HS Political Science MCQ Mock Test|ভারতের আইন বিভাগ MCQ মক টেস্ট |West Bengal Board HS Class 12(XII) Political Science Chapter 8 MCQ Question Answer|উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি পলিটিক্যাল সাইন্স অষ্টম অধ্যায় (অধ্যায়-৮) মক টেস্ট|ভারতের সংসদ, রাজ্য আইনসভা সংক্রান্ত MCQ প্রশ্ন উত্তর : রাষ্ট্রবিজ্ঞানের এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক [Class 12( XII )]-এর ছাত্রছাত্রীদের জন্য এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা,WBCHSE Class 12 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যায়টি ভালো করে পড়া শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 60 টি প্রশ্ন আছে । এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল । রাষ্ট্রবিজ্ঞানের কুইজের প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও ।
ভারতের আইন বিভাগ MCQ মক টেস্ট|HS Political Science MCQ Mock Test
Q1. ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হল-
- লোকসভা
- রাজ্যসভা
- বিধানসভা
- বিধান পরিষদ
লোকসভা
Q2. লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল-
- ৫৫০ জন
- ৫৫২ জন
- ৫৫৫ জন
- ৫৬০ জন
৫৫২ জন
Q3. ভারতের রাজ্যসভার সদস্যসংখ্যা –
- ২৫০ জন
- ২৬০ জন
- ২৭৫ জন
- ২৮০ জন
২৫০ জন
Q4. রাষ্ট্রপতি লোক সভায় কতজন ইঙ্গ-ভারতীয় সদস্য নিয়োগ করতে পারেন ?
- ১ জন
- ২ জন
- ৩ জন
- ৪ জন
২ জন
Q5. লোক সভার সদস্য হওয়ার জন্য পদপ্রার্থীর নূন্যতম বয়স হতে হবে –
- ১৮ বছর
- ২৫ বছর
- ২৮ বছর
- ৩০ বছর
২৫ বছর
Q6. রাজ্যসভার সদস্য হওয়ার জন্য পদপ্রার্থীর নূন্যতম বয়স হতে হবে –
- ১৮ বছর
- ২০ বছর
- ২৫ বছর
- ৩০ বছর
৩০ বছর
Q7. সর্বভারতীয় রাষ্ট্রকৃত্যক গঠন করতে পারেন –
- রাজ্যসভা
- লোকসভা
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
রাজ্যসভা
Q8. স্বাধীনতার পর ভারতে প্রথম লোকসভা নির্বাচন হয় –
- ১৯৫০ খ্রিষ্টাব্দে
- ১৯৫২ খ্রিষ্টাব্দে
- ১৯৫৩ খ্রিষ্টাব্দে
- ১৯৫৫ খ্রিষ্টাব্দে
১৯৫২ খ্রিষ্টাব্দে
Q9. শুধুমাত্র লোকসভা যে বিল উথাপন করতে পারে সেটি হল-
- অর্থ বিল
- ভূমি বিল
- রাজ্য পুনর্গঠন বিল
- বিবাহ বিষয়ক বিল
অর্থ বিল
Q10. রাজ্যসভায় জিনি সভাপতিত্ব করেন তাকে বলা হয় –
- সভাপতি
- চেয়ারম্যান
- স্পিকার
- চেয়ার পার্সন
চেয়ারম্যান
Q11. রাজ্যসভার এক তৃতীয়াংশ সদস্য কত বছর অন্তর অবসর গ্রহণ করেন ?
- ২ বছর
- ৩ বছর
- ৪ বছর
- ৫ বছর
২ বছর
Q12. ভারতীয় সংবিধানের ৩৩ তম সংশোধন করা হয় কত সালে ?
- ১৯৭১ সালে
- ১৯৭২ সালে
- ১৯৭৩ সালে
- ১৯৭৪ সালে
১৯৭৪ সালে
Q13. My Presidential Years গ্রন্থটির রচয়িতা হলেন –
- হিদায়েতুল্লা
- রাধাকৃষ্ণাণ
- রামস্বামী ভেঙ্কটরমন
- সঞ্জীব রেড্ডি
রামস্বামী ভেঙ্কটরমন
Q14. অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় –
- লোকসভায়
- রাজ্যসভায়
- সুপ্রিমকোর্টে
- হাইকোর্টে
লোকসভায়
Q15. ভারতের লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন –
- রাষ্ট্রপতির দ্বারা
- প্রধানমন্ত্রীর দ্বারা
- লোকসভার সদস্যদের দ্বারা
- লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা
লোকসভার সদস্যদের দ্বারা
Q16. পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন –
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- লোকসভার স্পিকার
- উপরাষ্ট্রপতি
লোকসভার স্পিকার
Q17. ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম –
- লর্ড সভা
- কমন্স সভা
- সেনেট
- লোকসভা
কমন্স সভা
Q18. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম –
- জনপ্রতিনিধি সভা
- লোকসভা
- বিধানসভা
- সিনেট
জনপ্রতিনিধি সভা
Q19. কেন্দ্রীয় মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হয় –
- রাষ্ট্রপতি আস্থা হারালে
- জনগণের আস্থা হারালে
- রাজ্যসভার আস্থা হারালে
- লোকসভার আস্থা হারালে
লোকসভার আস্থা হারালে
Q20. সংবিধানের ‘মৌলকাঠামো’ অপরিবর্তিত রেখে পার্লামেন্ট সংবিওধানের যেকোনো অংশ সংশোধন করতে পারে , বলে সুপ্রিমকোর্ট রায় দিয়েছিল-
- এ কে গোপালন মামলায় (১৯৫০)
- কেশবানন্দ ভারতী মামলায় (১৯৭৩)
- মানেকা গান্ধি মামলায় (১৯৭৮)
- মিনার্ডা মিলস মামলায় (১৯৮০)
কেশবানন্দ ভারতী মামলায় (১৯৭৩)
Q21. ভারতে নতুন রাজ্যগঠনের ক্ষমতা রয়েছে শুধুমাত্র –
- লোকসভার
- শুধুমাত্র রাজ্যসভার
- পার্লামেন্টের
- রাষ্ট্রপতির
পার্লামেন্টের
Q22. যে -কোনো ধরনের জরুরি অবস্থার ঘোষণাকে অবশোনাকেওনুমোদিত হতে হয় –
- কেবল লোকসভায়
- কেবল রাজ্যসভায়
- লোকসভা , রাজ্যসভা ও বিধানসভায়
- লোকসভা ও রাজ্যসভায়
লোকসভা ও রাজ্যসভায়
Q23. ‘Hung Parliament ‘ বা ‘ত্রিশঙ্কু পার্লামেন্ট’ বলতে বোঝায় –
- সংসদে যখন শুধুমাত্র একটি দলের একক সংখ্যাগরিষ্ঠ থাকে
- সংসদে যখন একাধিক দল জোটবদ্ধ হয়ে সরকার গঠন করে
- সংসদে যখন কোনো দলেরই সংখ্যা গরিষ্ঠতা থাকে না
- কোনোটিই নয়
সংসদে যখন কোনো দলেরই সংখ্যা গরিষ্ঠতা থাকে না
Q24. সংবিধানের 102 নং ধারা অনুসারে পার্লামেন্টে ব্যবহার্য ভাষা হল –
- বাংলা ও হিন্দি
- হিন্দি ও ইংরাজি
- সংস্কৃত ও হিন্দি
- সংস্কৃত ও ইংরাজি
হিন্দি ও ইংরাজি
Q25. অর্থ বিলের উল্লেখ রয়েছে সংবিধানের –
- ১০৮ নং ধারায়
- ১১০ নং ধারায়
- ১২০ নং ধারায়
- ১২১ নং ধারায়
১১০ নং ধারায়
ভারতের আইন বিভাগ MCQ মক টেস্ট|HS Political Science MCQ Mock Test
Q26. সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন –
- উপরাষ্ট্রপতি
- স্পিকার
- রাজ্যপাল
- রাষ্ট্রপতি
স্পিকার
Q27. লোকসভায় কমপক্ষে কতজন সদ্যসের উপস্থিতিকে কোরাম বলে ?
- এক -তৃতীয়াংশ
- এক -চতুর্থাংশ
- এক-পঞ্চমাংশ
- এক – দশমাংশ
এক – দশমাংশ
Q28.লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে প্রস্তাব আকারে নোটিশ দিতে হয় –
- ৭ দিন আগে
- ১৪ দিন আগে
- ২০ দিন আগে
- ১ মাস আগে
১৪ দিন আগে
Q29. কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে –
- পার্লামেন্টের কাছে
- লোকসভার কাছে
- রাজ্যসভার কাছে
- সুপ্রিমকোর্টের কাছে
লোকসভার কাছে
Q30. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুসারে সংসদ কোনো রাজ্যের নাম , সীমানা ইত্যাদির পরিবর্তন করতে পারে ?
- ২ নং
- ৩ নং
- ৪ নং
- ৫ নং
৩ নং
Q31. কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন –
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- ক্যাবিনেট সচিব
- স্পিকার
প্রধানমন্ত্রী
Q32. রাজ্যসভার সদস্যদের কার্যকাল হল-
- ৪ বছর
- ৫ বছর
- ৬ বছর
- ৭ বছর
৬ বছর
Q33. রাজ্যসভার সভাপতি হলেন –
- প্রধানমন্ত্রী
- অধ্যক্ষ
- উপরাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি
উপরাষ্ট্রপতি
Q34. পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন –
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- লোকসভার স্পিকার
- উপরাষ্ট্রপতি
লোকসভার স্পিকার
Q35. রাষ্ট্রপতি কতৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন ?
- ২ জন
- ৩ জন
- ৪ জন
- ৫ জন
২ জন
Q36. ভারতের অবশিষ্ট বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা অর্পিত হয়েছে –
- পার্লামেন্টের হাতে
- রাজ্য আইনসভাগুলির হাতে
- পার্লামেন্ট ও রাজ্য আইনসভাগুলির হাতে
- কেবল লোকসভার হাতে
পার্লামেন্ট ও রাজ্য আইনসভাগুলির হাতে
Q37. কেন্দ্রীয় সরকার লোকসভায় আস্থা হারিয়েছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট কক্ষের নিয়মানুযায়ী যে প্রস্তাব উত্থাপনের ব্যবস্থা করা হয়, তাকে বলে –
- ছাঁটাই প্রস্তাব
- মুলতুবি প্রস্তাব
- অনাস্থা প্রস্তাব
- দৃষ্টি আকর্ষণী প্রস্তাব
অনাস্থা প্রস্তাব
Q38. ভারতের পার্লামেন্ট গঠিত হয় –
- শুধুমাত্র লোকসভা নিয়ে
- শুধুমাত্র রাজ্যসভা ও লোকসভা নিয়ে
- লোকসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে
- লোকসভা , রাজ্যপাল ও রাষ্ট্রপতিকে নিয়ে
লোকসভা , রাজ্যপাল ও রাষ্ট্রপতিকে নিয়ে
Q39. উপরাষ্ট্রপতিকে অপসারণ করার ক্ষমতা একক ভাবে গ্রহণ করতে পারে –
- রাজ্যসভা
- লোকসভা
- রাষ্ট্রপতি
- সুপ্রিমকোর্ট
রাজ্যসভা
Q40. অধ্যক্ষ বা স্পিকার ভোটাভুটির অংশগ্রহণ করে নির্ণায়ক ভোট বা ‘কাস্টিং ভোট’ দেন –
- যখন পক্ষে বিপক্ষে সমান সংখ্যক ভোত পরে এবং অচল অবস্থা দেখা যায়
- যখন কোনো সদস্যকে বহিস্কার করা হয়
- যখন কোনো বিল পাশ করা হয়
- যখন অনাস্থা প্রস্তাব নিয়ে ভোট হয়
যখন পক্ষে বিপক্ষে সমান সংখ্যক ভোত পরে এবং অচল অবস্থা দেখা যায়
Q41. প্রতি দু-বছর অন্তর 1/3 অংশ সদস্য অবসর গ্রহণ করেন –
- লোকসভা থেকে
- বিধানসভা থেকে
- রাজ্যসভা থেকে
- বিধানপরিষদ থেকে
বিধানসভা থেকে
Q42. ভারতীয় সংবিধানের কত তম সংশোধন অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্যসংখ্যা অপরিবর্তিতরাখার কথা বলা হয়েছে ?
- ৮৪ তম
- ৮৫ তম
- ৮৬ তম
- ৮৭ তম
৮৪ তম
Q43. ভারতীয় সংবিধানের কত তম সংশোধনের মাধ্যমে লোকসভায় তপশিলি জাতি ও উপজাতির জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে ?
- ৯৩ তম
- ৯৪ তম
- ৯৫ তম
- ৯৬ তম
৯৫ তম
Q44. বিধানসভায় রাজ্যপাল যতজন যতজন ইঙ্গ -ভারতীয় সদস্য নিয়োগ করেন –
- ১ জন
- ২ জন
- ৩ জন
- ৪ জন
১ জন
Q45. সংবিধানের যে ধারায় রাজ্যপাল বিধানসভায় একজন ইঙ্গ – ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারেন –
- ৩৩০ নং ধারা
- ৩৩৩ নং ধারা
- ৪৩০ নং ধারা
- ৪৩৩ নং ধারা
৩৩০ নং ধারা
Q46. বিধানসভার স্পিকারকে নির্বাচিত করেন –
- বিধানসভার সদস্যরা
- মুখ্যমন্ত্রী
- রাজ্যপাল
- রাষ্ট্রপতি
বিধানসভার সদস্যরা
Q47. ভারতে বিধানসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়সের উর্দ্ধসীমা হতে হবে –
- ৭২ বছর
- ৬৪ বছর
- ৮০ বছর
- কোনো উর্ধসীমা নেই
কোনো উর্ধসীমা নেই
Q48. ভারতীয় সংবিধানের কত নং ধারাতে রাজ্য আইনসভার সর্বাধিক ও সর্বনিম্ন সদস্যসংখ্যা কত হতে পারে তার উল্লেখ আছে ?
- ১৬৮ নং ধারা
- ১৬৯ নং ধারা
- ১৭০ নং ধারা
- ১৭১ নং ধারা
১৭০ নং ধারা
Q49. পশ্চিমবঙ্গে বিধান পরিষদের বিপুপ্তি ঘটে –
- ১৯৬৭ খ্রিষ্টাব্দে
- ১৯৬৯ খ্রিষ্টাব্দে
- ১৯৭২ খ্রিষ্টাব্দে
- ১৯৭৪ খ্রিষ্টাব্দে
১৯৬৯ খ্রিষ্টাব্দে
Q50. ‘জিরো -আওয়ারের’ সময়সীমা কত ?
- ১ ঘন্টা
- ২ ঘন্টা
- 1 ½ ঘন্টা
- 2 ½ ঘন্টা
১ ঘন্টা
Q51. লোকসভাতে অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য কমপক্ষে কতজন সদস্যের সমর্থন প্রয়োজন ?
- ৩০ জন
- ৪০ জন
- ৫০ জন
- ৬০ জন
৫০ জন
Q52. রাজ্য বিধানসভায় অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য কমপক্ষে কত জন সদস্যের সমর্থন প্রয়োজন ?
- ৩০ জন
- ৪০ জন
- ২০ জন
- ২৫ জন
৩০ জন
Q53. মুলতুবি প্রস্তাব গ্রহণের জন্য লোকসভায় কমপক্ষে কতজন সদস্যের সম্মতি প্রয়োজন ?
- ৩০ জন
- ৩৫ জন
- ৪০ জন
- ৫০ জন
৫০ জন
Q54. মুলতুবি প্রস্তাব গ্রহণের জন্য রাজ্য বিধানসভায় কমপক্ষে কত জন সদস্যের সম্মতির প্রয়োজন ?
- ২০ জন
- ২৫ জন
- ৩০ জন
- ৪০ জন
৩০ জন
Q55. সংবিধানের যে ধারা অনুযায়ী অর্থ বিল শুধুমাত্র লোক সভাতেই উত্থাপিত হতে পারে রাজ্যসভায় নয় , সেটি হল-
- ১০৭ নং ধারা
- ১০৮ নং ধারা
- ১০৯ নং ধারা
- ১১১ নং ধারা
১০৯ নং ধারা
Q56. বিধানসভার সভাপতিকে বলা হয় –
- স্পিকার
- মুখ্যমন্ত্রী
- রাজ্যপাল
- মুখ্যসচিব
স্পিকার
ভারতের আইন বিভাগ MCQ মক টেস্ট|HS Political Science MCQ Mock Test
Q57. সংবিধানের কত নং ধারা অনুসারে প্রতিটি অঙ্গরাজ্যের একটি করে আইনসভা রয়েছে ?
- ১৬০ নং
- ১৬৭ নং
- ১৬৮(১) নং
- ১৮০ (১) নং
১৬৮(১) নং
Q58. বিধানসভার সদস্য হওয়ার জন্য পদপ্রার্থীর নূন্যতম বয়স হল –
- ১৮ বছর
- ২০ বছর
- ২৫ বছর
- ৩০ বছর
২৫ বছর
Q59. লোকসভার অধ্যক্ষের অপসারণ সংক্রান্ত প্রস্তাব উত্থাপনের জন্য কত দিনের নোটিশ দিতে হয় ?
- ১০ দিন
- ১২ দিন
- ১৪ দিন
- ২১ দিন
১৪ দিন
Q60. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুসারে সংসদ সর্বভারতীয় কৃত্যক গঠন করতে পারে ?
- ৩১১ নং ধারা
- ৩১২ নং ধারা
- ৩১৩ নং ধারা
- ৩১৪ নং ধারা
৩১২ নং ধারা