[সম্মিলিত জাতিপুঞ্জ]দ্বাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান MCQ মক টেস্ট|HS Class 12 Political Science Mock Test

সম্মিলিত জাতিপুঞ্জ – দ্বাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান MCQ মক টেস্ট|HS Class 12 Political Science Mock Test |উচ্চমাধ্যমিক ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের (Chapter 4) MCQ প্রশ্ন উত্তর|সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ টপিকের ওপর MCQ প্রশ্ন উত্তর- আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য Anushilan.Com -এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের MCQ মক টেস্ট। এই মক টেস্টটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান যেটি, WBCHSE Class 12 -এর সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এটি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন এর ফলে টেস্টের প্রশ্নগুলি উচ্চমাধ্যমিকের (ক্লাস ১২) জন্য খুবই গুরুত্বপূর্ণ । ফাইনাল পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এই মক টেস্ট ।‘সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ‘ অধ্যায়ের বাছাই করা ৫০ টি প্রশ্ন রয়েছে এই পেজে। তাই এটি থেকে MCQ Question Answer কমন আসার চান্স 99% । রাষ্ট্রবিজ্ঞান কুইজের MCQ প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও ।

এই মক টেস্ট , দ্বাদশ শ্রেণি (Class XII) -এর পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার (Competitive Exam) জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আর দেরী না করে মক টেস্টে অংশগ্রহণ করুন আর নিজেকে যাচাই করুন ।

[সম্মিলিত জাতিপুঞ্জ]দ্বাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান MCQ মক টেস্ট|HS Class 12 Political Science Mock Test

Q1. সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল –

  • অছি পরিষদ
  • অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
  • নিরাপত্তা পরিষদ
  • জাতিসংঘ

জাতিসংঘ

Q2. ‘League of Nation’ প্রতিষ্ঠিত হয় –

  • 1919 খ্রিস্টাব্দে
  • 1920 খ্রিস্টাব্দে
  • 1921 খ্রিস্টাব্দে
  • 1918 খ্রিস্টাব্দে

1920 খ্রিস্টাব্দে

Q3. ওয়াশিংটন ঘোষণা ঘোষিত হয় –

  • 1942 খ্রিস্টাব্দে
  • 1943 খ্রিস্টাব্দে
  • 1944 খ্রিস্টাব্দে
  • 1945 খ্রিস্টাব্দে

1942 খ্রিস্টাব্দে

Q4.’ডাম্বারটন ওক্স সম্মেলন’ অনুষ্ঠিত হয় –

  • 1941 সালে
  • 1942 সালে
  • 1943 সালে
  • 1944 সালে

1944 সালে

Q5. ‘সানফ্রান্সিসকো সম্মেলন’ অনুষ্ঠিত হয় –

  • 1943-এর অক্টোবরে
  • 1943-এর নভেম্বরে
  • 1944-এর আগস্টে
  • 1945-এর এপ্রিলে

1945-এর এপ্রিলে

Q6. কোন সম্মেলনে ‘সম্মিলিত জাতিপুঞ্জ’ কথাটি ব্যবহার করা হয়? –

  • লন্ডন ঘোষণায়
  • ওয়াশিংটন ঘোষণায়
  • অতলান্তিক সনদে
  • মস্কো ঘোষণায়

মস্কো ঘোষণায়

Q7. সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় –

  • 1944 খ্রিস্টাব্দে
  • 1945 খ্রিস্টাব্দে
  • 1948 খ্রিস্টাব্দে
  • 2000 খ্রিস্টাব্দে

1945 খ্রিস্টাব্দে

Q8. সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় –

  • 1944 এর 24 অক্টোবর
  • 1945-এর 24 অক্টোবর
  • 1947-এর 15 আগস্ট,
  • 1950-এর 26 জানুয়ারি

1945-এর 24 অক্টোবর

Q9. সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করেছেন –

  • ট্রিগভি লি
  • স্তালিন
  • রুজভেল্ট
  • বান-কি-মুন

রুজভেল্ট

Q10. 1945 সালে __________-টি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল –

  • 21
  • 50
  • 187
  • 193

50

Q11. জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে –

  • 39 নং ধারায়
  • 99 নং ধারায়
  • প্রস্তাবনায়
  • 111 নং ধারায়

প্রস্তাবনায়

Q12.  সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে শুধু  –

  • সার্বভৌম রাষ্ট্র
  • ব্যক্তি
  • আঞ্চলিক গোষ্ঠী
  • সেবা প্রতিষ্ঠানসমূহ

সার্বভৌম রাষ্ট্র

Q13. জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করা রাষ্ট্রের ক্ষেত্রে –

  • বাধ্যতামূলক
  • বাধ্যতামূলক নয়
  • আবশ্যিক
  • কোনোটিই নয়

বাধ্যতামূলক নয়

Q14. বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার কথা বলা হয়েছে জাতিপুঞ্জের সনদের –

  • 53 নং ধারায়
  • 56 নং ধারায়
  • 73 নং ধারায়
  • 1 নং ধারায়

1 নং ধারায়

Q15. সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি? –

  • 110টি
  • 111টি
  • 112টি
  • 113টি

111টি

Q16. সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্যসংখ্যা হল –

  • 191টি রাষ্ট্র
  • 192টি  রাষ্ট্র
  • 204টি রাষ্ট্র
  • 193টি রাষ্ট্র

193টি রাষ্ট্র

Q17. ভারত জাতিপুঞ্জের সদস্য হয় –

  • 1945 খ্রিস্টাব্দে
  • 1947 খ্রিস্টাব্দে
  • 1950 খ্রিস্টাব্দে
  • 1952 খ্রিস্টাব্দে

1945 খ্রিস্টাব্দে

Q18. “বিশ্ব-বিবেকের প্রতিনিধি সভা’ বলা হয় –

  • নিরাপত্তা পরিষদকে
  • অছিপরিষদকে
  • অর্থনৈতিক ও সামাজিক পরিষদকে
  • সাধারণ সভাকে

সাধারণ সভাকে

Q19. বিশ্বের সর্ববৃহৎ ‘নাগরিক সভা’ হল—

  • অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
  • সাধারণ সভা
  • নিরাপত্তা পরিষদ
  • অছি পরিষদ

সাধারণ সভা

Q20. সম্মিলিত জাতিপুঞ্জের অর্থ-আইনসভা হল –

  • সাধারণ সভা
  • অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
  • নিরাপত্তা পরিষদ
  • কর্মদপ্তর

সাধারণ সভা

Q21. ‘শাস্তির জন্য ঐক্য’ প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় –

  • 1960 সালে
  • 1970 সালে
  • 1950 সালে
  • 1965 সালে

1950 সালে

Q22. 1950 খ্রিস্টাব্দে ‘শান্তির জন্য প্রস্তাব’ গ্রহণ করে যে সংস্থা –

  • নিরাপত্তা পরিষদ
  • সাধারণ সভা
  • অছিপরিষদ
  • সচিবালয়

সাধারণ সভা

Q23. সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত সদস্যরাষ্ট্র সাধারণ সভার –

  • সদস্য
  • সদস্য নয়
  • অধ্যক্ষ
  • সভাপতি

সদস্য

Q24. সাধারণ সভার বর্তমান সদস্যসংখ্যা –

  • 190
  • 191
  • 192
  • 193

193

Q25. সাধারণ সভার অধিবেশন বসে প্রতি বছর ___________ মাসে । –

  • জুলাই
  • মার্চ
  • নভেম্বর
  • সেপ্টেম্বর

সেপ্টেম্বর

Q26. সাধারণ সভাকে ‘কূটনীতিবিদদের সম্মেলন’ বলেছেন-

  • অস্টিন
  • গেটেল
  • গুডরিচ
  • সুম্যান

সুম্যান

Q27. নিরাপত্তা পরিষদের মোট সদস্যসংখ্যা হল –

  • 10টি রাষ্ট্র
  • 15টি রাষ্ট্র
  • 20টি রাষ্ট্র
  • 25টি রাষ্ট্র

15টি রাষ্ট্র

Q28. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা হল –

  • 5টি রাষ্ট্র
  • 10টি রাষ্ট্র
  • 15টি রাষ্ট্র
  • 20 টি রাষ্ট্র

5টি রাষ্ট্র

Q29. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা হল –

  • 10টি রাষ্ট্র
  • 5টি রাষ্ট্র
  • ৪টি রাষ্ট্র
  • 9টি রাষ্ট্র

10টি রাষ্ট্র

Q30. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল –

  • 2 বছর
  • 3 বছর
  • 4 বছর
  • 5 বছর

2 বছর

Q31. ভিটো ক্ষমতাহীন সদস্যসংখ্যা নিরাপত্তা পরিষদে কতজন? –

  • পাঁচ জন
  • দশ জন
  • পনেরো জন
  • আঠারো জন

দশ জন

Q32. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের প্রয়োগের ক্ষমতা আছে –

  • ভিটো
  • শক্তি
  • কৌশল
  • সার্বভৌম ক্ষমতা

ভিটো

Q33. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সিদ্ধান্ত বাতিলের ক্ষমতাকে বলা হয় –

  • ইমপিচমেন্ট
  • ভিটো
  • স্বৈরাচারী
  • এর কোনোটিই নয়

ভিটো

Q34. জাতিপুঞ্জের কোন্ বিভাগ সনদ সংশোধন করতে পারে ? –

  • অছিপরিষদ
  • সচিবালয়
  • নিরাপত্তা পরিষদ
  • সাধারণ সভা

নিরাপত্তা পরিষদ

Q35. নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে –

  • মহাসচিব
  • নিরাপত্তা পরিষদের সমস্ত সদস্যরা
  • নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা
  • নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা

Q36. আন্তর্জাতিক বিবাদ নিষ্পত্তির জন্য জাতিপুঞ্জ কোন্ পদ্ধতি অবলম্বন করে না ? –

  • আপস মীমাংসা
  • মধ্যস্থতা
  • অনুসন্ধান
  • নিরপেক্ষতা বজায় রাখা

নিরপেক্ষতা বজায় রাখা

Q37. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতিবছর অবসর নেন ? –

  • এক-তৃতীয়াংশ
  • দুই-তৃতীয়াংশ
  • অর্ধেক
  • এদের কোনোটিই নয়

Q38. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ-এর অধীনে কটি বিশেষজ্ঞ সংস্থা আছে? –

  • 14টি
  • 15টি
  • 24টি
  • 11টি

14টি

Q39. খাদ্য ও কৃষি সংস্থাটি (FAO) যুক্ত সম্মিলিত জাতিপুঞ্জের –

  • সাধারণ সভার সঙ্গে
  • অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সঙ্গে
  • নিরাপত্তা পরিষদের সঙ্গে
  • অছিপরিষদের সঙ্গে

অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সঙ্গে

Q40. অছি পরিষদের নির্বাচিত সদস্যদের কার্যকালের মেয়াদ –

  • 1 বছর
  • 3 বছর
  • 5 বছর
  • 7 বছর

3 বছর

Q41. আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিগণ কার দ্বারা নিযুক্ত হন ? –

  • সাধারণ সভার দ্বারা
  • নিরাপত্তা পরিষদের দ্বারা
  • যৌথভাবে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের দ্বারা
  • মহাসচিবের দ্বারা

যৌথভাবে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের দ্বারা

Q42. প্রতি তিন বছর অন্তর আন্তর্জাতিক বিচারালয়ের _________ বিচারপতি অবসর গ্রহণ করেন। –

  • সকল
  • অর্ধেক
  • এক-তৃতীয়াংশ
  • দুই-তৃতীয়াংশ

এক-তৃতীয়াংশ

Q43. আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল –

  • 9 বছর
  • 7 বছর
  • 5 বছর
  • 2 বছর

9 বছর

Q44. জাতিপুঞ্জের প্রধান প্রশাসক হলেন –

  • মহাসচিব
  • সাধারণ সভার সভাপতি
  • আন্তর্জাতিক আদালতের প্রধান বিচারপতি
  • কেউই নন

মহাসচিব

Q45. জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ________এর দ্বারা নির্বাচিত হন

  • সাধারণ সভা
  • জাতিসংঘ
  • আন্তর্জাতিক বিচারালয়
  • অছিপরিষদ

সাধারণ সভা

Q46. সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ –

  • ছয় বছর
  • চার বছর
  • পাঁচ বছর
  • সাত বছর

পাঁচ বছর

Q47. জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে –

  • 39 নং ধারায়
  • 99 নং ধারায়
  • 42 নং ধারায়
  • ৪৪ নং ধারায়

99 নং ধারায়

Q48. সম্মিলিত জাতিপুঞ্জের বাজেট প্রস্তুত করেন –

  • সাধারণ সভা
  • অছিপরিষদ
  • নিরাপত্তা পরিষদ
  • মহাসচিব

মহাসচিব

Q49. UNO-র প্রথম মহাসচিব ছিলেন –

  • উ থান্ট
  • ট্রিগভি লি
  • কোফি আন্নান
  • বান-কি-মুন

ট্রিগভি লি

Q50. সম্মিলিত জাতিপুঞ্জের শান্তিরক্ষামূলক কার্যকলাপ সংক্রান্ত বিভাগ (DPKO) আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল –

  • 1945 সালে
  • 1948 সালে
  • 1992 সালে
  • 2002 সালে

1992 সালে

Important Links

গণিতপ্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথ দে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানWBBSE Official Site
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBJEE ANM GNM Online Mock Test Series
JENPAS (UG) Online Mock Test SeriesWBJEE Online Mock Test Series
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadMadhyamik Online Mock Test Series
RRB Group-D Mock Test in BengaliJEXPO Online Mock Test Series
ধন্যবাদ । আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন।এই মক টেস্টের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ।

Leave a Comment

error: Content is protected !!