[জীবজগত]WB HS Class 11 Biology 1st Semester MCQ Question Answer|| উচ্চমাধ্যমিক ক্লাস 11 জীববিদ্যা MCQ মক টেস্ট || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণী জীববিদ্যা বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর – WBCHSE উচ্চমাধ্যমিক Class 11 -এর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com-এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে জীববিদ্যার ‘জীবজগত’ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর । এই প্রশ্ন উত্তরগুলো উচ্চমাধ্যমিক ক্লাস XI এর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের Semester-1 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করো এবং কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে তা কমেন্টের মাধ্যমে জানাও ।
[জীবজগত]WB HS Class 11 Biology 1st Semester MCQ Question Answer
1. হারবেরিয়াম প্রস্তুতিতে FAA দ্রবণ ব্যবহার করা হয় । এতে ফরম্যালডিহাইড , অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের অনুপাত কত ?
- 5 : 90 : 5
- 5 : 6 : 81
- 5 : 81 : 6
- 5 : 5 : 81
5 : 90 : 5
2.সিস্টেমিটিক্সের স্বীকৃত দশা হল –
- 2টি
- 3টি
- 4টি
- 6টি
4টি
3. কোনটি দ্বারা কোনো Description রেকর্ড করা হয় ?
- মনোগ্রাফ
- ক্যাটালগ
- ফ্লোরা ও ম্যানুয়ালস
- সবকটি
সবকটি
4. বিভাগ (Division) যে দুটি ক্যাটেগরির মধ্যে পড়ে –
- গণ ও বর্গ
- বর্গ ও রাজ্য
- শ্রেণি ও রাজ্য
- প্রজাতি ও গোত্র
শ্রেণি ও রাজ্য
5. ভারতের বৃহত্তম হার্বেরিয়াম অবস্থিত –
- কলকাতা
- লক্ষ্ণৌ
- কোয়েম্বাটুর
- দিল্লি
কলকাতা
6. Auto Botanica অবস্থিত কোথায় ?
- ভারতে
- ইংল্যান্ডে
- ইটালিতে
- আমেরিকায়
ইটালিতে
7. আরবোরেটামে কি সংরক্ষিত হয় ?
- বৃক্ষজাতীয় উদ্ভিদ
- পশুপাখি
- মাছ
সকল জলজ প্রাণী
বৃক্ষজাতীয় উদ্ভিদ
8.নীচের কোনটি একটি বিপন্ন প্রজাতির পাখি ?
- কনডর
- সানবার্ড
- হিলক
- গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড
গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড
9. WCU –এর পুরো কথা কি ?
- World Conservation Union
- World Commission Union
- Wild Conservation Union
- Wild Conservation Union of Nature
World Conservation Union
10. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিসার্ভ প্রকল্প শুরু হয় –
- 1984
- 1985
- 1986
- 1990
1986
11. তরল নাইট্রোজেন কী সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় ?
(A) ইন সিটু
(B) এক্স সিটু
(C) A ও B উভয়েই
(D) ক্রায়োসংরক্ষণ
(D) ক্রায়োসংরক্ষণ
12.নিম্নলিখিত কোনটি জাতীয় উদ্যান নয় ?
- করবেট
- গোরুমারা
- কানহা
- ইন্ডিয়ান ন্যাশনাল পার্ক
ইন্ডিয়ান ন্যাশনাল পার্ক
13. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হল-
- নন্দাদেবী
- সুন্দরবন
- মানস
- নীলগিরি
নীলগিরি
14. কাকে জীববৈচিত্রের জনক বলা হয় ?
- W.G.Rosen
- Dasmann
- Whittaker
- N.G. Myers
W.G.Rosen
15.সর্বপ্রথম ‘ট্যাক্সোনমি’ শব্দটি ব্যবহার করেন-
- মায়ার
- সিম্পসন
- ক্যানডোল
- লিনিয়াস
ক্যানডোল
16. ‘Species Plantarum’ প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে ?
- 1813
- 1753
- 1826
- 1876
1753
17. লিনিয়াসের হায়ারার্কির মধ্যে পঞ্চম ধাপটি হল-
- শ্রেণী
- গোত্র
- প্রজাতি
- পর্ব
গোত্র
18. নিজস্ব বাসস্থানে সংরক্ষিত জীব বৈচিত্রকে বলে-
- (A)ইনসিটু সংরক্ষণ
- (B) এক্সসিটু সংরক্ষণ
- (C ) A ও B উভয়েই
- (D) কোনোটিই নয়
(A)ইনসিটু সংরক্ষণ
19. প্রজাতি শব্দটি প্রবর্তন করেন-
- অ্যারিস্টটল
- লিনিয়াস
- জন রে
- এংগলার
জন রে
20. হারবেরিয়াম সিট নিম্নলিখিত কোণ বিষয়টি প্রকাশ করে না ?
- সংগ্রহের দিন
- সংগ্রাহকের নাম
- স্থানীয় নাম
- উদ্ভিদের উচ্চতা
উদ্ভিদের উচ্চতা
[জীবজগত]WB HS Class 11 Biology 1st Semester MCQ Question Answer|| উচ্চমাধ্যমিক ক্লাস 11 জীববিদ্যা MCQ মক টেস্ট || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণী জীববিদ্যা বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর
21.যেসব প্রজাতি বিপদ্গ্রস্থ তার তালিকা প্রকাশ করে যে সংস্থা তার নাম হল-
- IUCN
- IUBN
- ZSI
- UN
IUCN
22. বন্যপ্রাণী সংরক্ষণ দিবস পালিত হয় কবে ?
- 4th Dec
- 5th Sep
- 3rd June
- 5th June
4th Dec
23. পৃথিবীর সবচেয়ে বড় হার্বেরিয়াম মিউজিয়ামের নাম-
- Royal Botanical Garden
- Central Botanical Garden
- (C ) A ও B উভয়েই
- কোনোটিই নয়
Royal Botanical Garden
24. হটস্পট কী ধরনের সংরক্ষণের উদাহরণ ?
- (A) ইনসিটু
- (B) এক্সসিটু
- (C ) A ও B উভয়েই
- (D) কোনোটিই নয়
(A) ইনসিটু
25. ট্যাক্সোনমির সংজ্ঞা কোণ বিজ্ঞানী প্রদান করেছিলেন ?
- সিম্পসন
- কার্ল উজ
- হুইটেকার
- ডি ভ্রিস
সিম্পসন
26. নীচের কোনটি ট্যাক্সোনমির ভাগ নয় ?
- α ট্যাক্সোনমি
- β ট্যাক্সোনমি
- γ ট্যাক্সোনমি
- δ ট্যাক্সোনমি
δ ট্যাক্সোনমি
27. কৃত্রিম শ্রেণীবিন্যাসের প্রবক্তা কে ?
- হ্যারিসন
- লিনিয়াস
- এংলার ও প্রান্টল
- সবকটি
এংলার ও প্রান্টল
28. IUCN –এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?
- ঢাকা , বাংলাদেশ
- দিল্লি, ভারত
- গল্যান্ড , সুইজারল্যান্ড
- কেপটাউন , দক্ষিণ আফ্রিকা
গল্যান্ড , সুইজারল্যান্ড
29. কে প্রথম প্রজাতি শব্দটি ব্যবহার করেন ?
- মায়ার
- সিম্পসন
- জনরে
- সবকটি
জনরে
30. Wildlife Act প্রবর্তিত হয় –
- 1972
- 1974
- 1970
- 1980
1972
31. ছয়রাজ্য শ্রেণিবিন্যাস প্রবর্তন করেন –
- কার্ল উস
- কোপল্যান্ড
- হেকেল
- ক্যাভেলিয়র স্মিথ
ক্যাভেলিয়র স্মিথ
32. টটোনিম যার সঙ্গে সম্পর্কিত-
- IUZN
- উদ্ভিদের গণ
- উদ্ভিদের প্রজাতি
- IUBN
IUZN
33. হায়ারার্কির একক গুলিকে সাজালে কোণ ক্রমটি সঠিক ?
- পর্ব-শ্রেণি – গণ – রাজ্য –প্রজাতি
- পর্ব- রাজ্য – গণ –শ্রেণি – প্রজাতি
- রাজ্য – পর্ব – শ্রেণি – গণ –প্রজাতি
- রাজ্য – পর্ব – শ্রেণি –প্রজাতি-গণ
রাজ্য – পর্ব – শ্রেণি – গণ –প্রজাতি
34. পশ্চিমবঙ্গের একটি কি স্টোন প্রজাতি হল-
- সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার
- রেড পান্ডা
- নীল গাই
- কোনটিই নয়
সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার
35. আচার্য জগদীশ চন্দ্র বোটানিকাল গার্ডেন কত খ্রিষ্টাব্দে কোথায় স্থাপিত হয় ?
- 1885 মুম্বাই
- 1755 হাওড়া
- 1787 মুম্বাই
- 1787 হাওড়া
1787 হাওড়া