উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান MCQ মক টেস্ট|WB HS Class 12 Political Science Mock Test Set-1-রাষ্ট্রবিজ্ঞানের এই মক টেস্টটি উচ্চমাধ্যমিক (Class 12)-এর ছাত্রছাত্রীদের জন্য এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) জন্য খুবই মূল্যবান একটি টেস্ট যা,WBCHSE Class 12(XII) -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের সমগ্র সিলেবাস শেষ করে এই মক টেস্টে অংশগ্রহণ করা ।এর ফলে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্টও ভালো হবে ।মক টেস্টটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা তৈরি করা হয়েছে এর ফলে এই মক টেস্টটির MCQ প্রশ্ন উত্তরগুলো উচ্চমাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।এই মক টেস্টে 30 টি প্রশ্ন আছে । এই মক টেস্টটি তোমাদের পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল ,ধন্যবাদ ।
উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান MCQ মক টেস্ট|WB HS Class 12 Political Science Mock Test Set-1
Q1. ‘Principle of International Law’ গ্রন্থটি কার লেখা ?
- বেন্থামের
- জেমস মিল-এর
- গেটেলের
- ওয়ালাসের
বেন্থামের
Q2. কমিউনিস্ট ম্যানিফ্যাস্টো গ্রন্থটি প্রকাশিত হয় –
- 1848 সালে
- 1863 সালে
- 1883 সালে
- 1895 সালে
1848 সালে
Q3. Das Capital গ্রন্থের রচয়িতা হলেন –
- জন লক
- লিও টলস্টয়
- কার্ল মার্ক্স
- লুই ফিসার
কার্ল মার্ক্স
Q4. মুসোলিনি ছিলেন একজন ________ নেতা ।
- গান্ধিবাদি
- মার্ক্সবাদী
- ফ্যাসিবাদী
- নাতসিবাদী
ফ্যাসিবাদী
Q5. উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় –
- পাকিস্তানে
- বাংলাদেশে
- গ্রেট বিটেনে
- ভারতে
গ্রেট বিটেনে
উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান MCQ মক টেস্ট|WB HS Class 12 Political Science Mock Test Set-1 |
Q6. ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন –
- রাষ্ট্রপতি
- লোকসভার স্পিকার
- উপরাষ্ট্রপতি
- সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি
রাষ্ট্রপতি
Q7. রাজ্যসভায় সভাপতিত্ব করেন –
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- উপরাষ্ট্রপতি
- স্পিকার
উপরাষ্ট্রপতি
Q8. ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরী অবস্থা জারি করতে পারেন ___________ ধারা অনুসারে , –
- ৩৫০ নং
- ৩৫২ নং
- ৩৫৬ নং
- ৩৬০ নং
৩৫২ নং
Q9. ভারতের রাষ্ট্রপতি ________ ধরনের জরুরী অবস্থা জারি করতে পারেন ।
- এক
- দুই
- তিন
- চার
তিন
Q10. কার স্বাক্ষর ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারেনা ?
- রাষ্ট্রপতির
- প্রধানমন্ত্রীর
- উপরাষ্ট্রপতির
- স্পিকারের
রাষ্ট্রপতির
Q11. ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন –
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- উপরাষ্ট্রপতি
- সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি
রাষ্ট্রপতি
Q12. রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ –
- ৫ বছর
- ২ বছর
- ৩ বছর
- ৬ বছর
৫ বছর
Q13. রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হল –
- ২৫ বছর
- ৩৫ বছর
- ৩০ বছর
- ৫০ বছর
৩৫ বছর
Q14. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হল –
- লোকসভা
- বিধানসভা
- সিনেট
- জনপ্রতিনিধি সভা
জনপ্রতিনিধি সভা
Q15. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হল –
- লোকসভা
- রাজ্যসভা
- সিনেট
- জনপ্রতিনিধি সভা
সিনেট
Q16. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় –
- কংগ্রেস
- ডুমা
- পার্লামেন্ট
- শোরা
কংগ্রেস
Q17. “দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা” – এইকথা বলেছেন –
- লর্ড কার্যন
- লর্ড অ্যাক্টন
- গ্রিন
- লক
লর্ড অ্যাক্টন
Q18. দ্বিকক্ষবিশিষ্ট আইন বিভাগের সমর্থক হলেন –
- ল্যাস্কি
- বেন্থাম
- লর্ড ব্রাইস
- ফ্রাঙ্কলিন
লর্ড ব্রাইস
Q19. এককক্ষবিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হল-
- গ্রেট ব্রিটেন
- চিন
- ভারত
- মার্কিন যুক্তরাষ্ট্র
চিন
Q20.প্রাকৃতিক সম্পদ জাতীয় ক্ষমতার –
- উপাদান
- উপাদান নয়
- বৈশিষ্ট্য
- ত্রুটি
উপাদান
Q21. রাষ্ট্রবিজ্ঞান হল ________ বিজ্ঞান ।
- প্রাকৃতিক
- সামাজিক
- নৈতিক
- মানবিক
সামাজিক
Q22. কূটনীতি জাতীয় স্বার্থরক্ষার একটি –
- উপাদান
- পদ্ধতি
- পদ্ধতি নয়
- বৈশিষ্ট্য
পদ্ধতি
Q23. সর্বোদয় কথাটির অর্থ হল-
- বিশেষ সংস্থার কল্যাণ
- রাষ্ট্রের কল্যাণ
- সরকারের কল্যাণ
- সকলের কল্যাণ
সকলের কল্যাণ
Q24. ভারতের নিয়ম তান্ত্রিক শাসক হলেন –
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- স্পিকার
- সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি
রাষ্ট্রপতি
Q25. আমলাতন্ত্র হল __________ শাসন । –
- স্থায়ী
- অস্থায়ী
- একক
- বহু
স্থায়ী
Q26. কূটনীতিকে জাতীয় ক্ষমতার চক্ষু ও কর্ণ হিসেবে চিহ্নিত করেছেন –
- পামার ও পারকিনস
- জিমার্ন
- মরগেনথাউ
- কেওহান
পামার ও পারকিনস
Q27. বিশ্বায়ন তৃতীয় বিশ্বের দেশগুলির –
- দারিদ্র বৃদ্ধি করেছে
- দারিদ্র হ্রাস করেছে
- শিক্ষা ও সংস্কৃতি উন্নত করেছে
- কোনোটিই নয়
দারিদ্র বৃদ্ধি করেছে
Q28.ভারতে কোন ধরনের সরকার পরিলক্ষিত হয় ?
- এককেন্দ্রিক
- রাষ্ট্রপতি শাসিত
- সংসদীয়
- কোনোটিই নয়
সংসদীয়
Q29. ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম –
- লর্ড সভা
- কমন্সসভা
- সিনেট
- লোকসভা
কমন্সসভা
Q30. মন্ত্রীসভা আইন্সভার কাছে দায়িত্বশীল থাকে –
- সংসদীয় শাসনব্যবস্থায়
- রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থায়
- একনায়কতন্ত্রে
- এর কোনোটিই নয়
সংসদীয় শাসনব্যবস্থায়