পথের দাবী উপন্যাসের MCQ এবং SAQ প্রশ্ন-উত্তর

পথের দাবী উপন্যাসের MCQ এবং SAQ প্রশ্ন-উত্তর || Madhyamik Bengali Pother Dabi MCQ and SAQ Question Answer || পথের দাবী MCQ Online Mock Test || পথের দাবী মক টেস্ট – West Bengal Board এর দশম শ্রেণি (ক্লাস -10) মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com-এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাসের গল্পের MCQ এবং SAQ প্রশ্ন উত্তর । Class X -এর ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই MCQ গুলো । এই পথের দাবী উপন্যাসের মক টেস্ট থেকে মাধ্যমিকে কমন পাওয়ার চান্স অনেকটাই । তাই আর দেরী না করে নিম্ল্খিলিত প্রশ্ন উত্তর গুলো ঝটপট তৈরি করে নাও ।

পথের দাবী উপন্যাসের MCQ এবং SAQ প্রশ্ন-উত্তর || Madhyamik Bengali Pother Dabi MCQ and SAQ Question Answer || পথের দাবী MCQ Online Mock Test || পথের দাবী মক টেস্ট

MCQ প্রশ্ন –উত্তর

১। তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশে গিয়েছিল-

ক) রেঙ্গুন (উত্তর)

খ) দিল্লি

গ) কলকাতা

ঘ) কোনোটাই নয়

২। সব্যসাচী সন্দেহে আটক করা ব্যাক্তির বয়স-

ক) ত্রিশ-বল্লিশের অধিক নয় (উত্তর)

খ) চল্লিশের মধ্যে

গ) ত্রিশ-বত্রিশের কম

ঘ) চল্লিশের বেশি

৩। সব্যসাচী নিজের নাম কী বলেছিলেন?

ক) সব্যসাচী মল্লিক

খ) অপূর্ব রায়

গ) নিমাই-মহাপাত্র

ঘ) গিরীশ মহাপাত্র (উত্তর)

৪। গিরীশ মহাপাত্র তার ট্যাঁক থেকে বার করেছিল-

ক) একটি টাকা ও গন্ডা-ছয়েক পয়সা (উত্তর)

খ) পাঁচ টাকার একটি নোট

গ) গন্ডা-ছয়েক পয়সা

ঘ) একটা দেশলাই

৫। গিরীশ মহাপাত্রের বুকপকেট থেকে দেখা যাচ্ছিল-

ক) একটি রুমালের কিছু অংশ (উত্তর)

খ) ফুটবল

গ) গাঁজার কলকে

ঘ) লাল রঙের ফিতে

৬। গিরীশ মহাপাত্রের বুকপকের্টের রুমালে কোন্ প্রাণীর অবয়ব ছিল?

ক) হরিণ

খ) বাঘ (উত্তর)

গ) শেয়াল

ঘ) হায়না

৭। “…যদি কারও কাজে লাগে তাই তুলে রেখেচি।” বক্তা তুলে রেখেছিল-

ক) রুমাল

খ) মোজা

গ) টিনের বাক্স

ঘ) গাঁজার কলকে (উত্তর)

৮। নিমাইবাবু গিরীশ মহাপাত্রকে জিজ্ঞাসা করেছিলেন-

ক) সে গাঁজা খায় কি না (উত্তর)

খ) সে কী কী বই পড়েছে

গ) সে ফুটবল খেলতে জানে কি না

ঘ) সে কোথা থেকে এসেছে

পথের দাবী উপন্যাসের MCQ এবং SAQ প্রশ্ন-উত্তর || Madhyamik Bengali Pother Dabi MCQ and SAQ Question Answer || পথের দাবী MCQ Online Mock Test || পথের দাবী মক টেস্ট

৯। “তুমি এখন যেতে পারো মহাপাত্র।”-কথাটি বলেছেন-

ক) জগদীশবাবু

খ) তলওয়ারকর

গ) অপূর্ব

ঘ) নিমাইবাবু (উত্তর)

১০। নিমাইবাবু জগদীশকে কীসের দিকে নজর দিতে বলেছিলেন?

ক) বন্দরের দিকে

খ) জাহাজঘাটের দিকে

গ) স্টেশনের দিকে

ঘ) রাত্রের মেলট্রেনটার দিকে (উত্তর)

১১। ভাঙা চিনের তোরঙ্গটি ধরে বেরিয়ে এসেছিল-

ক) সব্যসাচী রায়

খ) গিরীশ মহাপাত্র (উত্তর)

গ) নিমাই মহাপাত্র

ঘ) অপূর্ব রায়

১২। রামদাস পেশায় ছিল-

ক) করণিক

খ) সাংবাদিক

গ) পেশকার

ঘ) অ্যাকাউন্ট্যান্ট (উত্তর)

১৩। অপূর্বকে প্রতিদিন যে ব্যক্তি তার হাতের তৈরি মিষ্টি খাওয়ার জন্য অনুরোধ করেছিলেন-

ক) করামদাসের মা

খ) রামদাসের স্ত্রী (উত্তর)

গ) রামদাস

ঘ) নিমাইবাবু

১৪। সব্যসাচী ডাক্তারি পাস করেছিলেন-

ক) জার্মানি থেকে

খ) আমেরিকা থেকে

গ) বিলাত থেকে (উত্তর)

ঘ) জাপান থেকে

১৫। “টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত।”- ‘উভয়ে’ বলতে বোঝানো হয়েছে-

ক) অপূর্ব ও রামদাসকে (উত্তর)

খ) অপূর্ব ও তেওয়ারিকে

গ) অপূর্ব ও আরদালিকে

ঘ) অপূর্ব ও নিমাইবাবুকে

১৬। রামদাসের স্ত্রীর সঙ্গে অপূর্বর সম্পর্ক ছিল-

ক) মাসি-বোনপোর

খ) মামিমা-ভাগ্নের

গ) কাকিমা-ভাসুরপোর

ঘ) ভাই-বোনের (উত্তর)

১৭। কার জন্য অপূর্বর টাকাকড়ি ছাড়া বাকি সবকিছু চুরি হওয়ার থেকে বেঁচে গিয়েছিল?

ক) তেওয়ারির জন্য

খ) ব্রাহ্মণ পিয়াদার জন্য

গ) সব্যসাচীর জন্য

ঘ) ক্রিশ্চান মেয়েটির জন্য (উত্তর)

১৮। “বাবাই একদিন এঁর চাকরি করে দিয়েছিলেন।”-‘এঁর’ বলতে বোঝানো হয়েছে-

ক) রামদাসকে

খ) নিমাইবাবুকে (উত্তর)

গ) জগদীশবাবুকে

ঘ) তেওয়ারিকে

পথের দাবী উপন্যাসের MCQ এবং SAQ প্রশ্ন-উত্তর || Madhyamik Bengali Pother Dabi MCQ and SAQ Question Answer

১৯। “এসব কথা বলার দুঃখ আছে”- ‘এসব কথা’ বলতে বোঝানো হয়েছে-

ক) ব্যসাচীর প্রতি ভালোবাসার কথা (উত্তর)

খ) সব্যসাচীর লুকিয়ে থাকার কথা

গ) সব্যসাচীর গতিবিধির কথা

ঘ) অপূর্বর বাড়িতে চুরির কথাহ

২০। “বুনো হাঁস ধরাই এদের কাজ।”-‘বুনোহাঁস’ বলা হয়েছে-

ক) ভারতীয়দের

খ) কালো মানুষদের

গ) ভারতের স্বাধীনতা সংগ্রামীদের (উত্তর)

ঘ) চোর-ডাকাতদের

২১। তলওয়ারকর হল-

ক) রামদাস (উত্তর)

খ) ইংরেজ পুলিশ অফিসার

গ) রামদাসের পিতা

ঘ) একজন ফিরিঙ্গি

২২। “তেওয়ারী ঘরে ছিল না,” তেওয়ারি গিয়েছিল-

ক) রেঙ্গুনে

খ) ভামোয়

গ) বর্মায় (উত্তর)

ঘ) নিজের দেশে

২৩। ফিরিঙ্গি ছোঁড়ারা লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল-

ক) অপূর্বকে (উত্তর)

খ) গিরীশকে

গ) রামদাসকে

ঘ) তলওয়ারকরকে

২৪। “আমার অবর্তমানে সমস্ত ভারই তো তোমার।”-বক্তা হলেন-

ক) অপূর্বর অফিসের বড়োবাবু (উত্তর)

খ) নিমাইবাবু

গ) জগদীশবাবু

ঘ) রামদাস

২৫। অপূর্বকে ভামো নগরে পাঠানো হয়েছিল, সেখানকার অফিসের-

ক) শৃঙ্খলা ফেরানোর জন্য (উত্তর)

খ) বন্ধ কাজকর্ম চালু করার জন্য’

গ) ম্যানেজার পদ গ্রহণের জন্য

ঘ) কাজ দেখাশোনার জন্য

২৬। কোন্ সময় অপূর্ব ভামো নগরের উদ্দেশে যাত্রা করে ?

ক) গভীর রাতে

খ) সকালবেলায়

গ) দুপুরবেলায়

ঘ) বিকেলবেলায় (উত্তর)

২৭। ভামো নগরের উদ্দেশে যাত্রা করার সময়, অপূর্ব কাকে দেখল ?

ক) রামদাসের স্ত্রীকে

খ) তলওয়ারকরকে

গ) গিরীশ মহাপাত্রকে (উত্তর)

ঘ) অপূর্বর স্কুলজীবনের এক বন্ধুকে

২৮। ‘আশ্চায্য নেহি হ্যায় বাবুসাহেব”- বাবুসাহেবটি হলেন-

ক) অপূর্ব

খ) সব্যসাচী মল্লিক

গ) তলওয়ারকর (উত্তর)

ঘ) বড়োবাবু

২৯। “সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল।”-বন্ধুটি হল-

ক) নিমাইবাবু

খ) অপূর্ব (উত্তর)

গ) গিরীশ মহাপাত্র

ঘ) জগদীশবাবু

৩০। অপূর্ব কোন্ শ্রেণির যাত্রী ছিল?

ক) তৃতীয় শ্রেণির

খ) দ্বিতীয় শ্রেণির

গ) প্রথম শ্রেণির (উত্তর)

ঘ) কোনোটাই নয়

পথের দাবী উপন্যাসের MCQ এবং SAQ প্রশ্ন-উত্তর || Madhyamik Bengali Pother Dabi MCQ and SAQ Question Answer

৩১। ট্রেনে অপূর্বর শয্যা প্রস্তুত করে দিয়েছিল-

ক) ব্রাহ্মণ আরদালি (উত্তর)

খ) টিকিট পরীক্ষক

গ) রামদাস

ঘ) বর্মা সাব-ইনস্পেকটর

৩২। অপূর্বকে ট্রেনের কামরায় পুলিশের লোক ঘুম ভাঙিয়েছিল-

ক) পাঁচবার

খ) চারবার

গ) তিনবার

ঘ) দুবার (উত্তর)

৩৩। গিরীশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল ?

ক) পুলিশস্টেশনে

খ) জাহাজঘাটায়

গ) রেলস্টেশনে (উত্তর)

ঘ) বিমানবন্দরে

SAQ প্রশ্ন –উত্তর

১। কে পুলিশস্টেশনে বসে থাকা বাঙালিদের তদন্ত করেছিলেন ?

উত্তর: পুলিশস্টেশনের সামনের হলঘরে, কিছু বাঙালি তাদের জিনিসপত্র নিয়ে বসেছিলেন। জগদীশবাবু তাদের সকলের টিনের তোরঙ্গ ও ছোটো- বড়ো পুটুলি খুলে তদন্ত করছিলেন ।

২। কাকে, কী সন্দেহে আটকে রাখা হয়েছিল ?

উত্তর: পুলিশস্টেশনের সামনের হলঘরে যারা বসেছিল, তাদের মধ্য থেকেই একজনকে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে আটকে রাখা হয়েছিল ।

৩। সব্যসাচীর চোখের দৃষ্টি দেখে কী মনে হয়েছিল ?

উত্তর: সব্যসাচীর গভীর জলাশয়ের মতো দৃষ্টির সামনে কোনোরকম খেলা বা চালাকি চলবে না। এই দৃষ্টির গভীরে যে ক্ষীণ প্রাণশক্তি লুকোনো আছে, মৃত্যুও সেখানে প্রবেশ করতে ভয় পায় ।

৪। গিরীশ মহাপাত্রের বেশভূষার বাহার ও পারিপাট্য দেখে নিমাইবাবু কী বলেছিলেন ?

উত্তর: গিরীশ মহাপাত্রকে দেখে নিমাইবাবু বলেছিলেন, বেশভূষা দেখে মনে হচ্ছে লোকটির স্বাস্থ্য গেলেও, তার শখ ষোলো আনাই বজায় আছে ।

৫। গিরীশ মহাপাত্রের ট্যাঁক ও পকেট থেকে কী বার হয়েছিল ?

উত্তর: গিরীশ মহাপাত্রের ট্যাঁক থেকে একটি টাকা আর গন্ডা-ছয়েক পয়সা এবং পকেট থেকে একটা লোহার কম্পাস, একটা কাঠের ফুটবুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই এবং গাঁজার একটা কলকে বার হয়েছিল ।

৬। “নিমাইবাবু হাসিয়া কহিলেন”-নিমাইবাবু হেসে কী বললেন ?

উত্তর: গিরীশ মহাপাত্র কতটা সদাশয় ব্যক্তি যে অন্যের কাজে লাগবে বলে গাঁজার কলকেটা কুড়িয়ে পকেটে রেখেছেন-নিমাইবাবু হেসে এ কথাই বলতে চেয়েছিলেন ।

৭। ‘তুমি গাঁজা খাও?”-কে, কাকে, কেন এই প্রশ্ন করেছিলেন ?

উত্তর: গিরীশ মহাপাত্রের পকেট থেকে একটি গাঁজার কলকে পাওয়া গিয়েছিল। তাই নিমাইবাবু তাকে উক্ত প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন ।

পথের দাবী উপন্যাসের MCQ এবং SAQ প্রশ্ন-উত্তর || Madhyamik Bengali Pother Dabi MCQ and SAQ Question Answer || পথের দাবী MCQ Online Mock Test || পথের দাবী মক টেস্ট

৮। বড়োবাবু হাসিতে লাগিলেন।” বড়োবাবুর হাসির কারণ কী ?

উত্তর: গিরীশ মহাপাত্রের অদ্ভুত পোশাক এবং আচরণ দেখে জগদীশবাবু তাকে ছেড়ে দেওয়ার কথা বললে বড়োবাবু হাসতে লাগলেন।

৯। “এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই, বড়োবাবু।’ বস্তার এমন উক্তির কারণ কী ?

উত্তর: সব্যসাচী সন্দেহে অদ্ভুত পোশাক পরা গিরীশ মহাপাত্রকে থানায় আটকে রাখা হয়েছিল। তার চুলে লাগানো লেবুর তেলের গন্ধে থানাসুস্থ লোকের মাথা ধরার উপক্রম হয়েছিল। এমন লোক যে সব্যসাচী হতে পারেন না-এ কথা ভেবেই তাকে জগদীশবাবু ছেড়ে দিতে বলেছিলেন।

১০। তলওয়ারকর অপূর্বকে কী জিজ্ঞাসা করেছিল ?

উত্তর: অপূর্বকে বাড়ি ফিরে অত্যন্ত অন্যমনষ্ক দেখে তলওয়ারকর জিজ্ঞাসা। করেছিল সে তার বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছে কি না এবং তার বাড়ির সবাই ভালো আছে কি না ।

১১। “অফিসের একজন ব্রাহ্মণ পিয়াদা এই সকল বহিয়া আনিত।” -কী বয়ে আনার কথা বলা হয়েছে?

উত্তর: রামদাসের স্ত্রীর তৈরি করে দেওয়া খাবার অফিসের ব্রাহ্মণ পেয়াদা নিয়ে আসত ।

১২। অপূর্বর ঘরে চুরি হওয়ার পর ক্রিশ্চান মেয়েটি কী করেছিল ?

উত্তর: অপূর্বর ঘরে চুরি হওয়ার পর ক্রিশ্চান মেয়েটি অবশিষ্ট জিনিসপত্র গুছিয়ে দিয়েছিল এবং কী চুরি গেছে আর কী যায়নি তার ফর্দ বানিয়েছিল।

১৩। পুলিশে চুরির ব্যাপারে অভিযোগ জানাতে গিয়ে অপূর্ব কী দেখল ?

উত্তর: অপূর্ব চুরির ব্যাপারে থানায় অভিযোগ জানাতে গিয়ে দেখল সেখানকার পুলিশরা পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক ভেবে অন্য একজনকে ধরেছেন। যার অদ্ভুত সাজপোশাক নিয়েই পুলিশস্টেশনে তামাশা চলছে ।

১৪। অপূর্ব কোন্ ঘটনার প্রতিবাদ করেছিল ?

উত্তর: কোনোরকম দোষ না থাকা সত্ত্বেও কিছু ফিরিঙ্গি ছেলে অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল। সে এই অন্যায় ঘটনারই প্রতিবাদ করেছিল।

১৫। অন্যায়ের প্রতিবাদ করায় অপূর্বকে কারা কীভাবে হেনস্থা করেছিল ?

উত্তর: অপূর্ব অন্যায়ের প্রতিবাদ করলে এক সাহেব স্টেশনমাস্টার অপূর্ব ভারতীয় বলে তার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করে তাকে স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দেয় ।

১৬। কী কারণে রামদাসের মুখ রাগে আরস্ত হয়ে উঠল ?

উত্তর: অপূর্বর মুখে ফিরিঙ্গিদের তাকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দেওয়া এবং সাহেব স্টেশনমাস্টারের কাছে অপমানিত ও লাঞ্ছিত হওয়ার ঘটনা শুনে রামদাসের মুখ রাগে আরক্ত হয়ে উঠল ।

১৭। কী শুনে রামদাসের চোখ ছলছল করে উঠল ?

উত্তর: সাহেবদের কাছে অপূর্বর লাঞ্ছিত হওয়া সত্ত্বেও হিন্দুস্থানের লোকেরা কেউ কোনো প্রতিবাদ করেনি, বরং লাঘির চোটে অপূর্বর হাড়- পাঁজরা ভাঙেনি শুনে খুশি হয়েছিল। এ কথায় রামদাসের চোখ ছলছল করে উঠল ।

১৮। লোকটি কাশিতে কাশিতে আসিল।”- লোকটি কে ?

উত্তর: লোকটি হল পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক।

১৯। অনুমান কতকটা তাই।”-বস্তার কী অনুমান ?

উত্তর: অপূর্ব সন্দেহ করেছিল তেওয়ারিই তার ঘরে চুরি করেছে। বক্তা রামদাসও এই অনুমান করেছিল।

২০। এসব কথা বলায় দুঃখ আছে।”-কোন্ কথা বলায় দুঃখ আছে বলে বস্তার ধারণা ?

উত্তর: অপূর্ব রেঙ্গুনে এসে ভারতীয় বিপ্লবী সব্যসাচী মল্লিকের প্রশংসায় পঞ্চমুখ। বস্তা রামদাস মনে করেছিল অপূর্ব সব্যসাচীর কথা বললে ইংরেজদের রোষে পড়তে পারে ।

পথের দাবী উপন্যাসের MCQ এবং SAQ প্রশ্ন-উত্তর || Madhyamik Bengali Pother Dabi MCQ and SAQ Question Answer || পথের দাবী MCQ Online Mock Test || পথের দাবী মক টেস্ট

২১। বড়োসাহেব কী বলার জন্য টেলিগ্রাম নিয়ে অপূর্বর কাছে এসেছিল ?

উত্তর: বড়োসাহেব অপূর্বকে বলেছিলেন ভামোর অফিসে বিশৃঙ্খল অবস্থা। ম্যান্ডালে, শোএবো, মিথিলা এবং প্রোম সব অফিসেই গোলযোগ হচ্ছে। তাই অপূর্ব যেন সব অফিসগুলো একবার নিজে গিয়ে দেখে আসে ।

২২। অপূর্ব ভামো নগরের উদ্দেশে যাত্রা শুরু করার সময় কাকে দেখে কী জিজ্ঞাসা করল ?

উত্তর: ভামো নগরের উদ্দেশে যাত্রা শুরু করার সময় গিরীশ মহাপাত্রকে দেখে অপূর্ব তাকে জিজ্ঞাসা করল, সে তাকে চিনতে পারছে কিনা এবং সে কোথায় যাচ্ছে ।

২৩। দ্বিতীয়বার সাক্ষাতে অপূর্ব গিরীশ মহাপাত্রকে কী বলেছিল ?

উত্তর: দ্বিতীয়বার সাক্ষাতে অপূর্ব গিরীশ মহাপাত্রকে বলেছিল যে, সে পুলিশের লোক নয়। সেদিন শুধু তামাশা দেখবার জন্য সে পুলিশস্টেশনে গিয়েছিল ।

২৪। ট্রেনের মধ্যে কী কারণে অপূর্বর ঘুমের ব্যাঘাত ঘটেছিল?

উত্তর: রাতে অপূর্ব শোয়ার পরে প্রায় বার-তিনেক পুলিশের লোকরা তার নাম, ঠিকানা লিখে নেওয়ার জন্য তাকে জাগিয়ে বিরক্ত করায় অপূর্বর ঘুমের ব্যাঘাত ঘটেছিল ।

২৫। আমরও তো তাই বিশ্বাস।”-বস্তার কী বিশ্বাস?

‘উত্তর: গিরীশ মহাপাত্র অপূর্বকে বলেছিল ললাটের লেখা কখনও খণ্ডন করা যায় না। অপূর্বও এই কথা বিশ্বাস করে বলে জানায় ।

২৬। “ইহা যে কতবড়ো ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল।”-‘ভ্রম’-টি কী?

উত্তর: অপূর্ব ভেবেছিল যে প্রথম শ্রেণির যাত্রী বলে কেউ তার ঘুমের ব্যাঘাত ঘটাবে না। কয়েকটি স্টেশন পরেই তার এই ভাবনা ভুল প্রমাণিত হয় ।

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWB HS Class 11 Mock Test
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন। এই পোষ্ট সংক্রান্ত কোনো মতামত বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেণ্টের মাধ্যমে জানান।

Leave a Comment

error: Content is protected !!