[নাগরিকত্ব] WB HS Class 11 Political Science MCQ Mock Test

WB HS Class 11 Political Science MCQ Mock Test || নাগরিকত্ত্ব MCQ Online Test || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর || উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞানের নাগরিকত্ব অধ্যায়ের বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর – WBCHSE উচ্চমাধ্যমিক Class 11 -এর ছাত্রছাত্রীদের জন্য Anushilan.Com-এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের নাগরিকত্ব অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর । এই প্রশ্ন উত্তরগুলো উচ্চমাধ্যমিক ক্লাস XI এর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টার- এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ Suggestion । তাই আর দেরী না করে চটপট Question Answer গুলো তৈরি করে নাও ।

WB HS Class 11 Political Science MCQ Mock Test || নাগরিকত্ত্ব MCQ Online Test

. “সমাজের সদস্যদের সাধারণ স্বার্থ সম্পর্কে সচেতনতা না থাকলে অধিকার অর্জন করা সম্ভব নয়” – কে বলেছেন ?

(ক) ল্যাস্কি

(খ) গ্রিন

(গ) বার্কার

(ঘ) মিল

(খ)গ্রিন

. “কোনো জাতি তার যোগ্যতা অনুযায়ী সরকার পায়”-কে বলেছেন ?

(ক) ভলতেয়ার

(খ) রুশো

(গ) লর্ড ব্রাইশ

(ঘ) অ্যারিস্টটল

(ক) ভলতেয়ার

. নাগরিকের প্রথম সংজ্ঞা দিয়েছেন

(ক) প্লেটো

(খ) অ্যারিস্টটল

(গ) হব্‌স

(ঘ) রুশো

(খ) অ্যারিস্টটল

. সমাজের মঙ্গলসাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতাকে নাগরিকতা বলে চিহ্নিত করেছেন

(ক) শ্রীনিবাস শাস্ত্রী

(খ) ল্যাস্কি

(গ) গার্নার

(ঘ) রল্‌স 

(খ) ল্যাস্কি

. “কোনো জাতি তার যোগ্যতা অনুযায়ী সরকার পায়”- একথা বলেছেন

(ক) ভলতেয়ার

(খ) রুশো

(গ) লর্ড ব্রাইশ

(ঘ) অ্যারিস্টটল

(ক) ভলতেয়ার

১০. কোন্দেশের মহিলাকে কোনো বিদেশি পুরুষ বিয়ে করলে তিনি ওই দেশের নাগরিকত্ত্ব পাবেন ?

(ক) চিন

(খ) জাপান

(গ) মায়ানমার

(ঘ) পাকিস্তান

(খ) জাপান

১১. ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের

(ক) 5 -11 নং ধারায়

(খ) 5-10 নং ধারায়

(গ) 6-10 নং ধারায়

(ঘ) 5-15 নং ধারায়

(ক) 5 -11 নং ধারায়

১২. ভারতে ভোটাধিকারের নূন্যতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে

(ক) ৫২ তম সংশোধনী  আইনে

(খ) ৬১ তম সংশোধনী আইনে

(গ) ৮৫ তম সংশোধনী আইনে

(ঘ) ৪২ তম সংশোধনী আইনে

(খ) ৬১ তম সংশোধনী আইনে

১৩. সংবিধানের যে ধারায় ভারতীয় নাগরিকতার বিলোপ সম্পর্কে আলোচনা করা হয়েছে , তা হল

(ক) ৯ নং ধারায়

(খ) ১০ নং ধারায়

(গ) ১২ নং ধারায়

(ঘ) ১১ নং ধারায়

(ক) ৯ নং ধারায়

১৪. সংবিধানের যে ধারা অনুসারে ভারতীয় নাগরিকতা সম্পর্কিত আইন প্রণয়ন করতে পারে , তা হল

(ক) ৮ নং ধারা

(খ) ৯ নং ধারা

(গ) ১০ নং ধারা

(ঘ) ১১ নং ধারা

(ঘ) ১১ নং ধারা

১৫. অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জনকারীদের বলা হয়

(ক) আংশিক নাগরিক

(খ) সাধারণ নাগরিক

(গ) অসম্পূর্ণ নাগরিক

(ঘ) অনুমোদনসিদ্ধ নাগরিক

(ঘ) অনুমোদনসিদ্ধ নাগরিক

১৬. ভারতীয় পার্লামেন্ট কবে নাগরিকত্ত্ব আইন প্রণয়ন করে ?

(ক) ১৯৫৭ খ্রিষ্টাব্দে

(খ) ১৯৫৫ খ্রিষ্টাব্দে

(গ) ১৯৬০ খ্রিষ্টাব্দে

(ঘ) ২০০৩ খ্রিষ্টাব্দে

(খ) ১৯৫৫ খ্রিষ্টাব্দে

১৭.সংবিধানের যে ধারায় পার্লামেন্টের হাতে নাগরিকতা অর্জন , বিলোপ নাগরিকতা সংক্রান্ত যাবতীয় অন্যান্য বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে , তা হল

(ক) ১১ নং ধারায়

(খ) ২১ নং ধারায়

(গ) ১২ নং ধারায়

(ঘ) ৩২ নং ধারায়

(ক) ১১ নং ধারায়

১৮. ভারতীয় নাগরিকত্ত্ব লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে অন্তত কত বছর ভারতে বসবাস করতে হয় ?

(ক) ৮

(খ) ৯

(গ) ১০

(ঘ) ৫

(গ) ১০

১৯. কোন ব্যাক্তিকে দেশীয়করণের মাধ্যমে ভারতীয় নাগরিক প্রদান করা হয়েছিল ?

(ক) শ্রীলঙ্কার রাষ্ট্রপতি জয়বর্ধনেকে

(খ) আফগানিস্তানের রাষ্ট্রপতি হামিদ কে

(গ) কিউবার ফিদেল কাস্ত্রোকে

(ঘ) ব্রিটিশ বিজ্ঞানী হ্যালডেনকে

(ঘ) ব্রিটিশ বিজ্ঞানী হ্যালডেনকে

২০. যখন আবেদনের মাধ্যমে বিশেষ একজন ব্যক্তি নাগরিকত্ত্ব লাভ করে তখন তাকে কীরূপ নাগরিকত্ত্ব বলা হয় ?

(ক) ব্যাষ্টিগত নাগরিকত্ত্ব   

(খ) সমষ্টিগত নাগরিকত্ত্ব

(গ) পূর্ণ নাগরিকত্ত্ব

(ঘ) অসম্পূর্ণ নাগরিকত্ত্ব

(ক) ব্যাষ্টিগত নাগরিকত্ত্ব   

WB HS Class 11 Political Science MCQ Mock Test || নাগরিকত্ত্ব MCQ Online Test

২১. কোন নীতি অনুসারে শিশু যে রাষ্ট্রে অভ্যন্তরে জন্মগ্রহণ করে , তাকে সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য করা হয় ।

(ক) জন্মস্থান নীতি

(খ) রক্তের সম্পর্ক নীতি

(গ) অনুমোদন নীতি

(ঘ) নিবন্ধভুক্তি নীতি

(ক) জন্মস্থান নীতি

২২. ভারতের নাগরিকত্ত্ব আইন প্রণীত হয় কোন বছর ?

(ক) ১৯৫৫ সালে

(খ) ১৯৫০ সালে

(গ) ১৯৪২ সালে

(ঘ) ১৯৬১ সালে

(ক) ১৯৫৫ সালে

২৩. সংবিধানের কোন ধারাগুলিতে ভারতীয় নাগরিকত্ত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে ?

(ক) ১৪-১৮ নং

(খ) ১৯-২২ নং

(গ) ২৩-২৪ নং

(ঘ) ৫-১১ নং

(ঘ) ৫-১১ নং

২৪. ব্যাপক অর্থেঅনুমোদনসিদ্ধনাগরিক হতে গেলে কার আনুষ্ঠানিক অনুমোদনের দরকার হয় ?

(ক) রাষ্ট্রের

(খ) সমাজের

(গ) পরিবারের

(ঘ) আইনের

(ক) রাষ্ট্রের

২৫. “রাষ্ট্র হল আইনানুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখন্ডের অধিকারী এক জনসমষ্টি” – উক্তিটি করেছেন ____________

(ক) হল

(খ) বোদাঁ

(গ) ম্যাকাইভার

(ঘ) উইলসন

(ঘ) উইলসন

২৬. ‘প্যাট্রিয়ার্কাগ্রন্থটির প্রণেতা _________

(ক) প্লেটো

(খ) ফিলমার

(গ) হবস

(ঘ) লিকক

(খ) ফিলমার

২৭. “রাষ্ট্রবিজ্ঞানের পক্ষে স্থায়ী উপকার  হবে যদি সার্বভৌমিকতা সম্পর্কে সমগ্র ধারণাটি পরিত্যাগ করা হয় ” – উক্তিটি করেন

(ক)ল্যাস্কি

(খ) বার্কার

(গ) বোদাঁ

(ঘ) অস্টিন

(ক)ল্যাস্কি

২৮. সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা ____________

(ক) হব্‌স

(খ) লক

(গ) রুশো

(ঘ) রাসেল

(গ) রুশো

২৯. উদারনীতিবাদের অন্যতম প্রধান প্রবক্তা হলেন _________

(ক) জন অস্টিন

(খ) কার্ল মার্ক্স

(গ) হেগেল

(ঘ) জন স্টুয়ার্ট মিল 

(ঘ) জন স্টুয়ার্ট মিল 

WB HS Class 11 Political Science MCQ Mock Test || নাগরিকত্ত্ব MCQ Online Test

৩০. জনগণের সার্বভৌমতার প্রবক্তা ছিলেন –

(ক) হব্‌স

(খ) লক

(গ) রুশো

(ঘ) বোদাঁ

(গ) রুশো

৩১.জৈব মতবাদের প্রবক্তা হলেন __________  

(ক) কার্ল মার্ক্স

(খ) লর্ড ব্রাইস

(গ) রুশো

(ঘ) স্পেনসার

(ঘ) স্পেনসার

৩২. “নাগরিকরা হলেন একটি রাষ্ট্রনৈতিক সমাজের সদস্য” – কথা বলেছেন ________

(ক) হেগেল

(খ) মিলার

(গ) রুশো

(ঘ) ল্যাস্কি

(খ) মিলার

৩৩. ভারতীয় নাগরিকতা আইনটি সংশোধিত হয় ________

(ক) ১৯৮০ সালে

(খ) ১৯৮৫ সালে

(গ) ১৯৯০ সালে

(ঘ) ১৯৯৫ সালে

(খ) ১৯৮৫ সালে

WB HS Class 11 Political Science MCQ Mock Test || নাগরিকত্ত্ব MCQ Online Test

৩৪. “ভালোমন্দ , সত্যাসত্য অনুধাবন করার উপযুক্ত বিচারবুদ্ধি প্রত্যেক নাগরিকের থাকা চাই।” – বলেছেন __________ ।

(ক) অ্যারিস্টটল

(খ) পন্ডিত শ্রীনিবাস শাস্ত্রী

(গ) বার্কার

(ঘ) মিলার

(খ) পন্ডিত শ্রীনিবাস শাস্ত্রী

৩৫. লর্ড ব্রাইসের মতে , সুনাগরিকের তিনটি গুণ হল__________

(ক) বুদ্ধিমত্তা ,আত্মসংযম এবং বিবেকবোধ

(খ) নিপুণতা , বিচক্ষণতা এবং দূরদৃষ্টি

(গ) শিল্পসত্তা , নীতিবোধ এবং পরোপকার

(ঘ) মূল্যবোধ ,বিবেক এবং নৈতিকতা

(ক) বুদ্ধিমত্তা ,আত্মসংযম এবং বিবেকবোধ

৩৬. নাগরিক কথাটির সংজ্ঞা প্রদান করা হয়েছে ভারতীয় সংবিধানের_________

(ক) ৫ নং ধারায়

(খ) ৭ নং ধারায়

(গ) ১১ নং ধারায়

(ঘ) ৮ নং ধারায়

(ঘ) ৮ নং ধারায়

৩৭. স্থায়ীভাবে বসবাসকারী ভারতীয়রা নাগরিকরূপে গণ্য হবে ___________

(ক) ৭ নং ধারা অনুযায়ী

(খ) ৫ নং ধারা অনুযায়ী

(গ) ৮ নং ধারা অনুযায়ী

(ঘ) ১০ নং ধারা অনুযায়ী

(খ) ৫ নং ধারা অনুযায়ী

WB HS Class 11 Political Science MCQ Mock Test || নাগরিকত্ত্ব MCQ Online Test

৩৮. পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের শর্তাবলী নিয়ে আলচনা করা হয়েছে সংবিধানের __________ ।

(ক) ৫ ও ৬ নং ধারায়

(খ) ৬ ও ৭ নং ধারায়

(গ) ৭ ও ৮ নং ধারায়

(ঘ) ৯ ও ১০ নং ধারায়

(খ) ৬ ও ৭ নং ধারায়

৩৯. পর্তুগিজ অধিকৃত গোয়া , দমন দিউর ভারতভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকতা অর্জন করেছে , সেটি হল___________

(ক) সমষ্টিগত নাগরিকতা

(খ) জন্মসূত্রে নাগরিকতা

(গ) আংশিক ব্যক্তিগত নাগরিকতা

(ঘ) পূর্ণ ব্যক্তিগত নাগরিকতা

(ক) সমষ্টিগত নাগরিকতা

৪০. গ্রেট ব্রিটেনের অনুমোদনসিদ্ধ নাগরিককে বলা হয় ________ নাগরিক ।

(ক) স্বাভাবিক

(খ) পূর্ণ

(গ) অস্বাভাবিক

(ঘ) দ্বৈত

(খ) পূর্ণ

WB HS Class 11 Political Science MCQ Mock Test || নাগরিকত্ত্ব MCQ Online Test

৪১. স্তম্ভ মেলাওঃ

 স্তম্ভ-১ স্তম্ভ-২
a. সংবিধানের ৬ নং ধারাi. 1947 সালের ১ মার্চের পর যারা ভারত ছেড়ে পাকিস্তান চলে গিয়েছিলেন তাদের বিষয় ।
b. সংবিধানের ৭ নং ধারাii.ভারতীয়দের নাগরিকতার বিলোপ সম্পর্কে আলোচনা করা হয়েছে ।
c. সংবিধানের ১১ নং ধারাiii. পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদান সম্পর্কিত বিষয় ।
d. সংবিধানের ৯ নং ধারাiv. পার্লামেন্টের হাতে নাগরিকতা অর্জন , বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত অন্যান্য যাবতীয় বিষয়ে আইন প্রণয়নেরভ ক্ষমতা ।  

(ক) a-iii, b-I, c-iv, d-ii

(খ) a-iii, b-i, c-iii, d-iv

(গ) a-ii , b-I, c-iv, d-iii

(ঘ) a-I, b-iii, c-ii, d-iv

(ক) a-iii, b-I, c-iv, d-ii

৪২. স্তম্ভ মেলাওঃ

 স্তম্ভ-ক স্তম্ভ-খ
a. রক্তের সম্পর্ক নীতিi. সৈন্যবাহিনীতে যোগাযোগ , বিবাহ , সরকারি চাকরি গ্রহণ ইত্যাদির মাধ্যমে নাগরিকতা অর্জন ।
b. জন্মস্থান নীতিii. রাষ্ট্র কর্তৃক আরোপিত কতকগুলি নির্দিষ্ট শর্ত পালন করে শাসন বিভাগ বা বিচার বিভাগের মাধ্যমে নাগরিকতা অর্জন
c. ব্যপক অর্থে অনুমোদন সিদ্ধiii. শিশু যে-কোনো রাষ্ট্রেই জন্মগ্রহণ করুক না কেন , সে তার পিতামাতার নাগরিকতা লাভ করবে ।
d. সংকীর্ণ অর্থে অনুমোদন সিদ্ধiv. শিশু যে রাষ্ট্রেই জন্মগ্রহণ করে , তাকে সেই রাষ্ট্রের নাগরিক রূপে গ্ণ্য করা হয় ।

(ক) a-I , b-iii , c-ii , d-iv

(খ) a-ii, b-iii, c-I, d-iv

(গ) a-iii, b-iv, c-i , d-ii

(ঘ) a-ii, b-iii,  c-I , d-iv  

(গ) a-iii, b-iv, c-i , d-ii

সঠিক ক্রম নির্বাচন করোঃ

WB HS Class 11 Political Science MCQ Mock Test || নাগরিকত্ত্ব MCQ Online Test

৪৩. ভারতে নাগরিকতা অর্জনের ক্রমিক অবস্থান হল-

(i) ভারতভুক্তির সূত্রে নাগরিকতা

(ii) দেশীয়করণ সূত্রে নাগরিকতা

(iii) রেজিস্ট্রিকরণ সূত্রে নাগরিকতা

(iv) জন্মসূত্রে ও রক্তসম্পর্ক সূত্রে নাগরিকতা

(ক) iv, iii, ii, i

(খ) I , iii, iv , ii

(গ) iv, ii, iii, i

(ঘ) I, iv, iii, ii

(ক) iv, iii, ii, i

সঠিক ক্রম নির্বাচন করোঃ

WB HS Class 11 Political Science MCQ Mock Test || নাগরিকত্ত্ব MCQ Online Test

৪৫. প্রাচিন গ্রিসের নগররাষ্ট্রে বসবাসকারী জনগণের ক্রমিক অবস্থান হল –

(i) ক্রমিক

(ii) মহিলা

(iii) নাগরিক

(iv) দাস

(ক) iii, I, ii, iv

(খ) iv, ii, I , iii

(গ) ii, I, iv, iii

(ঘ) I, iii, iv ,ii

(ক) iii, I, ii, iv

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন গণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধান Madhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TEST WBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test Series ANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDF SN Dey Solution Class 11
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!