পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর || Puin Macha MCQ Question Answer|| WB HS Class 11 Bengali MCQ Question Answer For Semester 1 || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি বাংলা বিভূতিভূষণ বন্ধ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর
পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর || Puin Macha MCQ Question Answer|| WB HS Class 11 Bengali MCQ Question Answer For Semester 1
১। ‘পুঁই মাচা’ গল্পটি প্রথম কোন্ গল্পগ্রন্থে প্রকাশিত হয় ?
(ক) মৌরীফুল
(খ) মেঘমল্লার (উত্তর)
(গ) যাত্রাবদল
(ঘ) জন্ম ও মৃত্যু
২। ‘পুঁই মাচা’ গল্পটি ‘মেঘমল্লার’ গল্পগ্রন্থে প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে?
(ক) ১৯২৯
(খ) ১৯২৮
(গ) ১৯৩১ (উত্তর)
(ঘ) ১৯৩৩
৩। ‘কি হয়েছে, বসে রইল যে?’ এখানে বক্তা –
(ক) পুঁটি
(খ) ক্ষেন্তি
(গ) রাধী
(ঘ) সহায়হরি (উত্তর)
৪। সহায়হরিদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। কারণ-
(ক) সহায়হরি চুরি করেছে
(খ) অন্নপূর্ণা খুব মুখরা
(গ) ক্ষেন্তির আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি (উত্তর)
(ঘ) ক্ষেন্তির দুষ্টুমিতে সবাই বিরক্ত
৫। ‘গাঁয়ে কি গুজব রটেছে জান?’- কোন্ গুজব?
(ক) ক্ষেন্তির চোদ্দো বছর বয়স হল।
(খ) সহায়হরিদের একঘরে কারা হবে (উত্তর)
(গ) সহায়হরি মেটে আলু চুরি করেছে।
(ঘ) ক্ষেন্তির বিয়ে ঠিক হয়েছে।
৬। ক্ষেন্তির বয়স আসলে হল-
(ক) তেরো বছর
(খ) পনেরো বছর (উত্তর)
(গ) বারো বছর
(ঘ) সতেরো বছর।
৭। ‘এ সব কি রে!’- কাকে দেখে সহায়হরি এ কথা বলেছে?
(ক) ক্ষেন্তি (উত্তর)
(খ) পুঁটি
(গ) রাধী
(ঘ) অন্নপূর্ণা।
৮। ‘জঞ্জাল প্রাণপনে তুলিয়া আনিয়াছে’ এখানে জঞ্জাল হল-
(ক) বেগুন গাছ
(খ) মেটে আলু
(গ) পাকা পুঁইডাঁটা (উত্তর)
(ঘ) ক্ষেন্তির ভাঙ্গা তোরঙ্গ
৯। ‘পুঁই মাচা’ গল্পে ক্ষেন্তি চিংড়ি মাছ কিনেছিল –
(ক) গয়া বুড়ির কাছ থেকে (উত্তর)
(খ) বাজার থেকে
(গ) নবাবগঞ্জের হাট থেকে
(ঘ) হরিপুরের বাজার থেকে।
১০। ‘আহা কি অমর্ত্তই তোমাকে তারা দিয়েছে!’ এখানে ‘অমর্ত্ত’ বলতে বোঝানো হয়েছে-
(ক) চিংড়ি মাছ
(খ) পুই শাক (উত্তর)
(গ) পাটিসাপটা
(ঘ) ক্ষীর।
১১। আপদগুলো টেনে খিড়কীর পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো- অন্নপূর্ণা এই কথা বলেছিল-
(ক) ক্ষেন্তিকে
(খ) পুঁটিকে
(গ) রাধীকে (উত্তর)
(ঘ) ক্ষেন্তি ও পুঁটিকে।
১২। কুচো চিংড়ি দিয়া এইরূপে চুপিচুপিই পুঁইশাকের তরকারী রাঁধিলেন। কে চুপিচুপি রাঁধল?
(ক) ক্ষেন্তি
(খ) অন্নপূর্ণা (উত্তর)
(গ) সহায়হরি
(ঘ) ক্ষেন্তি ও সহায়হরি।
১৩। ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থণ করিলো’ আনন্দজনক প্রস্তাবটি ছিল-
(ক) আরেকটু পুঁই শাকের চচ্চড়ি দেওয়ার প্রস্তাব (উত্তর)
(খ) ক্ষেন্তির বিয়ের প্রস্তাব
(গ) ক্ষেন্তির আশীর্বাদের প্রস্তাব
(ঘ) আর কয়েকটা পিঠে দেওয়ার প্রস্তাব।
১৪। তেরোয় আর ষোলোয় তফাৎটা কীসের?’ বক্তা হলেন-
(ক) সহায়হরি
(খ) কালীময় ঠাকুর (উত্তর)
(গ) অন্নপূর্ণা
(ঘ) চৌধুরীমশাই।
১৫। সে-সব দিন কি আর আছে ভায়া’? কে এ কথা বলেছে?
(ক) কালীময় ঠাকুর (উত্তর)
(খ) চৌধুরীমশাই
(গ) সহায়হরি
(ঘ) কেষ্ট মুখুজ্যে।
১৬। শ্রীমন্ত মজুমদারের বাড়ি ছিল-
(ক) সহায়হরির গাঁয়ে
(খ) মণিগাঁয়ে (উত্তর)
(গ) নিশ্চিন্দিপুরে
(ঘ) হরিপুরে।
১৭। যা শিগগির, শাবলখানা নিয়ে আয় দিকিা’ এখানে বক্তা কে?
(ক) ক্ষেন্তি
(খ) অন্নপূর্ণা
(গ) সহায়হরি(উত্তর)
(ঘ) ক্ষেন্তির শাশুড়ি
পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর || Puin Macha MCQ Question Answer|| WB HS Class 11 Bengali MCQ Question Answer For Semester 1
১৮। সহায়হরির কথা অনুসারে কে মেটে আলুর চাষ করেছে?
(ক) সহায়হরির জামাই
(খ) ময়শা চৌকিদার(উত্তর)
(গ) চৌধুরীমশাই
(ঘ) ক্ষেন্তি
১৯। ‘তৎপরে পিতা-পুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল এখানে পিতা-পুত্রী হল-
(ক) সহায়হরি ও ক্ষেন্তি (উত্তর)
(খ) সহায়হরি ও পুঁটি
(গ) সহায়হরি ও রাধী
(ঘ) সহায়হরি, রাধী ও ক্ষেন্তি
২০। সহায়হরি কত ওজনের মেটে আলু নিয়ে আসে?
(ক) দশ-বারো সের
(খ) তেরো-চোদ্দো সের
(গ) চোদ্দো-পনেরো সের
(ঘ) পনেরো-ষোলো সের (উত্তর)
২১। ‘এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি- বক্তা কে?
(ক) ময়শা চৌকিদার (উত্তর)
(খ) ক্ষেন্তির শ্বশুরমশাই
(গ) সহায়হরি
(ঘ) মজুমদারমশাই।
২২। তিন কাল গিয়েছে এক কাল আছে’-এখানে বক্তা –
(ক) চৌধুরীমশাই
(খ) ক্ষেন্তির শ্বশুরমশাই
(গ) অন্নপূর্ণা (উত্তর)
(ঘ) গয়া বুড়ি।
২৩। ‘তোমার তো ইইকালও নেই পরকালও নেই’?- অন্নপূর্ণা এ কথা বলেছে-
(ক) সহায়হরিকে (উত্তর)
(খ) চৌধুরীমশাইকে
(গ) ক্ষেন্তির বরকে
(ঘ) কোনোটিই নয়।
২৪। অন্নপূর্ণার কথা অনুসারে পুঁই ভাঁটার চারা পুঁততে হয়-
(ক) বর্ষাকালে (উত্তর)
(খ) গ্রীষ্মকালে
(গ) শীতকালে
(ঘ) হেমন্তকালে।
২৫। ক্ষেন্তি পুঁই গাছের চারা লাগিয়েছিল-
(ক) বর্ষাকালে
(খ) গ্রীষ্মকালে
(গ) শরৎকালে
(ঘ) শীতকালে (উত্তর)
২৬। সহায়হরি কোথা থেকে ক্ষেন্তির জন্য শীতের জামা এনেছিল?
(ক) পৌষ সংক্রান্তির মেলা থেকে
(খ) নিশ্চিন্দিপুরের মেলা থেকে
(গ) হরিপুরের রাসের মেলা থেকে (উত্তর)
(ঘ) হরিপুরের হাট থেকে।
২৭। ক্ষেন্তির শীতের জামা থাকত?
(ক) ভাঙা টিনের তোরঙ্গে (উত্তর)
(খ) আলমারিতে
(গ) মায়ের কাছে
(ঘ) বোনেদের কাছে।
২৮। অন্নপূর্ণা পিঠে বানাচ্ছিল-
(ক) নবান্নের দিন
(খ) পৌষ সংক্রান্তির দিন (উত্তর)
(গ) ইতু পুজোর দিন
(ঘ) বারুণীর দিন।
২৯। অন্নপূর্ণা যে যে উপকরণ দিয়ে পিঠে বানাচ্ছিল –
(ক) আটা, চালের গুঁড়ো, চিনি, একবাটি তেল
(খ) চালের গুঁড়ো, ময়দা, চিনি, একবাটি তেল
(গ) চালের গুঁড়ো, ময়দা, গুড়, একবাটি তেল (উত্তর)
(ঘ) চালের গুঁড়ো, আটা, গুড়, একবাটি তেল।
৩০। অরপূর্ণা প্রথমে ক্ষেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই’ কারণ-
(ক) তার কাপড়চোপড় শাস্ত্রসম্মত ও শুচি নয়। (উত্তর)
(খ) ক্ষেন্তি খুব দুরন্ত ছিল
(গ) সামনেই ক্ষেন্তির বিয়ে
(ঘ) ক্ষেন্তি খুব অমনোযোগী।
৩১। পিঠে বানানোর সময় মা ক্ষেন্তিকে কোন্ কাজের নিযুক্ত করে?
(ক) নারকেল কুরানোর কাজে (উত্তর)
(খ) ময়দা গোলানোর কাজে
(গ) পিঠে পরিবেশনের কাজে
(ঘ) পিঠে ভাজার কাজে।
৩২। অন্নপূর্ণা পৌষ সংক্রান্তির দিন বানিয়েছিল-
(ক) পায়েস
(খ) পাটিসাপটা (উত্তর)
(গ) মুগতক্তি
(ঘ) দুধপুলি।
পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর || Puin Macha MCQ Question Answer|| WB HS Class 11 Bengali MCQ Question Answer For Semester 1
৩৩। অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে পাটিসাপটা বানিয়েছিল-
(ক) নারকেলের পুর দিয়ে (উত্তর)
(খ) গুড়ের পুর দিয়ে
(গ) সন্দেশের পুর দিয়ে
(ঘ) ক্ষীরের পুর দিয়ে।
৩৪। ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না?’- বক্তা কে?
(ক) ক্ষেন্তি
(গ) রাধী
(খ) পুঁটি (উত্তর)
(ঘ) রাঙাদিদি
৩৫। ‘প্রশ্নের সদুত্তর খুঁজিতে লগিলেন- কে প্রশ্নের সদুত্তর খুঁজছিল?
(ক) ক্ষেন্তি
(খ) সহায়হরি
(গ) অন্নপূর্ণা (উত্তর)
(ঘ) চৌধুরীমশাই।
৩৬। ‘ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাব।’ এখানেবক্তা-
(ক) রাধী
(গ) দুর্গা
(খ) সহায়হরি
(ঘ) পুঁটি (উত্তর)
৩৭। ক্ষেন্তির বিয়ে হয়েছিল কোন্ মাসে?’
(ক) অগ্রহায়ণ
(খ) আষাঢ়
(গ) বৈশাখ (উত্তর)
(ঘ). শ্রাবণ
৩৮। ক্ষেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছে তার আর্থিক অবস্থা-
(ক) সংগতিপন্ন (উত্তর)
(খ) উচ্চবিত্ত
(গ) নিম্নবিত্ত
(ঘ) খুবই গরীব।
৩৯। ক্ষেন্তির বরের বাড়ি ছিল-
(ক) তাদের গ্রামে
(খ) শহরে (উত্তর)
(গ) পাশের গ্রামে
(ঘ) বিদেশে।
৪০। ক্ষেন্তির বরের ব্যাবসা কীসের?
(ক) সিলেট চুন ও ইটের (উত্তর)
(খ) সাইকেলের
(গ) মাটির
(ঘ) খাবারের।
৪১। বেহারারা সুবিধা করে নেওয়ার জন্য বরের পালকি নামিয়েছিল-
(ক) বটতলায়
(খ) কাঁঠাল তলায়
(গ) আমলকীতলায় (উত্তর)
(ঘ) জামতলায়।
৪২। ক্ষেন্তি কোন্ মাসে তাকে আনার জন্য মায়ের কাছে অনুরোধ জানায়?
(ক) বৈশাখ
(খ) আষাঢ় (উত্তর)
(গ) শ্রাবণ
(ঘ) ফাল্গুন।
৪৩। ‘ঐ কোণটা ছিড়ে একটুখানি…. ‘- এখানে বলা হয়েছে-
(ক) ক্ষেন্তির শীতের জামার কথা
(খ) আমসত্ত্বর কথা (উত্তর)
(গ) পিঠের কথা
(ঘ) পুঁই শাকের কথা।
৪৪। ‘আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভাল কি আর জুটবে? বক্তা কে?
(ক) ক্ষেন্তির শাশুড়ি
(খ) ক্ষেন্তির বর
(গ) সহায়হরি (উত্তর)
(ঘ) ক্ষেন্তির শ্বশুর।
৪৫। ক্ষেন্তি কোন্ রোগে মারা গিয়েছিল?
(ক) জ্বর
(খ) ম্যালেরিয়া
(গ) বসন্ত (উত্তর)
(ঘ) কলেরা।
পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর || Puin Macha MCQ Question Answer|| WB HS Class 11 Bengali MCQ Question Answer For Semester 1
৪৬। ক্ষেন্তির শ্বশুরবাড়ির কাছে সহায়হরির আনুমানিক কত টাকা ধার ছিল ?
(ক) আড়াইশো (উত্তর)
(খ) সাড়ে তিনশো
(গ) চারশো
(ঘ) একশো।
৪৭। সহায়হরি মেয়েকে বিয়ের পর দেখতে গিয়েছিল কোন্ মাসে ?
(ক) জ্যৈষ্ঠ
(খ) আষাঢ়
(গ) শ্রাবণ
(ঘ) পৌষ (উত্তর)
৪৮। নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে’- কার নামে বাঘে-গোরুতে এক ঘাটে জল খেত ?
(ক) সহায়হরি চাটুজ্জে
(খ) কালীময় ঠাকুর
(গ) পরমেশ্বর চাটুজ্জে (উত্তর)
(ঘ) বিন্নু সরকার।
৪৯। সহায়হরির দূর-সম্পর্কের বোনের খোঁজ ক্ষেন্তির শ্বশুরবাড়ির লোকেরা পেয়েছিল-
(ক) ক্ষেন্তির বিয়ের সময়
(খ) ক্ষেন্তির পাকা দেখার সময়
(গ) কালীঘাটে পুজো দিতে এসে (উত্তর)
(ঘ) কলকাতায় ঘুরতে এসে।
৫০। কোন্ মাসে ক্ষেন্তির বসন্ত হয়?
(ক) মাঘ মাসে
(খ) ফাল্গুন মাসে (উত্তর)
(গ) চৈত্র মাসে
(ঘ) বৈশাখ মাসে।