কোষ বিভাজন MCQ প্রশ্ন উত্তর PDF

কোষ বিভাজন MCQ প্রশ্ন উত্তর PDF|Cell Division MCQ in Bengali|মাধ্যমিক জীবন বিজ্ঞান কোষ বিভাজন মক টেস্ট|Cell Division Mock Test in Bengali-WBBSE Board -এর দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে কোষ বিভাজন MCQ প্রশ্ন উত্তর।এই প্রশ্ন উত্তরগুলো ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, দশম শ্রেণি [WBBSE Class 10] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে। এই প্র্যাকটিস সেটটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে প্রশ্নগুলো ক্লাস X-এর সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 10 -এর জীবন বিজ্ঞান পরীক্ষার কোষ বিভাজন MCQ প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই প্র্যাকটিস সেট।ক্লাস টেনের জীবন বিজ্ঞানের কোষ বিভাজন অধ্যায়ের বাছাই করা 90 টি MCQ প্রশ্ন উত্তর থেকে থেকে পরীক্ষায় কমন আসার চান্স 99% । জীবন বিজ্ঞান কুইজের এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও । এই পোস্টের শেষে প্রদত্ত লিঙ্ক -এ ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে নেওয়া যাবে ।

দশম শ্রেণি (Class X) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,MTS , নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তরগুলো।

কোষ বিভাজন MCQ প্রশ্ন উত্তর PDF

১) অ্যামাইটোসিস শব্দটি 1840 খ্রিস্টাব্দে যে বিজ্ঞানী নির্বাচিত করেন তাঁর নাম—

ক) স্ট্রাসবার্জার

খ) ওয়াল্টার ফ্লেমিং

গ) ফারমার

ঘ) রবার্ট রিম্যাক (উত্তর)

২) মাইটোসিস কোশবিভাজন সর্বপ্রথম প্রত্যক্ষ করেন বিজ্ঞানী—

ক) ফারমার

খ) বোভেরি

গ) ওয়াল্টার ফ্লেমিং (উত্তর)

ঘ) রিম্যাক

৩) মাইটোসিস কোশ বিভাজন হয়—

ক) জনন মাতৃকোশে

খ) ডিম্বাণুতে

গ) দেহকোশে (উত্তর)

ঘ) শুক্রাণুতে

৪) মাইটোসিস কোশ বিভাজন চলাকালীন যে দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে, তা হল –

ক) প্রোফেজ

খ) মেটাফেজ

গ) অ্যানাফেজ

ঘ) টেলোফেজ (উত্তর)

৫) দেহকোশ সাধারণত যে প্রক্রিয়ায় বিভাজিত হয়, তা হল-

ক) মাইটোসিস বিভাজন (উত্তর)

খ) মিয়োসিস বিভাজন

গ) অ্যামাইটোসিস বিভাজন

ঘ) খন্ডীভবন

৬) কোমোজোম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন—

ক) রবার্ট হুক

খ) ডারউইন

গ) ওয়ালডেয়ার (উত্তর)

ঘ) ল্যামার্ক

৭) একবার কোশ বিভাজন শেষ হওয়ার পর থেকে পরবর্তী কোশ বিভাজন পর্যন্ত কোশের মধ্যে যেসব ঘটনা পর্যায়ক্রমে চক্রাকারে সম্পন্ন হয়, সেই দশা হল-

ক) অরনিথিন চক্র

খ) কোরি চক্র

গ) কোশচক্র (উত্তর)

ঘ) ক্রেবস চক্র

৮) কোশচক্র প্রধানত যে কটি দশায় বিভক্ত তা হল-

ক) দুটি (উত্তর)

খ) তিনটি

গ) চারটি

ঘ) ছয়টি

৯) DNA-এর প্রতিলিপিকরণ যে দশায় ঘটে, তা হল-

ক) S দশা (উত্তর)

খ) G2 দশা

গ) M দশা

ঘ) G1 দশা

১০) DNA সংশ্লেষ ও প্রোফেজ শুরুর মধ্যবর্তী দশা হল-

ক) G0 দশা

খ) G1 দশা

গ) M দশা

ঘ) G2 দশা (উত্তর)

১১) সাধারণত ইনটারফেজ দেখা যায় যে দুটি দশার মধ্যে তা, হল—

ক) প্রোফেজ ও মেটাফেজ

খ) মেটাফেজ ও অ্যানাফেজ

গ) টেলোফেজ প্রোফেজ (উত্তর)

ঘ) অ্যানাফেজ ও টেলোফেজ

১২) বিভাজনরত কোশের নিউক্লিওলাস লুপ্ত হয় যে দশায়, সেটি হল—

ক) প্রোফেজ (উত্তর)

খ) মেটাফেজ

গ) অ্যানাফেজ

ঘ) টেলোফেজ

১৩) কোশ বিভাজনের যে দশায় ক্রোমাটিডদ্বয় বিচ্ছিন্ন হয়ে বেমের বিপরীত মেরুর দিকে সরে যায়, সেটি হল-

ক) প্রোফেজ

খ) মেটাফেজ

গ) অ্যানাফেজ (উত্তর)

ঘ) টেলোফেজ,

১৪) ইনটারফেজের বৈশিষ্ট্য নয়—

ক) কোশের আয়তন বৃদ্ধি পায়

খ) নিউক্লীয় আবরণী অবলুপ্ত হয় (উত্তর)

গ) বিভাজনের প্রয়োজনীয় শক্তি সঞ্চিত হয়

ঘ) DNA, RNA ও প্রোটিন সংশ্লেষিত হয়

১৫) কোশচক্রে মাইটোটিক দশা ঘটে –

ক) G1দশার শেষে

খ) S দশার শেষে

গ) G2 দশার আগে

ঘ) G2 দশার শেষে (উত্তর)

১৬) ক্যারিওকাইনেসিস শব্দটি প্রণয়ন করেন বিজ্ঞানী-

ক) ল্যামার্ক

খ) স্নেইশার (উত্তর)

গ) ডারউইন

ঘ) জোহানসেন

১৭) জননকোশ গঠনের সময়ে দুই প্রকার বিভাজন হয়, বলেন বিজ্ঞানী –

ক) ওপারিন

খ) হ্যালডেন

গ) ফ্লেমিং

ঘ) ভাইসম্যান (উত্তর)

১৮) মাইটোসিস পদ্ধতি সর্বপ্রথম বর্ণনা করেন বিজ্ঞানী –

ক) ফ্লেমিং

খ) ল্যামার্ক

গ) স্নাইডার (উত্তর)

ঘ) ভাইসম্যান

১৯) উদ্ভিদের কোশপ্রাচীরের প্রধান উপাদান হল-

ক) কাইটিন

খ) প্রোটিন

গ) লিপিড

ঘ) সেলুলোজ (উত্তর)

২০) কোশপাত গঠনের কাজটি হয়ে থাকে –

ক) গলগি বডি দ্বারা (উত্তর)

খ) রাইবোজোম দ্বারা

গ) মাইটোকনড্রিয়া দ্বারা

ঘ) লাইসোজোম দ্বারা

২১) সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের যে অংশে থাকে তা হল –

ক) মুখ্য খাঁজে (উত্তর)

খ) গৌণ খাঁজে

গ) টেলোমিয়ারে

ঘ) স্যাটেলাইটে

২২) কোশ বিভাজনের সময়ে ক্রোমোজোমীয় চলনে সাহায্য করে –

ক) বেমতন্তু  (উত্তর)

খ) রাইবোজোম

গ) সাইটোপ্লাজম

ঘ) মাইটোকনড্রিয়া

২৩) যে ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ার অবস্থিত সেটি হল –

ক) টেলোসেন্ট্রিক

খ) অ্যাক্রোসেন্ট্রিক

গ) মেটাসেন্ট্রিক (উত্তর)

ঘ) সাবমেটাসেন্ট্রিক

২৪) মিয়োসিস কোশ বিভাজন হল –

ক) সমবিভাজন

খ) বহুবিভাজন

গ) অসমবিভাজন

ঘ) হ্রাস বিভাজন (উত্তর)

২৫) দেহকোশে ক্রোমোজোম থাকে-

ক) 4n

খ) 3n

গ) 2n (উত্তর)

ঘ) n

২৬) যে প্রকার কোশ বিভাজন জটিল ও দীর্ঘ তা হল-

ক) অ্যামাইটোসিস

খ) মিয়োসিস

গ) মিয়োসিস

ঘ) মাইটোসিস (উত্তর)

২৭) যে দশায় অবস্থানকালে কোশ বিভাজিত হতে পারে না, সেটি হল-

ক) G1 দশা

খ) G2 দশা

গ) s দশা

ঘ) G0 দশা (উত্তর)

২৮) পিরিমিডিন-জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষার নয়-

ক) থাইমিন

খ) সাইটোসিন

গ) ইউরাসিল

ঘ) গুয়ানিন (উত্তর)

২৯) কোশ বিভাজনের যে দশায় ক্রোমোজোম সংখ্যা গণনা করা যায় তার নাম-

ক)  প্রোফেজ

খ) মেটাফেজ (উত্তর)

গ) অ্যানাফেজ

ঘ) টেলোফেজ

৩০) মানব দেহকোশের ক্রোমোজোম-

ক) ডিপ্লয়েড (উত্তর)

খ) হ্যাপ্লয়েড

গ) টেট্রাপ্লয়েড

ঘ) ট্রিপ্লয়েড

৩১) মাইটোসিসের অত্যন্ত স্বল্পস্থায়ী দশাটি হল-

ক) প্রোফেজ

খ) মেটাফেজ

গ) অ্যানাফেজ (উত্তর)

ঘ) টেলোফেজ

৩২) মাইটোসিসের যে দশায় সিস্টার ক্রোমাটিডগুলি আলাদা হয়ে যায় তা হল-

ক) প্রোফেজ

খ) মেটাফেজ

গ) অ্যানাফেজ (উত্তর)

ঘ) টেলোফেজ

৩৩) মাইটোসিসের দীর্ঘতম দশাটি হল –

ক) মেটাফেজ

খ) অ্যানাফেজ

গ) প্রফেজ  (উত্তর)

ঘ) টেলোফেল

৩৪)  একটি কোশ থেকে 128 টি কোশ তৈরি করতে যতবার মাইটোসিস বিভাজনের প্রয়োজন হয়, তা হল-

ক) 14 বার

খ) 16 বার

গ) 32 বার

ঘ) 7 বার (উত্তর)

৩৫) ক্রোমোজোমের হিস্টোন প্রোটিন হল—

ক) তিন প্রকার

খ) পাঁচ প্রকার (উত্তর)

গ) ছয় প্রকার

ঘ) দুই প্রকার

৩৬) ব্যাকটেরিয়ার কোশ বিভাজন প্রস্তুতিটি হল-

ক) মাইটোসিস

খ) অ্যামাইটোসিস (উত্তর)

গ) মিয়োসিস

ঘ) এন্ডোমাইটোসিস

৩৭) প্রত্যক্ষ বিভাজন পদ্ধতি হল—

ক) মাইটোসিস

খ) মিয়োসিস

গ) অ্যামাইটোসিস (উত্তর)

ঘ) এডোমাইটোসিস

৩৮) অ্যানাস্ট্রাল মাইটোসিস দেখা যায়—

ক) সকল সজীব বস্তুতে

খ) উচ্চশ্রেণির প্রাণীতে

গ) উচ্চশ্রেণির উদ্ভিদে (উত্তর)

ঘ) নিম্নশ্রেণির প্রাণীতে

৩৯) ক্রোমোজোমীয় চলন, নিউক্লীয় পর্দার অবলুপ্তি, কিছুই ঘটে না যে কোশ বিভাজনে, তা হল-

ক) মাইটোসিস

খ) মিয়োসিস

গ) অ্যামাইটোসিস (উত্তর)

ঘ) ক ও খ উভয়েই

৪০) অ্যানাফেজীয় চলনকালে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি—

ক) J অক্ষরের মতো

খ) V অক্ষরের মতো  (উত্তর)

গ) L অক্ষরের মতো

ঘ) I অক্ষরের মতো

৪১) নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলির মধ্যে যেটি RNA-তে থাকে না সেটি হল-

ক) গুয়ানিন

খ) সাইটোসিন

গ) থাইমিন (উত্তর)

ঘ) অ্যাডেনিন

৪২) নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলির মধ্যে যেটি DNA-তে থাকে না সেটি হল—

ক) ইউরাসিল (উত্তর)

খ) সাইটোসিন

গ) অ্যাডেনিন

ঘ) গুয়ানিন

৪৩)  শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদিত হয়—

ক) মাইটোসিস পদ্ধতিতে

খ) মিয়োসিস পদ্ধতিতে  (উত্তর)

গ) কোরকোদ্‌গম পদ্ধতিতে

ঘ) অ্যামাইটেসিস পদ্ধতিতে

৪৪) একটি প্রোক্যারিওটিক কোশের চিত্র আঁকার সময়ে তুমি তাতে নিম্নলিখিতগুলির মধ্যে কোটির উপস্থিতি দেখাবে না?

ক) মাইটোকনড্রিয়া (উত্তর)

খ) ক্রোমাটোফোর

গ) মেসোজোম

ঘ) নিউক্লিওয়েড

৪৫)  সাইটোকাইনেসিস শব্দটি প্রণয়ন করেন বিজ্ঞানী—

ক) বোভেরি

খ) রিম্যাক

গ) হুইটম্যান (উত্তর)

ঘ) ল্যামার্ক

৪৬) ক্ষুদ্র ও স্পষ্ট ক্রোমোজোম দেখা যায় যে দশায়, তা হল-

ক) প্রোফেজ

খ) অ্যানাফেজ

গ) টেলোফেজ

ঘ) মেটাফেজ (উত্তর)

৪৭) ক্রসিং ওভারের একক হল-

ক) ক্লোরোপ্লাস্ট

খ) রাইবোজোম

গ) ক্রোমাটিড (উত্তর)

ঘ) লাইসোজোম

৪৮) প্রথম মিয়োসিস ও দ্বিতীয় মিয়োসিসের অন্তবর্তী দশাটি হল-

ক) সাইটোকাইনেসিস

খ) ইন্টারকাইনেসিস (উত্তর)

গ) ক্যারিওকাইনেসিস

ঘ) কোনোটিই নয়

৪৯) দেহকোশে ক্রোমোজোম সংখ্যা 46 হলে কোনপ্রকার কোশ বিভাজনে অপত্যকোশে ক্রোমোজোম সংখ্যা 23  

হবে ?

ক) মাইটোসিস

খ) মিয়োসিস (উত্তর)

গ) অ্যামাইটোসিস

ঘ) কোনোটিই নয়

৫০)  কোনো জীবের ক্রোমোজোম সংখ্যা 2n = 24 হলে ওই জীবের শুক্রাণু ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা হবে –

ক) 12 (উত্তর)

খ) 18

গ) 24

ঘ) 6

৫১) প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিডের সংখ্যা-

ক) 4

খ) 2 (উত্তর)

গ) 8

ঘ) 6

৫২) মাইটোসিসের চতুর্থ দশাটির নাম—

ক) প্রোফেজ

খ) মেটাফেজ

গ) অ্যানাফেজ

ঘ) টেলোফেজ (উত্তর)

৫৩) মানুষের জননকোশে ক্রোমোজোম সংখ্যা-

ক) 46

খ) 50

গ) 10

ঘ) 23 (উত্তর)

৫৪) ক্রসিং ওভার কোথায় ঘটে ?

ক) অ্যামাইটোসিসে

খ) মাইটোসিসে

গ) মিয়োসিসে (উত্তর)

ঘ) কোনোটিই নয়

৫৫) যে জীবে অ্যামাইটোসিস কোশ বিভাজন দেখা যায়, তা হল-

ক) মটর উদ্ভিদ

খ) ব্যাং

গ) মানুষ

ঘ) অ্যামিবা  (উত্তর)

৫৬)  মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লীয় পর্দার পুনরাবির্ভাব ঘটে ?

ক) টেলোফেজ দশায় (উত্তর)

খ) মেটাফেজ দশায়

গ) অ্যানাফেজ দশায়

ঘ) প্রোফেজ দশায়

৫৭) যে ক্রোমোজোমের শেষপ্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে, তাকে বলে—

ক) মেটাসেন্ট্রিক ক্রোমোজোম

খ) সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম

গ) অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম

ঘ) টেলোসেন্ট্রিক ক্রোমোজোম (উত্তর)

৫৮) প্রাণীকোশ ও উদ্ভিদকোশের যে দশায় অ্যাস্ট্রাল ও অ্যানাস্ট্রাল বেম গঠিত হয় তা হল-

ক) প্রোফেজ

খ) অন্তিম প্রোফেজ  (উত্তর)

গ) মেটাফেজ

ঘ) অ্যানাফেজ

৫৯) মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমের ক্রোমাটিডগুলি পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য ক্রোমোজোম গঠন করে ?

ক) প্রোফেজ

খ) মেটাফেজ

গ) অ্যানাফেজ (উত্তর)

ঘ) টেলোফেজ

৬০) মানুষের দেহকোশে অটোজোমের সংখ্যা-

ক) 23

খ) 22

গ) 44 (উত্তর)

ঘ) 46

৬১) মানুষের জননকোশে অটোজোমের সংখ্যা-

ক) 44

খ) 22 (উত্তর)

গ) 46

ঘ) 23

৬২) একটি মাতৃকোশ থেকে সমসংখ্যক ক্রোমোজোমবিশিষ্ট দুটি অপত্যকোশ সৃষ্টি হয় কোন্ প্রকার কোশ বিভাজনে ?

ক) অ্যামাইটোসিস

খ) মাইটোসিস (উত্তর)

গ) মিয়োসিস

ঘ) কোনোটিই নয়

৬৩) নিউক্লিয়াসের বিভাজনকে বলে—

ক) সাইটোকাইনেসিস

খ) মাইটোসিস

গ) ক্যারিওকাইনেসিস (উত্তর)

ঘ) মিয়োসিস

৬৪) সাইটোপ্লাজমের বিভাজনকে বলে-

ক) সাইটোকাইনেসিস (উত্তর)

খ) মাইটোসিস

গ) ক্যারিওকাইনেসিস

ঘ) মিয়োসিস

৬৫) ক্রোমোজোমগুলি যে দশায় বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে, তা হল-

ক) প্রোফেজ

খ) মেটাফেজ (উত্তর)

গ) অ্যানাফেজ

ঘ) টেলোফেজ

৬৬) নন-জেনেটিক RNA যতপ্রকার, তা হল-

ক) তিন প্রকার (উত্তর)

খ) চার প্রকার

গ) পাঁচ প্রকার

ঘ) ছয় প্রকার

৬৭) জিনগত প্রকরণ ঘটে যে প্রকার কোশ বিভাজনে, তা হল-

ক) অ্যামাইটোসিস

খ) মাইটোসিস

গ) মিয়োসিস (উত্তর)

ঘ) খ ও গ উভয়েই

৬৮) জিনের পুনর্বিন্যাস ঘটে যে কোশ বিভাজনে, তা হল—

ক) মিয়োসিস (উত্তর)

খ) মাইটোসিস

গ) অ্যামাইটোসিস

ঘ) কোনোটিই নয়

৬৯) বংশগতির ধারক ও বাহক হল –

ক) মেসোজোম

খ) পলিজোম

গ) ক্রোমোজোম (উত্তর)

ঘ) রাইবোজোম

৭০) জননকোশের ক্রোমোজোম সংখ্যা হল—

ক) ডিপ্লয়েড

খ) ট্রিপ্লয়েড

গ) পলিপ্লয়েড

ঘ) হ্যাপ্পয়েড  (উত্তর)

৭১) কোশ বিভাজনের সময়ে ক্রোমোজোমের মুখ্য খাঁজস্থিত যে অংশের সঙ্গে বেম তন্তু যুক্ত হয়, তা হল—

ক) ক্রোমোমিয়ার

খ) সেন্ট্রোমিয়ার (উত্তর)

গ) ক্রোমাটিড

ঘ) সেন্ট্রোজোম

৭২) সেন্ট্রোমিয়ারযুক্ত মুখ্য খাঁজ ছাড়া ক্রোমোজোমে অন্য যে-কোনো খাঁজ প্রাথমিক খাঁজ থাকলে তাকে বলে—

ক) দ্বিতীয় খাজ

ঘ) গৌণ খাঁজ (উত্তর)

গ) মুখ্য খাঁজ

ঘ) প্রাথমিক খাঁজ

৭৩) গৌণ খাঁজ পরবর্তী ক্রোমোজোমীয় অংশকে –

ক) সেন্ট্রোমিয়ার

খ) স্টেম বডি

গ) SAT বডি (উত্তর)

ঘ) সেন্ট্রোজোম

৭৪) প্রতিটি রাইবোনিউক্লিক ও ডি-অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অণু বহুসংখ্যক যে উপাদানটি দ্বারা তৈরি, তা হল –

ক) ফসফেট

খ) N2 ক্ষারক

গ) নিউক্লিওসাইড

ঘ) নিউক্লিওটাইড (উত্তর)

৭৫) বেমতন্তু গঠিত হয়, যার দ্বারা তা হল –

ক) হিউমিউলিন

খ) ইন্‌টারমিডিয়েট ফিলামেন্ট

গ) ফ্ল্যাজেলিন

ঘ) টিউবিউলিন (উত্তর)

৭৬) 1909 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ‘জিন’ শব্দটির প্রচলন করেন বিজ্ঞানী –

ক) জোহানসেন (উত্তর)

খ) রিম্যাক

গ) ফারমার

ঘ) পাস্তুর

৭৭) পরপর সংঘটিত দুটি কোশ বিভাজনের মধ্যবর্তী পর্যায়কে বলে—

ক) প্রোফেজ

খ) ইনটারফেজ (উত্তর)

গ) মেটাফেজ

ঘ) টেলোফেজ

৭৮) যে  মাইটোসিস বিভাজনে সেন্ট্রিওল থেকে স্পিন্ডল গঠিত হয় না, তা হল-

ক) সমবিভাজন

খ) অসমবিভাজন

গ) অ্যাস্ট্রাল

ঘ) অ্যানাস্ট্রাল (উত্তর)

৭৯) উদ্ভিদকোশের সাইটোকাইনেসিস যা দ্বারা সংঘটিত হয়, তা হল-

ক) ফ্র্যাগমোপ্লাস্ট (উত্তর)

খ) ক্রোমোজোম

গ) মেসোজোম

ঘ) পলিজোম

৮০) কোশের যে অংশে জিন অবস্থিত, তা হল-

ক) সাইটোপ্লাজম

খ) ক্রোমোজোম (উত্তর)

গ) মাইটোকনড়িয়া

ঘ) কোশপর্দা

৮১) যৌন জননকারী জীবের জনন মাতৃকোশে যে প্রক্রিয়ায় কোশ বিভাজন সম্পন্ন হয়, তা হল-

ক) মাইটোসিস

খ) মিয়োসিস (উত্তর)

গ) অ্যামাইটোসিস

ঘ) কোনোটিই নয়

৮২) প্রাণীকোশের সাইটোকাইনেসিস যে পদ্ধতিতে সংঘটিত হয়, তা হল-

ক) কোশপর্দা

খ) কোশপাত

গ) ফারোয়িং বা ক্লিভেজ (উত্তর)

ঘ) অ্যানাফেজ চলন

৮৩) যে কোশ বিভাজনের সময়ে বেমতত্ত্ব গঠিত হয় না, তা হল-

ক) অ্যামাইটোসিস  (উত্তর)

খ) মাইটোসিস

গ) মিয়োসিস

ঘ) কোনোটিই নয়

৮৪) প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে যে কোশ বিভাজনের মাধ্যমে, তা হল-

ক) অ্যামাইটোসিস

খ) মাইটোসিস

গ) মিয়োসিস (উত্তর)

ঘ) কোনোটিই নয়

৮৫) RNA- তে থাইমিনের বদলে যে ক্ষারটি থাকে তা হল –

ক) ইউরাসিল (উত্তর)

খ) সাইটোসিন

গ) গুয়ানিন

ঘ) অ্যাডেনিন

৮৬) ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর অবস্থিত তন্তু দুটির প্রত্যেকটিকে বলে—

ক) ক্রোমাটিড (উত্তর)

খ) ক্রোমোজোম

গ) ক্রোমোনিমা

ঘ) ক্রোমোমিয়ার

৮৭) প্রতিটি ক্রোমাটিড লম্বালম্বিভাবে বিস্তৃত যে তন্তু দ্বারা গঠিত, তাকে বলে—

ক) ক্রোমাটিড

খ) ক্রোমোজোম

গ) ক্রোমোনিমা (উত্তর)

ঘ) ক্রোমোমিয়ার

৮৮) ক্রোমোজোমের শেষ প্রান্তদ্বয় কে বলে—

ক) ক্রোমোমিয়ার

খ) টেলোমিয়ার (উত্তর)

গ) সেন্ট্রোমিয়ার

ঘ) ক্রোমাটিড

৮৯) এককোশী জীবের বংশবিস্তারের উপায় হল-

ক) দেহকোশ

খ) কোশচক্র

গ) কোশপর্দা

ঘ) কোশ বিভাজন (উত্তর)

৯০) সেন্ট্রোমিয়ারের উপস্থিতি অনুসারে ক্রোমোজোমের বিভিন্ন গঠন দেখা যায় যে দশায়, তা হল-

ক) প্রোফেজ

খ) মেটাফেজ (উত্তর)

গ) টেলোফেজ

ঘ) অ্যানাফেজ

৯১) নাইট্রোজেনযুক্ত ক্ষার + পেন্টোজ শর্করা হল—

ক) নিউক্লিওটাইড

খ) RNA

গ) নিউক্লিওসাইড (উত্তর)

ঘ) DNA

৯২) অনিয়ন্ত্রিত কোশচক্রের কারণে যে রোগটি হয়, তা হল-

ক) ক্যানসার (উত্তর)

খ) ম্যালেরিয়া

গ) সিরোসিস

ঘ) যক্ষ্মা

৯৩) পিউরিন-জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারটি হল—

ক) অ্যাডেনিন (উত্তর)

খ) সাইটোসিন

গ) থাইমিন

ঘ) ইউরাসিল

৯৪) ইউক্যারিওটিক কোশের ক্রোমোজোম সংগঠক প্রধান প্রোটিনটি হল –

ক) লাইসিন

খ) হিস্টোন (উত্তর)

গ) লিউসিন

ঘ) ভ্যালিন

Name of the File- কোষ বিভাজন MCQ প্রশ্ন উত্তর

Type of the File-PDF

Size of the File – 256Kb

Number of Pages-13

Number of Questions- 90+ MCQ

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন। কোষ বিভাজন MCQ প্রশ্ন উত্তর-এর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেণ্টের মাধ্যমে জানান।

Leave a Comment

error: Content is protected !!