কোশের গঠন ও কাজ MCQ প্রশ্ন উত্তর (PDF Download)|Cell Function MCQ Mock Test in Bengali

কোশের গঠন ও কাজ MCQ প্রশ্ন উত্তর (PDF Download) || Cell Function MCQ Mock Test in Bengali-কোশের গঠন ও কাজ মক টেস্ট|কোশ মক টেস্ট|Cell Functions MCQ Mock Test in Bengali- WBBSE Board -এর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে কোশের গঠন ও কাজ MCQ প্রশ্ন উত্তর ।এই প্রশ্ন উত্তরগুলো ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, নবম শ্রেণি [WBBSE Class 9] -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি  হয়েছে। এই প্র্যাকটিস সেটটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে প্রশ্নগুলো ক্লাস IX-এর সকল ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 9 -এর জীবন বিজ্ঞান পরীক্ষার কোশের গঠন ও কাজ MCQ প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই প্র্যাকটিস সেট।ক্লাস নাইনের জীবন বিজ্ঞানের কোশের গঠন ও কাজ অধ্যায়ের বাছাই করা 90 টি MCQ প্রশ্ন উত্তর থেকে থেকে পরীক্ষায় কমন আসার চান্স 99% । কোশের গঠন ও কাজ কুইজের এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।

নবম শ্রেণি (Class IX) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) [ WB TET, WBCS, PSC, WB JEXPO, ANM GNM, JENPAS BHA, Railway Group-D, RRB NTPC,West Bengal Police, Kolkata Police , CHSL,CGL,নার্সিং ভর্তি, Etc.] জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তরগুলো।

কোশের গঠন ও কাজ MCQ প্রশ্ন উত্তর (PDF Download)|| Cell Function MCQ Mock Test in Bengali

১) ATP সংশ্লেষ হয় মাইটোকনড্রিয়ার-

ক) ম্যাট্রিক্স-এ

খ) বহিঃপর্দায়

গ) ক্রিস্টিতে (উত্তর)

ঘ) অন্তঃক্রিস্টি অবস্থানে

২) কোশবাদের প্রবর্তক হলেন-

ক) ওয়াটসন ও ক্রিক

খ) স্লেইডেন ও স্বোয়ান (উত্তর)

গ) ড্যানিয়েল ও ড্যাভসন

ঘ) সিঙ্গার ও নিকলসন

৩) সজীব কোশ প্রথম কে আবিষ্কার করেন ?

ক) রবার্ট ব্রাউন

খ) রবার্ট হুক

গ) স্বোয়ন

ঘ) লিউয়েন হক (উত্তর)

৪) ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে ?

ক) মাইটোকনড্রিয়া

খ) ক্রোমোটোফো

গ) মেসোজোম (উত্তর)

ঘ) ক্লোরোজোম

৫) 80s রাইবোজোমের বহৎ উপএককটি হল-

ক) 50s

খ) 60s (উত্তর)

গ) 30s

ঘ) 70s

৬) একটি উদ্ভিদ কোশকে নিম্নলিখিত কোন্ অবস্থায় রাখলে কোশের সংকোচন ঘটবে?

ক) জল

খ) কোশস যুক্ত সমসারক দ্রবণ

গ) অতিসারক দ্রবণ (উত্তর)

ঘ) লঘুসারক দ্রবণ

৭) প্রস্তর কোশ আসলে কী ?

ক) প্যারেনকাইমা কোশ

খ) ক্লোরেনকাইমা কোশ

গ) কোলেনকাইমা কোশ

ঘ) স্ক্লেরেনকাইমা কোশ  (উত্তর)

৮) NOR থেকে নিম্নলিখিত কোন অংশটি তৈরি হয় ?

ক) নিউক্লিওপর্দা

খ) নিউক্লিওজালক

গ) নিউক্লিওলাস (উত্তর)

ঘ) নিউক্লিওপ্লাজম

৯) পারণকোশ কোন প্রকার উদ্ভিদে দেখা যায় ?

ক) দ্বিবীজপত্রী

খ) একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী

গ) একবীজপত্রী (উত্তর)

ঘ) কোনোটিই নয়

১০)  কোনটিকে ‘কোশের প্রোটিন ফ্যাক্টরি’ বলে ?

ক) রাইবোজোম  (উত্তর)

খ) মাইটোকনড্রিয়া

গ) নিউক্লিয়াস

ঘ) গলগি বডি

কোশের গঠন ও কাজ MCQ প্রশ্ন উত্তর (PDF Download)|| Cell Function MCQ Mock Test in Bengali

১১) মানুষের কোন কোশটি বহু নিউক্লিয়াস যুক্ত বা সিনসিটিয়াম?

ক) অরেখ পেশী

খ) হৃদপেশী

গ) স্নায়ুকোশ

ঘ) সরেখ পেশী (উত্তর)

১২) মাইটোকনড্রিয়ার অন্তঃপর্দার অন্তঃগাত্রে অবস্থিত টেনিস র‍্যাকেটের ন্যায় বৃন্তযুক্ত গঠনকে কি বলে?

ক) ডিপ্লোজোম

খ) কোয়ান্টাজোম

গ) মাইক্রোজোম

ঘ) অক্সিজোম (উত্তর)

১৩) কোন্ উদ্ভিদ গোষ্ঠীর কোশ প্রাচীরের মুখ্য উপাদান কাইটিন?

ক) শৈবাল

খ) ছত্রাক (উত্তর)

গ) ব্রায়োফাইটা

ঘ) টেরিডোফাইটা

১৪) পর্দাবিহীন কোশীয় অঙ্গাণুটি হল-

ক) লাইসোজোম

খ) রাইবোজোম (উত্তর)

গ) মাইটোকনড্রিয়া

ঘ) ER

১৫) উদ্ভিদের কোশপ্রাচীর যে ধরনের পর্দা থাকে –

ক) অভেদ্য

খ) ভেদ্য (উত্তর)

গ) প্রভেদক ভেদ্য

ঘ) অর্ধভেদ্য

১৭) কোন প্রাণীর লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না?

ক) পাখি

খ) মানুষ  (উত্তর)

গ) সরীসৃপ

ঘ) উভচর

১৮) মানুষের নিম্নলিখিত কোন্ কোশটি বিভাজিত হয়?

ক) লোহিত রক্তকণিকা

খ) অনুচক্রিকা

গ) স্নায়ুকোশ

ঘ) শ্বেতরক্ত কণিকা (উত্তর)

১৯) কোন কোশ অঙ্গাণুটি ‘আত্মঘাতি থলি’ নামে পরিচিত ?

ক) রাইবোজোম

খ) মাইটোকনড্রিয়া

গ) গলগি বডি

ঘ) লাইসোজোম(উত্তর)

২০) পলিজোম আসলে-

ক) একত্রিত রাইবোজোম (উত্তর)

খ) একক রাইবোজোম

গ) একক মাইটোকনড্রিয়া

ঘ) একত্রিত মাইটোকনড্রিয়া

২১) পারণ কোশ কোথায় দেখা যায় ?

ক) অন্তঃস্ত্বকের কোশে(উত্তর)

খ) বহিঃস্ত্বকের কোশে

গ) কর্টেক্সের কোশে

ঘ) মজ্জার কোশে

২২) ‘প্লাজমোডেসমাটা’ কোথায় পরিলক্ষিত হয়?

ক) নিউক্লিয়াসে

খ) কোশপর্দায়

গ) সাইটোপ্লাজমে

ঘ) কোশপ্রাচীরে(উত্তর)

২৩) S’ অক্ষরটি কোন কোশ অঙ্গাণুর ক্ষেত্রে ব্যবহার করা হয়?

ক) মাইটোকনড্রিয়া

খ) রাইবোজোম(উত্তর)

গ) লাইসোজোম

ঘ) গলগিবস্তু

২৪) মেসোজোম নিম্নলিখিত কোন অংশ থেকে সৃষ্টি হয়ে থাকে ?

ক) কোশ প্রাচীর

খ) মাইটোকনড্রিয়া

গ) কোশ পর্দা থেকে(উত্তর)

ঘ) লাইসোজোম

২৫) প্রোটোপ্লাজমের মধ্যে নির্জীব বস্তুগুলিকে একত্রে বলা হয় –

ক) ডিউটোপ্লাজম (উত্তর)

খ) মেসোপ্লাজম

গ) সাইটোপ্লাজম

ঘ) প্লাজমা জেল

কোশের গঠন ও কাজ MCQ

২৬)  কোনটি কোশপর্দার অংশ নয় ?

ক) গ্লাইকোলিপিডস্

খ) ফসফোলিপিড

গ) প্রোলিন (উত্তর)

ঘ) কোলেস্টেরল

২৭) প্রাণীদেহের দীর্ঘতম কোশটি হল –

ক) হেপাটোসাইট (লিভার কোশ )

খ) স্নায়ুকোশ (উত্তর)

গ) রক্ত কোশ

ঘ) পেশী কোশ

২৮) কোশীয় গঠন অনুসারে নিম্নলিখিত কোনটি সর্বাপেক্ষা জটিল –

ক) প্রোটোজোয়া

খ) ব্যাক্টেরিয়া

গ) শৈবাল

ঘ) ছত্রাক (উত্তর)

২৯) কোশের পূর্ণ রসস্ফীত অবস্থায় নিম্নলিখিত কোন্ অবস্থাটি শূন্য হবে –

ক) প্রাচীর চাপ

খ) জল বিভব

গ) অভিস্রবণ চাপ (উত্তর)

ঘ) উক্ত সবগুলি

৩০) সরল অনুবীক্ষণ যন্ত্র প্রথম আবিষ্কার করেন –

ক) রবার্ট হুক

খ) পারকিনজি

গ) লিউয়েনহক (উত্তর)

ঘ) রবার্ট ব্রাউন

৩১) পৃথিবীর ক্ষুদ্রতম কোশ হল –

ক) মাইকোপ্লাজমা (উত্তর)

খ) ব্যাকটেরিয়া

গ) অ্যামিরা

ঘ) ভলভক্স

৩২)  কোশ পর্দার ফ্লুইড মোজাইক মডেলের প্রবক্তা হলেন –

ক) রবার্ট হুক

খ) রবিনসন

গ) রবার্ট ব্রাউন

ঘ) সিঙ্গার ও নিকলসন (উত্তর)

৩২) একক পর্দার ধারণা দেন –

ক) রবার্টসন (উত্তর)

খ) রবিনসন

গ) ড্যাভসন

ঘ) নিকলসন

৩৩)  পিনোসাইটোসিস হল –

ক) কঠিন খাদ্য গ্রহণ

খ) তরল খাদ্য গ্রহণ (উত্তর)

গ) A ও B উভয়ই প্রকার খাদ্য গ্রহণ

ঘ) জীবাণু গ্রহণ

৩৪) কোশের কোশগহ্বরকে ঘিরে অবস্থিত সাইটোপ্লাজমীয় অংশকে বলা হয় —

ক) এক্টোপ্লাজম

খ) টোনোপ্লাজম (উত্তর)

গ) এন্ডোপ্লাজম

ঘ) প্রটোপ্লাজম

৩৫) ক্যারিওলিম্ফ দেখা যায় –

ক) সাইটোপ্লাজমে

খ) মাইটোকনড্রিয়াতে

গ) নিউক্লিয়াসে (উত্তর)

ঘ) লাইসোজোমে

কোশের গঠন ও কাজ MCQ প্রশ্ন উত্তর (PDF Download)|| Cell Function MCQ Mock Test in Bengali

৩৬) মানুষের লোহিত রক্ত কণিকায় ক্রেবসচক্র অনুষ্ঠিত না হওয়ার কারণ হল-

ক) মাইটোকনড্রিয়া থাকে না (উত্তর)

খ) নিউক্লিয়াস থাকে না

গ) রাইবোজোম থাকে না

ঘ) উৎসেচক থাকে না

৩৭)  চক্রাকার DNA নিম্নলিখিত কোন কোশ অঙ্গানুতে পাওয়া যায় ?

ক) মাইটোকনড্রিয়া (উত্তর)

খ) নিউক্লিয়াস

গ) এন্ডোপ্লাজমিক জালিকা

ঘ) রাইবোজোম

৩৮) আদ্রবিশ্লেষক উৎসেচকযুক্ত পর্দাবৃত কোশ অঙ্গাণুটি হল –

ক) রাইবোজোম     

খ) লাইসোজোম (উত্তর)

গ) সেন্ট্রোজোম

ঘ) নিউক্লিওজোম

৩৯) প্রাণী কোশের নিউক্লিয়াস সংলগ্ন সিস্টারনি গঠনযুক্ত কোশ অঙ্গাণুটি হল –

ক) সেন্ট্রোজোম

খ) সেন্ট্রিওল

গ) গলগিবস্তু (উত্তর)

ঘ) নিউক্লিওলাস

৪০)  কোশ প্রাচীরের মধ্যচ্ছদায় উপস্থিত মৌলটির নাম হল—

ক) ক্যালসিয়াম(উত্তর)

খ) পটাশিয়াম

গ) ম্যাগনেসিয়াম

ঘ) সোডিয়াম

৪১) লাইসোজোম গঠনে মুখ্যভূমিকা গ্রহণ করে –

ক) নিউক্লিয়াস

খ) রাইবোজোম

গ) মাইটোকনড্রিয়া

ঘ) এন্ডোপ্লাজমিক জালিকা(উত্তর)

৪২) 55S রাইবোজোম পাওয়া যায় –

ক) ক্লোরোপ্লাস্টে

খ) নিউক্লিয়াসে

গ) নিউক্লিয়পর্দায়

ঘ) মাইটোকনড্রিয়াতে(উত্তর)

৪৩) পলিজোম নিম্নলিখিত কোন কাজের সাথে যুক্ত?

ক) প্রোটিন সংশ্লেষ(উত্তর)

খ) DNA সংশ্লেষ

গ) ফ্যাট সংশ্লেষ

ঘ) কার্বোহাইড্রেট সংশ্লেষ 

৪৪)  সর্বাপেক্ষা ক্ষুদ্র কোশ অঙ্গানুটি হল –

ক) স্ফেরোজোম

খ) লাইসোজোম

গ) রাইবোজোম(উত্তর)

ঘ) পেরক্সিজোম

কোশের গঠন ও কাজ MCQ

৪৫) তৈলবীজে কোন অঙ্গানুটি অধিকমাত্রায় থাকে?

ক) গ্লাইঅক্সিজোম  (উত্তর)

খ) রাইবোজোম

গ) পেরক্সিজোম

ঘ) স্ফেরোজোম

কোশের গঠন ও কাজ MCQ প্রশ্ন উত্তর (PDF Download)|| Cell Function MCQ Mock Test in Bengali

৪৬) গলগিবস্তুর প্রাচুর্য কোন প্রাণী কোশে দেখা যায় ?

ক) গবলেট কোশ

খ) যকৃৎ কোশ

গ) গ্রন্থি কোশ (উত্তর)

ঘ) ঐচ্ছিক পেশী

৪৭) বেম গঠনে সাহায্য করে—

ক) রাইবোজোম

খ) মাইক্রোজোম

গ) লাইসোজোম

ঘ) সেন্ট্রোজোম(উত্তর)

৪৮)  গ্রানাবিহীন ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় –

ক) C4 উদ্ভিদে(উত্তর)

খ) C3 উদ্ভিদে

গ) C2 উদ্ভিদে

ঘ) হাইড্রোফাইটে

৪৯) নিম্নলিখিত কোনটি এককপর্দা বেষ্ঠিত কোশ অঙ্গানু ?

ক) রাইবোজোম

খ) নিউক্লিয়াস

গ) লাইসোজোম (উত্তর)

ঘ) মাইটোকনড্রিয়া

৫০) প্রাণী কোশ মধ্যস্থ লাইসোজোমগুলি ফেটে গেলে কোশটির কি অবস্থা ঘটবে?

ক) কোশটি মারা যাবে(উত্তর)

খ) কোশটির পাচনে সুবিধা হবে

গ) কোশটি পুনরায় নতুন লাইসোজোম তৈরি করবে

ঘ) সবগুলি সঠিক

‘কোশের গঠন ও কাজ’ সংক্রান্ত আরও MCQ প্রশ্ন উত্তরের জন্য PDF টি ডাউনলোড করুন

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেখুনঃ

নবম শ্রেণীর সকল বিষয়ের অনলাইন মক টেস্ট

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group D Online Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।কোশের গঠন ও কাজ MCQ প্রশ্ন উত্তর -এর ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে নীচে কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!