষতি হয় । সেই দ্রব্যটি x টাকায় বিক্রয় করা হলে শতকরা লাভ হয় 15% । তাহলে নীচের কোনটি সঠিক –

 • 190 < x < 200 
 • 180 < x < 190 
 • 170 < x < 180 
 • 160 < x <170  

180 < x < 190 

Q14. এক  ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি 10% লাভে   বিক্রয় করেন । যদি  তিনি ঐ  ঘড়িটি 2000 টাকা বেশি  দামে বিক্রয় করেন , তাহলে তার 20% লাভ হয় , ঘড়িটির ক্রয়মূল্য কত ?

 • 15000 টাকা
 • 10000 টাকা 
 • 20000 টাকা 
 • 25000 টাকা

20000 টাকা 

Q15. এক ব্যবসায়ী প্রতিটি 50টাকা দরে 80 টি ক্রিকেট ব্যাট  কিনলেন ।  তার মধ্যে 20 টি ব্যাট তিনি 5% লাভে  বিক্রয় করলেন , তাহলে বাকী  ব্যাট শতকরা কত লাভে বিক্রয় করলে , সমগ্র ব্যাটের ওপর তিনি 10 % লাভ করবেন ?

 • 3 2/11%
 • 12 ½ % 
 • 11 2/3% 
 • 3350 টাকা

11 2/3% 

Mathematics Mock Test Set-2 For All Competitive Exams: লাভ ও ক্ষতি

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধান WBJEEB Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TEST WBJEE ANM GNM Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।এই লাভ ও ক্ষতি অধ্যায়ের মক টেস্টের ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে নীচে কমেন্টের মাধ্যমে জানান ।

1 thought on “Mathematics Mock Test Set-2 For Competitive Exam: লাভ ও ক্ষতি”

Leave a Comment

error: Content is protected !!