ভারতের আইন বিভাগ MCQ মক টেস্ট|HS Political Science MCQ Mock Test

HS Political Science MCQ Mock Test ভারতের আইন বিভাগ MCQ মক টেস্ট

HS Political Science MCQ Mock Test|ভারতের আইন বিভাগ MCQ মক টেস্ট |West Bengal Board HS Class 12(XII) Political Science Chapter 8 MCQ Question Answer|উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি পলিটিক্যাল সাইন্স অষ্টম অধ্যায় (অধ্যায়-৮) মক টেস্ট|ভারতের সংসদ, রাজ্য আইনসভা সংক্রান্ত MCQ প্রশ্ন উত্তর : রাষ্ট্রবিজ্ঞানের এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক [Class 12( XII )]-এর ছাত্রছাত্রীদের জন্য এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা,WBCHSE Class 12 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যায়টি ভালো করে পড়া শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে  তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা  হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 60 টি প্রশ্ন আছে । এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল । রাষ্ট্রবিজ্ঞানের কুইজের প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও ।

ভারতের আইন বিভাগ MCQ মক টেস্ট|HS Political Science MCQ Mock Test

Q1. ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হল-

  • লোকসভা
  • রাজ্যসভা
  • বিধানসভা
  • বিধান পরিষদ

লোকসভা

Q2. লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল-

  • ৫৫০ জন
  • ৫৫২ জন
  • ৫৫৫ জন
  • ৫৬০ জন

৫৫২ জন

Q3. ভারতের রাজ্যসভার সদস্যসংখ্যা –

  • ২৫০ জন
  • ২৬০ জন
  • ২৭৫ জন
  • ২৮০ জন

২৫০ জন

Q4. রাষ্ট্রপতি লোক সভায় কতজন ইঙ্গ-ভারতীয় সদস্য নিয়োগ করতে পারেন ?

  • ১ জন
  • ২ জন
  • ৩ জন
  • ৪ জন

২ জন

Q5. লোক সভার সদস্য হওয়ার জন্য পদপ্রার্থীর নূন্যতম বয়স হতে হবে –

  • ১৮ বছর
  • ২৫ বছর
  • ২৮ বছর
  • ৩০ বছর

২৫ বছর

Q6. রাজ্যসভার সদস্য হওয়ার জন্য পদপ্রার্থীর নূন্যতম বয়স হতে হবে –

  • ১৮ বছর
  • ২০ বছর
  • ২৫ বছর
  • ৩০ বছর

৩০ বছর

Q7. সর্বভারতীয় রাষ্ট্রকৃত্যক গঠন করতে পারেন –

  • রাজ্যসভা 
  • লোকসভা
  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী

রাজ্যসভা 

 Q8. স্বাধীনতার পর ভারতে প্রথম লোকসভা নির্বাচন হয় –

  • ১৯৫০ খ্রিষ্টাব্দে
  • ১৯৫২ খ্রিষ্টাব্দে
  • ১৯৫৩ খ্রিষ্টাব্দে
  • ১৯৫৫ খ্রিষ্টাব্দে

১৯৫২ খ্রিষ্টাব্দে

Q9. শুধুমাত্র লোকসভা যে বিল উথাপন করতে পারে সেটি হল-

  • অর্থ বিল
  • ভূমি বিল
  • রাজ্য পুনর্গঠন বিল
  • বিবাহ বিষয়ক বিল

অর্থ বিল

Q10. রাজ্যসভায় জিনি সভাপতিত্ব করেন তাকে বলা হয় –

  • সভাপতি
  • চেয়ারম্যান
  • স্পিকার
  • চেয়ার পার্সন

চেয়ারম্যান

  Q11. রাজ্যসভার এক তৃতীয়াংশ সদস্য কত বছর অন্তর অবসর গ্রহণ করেন ?

  • ২ বছর
  • ৩ বছর
  • ৪ বছর
  • ৫ বছর

২ বছর

Q12. ভারতীয় সংবিধানের ৩৩ তম সংশোধন করা হয় কত সালে ?

  • ১৯৭১ সালে
  • ১৯৭২ সালে
  • ১৯৭৩ সালে
  • ১৯৭৪ সালে

১৯৭৪ সালে

Q13. My Presidential Years গ্রন্থটির রচয়িতা হলেন –

  • হিদায়েতুল্লা
  • রাধাকৃষ্ণাণ
  • রামস্বামী ভেঙ্কটরমন
  • সঞ্জীব রেড্ডি

রামস্বামী ভেঙ্কটরমন

 Q14. অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় –

  • লোকসভায়
  • রাজ্যসভায়
  • সুপ্রিমকোর্টে
  • হাইকোর্টে

লোকসভায়

Q15. ভারতের লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন –

  • রাষ্ট্রপতির দ্বারা 
  • প্রধানমন্ত্রীর দ্বারা
  • লোকসভার সদস্যদের দ্বারা
  • লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা

লোকসভার সদস্যদের দ্বারা

Q16. পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন –

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • লোকসভার স্পিকার
  • উপরাষ্ট্রপতি

লোকসভার স্পিকার

Q17. ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম –

  • লর্ড সভা
  • কমন্স সভা
  • সেনেট
  • লোকসভা

কমন্স সভা

Q18. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম –

  • জনপ্রতিনিধি সভা
  • লোকসভা
  • বিধানসভা
  • সিনেট

জনপ্রতিনিধি সভা

Q19. কেন্দ্রীয় মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হয় –

  • রাষ্ট্রপতি আস্থা হারালে
  • জনগণের আস্থা হারালে
  • রাজ্যসভার আস্থা হারালে
  • লোকসভার আস্থা হারালে

লোকসভার আস্থা হারালে

Q20. সংবিধানের ‘মৌলকাঠামো’ অপরিবর্তিত রেখে পার্লামেন্ট সংবিওধানের যেকোনো অংশ সংশোধন করতে পারে , বলে সুপ্রিমকোর্ট রায় দিয়েছিল-

  • এ কে গোপালন মামলায় (১৯৫০)
  • কেশবানন্দ ভারতী মামলায় (১৯৭৩)
  • মানেকা গান্ধি মামলায় (১৯৭৮)
  • মিনার্ডা মিলস মামলায় (১৯৮০)

কেশবানন্দ ভারতী মামলায় (১৯৭৩)

Q21. ভারতে নতুন রাজ্যগঠনের ক্ষমতা রয়েছে শুধুমাত্র –

  • লোকসভার 
  • শুধুমাত্র রাজ্যসভার
  • পার্লামেন্টের
  • রাষ্ট্রপতির

পার্লামেন্টের

Q22. যে -কোনো ধরনের জরুরি অবস্থার ঘোষণাকে অবশোনাকেওনুমোদিত হতে হয় –

  • কেবল লোকসভায়
  • কেবল রাজ্যসভায়
  • লোকসভা , রাজ্যসভা ও বিধানসভায়
  • লোকসভা ও রাজ্যসভায়

লোকসভা ও রাজ্যসভায়

Q23. ‘Hung Parliament ‘ বা ‘ত্রিশঙ্কু পার্লামেন্ট’ বলতে বোঝায় –

  • সংসদে যখন শুধুমাত্র একটি দলের একক সংখ্যাগরিষ্ঠ থাকে
  • সংসদে যখন একাধিক দল জোটবদ্ধ হয়ে সরকার গঠন করে
  • সংসদে যখন কোনো দলেরই সংখ্যা গরিষ্ঠতা থাকে না
  • কোনোটিই নয়

সংসদে যখন কোনো দলেরই সংখ্যা গরিষ্ঠতা থাকে না

Q24. সংবিধানের 102 নং ধারা অনুসারে পার্লামেন্টে ব্যবহার্য ভাষা হল –

  • বাংলা ও হিন্দি 
  • হিন্দি ও ইংরাজি
  • সংস্কৃত ও হিন্দি
  • সংস্কৃত ও ইংরাজি

হিন্দি ও ইংরাজি

Q25. অর্থ বিলের উল্লেখ রয়েছে সংবিধানের –

  • ১০৮ নং ধারায়
  • ১১০ নং ধারায়
  • ১২০ নং ধারায় 
  • ১২১ নং ধারায়

১১০ নং ধারায়

ভারতের আইন বিভাগ MCQ মক টেস্ট|HS Political Science MCQ Mock Test

Q26. সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন –

  • উপরাষ্ট্রপতি
  • স্পিকার
  • রাজ্যপাল
  • রাষ্ট্রপতি

স্পিকার

Q27. লোকসভায় কমপক্ষে কতজন সদ্যসের উপস্থিতিকে কোরাম বলে ?

  • এক -তৃতীয়াংশ
  • এক -চতুর্থাংশ
  • এক-পঞ্চমাংশ
  • এক – দশমাংশ

এক – দশমাংশ

Q28.লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে প্রস্তাব আকারে নোটিশ দিতে হয় – 

  • ৭ দিন আগে
  • ১৪ দিন আগে
  • ২০ দিন আগে
  • ১ মাস আগে

১৪ দিন আগে

 Q29. কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে –

  • পার্লামেন্টের কাছে
  • লোকসভার কাছে
  • রাজ্যসভার কাছে
  • সুপ্রিমকোর্টের কাছে

লোকসভার কাছে

Q30. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুসারে সংসদ কোনো রাজ্যের নাম , সীমানা ইত্যাদির পরিবর্তন করতে পারে ?

  • ২ নং
  • ৩ নং
  • ৪ নং
  • ৫ নং

৩ নং

Q31. কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন –

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • ক্যাবিনেট সচিব
  • স্পিকার

প্রধানমন্ত্রী

Q32. রাজ্যসভার সদস্যদের কার্যকাল হল-

  • ৪ বছর
  • ৫ বছর
  • ৬ বছর
  • ৭ বছর

৬ বছর

Q33. রাজ্যসভার সভাপতি হলেন –

  • প্রধানমন্ত্রী
  • অধ্যক্ষ
  • উপরাষ্ট্রপতি
  • রাষ্ট্রপতি

উপরাষ্ট্রপতি

 Q34. পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন –

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • লোকসভার স্পিকার
  • উপরাষ্ট্রপতি

লোকসভার স্পিকার

Q35. রাষ্ট্রপতি কতৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন ?

  • ২ জন
  • ৩ জন
  • ৪ জন
  • ৫ জন

২ জন

Q36. ভারতের অবশিষ্ট বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা অর্পিত হয়েছে –

  • পার্লামেন্টের হাতে
  • রাজ্য আইনসভাগুলির হাতে
  • পার্লামেন্ট ও রাজ্য আইনসভাগুলির হাতে 
  • কেবল লোকসভার হাতে

পার্লামেন্ট ও রাজ্য আইনসভাগুলির হাতে 

Q37. কেন্দ্রীয় সরকার লোকসভায় আস্থা হারিয়েছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট কক্ষের নিয়মানুযায়ী যে প্রস্তাব উত্থাপনের ব্যবস্থা করা হয়, তাকে বলে –

  • ছাঁটাই প্রস্তাব
  • মুলতুবি প্রস্তাব
  • অনাস্থা প্রস্তাব
  • দৃষ্টি আকর্ষণী প্রস্তাব

অনাস্থা প্রস্তাব

 Q38. ভারতের পার্লামেন্ট গঠিত হয় –

  • শুধুমাত্র লোকসভা নিয়ে
  • শুধুমাত্র রাজ্যসভা ও লোকসভা নিয়ে
  • লোকসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে
  • লোকসভা , রাজ্যপাল ও রাষ্ট্রপতিকে নিয়ে

লোকসভা , রাজ্যপাল ও রাষ্ট্রপতিকে নিয়ে

Q39. উপরাষ্ট্রপতিকে অপসারণ করার ক্ষমতা একক ভাবে গ্রহণ করতে পারে –

  • রাজ্যসভা
  • লোকসভা 
  • রাষ্ট্রপতি
  • সুপ্রিমকোর্ট

রাজ্যসভা

Q40. অধ্যক্ষ বা স্পিকার ভোটাভুটির অংশগ্রহণ করে নির্ণায়ক ভোট বা ‘কাস্টিং ভোট’ দেন –

  • যখন পক্ষে বিপক্ষে সমান সংখ্যক ভোত পরে এবং অচল অবস্থা দেখা যায়
  • যখন কোনো সদস্যকে বহিস্কার করা হয়
  • যখন কোনো বিল পাশ করা হয়
  • যখন অনাস্থা প্রস্তাব নিয়ে ভোট হয়

যখন পক্ষে বিপক্ষে সমান সংখ্যক ভোত পরে এবং অচল অবস্থা দেখা যায়

Q41. প্রতি দু-বছর অন্তর 1/3 অংশ সদস্য অবসর গ্রহণ করেন –

  • লোকসভা থেকে
  • বিধানসভা থেকে
  • রাজ্যসভা থেকে
  • বিধানপরিষদ থেকে

বিধানসভা থেকে

Q42. ভারতীয় সংবিধানের কত তম সংশোধন অনুযায়ী ২০২৬ সাল  পর্যন্ত রাজ্যসভার সদস্যসংখ্যা অপরিবর্তিতরাখার কথা বলা হয়েছে ?

  • ৮৪ তম
  • ৮৫ তম
  • ৮৬ তম
  • ৮৭ তম

৮৪ তম

Q43. ভারতীয় সংবিধানের কত তম সংশোধনের মাধ্যমে লোকসভায় তপশিলি জাতি ও উপজাতির জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে ?

  • ৯৩ তম
  • ৯৪ তম
  • ৯৫ তম
  • ৯৬ তম

৯৫ তম

Q44. বিধানসভায় রাজ্যপাল যতজন যতজন ইঙ্গ -ভারতীয় সদস্য নিয়োগ করেন –

  • ১ জন
  • ২ জন
  • ৩ জন
  • ৪ জন

১ জন

Q45. সংবিধানের যে ধারায় রাজ্যপাল বিধানসভায় একজন ইঙ্গ – ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারেন –

  • ৩৩০ নং ধারা
  • ৩৩৩ নং ধারা
  • ৪৩০ নং ধারা
  • ৪৩৩ নং ধারা

৩৩০ নং ধারা

Q46. বিধানসভার স্পিকারকে নির্বাচিত করেন –

  • বিধানসভার সদস্যরা
  • মুখ্যমন্ত্রী
  • রাজ্যপাল
  • রাষ্ট্রপতি

বিধানসভার সদস্যরা

Q47. ভারতে বিধানসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়সের উর্দ্ধসীমা হতে হবে –

  • ৭২ বছর
  • ৬৪ বছর
  • ৮০ বছর
  • কোনো উর্ধসীমা নেই

কোনো উর্ধসীমা নেই

Q48. ভারতীয় সংবিধানের কত নং ধারাতে রাজ্য আইনসভার সর্বাধিক ও সর্বনিম্ন সদস্যসংখ্যা কত হতে পারে তার উল্লেখ আছে ?

  • ১৬৮ নং ধারা
  • ১৬৯ নং ধারা
  • ১৭০ নং ধারা
  • ১৭১ নং ধারা

১৭০ নং ধারা

 Q49. পশ্চিমবঙ্গে বিধান পরিষদের বিপুপ্তি ঘটে –

  • ১৯৬৭ খ্রিষ্টাব্দে
  • ১৯৬৯ খ্রিষ্টাব্দে
  • ১৯৭২ খ্রিষ্টাব্দে
  • ১৯৭৪ খ্রিষ্টাব্দে

১৯৬৯ খ্রিষ্টাব্দে

Q50. ‘জিরো -আওয়ারের’ সময়সীমা কত ?

  • ১ ঘন্টা 
  • ২ ঘন্টা
  • 1 ½ ঘন্টা
  • 2 ½ ঘন্টা

১ ঘন্টা 

Q51. লোকসভাতে অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য কমপক্ষে কতজন সদস্যের সমর্থন প্রয়োজন ?

  • ৩০ জন
  • ৪০ জন
  • ৫০ জন
  • ৬০ জন

৫০ জন

 Q52. রাজ্য বিধানসভায় অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য কমপক্ষে কত জন সদস্যের সমর্থন প্রয়োজন ?

  • ৩০ জন
  • ৪০ জন
  • ২০ জন
  • ২৫ জন

৩০ জন

 Q53. মুলতুবি প্রস্তাব গ্রহণের জন্য লোকসভায় কমপক্ষে কতজন সদস্যের সম্মতি প্রয়োজন ?

  • ৩০ জন
  • ৩৫ জন
  • ৪০ জন
  • ৫০ জন

৫০ জন

Q54. মুলতুবি প্রস্তাব গ্রহণের জন্য রাজ্য বিধানসভায় কমপক্ষে কত জন সদস্যের সম্মতির প্রয়োজন ?

  • ২০ জন 
  • ২৫ জন
  • ৩০ জন
  • ৪০ জন

৩০ জন

Q55. সংবিধানের যে ধারা অনুযায়ী অর্থ বিল শুধুমাত্র লোক সভাতেই উত্থাপিত হতে পারে রাজ্যসভায় নয় , সেটি হল-

  • ১০৭ নং ধারা
  • ১০৮ নং ধারা
  • ১০৯ নং ধারা
  • ১১১ নং ধারা

১০৯ নং ধারা

Q56. বিধানসভার সভাপতিকে বলা হয় –

  • স্পিকার
  • মুখ্যমন্ত্রী
  • রাজ্যপাল
  • মুখ্যসচিব

স্পিকার

ভারতের আইন বিভাগ MCQ মক টেস্ট|HS Political Science MCQ Mock Test

Q57. সংবিধানের কত নং ধারা অনুসারে প্রতিটি অঙ্গরাজ্যের একটি করে আইনসভা রয়েছে ?

  • ১৬০ নং
  • ১৬৭ নং
  • ১৬৮(১) নং
  • ১৮০ (১) নং

১৬৮(১) নং

Q58. বিধানসভার সদস্য হওয়ার জন্য পদপ্রার্থীর নূন্যতম বয়স হল –

  • ১৮ বছর
  • ২০ বছর
  • ২৫ বছর
  • ৩০ বছর

২৫ বছর

Q59. লোকসভার অধ্যক্ষের অপসারণ সংক্রান্ত প্রস্তাব উত্থাপনের জন্য কত দিনের নোটিশ দিতে হয় ?

  • ১০ দিন
  • ১২ দিন
  • ১৪ দিন
  • ২১ দিন

১৪ দিন

Q60. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুসারে সংসদ সর্বভারতীয় কৃত্যক গঠন করতে পারে ?

  • ৩১১ নং ধারা
  • ৩১২ নং ধারা
  • ৩১৩ নং ধারা
  • ৩১৪ নং ধারা

৩১২ নং ধারা

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।এই মক টেস্টের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!