[জীবজগত]WB HS Class 11 Biology 1st Semester MCQ Question Answer

[জীবজগত]WB HS Class 11 Biology 1st Semester MCQ Question Answer|| উচ্চমাধ্যমিক ক্লাস 11 জীববিদ্যা MCQ মক টেস্ট || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণী জীববিদ্যা বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর – WBCHSE উচ্চমাধ্যমিক Class 11 -এর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com-এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে জীববিদ্যার ‘জীবজগত’ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর । এই প্রশ্ন উত্তরগুলো উচ্চমাধ্যমিক ক্লাস XI এর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের Semester-1 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করো এবং কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে তা কমেন্টের মাধ্যমে জানাও ।

[জীবজগত]WB HS Class 11 Biology 1st Semester MCQ Question Answer

1. হারবেরিয়াম প্রস্তুতিতে FAA দ্রবণ ব্যবহার করা হয় । এতে ফরম্যালডিহাইড , অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের অনুপাত কত ?

  • 5 : 90 : 5
  • 5 : 6 : 81
  • 5 : 81 : 6
  • 5 : 5 : 81

5 : 90 : 5

2.সিস্টেমিটিক্সের স্বীকৃত দশা হল –

  • 2টি
  • 3টি 
  • 4টি 
  • 6টি

4টি

3. কোনটি দ্বারা কোনো Description রেকর্ড করা হয় ?

  • মনোগ্রাফ
  • ক্যাটালগ
  • ফ্লোরা ও ম্যানুয়ালস
  • সবকটি

সবকটি

4. বিভাগ (Division) যে দুটি ক্যাটেগরির মধ্যে পড়ে –

  • গণ ও বর্গ
  • বর্গ ও রাজ্য
  • শ্রেণি ও রাজ্য
  • প্রজাতি ও গোত্র

শ্রেণি ও রাজ্য

5. ভারতের বৃহত্তম হার্বেরিয়াম অবস্থিত –

  • কলকাতা
  • লক্ষ্ণৌ
  • কোয়েম্বাটুর
  • দিল্লি

কলকাতা

6. Auto Botanica অবস্থিত কোথায় ?

  • ভারতে
  • ইংল্যান্ডে
  • ইটালিতে
  • আমেরিকায়

ইটালিতে

7. আরবোরেটামে কি সংরক্ষিত হয় ?

  • বৃক্ষজাতীয় উদ্ভিদ
  • পশুপাখি
  • মাছ
    সকল জলজ প্রাণী

বৃক্ষজাতীয় উদ্ভিদ

8.নীচের কোনটি একটি বিপন্ন প্রজাতির পাখি ?

  • কনডর
  • সানবার্ড
  • হিলক
  • গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড

গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড

9. WCU –এর পুরো কথা কি ?

  • World Conservation Union
  • World Commission Union
  • Wild Conservation Union
  • Wild Conservation Union of Nature  

World Conservation Union

10. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিসার্ভ প্রকল্প শুরু হয় –

  • 1984
  • 1985
  • 1986
  • 1990

1986

11. তরল নাইট্রোজেন কী সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় ?

(A) ইন সিটু

(B) এক্স সিটু

(C) A ও B উভয়েই

(D) ক্রায়োসংরক্ষণ

(D) ক্রায়োসংরক্ষণ

12.নিম্নলিখিত কোনটি জাতীয় উদ্যান নয় ?

  • করবেট
  • গোরুমারা
  • কানহা
  • ইন্ডিয়ান ন্যাশনাল পার্ক

ইন্ডিয়ান ন্যাশনাল পার্ক

13. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হল-

  • নন্দাদেবী
  • সুন্দরবন
  • মানস
  • নীলগিরি  

নীলগিরি

14. কাকে জীববৈচিত্রের জনক বলা হয় ?

  • W.G.Rosen
  • Dasmann
  • Whittaker
  • N.G. Myers

W.G.Rosen

15.সর্বপ্রথম ‘ট্যাক্সোনমি’ শব্দটি ব্যবহার করেন-

  • মায়ার
  • সিম্পসন
  • ক্যানডোল
  • লিনিয়াস

ক্যানডোল

16. ‘Species Plantarum’ প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে ?

  • 1813
  • 1753
  • 1826
  • 1876

1753

17. লিনিয়াসের হায়ারার্কির মধ্যে পঞ্চম ধাপটি হল-

  • শ্রেণী
  • গোত্র
  • প্রজাতি
  • পর্ব

গোত্র

18. নিজস্ব বাসস্থানে সংরক্ষিত জীব বৈচিত্রকে বলে-

  • (A)ইনসিটু সংরক্ষণ
  • (B) এক্সসিটু সংরক্ষণ
  • (C ) A ও B উভয়েই
  • (D) কোনোটিই নয়

(A)ইনসিটু সংরক্ষণ

19. প্রজাতি শব্দটি প্রবর্তন করেন-

  • অ্যারিস্টটল
  • লিনিয়াস
  • জন রে
  • এংগলার

জন রে

20. হারবেরিয়াম সিট নিম্নলিখিত কোণ বিষয়টি প্রকাশ করে না ?

  • সংগ্রহের দিন
  • সংগ্রাহকের নাম
  • স্থানীয় নাম
  • উদ্ভিদের উচ্চতা

উদ্ভিদের উচ্চতা

[জীবজগত]WB HS Class 11 Biology 1st Semester MCQ Question Answer|| উচ্চমাধ্যমিক ক্লাস 11 জীববিদ্যা MCQ মক টেস্ট || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণী জীববিদ্যা বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর

21.যেসব প্রজাতি বিপদ্গ্রস্থ তার তালিকা প্রকাশ করে যে সংস্থা তার নাম হল-

  • IUCN
  • IUBN
  • ZSI
  • UN

IUCN

22. বন্যপ্রাণী সংরক্ষণ দিবস পালিত হয় কবে ?

  • 4th Dec
  • 5th Sep
  • 3rd June
  • 5th June

4th Dec

23. পৃথিবীর সবচেয়ে বড় হার্বেরিয়াম মিউজিয়ামের নাম-

  • Royal Botanical Garden
  • Central Botanical Garden
  • (C ) A ও B উভয়েই
  • কোনোটিই নয়

Royal Botanical Garden

24. হটস্পট কী ধরনের সংরক্ষণের উদাহরণ ?

  • (A) ইনসিটু
  • (B) এক্সসিটু
  • (C ) A ও B উভয়েই
  • (D) কোনোটিই নয়

(A) ইনসিটু

25. ট্যাক্সোনমির সংজ্ঞা কোণ বিজ্ঞানী  প্রদান করেছিলেন ?

  • সিম্পসন
  • কার্ল উজ
  • হুইটেকার
  • ডি ভ্রিস

সিম্পসন

26. নীচের কোনটি ট্যাক্সোনমির ভাগ নয় ?

  • α ট্যাক্সোনমি
  • β ট্যাক্সোনমি
  • γ ট্যাক্সোনমি
  • δ ট্যাক্সোনমি

δ ট্যাক্সোনমি

27. কৃত্রিম শ্রেণীবিন্যাসের প্রবক্তা কে ?

  • হ্যারিসন
  • লিনিয়াস
  • এংলার ও প্রান্টল
  • সবকটি

এংলার ও প্রান্টল

28. IUCN –এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?

  • ঢাকা , বাংলাদেশ
  • দিল্লি, ভারত
  • গল্যান্ড , সুইজারল্যান্ড
  • কেপটাউন , দক্ষিণ আফ্রিকা

গল্যান্ড , সুইজারল্যান্ড

29. কে প্রথম প্রজাতি শব্দটি ব্যবহার করেন ?

  • মায়ার
  • সিম্পসন
  • জনরে
  • সবকটি

জনরে

30. Wildlife Act প্রবর্তিত হয় –

  • 1972
  • 1974
  • 1970
  • 1980

1972

31. ছয়রাজ্য শ্রেণিবিন্যাস প্রবর্তন করেন –

  • কার্ল উস
  • কোপল্যান্ড
  • হেকেল
  • ক্যাভেলিয়র স্মিথ

ক্যাভেলিয়র স্মিথ

32. টটোনিম যার সঙ্গে সম্পর্কিত-

  • IUZN
  • উদ্ভিদের গণ
  • উদ্ভিদের প্রজাতি
  • IUBN

IUZN

33. হায়ারার্কির একক গুলিকে সাজালে কোণ ক্রমটি সঠিক ?

  • পর্ব-শ্রেণি – গণ – রাজ্য –প্রজাতি
  • পর্ব- রাজ্য – গণ –শ্রেণি – প্রজাতি
  • রাজ্য – পর্ব – শ্রেণি – গণ –প্রজাতি
  • রাজ্য – পর্ব – শ্রেণি –প্রজাতি-গণ

রাজ্য – পর্ব – শ্রেণি – গণ –প্রজাতি

 34. পশ্চিমবঙ্গের একটি কি স্টোন প্রজাতি হল-

  • সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার
  • রেড পান্ডা
  • নীল গাই
  • কোনটিই নয়

সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার

35. আচার্য জগদীশ চন্দ্র বোটানিকাল গার্ডেন কত খ্রিষ্টাব্দে কোথায় স্থাপিত হয় ?

  • 1885 মুম্বাই
  • 1755 হাওড়া
  • 1787 মুম্বাই
  • 1787 হাওড়া

1787 হাওড়া

Important Links

উচ্চমাধ্যমিক সকল বিষয়ের MCQ প্রশ্ন উত্তর (সেমিস্টার-3)

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!