[সুপ্রিমকোর্ট]ভারতের বিচার বিভাগ MCQ মক টেস্ট|WB HS Class 12 Political Science Mock Test

WB HS Class 12 Political Science Mock Test

ভারতের বিচার বিভাগ -সুপ্রিমকোর্ট(MCQ প্রশ্ন-উত্তর)

উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান MCQ মক টেস্ট

ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান MCQ প্রশ্ন-উত্তর:

[ সুপ্রিমকোর্ট ] ভারতের বিচার বিভাগ MCQ মক টেস্ট|WB HS Class 12 Political Science Mock Test|উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান MCQ মক টেস্ট|ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান MCQ প্রশ্ন-উত্তর:রাষ্ট্রবিজ্ঞানের এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক (Class 12)-এর ছাত্রছাত্রীদের জন্য এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা,WBCHSE Class 12(XII) -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের নবম অধ্যায় (অধ্যায়-৯) ভালো করে পড়া শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি  অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা  হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 30 MCQ প্রশ্ন উত্তর আছে । এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল । রাষ্ট্রবিজ্ঞান সুপ্রিমকোর্ট ভারতের বিচার বিভাগ -এর কুইজের প্রশ্ন উত্তর তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও ।

[সুপ্রিমকোর্ট]ভারতের বিচার বিভাগ MCQ মক টেস্ট|WB HS Class 12 Political Science Mock Test

Q1.ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি –

  • খন্ডিত
  • অখন্ড
  • দ্বৈত
  • যুক্তরাষ্ট্রীয়

অখন্ড

 Q2. স্বাধীন ভারতের প্রথম বিচারপতি হলেন –

  • ফতেমা বিবি
  • পি সদাশিবম
  • হরিলাল কানিয়া
  • বালা কৃষ্ণন

হরিলাল কানিয়া

Q3. “ভারতীয় যুক্তরাষ্টে দ্বৈত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলেও দ্বৈত বিচার ব্যবস্থা প্রচলন করা হয়নি” -উক্তিটি কার ?

  • গান্ধিজির
  • জওহরলাল নেহেরুর
  • ড. বি.ডি আম্বেদকরের
  • ইন্দিরা গান্ধি  

ড. বি.ডি আম্বেদকরের

Q4. সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল-

  • ৬০ বছর
  • ৬২ বছর
  • ৬৫ বছর
  • ৭০ বছর

৬৫ বছর

Q5. সুপ্রিমকোর্টের বিচারপতিগণ নিযুক্ত হন –

  • আইন বিভাগের দ্বারা
  • শাসন বিভাগের দ্বারা
  • বিচার বিভাগের দ্বারা
  • জনগণের দ্বারা

শাসন বিভাগের দ্বারা

 Q6. সুপ্রিমকোর্টের বিচারপতিদের বেতন হ্রাস হয় –

  • ৩৫২ নং ধারা প্রয়োগ হলে
  • ৩৫৬ নং ধারা প্রয়োগ হলে
  • ৩৬০ নং ধারা প্রয়োগ হলে
  • ৩৫৫ নং ধারা প্রয়োগ হলে

৩৬০ নং ধারা প্রয়োগ হলে

Q7. ভারতের অভিলেখ আদালত হল-

  • সুপ্রিমকোর্ট 
  • হাইকোর্ট
  • লোক আদালত
  • ন্যায় পঞ্চায়েত

সুপ্রিমকোর্ট 

Q8. রাষ্ট্রপতি সুপ্রিমকোর্টের কাছে পরামর্শ চান সংবিধানের –

  • ১৪৩ নং ধারা অনুসারে
  • ১৩৬ নং ধারা অনুসারে
  • ১৩১ নং ধারা অনুসারে
  • ১৩২ নং ধারা অনুসারে

১৪৩ নং ধারা অনুসারে

Q9. সুপ্রিমকোর্টের কার্যক্ষেত্রের সংখ্যা হল-

  • ২ টি
  • ৩ টি
  • ৪ টি
  • ৫ টি

৪ টি

Q10. সুপ্রিমকোর্টের আপিল এলাকার সংখ্যা হল-

  • ৩ টি
  • ৪ টি
  • ৫ টি
  • ৬ টি

৪ টি

 Q11. সুপ্রিমকোর্টের বিচারকদের পদচ্যুত করেন –

  • প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতি
  • উপরাষ্ট্রপতি
  • প্রধান বিচারপতি

রাষ্ট্রপতি

Q12. কতজন বিচারপতি নিয়ে সুপ্রিমকোর্ট গঠিত হয় ?

  • 31 জন
  • 26 জন
  • 37 জন
  • 38 জন

31 জন

Q13. সুপ্রিমকোর্টের গঠন বিষয়ে বলা হয়েছে –

  • ১২৪ নং ধারায়
  • ১২৬ নং ধারায়
  • ১৩১ নং ধারায়
  • ১৩২ নং ধারায়

১২৪ নং ধারায়

Q14.  সুপ্রিমকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে নূন্যতম বয়স হতে হবে –

  • ৩০ বছর
  • ৩৫ বছর
  • ৪৫ বছর
  • বয়সের কোনো শর্ত নেই

বয়সের কোনো শর্ত নেই

Q15. ” পৃথিবীর যেকোনো সুপ্রিম  কোর্টের চেয়ে ভারতের সুপ্রিমকোর্ট অধিক ক্ষমতার অধিকারী ” বলেছেন-

  • কৃষ্ণস্বামী আয়ার
  • বি আর আম্বেদকর
  • কে শান্তানাম
  • হরিলাল কেনিয়া

কৃষ্ণস্বামী আয়ার

Q16. ভারতের দরিদ্র ব্যাক্তিরা যাতে বিনা ব্যায়ে আইনের সাহায্য পেতে পারে তার জন্য সংবিধানের কততম সংশোধন করা হয় ?

  • ৪০ তম
  • ৪১ তম
  • ৪২ তম
  • ৪৩ তম

৪২ তম

Q17. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিমকোর্টের কোনো বিচারককে পদচ্যুত করতে পারেন ?

  • ১২৩ নং ধারা 
  • ১২৪(৪) নং ধারা
  • ১২৫ (১) নং ধারা
  • ১২৬ (১) নং ধারা

১২৪(৪) নং ধারা

Q18. সুপ্রিমকোর্টের আছে –

  • মূল এলাকা 
  • আপিল এলাকা 
  • পরামর্শদান এলাকা 
  • মূল,আপিল এবং পরামর্শদান এলাকা

মূল,আপিল এবং পরামর্শদান এলাকা

Q19. পার্লামেন্টের উভয়কক্ষের উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের _________ ভোটে সুপ্রিমকোর্টের বিচারপতিদের পদচ্যুত করার প্রস্তাব পাস করতে হয় ?

  • এক -চতুর্থাংশ
  • অর্ধেক
  • দুই -তৃতীয়াংশ
  • এক দশমাংশ

দুই -তৃতীয়াংশ

Q20. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সংবিধানের ব্যাখ্যা নিয়ে বিরোধের মীমাংসা করতে পারে –

  • সুপ্রিমকোর্ট
  • সংসদ 
  • লোক আদালত
  • ন্যায় পঞ্চায়েত

সুপ্রিমকোর্ট

Q21. সুপ্রিমকোর্ট লেখ জারি করে –

  • মৌলিক অধিকার রক্ষার জন্য
  • শিক্ষার অধিকার রক্ষার জন্য
  • পৌর অধিকার রক্ষার জন্য
  • অর্থনৈতিক অধিকার রখার জন্য

মৌলিক অধিকার রক্ষার জন্য

Q22. মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিমকোর্ট কতগুলি লেখ জারি করেন ?

  • তিনটি
  • চারটি
  • পাঁচটি
  • সাতটি

পাঁচটি

Q23. দেশে জরুরি অবস্থা ঘোষিত হলে রাষ্ট্রপতি আদেশ জারি করে যে দুটি মৌলিক অধিকার ছাড়া অন্যসব মৌলিক অধিকার বলবৎ করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করার অধিকার খর্ব করতে পারেন , সেই দুটি মৌলিক অধিকার হল-

  • ১৯ ও ২০ নং ধারায় বর্ণিত মৌলিক অধিকার
  • ২০ ও ২১ নং ধারায় বর্ণিত মৌলিক অধিকার
  • ১৪ ও ১৯ নং ধারায় বর্ণিত মৌলিক অধিকার
  • ২১ ও ২২ নং ধারায় বর্ণিত মৌলিক অধিকার

২০ ও ২১ নং ধারায় বর্ণিত মৌলিক অধিকার

Q24. ভারতের সুপ্রিমকোর্টের বিচারপতিদের নিয়োগের যোগ্যতাবলি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লিখিত আছে ?

  • ১২৩ নং ধারা 
  • ১২৪ (১) নং ধারা
  • ১২৪ (২) নং ধারা
  • ১২৪ (৩) নং ধারা

১২৪ (৩) নং ধারা

Q25. সুপ্রিমকোর্ট কবে বন্ধকে বেআইনি বা অসংবিধানিক বলে ঘোষণা করেছেন ?

  • ১৯৯৬ সালে
  • ১৯৯৭ সালে
  • ১৯৯৮ সালে
  • ১৯৯৯ সালে

১৯৯৭ সালে

Q26. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী নাগরিকদের ২০ ও ২১ নং ধারায় বর্ণিত মৌলিক অধিকার ছাড়া অন্যান্য মৌলিক  অধিকারগুলি বলবৎ করার জন্য সুপ্রিমকোর্টে আবেদন করার অধিকার খর্ব করা যায় ?

  • ৩৫৯(১) নং ধারা 
  • ৩৬০ (১)নং ধারা
  • ৩৬১ নং ধারা
  • ৩৬২ নং ধারা

৩৫৯(১) নং ধারা 

Q27. গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য মামলার রায় সুপ্রিমকোর্ট কবে দান করেন ?

  • ১৯৬৫ সালে
  • ১৯৬৬ সালে
  • ১৯৬৭ সালে
  • ১৯৬৮ সালে

১৯৬৭ সালে

Q28. কেশবানন্দা ভারতী বনাম কেরল রাজ্য মামলার রায় সুপ্রিমকোর্ট কবে প্রদান করে ?

  • ১৯৬৭ সালে
  • ১৯৭০ সালে
  • ১৯৭১ সালে
  • ১৯৭৩ সালে

১৯৭৩ সালে

Q29. সংবিধানের ব্যাখ্যার দায়িত্ব-

  • বিচার বিভাগের
  • আইন বিভাগের
  • শাসন বিভাগের
  • কোনোটাই নয়

বিচার বিভাগের

Q30. সুপ্রিমকোর্ট ১৯৭৬ সালে প্রণীত ৪২ তম সংবিধান সংশোধন আইনের কিছু অংশ বাতিল করে দিয়েছিল –

  • গোলকনাথ মামলায় (১৯৬৭ সালে )
  • কেশবানন্দা ভারতী মামলায় (১৯৭৩ সালে)
  • মিনার্ভা মিলস্‌ মামলায় (১৯৮০ সালে )
  • এ কে গোপালন মামলায় (১৯৫০ সালে )

মিনার্ভা মিলস্‌ মামলায় (১৯৮০ সালে )

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।এই মক টেস্টের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!